২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ২০১৩ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২য় আসর। ২০১২ সালে বিসিবি প্রথমবারের মত বিপিএল আয়োজন করে। ২০১৩ সালের ১৭ জানুয়ারি হয় উদ্বোধনী অনুষ্ঠান।[১] টুর্নামেন্টটি ১৮ জানুয়ারি ২০১৩ তে শুরু হয় এবং শেষ হয় ১৯ ফেব্রুয়ারি তে। এই টুনামেন্টে ৭টি দল অংশগ্রহণ করে। সপ্তম দলটি হচ্ছে রংপুর রাইডার্স।[২] ফাইনালে চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়।[৩][৪]
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট বিপিএল ২০১৩-এর উদ্বোধন ঘোষণা করেন।[৫] তার আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহার বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুনা লায়লা, মমতাজ, জেমস, আতিফ আসলাম। এছাড়া সাত ফ্র্যাঞ্চাইজির সাতটি বিভাগকে প্রতিনিধিত্ব করে সাতটি গান ও সঙ্গে আঞ্চলিক নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও শ্রীলঙ্কান নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ নৃত্য পরিবেশন করেন।[৬] অনুষ্ঠানে ‘ম্যাজিক শো’ দেখানো হয়। আতশবাজির মধ্য দিয়ে বিপিএল ২০১৩ এর উদ্বোধনী শেষ করা হয়।
শ্রেণী |
ভিত্তি মূল্য (ইউএস) |
চূড়ান্ত মূল্য (সীমাবদ্ধতা) (ইউএস)
|
গোল্ডেন |
৫০,০০০ |
৭৫,০০০
|
গোল্ডেন (বিদেশী) |
৭৫,০০০ |
১৫০,০০০
|
এ (স্থানীয়) |
৩০,০০০ |
৫০,০০০
|
বি (স্থানীয়) |
২০,০০০ |
৩০,০০০
|
সি (স্থানীয়) |
১০,০০০ |
২০,০০০
|
এ (বিদেশী) |
৫০,০০০ |
৭৫,০০০
|
বি (বিদেশী) |
৩০,০০০ |
৫০,০০০
|
সি (বিদেশী) |
১৫,০০০ |
৩০,০০০
|
সর্বশেষ হালনাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৩[৭]
|
|
|
জয় |
হার |
ফলাফল হয়নি
|
দলটি গ্রুপ পর্যায়ে বাদ।
|
নোট:
- প্রতিটি গ্রুপ ম্যাচ শেষে মোট পয়েন্ট তালিকাভুক্ত করা।
- পয়েন্টে ক্লিক করুন (গ্রুপ ম্যাচগুলি) অথবা জ/হা (প্লেঅফ) ম্যাচের সারসংক্ষেপ দেখার জন্য।
|
২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- টীকা: ম্যাচের সারাংশ দেখার জন্য ফলাফলের উপর ক্লিক করুন।
- সকল সময় বাংলাদেশ মান সময় (ইউটিসি+০৬:০০) অনুযায়ী।[৮]
|
ব
|
|
ওয়াইস শাহ ৮৪ (৪৮) ডলার মাহমুদ ৩/৪০ (৪ ওভার)
|
|
|
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
|
ব
|
|
রিকি ওয়েসেলস ৬৩* (৪৪) ডার্ক ন্যানেস এবং সোহাগ গাজী ২/২০ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
কেভিন ও’ব্রায়েন ২৪* (৩০) ড্যানিয়েল হ্যারিস ৩/২২ (৪ ওভার)
|
|
আসিফ আহমেদ ১৯ (১৮) ফিদেল এডওয়ার্ডস 8/১১ (৩.৪ ওভার)
|
|
ব
|
|
সাব্বির রহমান ৪০ (২৭) কেভন কুপার ২/২৭ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
ওয়াইস শাহ ৪৩* (৪০) তাইজুল ইসলাম ২/২৪ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
|
|
রিকি ওয়েসেলস ৩৫ (৩২) সাঞ্জামুল ইসলাম ১/২৬ (৪ ওভার)
|
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
|
ব
|
|
আজহার মাহমুদ ৫৭ (৩৪) দিলশান মুনাভেরা ২/১৮ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
|
|
আজহার মাহমুদ ৫২* (৩৩) স্যামুয়েল ব্যাডরি ১/২৫ (৪ ওভার)
|
|
ব
|
|
মুক্তার আলী ৪১* (৩০) কৃষমার সান্টোকি ৩/১৮ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
আজহার মাহমুদ ৩০ (৩৩) ক্রিস লিডল ১৬/২ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
ট্রাভিস বার্ট ৯৪* (৫৬) আলফনসো টমাস ৩/৩৪ (৪ ওভার)
|
|
|
|
ব
|
|
জেসন রয় ৯২* (৫৫) মনির হোসেন ১/৩০ (৩ ওভার)
|
|
|
|
ব
|
|
পারভেজ মাহারুফ ৩৪* (৩৪) সাজু দত্ত ৩/২৩ (৪ ওভার)
|
|
ক্যামেরুন বোরগাস ৩২ (৩০) হামিদ হাসান ৩/২২ (৪ ওভার)
|
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- রেস টু দ্য ফাইনাল
- ১ম সেমি-ফাইনাল
|
ব
|
|
|
|
রভি বোপারা ৩৪* (৩০) নাঈম ইসলাম জুনিয়র ২/২৫ (৪ ওভার)
|
- ২য় সেমি-ফাইনাল
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- চিটাগং কিংস ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে এবং সিলেট রয়্যালস বাদ হয়ে যায়।
- ফাইনাল
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
নিম্নলিখিত টেবিলটি এই আসরের দলীয় সর্বোচ্চ রানের তালিকা (পাঁচটি)।
সর্বশেষ হালনাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৩[৯]
নিম্নলিখিত টেবিলটি এই আসরের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকা।
সর্বশেষ হালনাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৩[১০]
নিম্নলিখিত টেবিলটি এই আসরের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকা।[১১]
সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন ১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান করা শামসুর রহমান শুভ।[১২]