জেমস (সঙ্গীতজ্ঞ)
ফারুক মাহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪),[৪] হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার এবং অভিনেতা। তিনি রক ব্যান্ড "ফিলিংস" (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন।[৫] জেমস নওগাঁয় জন্মগ্রহণ করেন, এবং বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে।[৬]
জেমস | |
---|---|
জন্ম | ফারুক মাহফুজ আনাম[১] অক্টোবর ২, ১৯৬৪ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কানিজ রাবেয়া রথি (বি. ১৯৯১; বিচ্ছেদ. ২০০৩)[৩] বেনজির সাজ্জাদ (বি. ২০০২) |
সন্তান | আবরার আলভী দানিশ জান্নাতুল ফেরদৌস |
পুরস্কার | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪) |
সঙ্গীত কর্মজীবন | |
উপনাম | গুরু জেমস নগরবাউল |
ধরন | |
বাদ্যযন্ত্র |
|
লেবেল |
|
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা "বিগ থ্রি অফ রক" এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়।[৭] তাকে প্রায়শই "গুরু" নামে অভিহিত করা হয়।[৮][৯]
জেমস ব্যান্ডের পাশাপাশি "অনন্যা" (১৯৮৯), "পালাবে কোথায়?" (১৯৯৫), "দুঃখিনি দুঃখ করোনা" (১৯৯৭), "ঠিক আছে বন্ধু" (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ... মেট্রো (২০০৭), ওয়ার্নিং (২০১৩)।[১০]
প্রাথমিক জীবন
সম্পাদনাজেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে।[১১] তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে।[১২] চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
কর্মজীবন
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনাচট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন। যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড” মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল”।
বলিউড
সম্পাদনাবাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিম বঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রিতমের সাথে মিলিত হন তিনি। ২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া “ভিগি ভিগি” গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল॥[১৩] ২০০৬ সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কন্ঠ্য দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হল রিশতে এবং আলবিদা (রিপ্রাইস)। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে।[১৪][১৫][১৬]
মডেলিং
সম্পাদনা২০০০ সালের প্রথম দিকে জেমস পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন। এটিই ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন চিত্র। এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি ২০১১ সালে এনার্জি ড্রিংক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায়। যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্র কিছু অভিনয় করেন। ২০১৩ সালে ওয়ার্নিং চলচ্চিত্রের বেবাসি গানের ভিডিও চিত্রেও কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাজেমসের প্রথম স্ত্রীর নাম রথী যাকে তিনি ১৯৯১ সালে বিয়ে করেন।[৩] ২০০২ সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে।[১৭] যার সাথে ১৯৯৯ সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাত হয়। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) আছে। [১৮] [১৯]
রেড ডট এন্টারটেইনমেন্ট
সম্পাদনাজেমস গাজী আহমেদ শুভ্রর সাথে রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন। এই প্রডাকশন হাউস ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে। রেড ডট এন্টারটেইনমেন্ট প্রচুর রিয়ালিটি শো প্রযোজনা করেছে। এর মধ্যে দ্য রকস্টার ২, লাক্স চ্যানেল-আই সুপারস্টার, কে হতে চায় কোটিপতি উল্লেখযোগ্য। এছাড়া রেড ডট টেলিভিশন বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করে।
সঙ্গীত
সম্পাদনাফিলিংস
সম্পাদনা- স্টেশন রোড (১৯৮৮)
- জেল থেকে বলছি (১৯৯৩)
- নগর বাউল (১৯৯৬)
- লেইস ফিতা লেইস (১৯৯৮)
- কালেকশন অফ ফিলিংস (১৯৯৯)
নগর বাউল
সম্পাদনা- দুষ্টু ছেলের দল (২০০১)
- অনন্যা (১৯৮৮)
- পালাবে কোথায় (১৯৯৫)
- দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭)
- ঠিক আছে বন্ধু (১৯৯৯)
- আমি তোমাদেরই লোক (২০০৩)
- জনতা এক্সপ্রেস (২০০৫)
- তুফান (২০০৬)
- কাল যমুনা (২০০৮)
হিন্দি চলচ্চিত্রে প্লে-ব্যাক
সম্পাদনা- ভিগি ভিগি (২০০৫, গ্যাংস্টার)
- চল চলে (২০০৬, ও লামহে)
- আলবিদা (রিপ্রাইস), রিশতে (২০০৭, লাইফ ইন এ... মেট্রো)
- বেবাসি (২০১৩, ওয়ার্নিং থ্রিডি)
বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক
সম্পাদনা- কষ্ট মুভি 2000
- আসবার কালে আসলাম একা (মনের সাথে যুদ্ধ, ২০০৭)
- মাটির ঠিকানা (মাটির ঠিকানা, ২০১৩)
- দেশা আসছে (দেশা: দ্য লিডার, ২০১৪)
- এতো কষ্ট কষ্ট লাগে (ওয়ার্নিং, ২০১৫)
- বিধাতা (সুইটহার্ট, ২০১৬)
- তোর প্রেমেতে অন্ধ হলাম (সত্তা, ২০১৭)
- প্রেম ও ঘৃণা (জিরো ডিগ্রী)
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত কাজ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১৪ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | "দেশা আসছে" (চলচ্চিত্র - দেশা: দ্য লিডার) | বিজয়ী | [২১] |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১৭ | শ্রেষ্ঠ ছায়াছবির গান | "তোর প্রেমেতে অন্ধ হলাম"
(চলচ্চিত্র - সত্তা " |
বিজয়ী | [২২] |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০১ | শ্রেষ্ঠ মডেল (পুরুষ) | পেপসি | মনোনীত | |
৮ মে ২০১৫ | সেরা গায়ক | "দেশা আসছে" (দেশা: দ্য লিডার) | বিজয়ী | [২৩] |
২৮ এপ্রিল ২০১৬ | "এতো কষ্ট কষ্ট লাগে" (ওয়ার্নিং) | মনোনীত | ||
৩০ মার্চ ২০১৮ | "তোর প্রেমেতে অন্ধ হলাম" (চলচ্চিত্র - সত্তা) | বিজয়ী | [২৪] |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৮ ডিসেম্বর ২০১৬ | সেরা মডেল (পুরুষ) | ব্ল্যাক হর্স | বিজয়ী | [২৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তারকা :কেমন যাবে ২০১২"। সমকাল। ২৯ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩।
- ↑ http://www.kalerkantho.com/print_edition/print_news.php?pub_no=913&cat_id=3&menu_id=78&news_type_id=1&index=0[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সংসারটাই টিকল না: রথি"। prothomalo.com। ২৭ জুন ২০২০। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০২০।
- ↑ "বাচ্চুর স্মরণে কোনো আয়োজন নেই এবার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯।
- ↑ "James & Nagar Baul"। Eventfinda।
- ↑ James to attend Ctg Winterfest concert ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০১৭ তারিখে. samakal.net. Retrieved on 14-02-2017.
- ↑ "Even people in villages relate to my music: James"। The Times of India। ২৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Even people in villages relate to my music: James"। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Nogor Baul James. last.fm. Retrieved on 14-02-2017.
- ↑ "James & Nagar Baul' live in concert"। Indian Week Ender। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Nagar Baul"। Last.fm। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- ↑ http://www.bbc.com/bengali/multimedia/2012/07/120713_mb_james_gaangolpo.shtml
- ↑ Md. Rokanuzzaman (১৩ মার্চ ২০১১)। "Wild Horses of Musical Conviction"। দ্য ডেইলি স্টার। ১১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- ↑ Mustafa, Hisham Bin (৮ সেপ্টেম্বর ২০১৩)। "James' new release 'Bebasi' hits Bollywood"। Priyo news। Priyo.com। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- ↑ "আকাশ থেকে আকাশে জেমস"। সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- ↑ "আবারও জেমস জোয়ার"। প্রথম আলো। ১২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- ↑ "Bangladeshi pop singer arrested"। বিবিসি। ২৫ অক্টোবর ২০০২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।
- ↑ http://www.protikhon.com/একাধিক-বিয়ে-করা-তারকারা/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/2361403.stm
- ↑ "জন্মদিনে ভক্তের এমন কাণ্ডে অবাক জেমস!"। প্রিয়.কম। ২০১৭-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- ↑ আহমেদ, মিতুল (৮ অক্টোবর ২০১৭)। "শফিক তুহিনের লেখা ও সংগীত পরিচালনায় জেমসের বাজিমাৎ"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- ↑ "Meril Prothom Alo Awards Gala Night"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- ↑ "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ সেরা অভিনেতা আরেফিন শুভ সেরা অভিনেত্রী পরীমনি"। দৈনিক যুগান্তর। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেমস (ইংরেজি)
- ফেসবুকে জেমস