২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ
২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ (ইংরেজি: West Indies Triangular Series in 2013) একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা ওয়েস্ট ইন্ডিজে জুন এবং জুলাই মাসে ভারত, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হয়।[১] সম্প্রচার স্বত্ত্বের কারণে এ সিরিজের নামকরণ করা হয়েছে সেলকন মোবাইল কাপ।[২] ডানহাতে আঘাতপ্রাপ্তির ফলে দ্বিতীয় খেলায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠের বাইরে অবস্থান নেন ও তার পরিবর্তে দলে স্থান পান আম্বতি রায়ডু। বিরাট কোহলি অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়েন ব্র্যাভো’র পরিবর্তে অধিনায়কত্ব করেন কিরণ পোলার্ড।
২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ২৮ জুন ২০১৩ – ১১ জুলাই ২০১৩ | ||||||||||||||||||||||||||||
স্থান | ক্যারিবীয় দ্বীপপুঞ্জ | ||||||||||||||||||||||||||||
ফলাফল | ভারত বিজয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | ভুবনেশ্বর কুমার (ভারত) | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
সময়সূচী
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনানং | দল | খেলা | জ | হা | ফহ | টা | বোপ | প | রান রেট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৪ | ২ | ২ | ০ | ০ | ২ | ১০ | +০.০৫৪ |
২ | শ্রীলঙ্কা | ৪ | ২ | ২ | ০ | ০ | ১ | ৯ | +০.৩৪৮ |
৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ২ | ২ | ০ | ০ | ১ | ৯ | -০.৩৮৩ |
রাউন্ড ১
সম্পাদনারাউন্ড ২
সম্পাদনা ৫ জুলাই
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির করণে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওভার কমিয়ে ৩৯ করা হয়।
৭-৮ জুলাই
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- প্রথম দিনে বৃষ্টির কারণে ১৯ ওভারের পর শ্রীলঙ্কার ইনিংস স্থগিত করা হয় এবং দ্বিতীয় দিনে উভয় দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হয়।
৯ জুলাই
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২৯ ওভারের পর ভারতের ইনিংস স্থগিত করা হয়। শ্রীলঙ্কার ইনিংস কমিয়ে ২৬ ওভার করা হয়; সংশোধিত লক্ষ্যমাত্রা ২৬ ওভারে ১৭৮ করা হয়।
- এই ম্যাচের ফলাফলের ফলে, ভারত ফাইনালে জন্য যোগ্যতা অর্জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যায়।
ফাইনাল
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাব্যাটিং
সম্পাদনাখেলোয়াড়ের নাম | খেলেছে | রান | গড় | সর্বোচ্চ |
---|---|---|---|---|
উপুল থারাঙ্গা | ৫ | ২২৩ | ৫৫.৭৫ | ১৭৪* |
রোহিত শর্মা | ৫ | ২১৭ | ৫৪.২৫ | ৬০ |
মাহেলা জয়াবর্ধনে | ৫ | ১৯৯ | ৩৯.৮০ | ১০৭ |
জনসন চার্লস | ৪ | ১৮৫ | ৪৬.২৫ | ৯৭ |
কুমার সাঙ্গাকারা | ৫ | ১৭৮ | ৫৯.৩৩ | ৯০* |
বোলিং
সম্পাদনাখেলোয়াড়ের নাম | খেলেছে | উইকেট | ওভার প্রতি রান | সেরা |
---|---|---|---|---|
ভুবনেশ্বর কুমার | ৪ | ১০ | ৩.৩৪ | ৪/৮ |
রঙ্গনা হেরাথ | ৪ | ১০ | ৩.৯৩ | ৪/২০ |
রবীন্দ্র জাদেজা | ৫ | ৮ | ৪.৮৬ | ৪/২৩ |
ইশান্ত শর্মা | ৫ | ৮ | ৫.৭০ | ২/১৭ |
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ৫ | ৭ | ৩.৪১ | ৪/২৯ |
সম্প্রচার ব্যবস্থা
সম্পাদনাটেলিভিশন সম্প্রচার | দেশ | মন্তব্য |
---|---|---|
টেন স্পোর্টস | শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ | আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা সম্প্রচার করে |
টেন ক্রিকেট | ভারত | |
ডিডি ন্যাশনাল | ভারত | শুধুমাত্র ভারতের খেলাগুলো |
স্কাই স্পোর্টস | যুক্তরাজ্য | |
সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা | |
ফক্স স্পোর্টস | অস্ট্রেলিয়া |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Triangular Tournament in West Indies, 2013"। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩।
- ↑ "When India travel, money follows"। ESCN - Cricinfo। ৩০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩।
- ↑ "West Indies Tri-Nation Series, 2013 – Most runs"। Cricinfo.com। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৩।
- ↑ "West Indies Tri-Nation Series, 2013 – Most wickets"। Cricinfo.com। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৩।
আরও দেখুন
সম্পাদনা- ২০১৩ অ্যাশেজ সিরিজ
- ২০১৪-এ আন্তর্জাতিক ক্রিকেট
- ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০১৪ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ
- ২০১৩ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
- ২০১৩ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
- ২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর