২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ

২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ (ইংরেজি: West Indies Triangular Series in 2013) একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা ওয়েস্ট ইন্ডিজে জুন এবং জুলাই মাসে ভারত, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হয়।[] সম্প্রচার স্বত্ত্বের কারণে এ সিরিজের নামকরণ করা হয়েছে সেলকন মোবাইল কাপ[] ডানহাতে আঘাতপ্রাপ্তির ফলে দ্বিতীয় খেলায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠের বাইরে অবস্থান নেন ও তার পরিবর্তে দলে স্থান পান আম্বতি রায়ডুবিরাট কোহলি অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়েন ব্র্যাভো’র পরিবর্তে অধিনায়কত্ব করেন কিরণ পোলার্ড

২০১৩ ওয়েস্ট ইন্ডিজ ত্রি-দেশীয় সিরিজ
তারিখ২৮ জুন ২০১৩ – ১১ জুলাই ২০১৩
স্থানক্যারিবীয় দ্বীপপুঞ্জ
ফলাফল ভারত বিজয়ী
সিরিজ সেরা খেলোয়াড়ভুবনেশ্বর কুমার (ভারত)
দলসমূহ
 ওয়েস্ট ইন্ডিজ  ভারত  শ্রীলঙ্কা
অধিনায়কবৃন্দ
ডোয়েন ব্র্যাভো
কিরণ পোলার্ড
মহেন্দ্র সিং ধোনি
বিরাট কোহলি
অ্যাঞ্জেলো ম্যাথিউস
সর্বাধিক রান
জনসন চার্লস (১৮৫) রোহিত শর্মা (২১৭) উপুল থারাঙ্গা (২২৩)
সর্বাধিক উইকেট
কেমার রোচ (৭) ভুবনেশ্বর কুমার (১০) রঙ্গনা হেরাথ (১০)

সময়সূচী

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
নং দল খেলা হা ফহ টা বোপ রান রেট
  ভারত ১০ +০.০৫৪
  শ্রীলঙ্কা +০.৩৪৮
  ওয়েস্ট ইন্ডিজ -০.৩৮৩

রাউন্ড ১

সম্পাদনা
শ্রীলঙ্কা  
২০৮ (৪৮.৩ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২০৯/৪ (৩৭.৫ ওভার)
ক্রিস গেইল ১০৯ (১০০)
নুয়ান কুলাসেকারা ১/৩৯ (৮ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন, জ্যামাইকা
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয়।

ভারত  
২২৯/৭ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২৩০/৯ (৪৭.৪ ওভার)
রোহিত শর্মা ৬০ (৮৯)
রোচ, স্যামি ২/৪১ (১০ ওভার)
জনসন চার্লস ৯৭ (১০০)
উমেশ যাদব ৩/৪৩ (৯.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন, জ্যামাইকা
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং পিটার নিরো (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

২ জুলাই
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
৩৪৮/১ (৫০ ওভার)
  ভারত
১৮৭ (৪৪.৫ ওভার)
শ্রীলঙ্কা ১৬১ রানে বিজয়ী
সাবিনা পার্ক, কিংস্টন, জ্যামাইকা
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

রাউন্ড ২

সম্পাদনা
৫ জুলাই
স্কোরকার্ড
ভারত  
৩১১/৭ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৭১ (৩৪.০/৩৯ ওভার)
বিরাট কোহলি ১০২ (৮৩)
টিনো বেস্ট ২/৫১ (১০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির করণে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওভার কমিয়ে ৩৯ করা হয়।

৭-৮ জুলাই
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২১৯/৮ (৪১ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৯০/৯ (৪১ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ১৯ ওভারের পর শ্রীলঙ্কার ইনিংস স্থগিত করা হয় এবং দ্বিতীয় দিনে উভয় দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হয়।

৯ জুলাই
স্কোরকার্ড
ভারত  
১১৯/৩ (২৯ ওভার)
  শ্রীলঙ্কা
৯৬ (২৪.৪ ওভার)
রোহিত শর্মা ৪৮* (৮৩)
রঙ্গনা হেরাথ ২/৩২ (৬ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ২৯ ওভারের পর ভারতের ইনিংস স্থগিত করা হয়। শ্রীলঙ্কার ইনিংস কমিয়ে ২৬ ওভার করা হয়; সংশোধিত লক্ষ্যমাত্রা ২৬ ওভারে ১৭৮ করা হয়।
  • এই ম্যাচের ফলাফলের ফলে, ভারত ফাইনালে জন্য যোগ্যতা অর্জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যায়।

ফাইনাল

সম্পাদনা
১১ জুলাই
স্কোরকার্ড
  শ্রীলঙ্কা
২০১ (৪৮.৫ ওভার)
  ভারত
২০৩/৯ (৮৯.৪ ওভার)
রোহিত শর্মা ৫৮ (৮৯)
রঙ্গনা হেরাথ ৪/২০ (১০ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সম্পাদনা

ব্যাটিং

সম্পাদনা
সর্বাধিক রান[]
খেলোয়াড়ের নাম খেলেছে রান গড় সর্বোচ্চ
  উপুল থারাঙ্গা ২২৩ ৫৫.৭৫ ১৭৪*
  রোহিত শর্মা ২১৭ ৫৪.২৫ ৬০
  মাহেলা জয়াবর্ধনে ১৯৯ ৩৯.৮০ ১০৭
  জনসন চার্লস ১৮৫ ৪৬.২৫ ৯৭
  কুমার সাঙ্গাকারা ১৭৮ ৫৯.৩৩ ৯০*
সর্বাধিক উইকেট[]
খেলোয়াড়ের নাম খেলেছে উইকেট ওভার প্রতি রান সেরা
  ভুবনেশ্বর কুমার ১০ ৩.৩৪ ৪/৮
  রঙ্গনা হেরাথ ১০ ৩.৯৩ ৪/২০
  রবীন্দ্র জাদেজা ৪.৮৬ ৪/২৩
  ইশান্ত শর্মা ৫.৭০ ২/১৭
  অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩.৪১ ৪/২৯

সম্প্রচার ব্যবস্থা

সম্পাদনা
টেলিভিশন সম্প্রচার দেশ মন্তব্য
টেন স্পোর্টস   শ্রীলঙ্কা,   ওয়েস্ট ইন্ডিজ,   পাকিস্তান,   বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা সম্প্রচার করে
টেন ক্রিকেট   ভারত
ডিডি ন্যাশনাল   ভারত শুধুমাত্র ভারতের খেলাগুলো
স্কাই স্পোর্টস   যুক্তরাজ্য
সুপারস্পোর্ট   দক্ষিণ আফ্রিকা
ফক্স স্পোর্টস   অস্ট্রেলিয়া

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Triangular Tournament in West Indies, 2013"। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩ 
  2. "When India travel, money follows"ESCN - Cricinfo। ৩০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩ 
  3. "West Indies Tri-Nation Series, 2013 – Most runs"Cricinfo.com। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৩ 
  4. "West Indies Tri-Nation Series, 2013 – Most wickets"Cricinfo.com। ইএসপিএন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৩ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা