১০ম আইফা পুরস্কার
১০ম আইফা পুরস্কার (অনানুষ্ঠানিকভাবে ডেকেডিয়াল আইফা অ্যাওয়ার্ডস নামে পরিচিত) হল ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সেরা বলিউডের চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রদত্ত চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানটি ২০০৯ সালের ১১ থেকে ১৩ জুন দ্য ভেনিসিয়ান মাকাও, মাকাওতে অনুষ্ঠিত হয়। আয়োজক শহর হিসেবে ম্যাকাওর পছন্দকে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত বলে মনে করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ভারত ও চীনের মধ্যে উত্তেজনা হ্রাস করা,[২] পাশাপাশি চলচ্চিত্র বিনিময়ের ইস্যুতে দুই দেশের মধ্যে "অচলাবস্থা"র সমাপ্তি ঘটানো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি, রিতেশ দেশমুখ ও লারা দত্ত ।
১০ম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১১ জুন ২০০৯ ১৩ জুন ২০০৯ | –|||
স্থান | দ্য ভেনেসিয়ান মাকাও, মাকাও[১] | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | জোধা আকবর | |||
সর্বাধিক পুরস্কার | জোধা আকবর (১০) | |||
সর্বাধিক মনোনয়ন | জোধা আকবর (১৬) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | স্টার প্লাস | |||
নেটওয়ার্ক | স্টার টিভি | |||
|
আইফা ২০০৯ সালে প্রবর্তনের ১০ বছর পূর্ণ করে, অসংখ্য বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করে। এই ল্যান্ডমার্কের সম্মানে, সেই বছর পাঁচটি বিশেষ আইফা পুরস্কার দেওয়া হয়, এবং এই পুরস্কারসমূহকে সম্মিলিতভাবে আইফা গোল্ডেন ডিকেড সম্মাননা (এছাড়াও দশক পুরস্কারের শিল্পী হিসেবে) অভিহিত করা হয়।[৩]
জোধা আকবর এই আসরের সর্বাধিক ১৬টি মনোনয়ন লাভ করে, তারপর গজিনি ১০টি মনোনয়ন এবং রেস ও রক অন!! ৯টি করে মনোনয়ন লাভ করে।
জোধা আকবর শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (আশুতোষ গোয়ারিকর) এবং শ্রেষ্ঠ অভিনেতা (হৃতিক রোশন)-সহ এই অনুষ্ঠানে সর্বাধিক ১০টি পুরস্কার অর্জন করে।
আয়োজক শহর ও স্থান নির্বাচন
সম্পাদনাসাধারণত, আসন্ন আইফা পুরস্কার অনুষ্ঠানের জন্য একটি আয়োজক শহরের নির্বাচন আয়োজক শহরেই প্রথম সংবাদ সম্মেলনে হয়।[তথ্যসূত্র প্রয়োজন] এই নিয়ম ভঙ্গ করা হয়েছিল এবং ২০০৯ সালের পুরস্কারের জন্য আয়োজক শহর এবং স্থান মুম্বাইতে ঘোষণা করা হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন] আইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অমিতাভ বচ্চন, জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে একটি ইভেন্টে ম্যাকাওকে হোস্ট সিটি হিসেবে ঘোষণা করেছেন। স্থানটিকে বিশ্বের বৃহত্তম রিসোর্টগুলির মধ্যে একটি ভেনিসিয়ান ম্যাকাও হিসাবে ঘোষণা করা হয়েছিল। জানা গেছে, টরন্টো (পরে ২০১১-এর আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল) এবং ইস্তাম্বুলও পুরস্কারের জন্য বিড করেছিল। পরবর্তী পুরস্কার অনুষ্ঠান ২০১০ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনাবিজয়ীদের নাম প্রথমে এবং গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।[৪][৫]
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
|
|
প্রধান চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় | প্রধান চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় |
|
|
পার্শ্ব চরিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয় | পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় |
|
|
কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় | খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় |
|
|
পুরুষ নবাগত তারকা | নারী নবাগত তারকা |
|
সঙ্গীত পুরস্কার
সম্পাদনাসেরা সঙ্গীত পরিচালক | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
| |
শ্রেষ্ঠ নেপথ্য গায়ক | শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা |
|
|
লেখনী পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | |
|
কারিগরি পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | শ্রেষ্ঠ মারপিট |
---|---|
|
|
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ সম্পাদনা |
| |
শ্রেষ্ঠ রূপসজ্জা | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ শব্দ পুনর্মিশ্রণ | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
|
|
বছরের স্টাইল আইকন
- মহিলা - বিপাশা বসু
- পুরুষ - হৃতিক রোশন
আজীবন সম্মাননা
গ্রিন গ্লোব সম্মাননা
আইফা গোল্ডেন ডিকেড সম্মাননা
সম্পাদনাবিভাগ | প্রাপক | চলচ্চিত্র |
---|---|---|
দশকের সেরা চলচ্চিত্র | আমির খান | লগান |
দশকের সেরা পরিচালক | রাকেশ রোশন | কাহো না... প্যায়ার হ্যায় ও কোই... মিল গয়া |
দশকের সেরা তারকা - পুরুষ | শাহরুখ খান | দেবদাস, বীর-জারা এবং চাক দে! ইন্ডিয়া |
দশকের সেরা তারকা - মহিলা | ঐশ্বর্যা রাই বচ্চন | হাম দিল দে চুকে সনম ও দেবদাস |
দশকের সেরা সঙ্গীত | এ আর রহমান | তাল, লাগান, সাথিয়া, রং দে বাসন্তী এবং গুরু |
রাকেশ রোশন দশকের সেরা পরিচালক জিতেছেন যদিও সঞ্জয় লীলা ভন্সালী শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারের (হাম দিল দে চুকে সনম, দেবদাস এবং ব্ল্যাক) জন্য সর্বাধিক আইফা পুরস্কার জিতেছিলেন। যদি ২০০৯ সাল গণনা করা হয়, তাহলে হৃতিক রোশন কাহো না... প্যায়ার হ্যায়, কোই... মিল গয়া, কৃষ ও জোধা আকবর চলচ্চিত্রের জন্য শাহরুখ খানের চেয়ে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আরও একটি আইফা পুরস্কার পেতেন।
বিশেষ পুরস্কার
সম্পাদনাআন্তর্জাতিক চলচ্চিত্রে অসামান্য অর্জন
সম্পাদনাএকাধিক মনোনয়ন ও পুরস্কার
সম্পাদনা
নিম্নোক্ত ১১টি চলচ্চিত্র একাধিক মনোনয়ন লাভ করে:
|
নিম্নোক্ত ৪টি চলচ্চিত্র একাধিক মনোনয়ন লাভ করে:
|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Venue of 10th IIFA Awards – The Venetian Macao, a casino"। ২০০৯-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩।
- ↑ "Choice of Macau – a diplomatic way to resolve escalating tensions in Indo-China?"। ২০০৯-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৯।
- ↑ "Golden Decade Honours at IIFA 2009"। ১৭ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৬।
- ↑ "Winners of IIFA Awards 2009"। ওয়ানইন্ডিয়া.কম। ১৫ জুন ২০০৯। ১০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "2009 IIFA Award Nominations Announced"। Desi Hits!। ২০১০-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১২।