শাহানা গোস্বামী
ভারতীয় অভিনেত্রী
শাহানা গোস্বামী (জন্ম: ৯ মে ১৯৮৬) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি রক অন!! (২০০৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ফিরাক (২০০৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও স্ক্রিন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ভারতীয় অর্থনীতিবিদ ওমকার গোস্বামীর কন্যা।
শাহানা গোস্বামী | |
---|---|
জন্ম | নয়াদিল্লী, ভারত | ৬ মে ১৯৮৬
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০০৬ | Yun Hota To Kya Hota | Payal | হিন্দি | |
২০০৭ | Honeymoon Travels Pvt. Ltd. | Gina | হিন্দি | |
২০০৮ | Rock On!! | Debbie Mascarenhas | হিন্দি | |
Ru Ba Ru | Tara | হিন্দি | ||
২০০৯ | Firaaq | Munira | হিন্দি | |
Jashnn | Nisha | হিন্দি | ||
২০১০ | Mirch | Ruchi | হিন্দি | |
Break Ke Baad | Nadia | হিন্দি | ||
Tera Kya Hoga Johnny | Divya | হিন্দি | ||
২০১১ | Game | Tisha Khanna | হিন্দি | |
Ra.One | Jenny Nayar | হিন্দি | ||
২০১২ | Midnight's Children | Amina | ইংরেজি | |
Heroine | Promita Roy | হিন্দি | ||
২০১৩ | Vara: A Blessing | Lila | ইংরেজি | |
২০১৬ | Rock On II | Debbie Mascarenhas | হিন্দি | |
Force of Destiny | Maya | ইংরেজি | ||
Under Construction | Roya | বাংলা | বাংলাদেশী চলচ্চিত্র | |
Tu Hai Mera Sunday | Kavya | হিন্দি | ||
২০১৮ | Gali Guliyan | Saira | হিন্দি | |
২০১৯ | Made in Bangladesh | Nasima | বাংলা | বাংলাদেশী চলচ্চিত্র |
টেলিভিশন
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | নোট |
---|---|---|---|
২০২০ | A Suitable Boy[তথ্যসূত্র প্রয়োজন] | Meenakshi Chatterji Mehra | BBC One & Netflix |
২০২১ | Bombay Begums | Fatima Warsi | Netflix |
The Last Hour | Lipika Bora | Amazon Prime Video |
পুরস্কার
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পুরস্কার | ফলাফল |
---|---|---|---|---|
২০০৯ | রক অন!! | ডেবি | শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার | বিজয়ী [১] |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার | বিজয়ী [২] | |||
Lions Gold Award for Best Supporting Actress | বিজয়ী | |||
Cineblitz Award for Best Supporting Actress | বিজয়ী | |||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে আইফা পুরস্কার | মনোনীত [৩] | |||
Stardust Award for Breakthrough Performance – Female | মনোনীত [৪] | |||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | মনোনীত [৫] | |||
২০১০ | ফিরাক | মুনিরা | মনোনীত [৬] | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার | মনোনীত [৭] | |||
Stardust Award for Breakthrough Performance – Female | বিজয়ী | |||
Lions Gold Award for Best Supporting Actress | বিজয়ী | |||
২০১১ | Break Ke Baad | Nadia | Jeeyo Bollywood Award for Best Supporting Actress | মনোনীত |
২০১৬ | Under Construction [৮] | Roya | Best Actress, Festival de Cine de Islantilla - Spain | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Winners of Filmfare Awards 2009"। Bollywood Trends। ১ মার্চ ২০০৯। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Winners of Star Screen Awards 2009"। The Indian। ১৪ জানুয়ারি ২০০৯। ২৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Nominees for IIFA Awards 2009"। Desi Blitz। ৩০ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Nominees for Filmfare Awards 2009"। Indicine। ১৪ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Nominees for Stardust Awards 2009"। i69। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। ২১ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Nominees for Filmfare Awards 2010"। Dear Cinema। ১২ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Nominees for Star Screen Awards 2010"। Filmi Cafe। ৩০ ডিসেম্বর ২০০৯। ২৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১১।
- ↑ "Locarno Film Festival"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাহানা গোস্বামী (ইংরেজি)