শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে আইফা পুরস্কার

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে আইফা পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের সঙ্গীত জন্য আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ২০০০ সাল থেকে আইফা পুরস্কারের অংশ হিসেবে বলিউড চলচ্চিত্র পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। এ. আর. রহমান সর্বাধিক সাতবার এই পুরস্কার লাভ করেন। এছাড়া শঙ্কর-এহসান-লায়, প্রীতম চক্রবর্তীআমাল মালিক তিনবার, এবং অঙ্কিত তিওয়ারী দুইবার এই পুরস্কার লাভ করেন।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে আইফা পুরস্কার
বিবরণবলিউড চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় অবদানের জন্য
দেশভারত
পুরস্কারদাতাআন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি
প্রথম পুরস্কৃত২০০০ (১৯৯৯ সালের চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতআমাল মালিক, গুরু রনধাওয়া, রোচক কোহলি, সৌরভ বৈভব, ইয়ো ইয়ো হানি সিং, জ্যাক নাইট
সোনু কে টিটু কি সুইটি (২০১৮)
ওয়েবসাইটiifa.com

বিজয়ী সঙ্গীত পরিচালক

সম্পাদনা
  • গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
 
রকস্টার চলচ্চিত্রের জন্য পাওয়া ২০১২ সালের পুরস্কারের হাতে এ. আর. রহমান। তিনি এই বিভাগে সর্বোচ্চ জয়ী হিসেবে রেকর্ড ধরে রাখেন।
 
রাজেশ রোশন ২০০১ সালে একবার এই পুরস্কার লাভ করেন।
 
শঙ্কর-এহসান-লায় ২০০৪, ২০০৬ ও ২০১৫ সালে তিনবার এই পুরস্কার লাভ করেন।
 
প্রীতম চক্রবর্তী ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে তিনবার এই পুরস্কার লাভ করেন।
 
অঙ্কিত তিওয়ারী ২০১৪ ও ২০১৬ সালে দুইবার যৌথভাবে এই পুরস্কার লাভ করেন।
 
আমাল মালিক ২০১৬ ও ২০১৮ সালে দুইবার যৌথভাবে এই পুরস্কার লাভ করেন।

২০০০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
সঙ্গীত পরিচালক চলচ্চিত্র সূত্র
২০০০
(১ম)
এ. আর. রহমান তাল []
২০০১
(২য়)
রাজেশ রোশন কহো না... প্যার হ্যায় []
২০০২
(৩য়)
এ. আর. রহমান লগান []
২০০৩
(৪র্থ)
এ. আর. রহমান সাথিয়া []
২০০৪
(৫ম)
শঙ্কর-এহসান-লায় কাল হো না হো []
২০০৫
(৬ষ্ঠ)
মদন মোহন বীর-জারা []
২০০৬
(৭ম)
শঙ্কর-এহসান-লায় বান্টি অউর বাবলি []
২০০৭
(৮ম)
এ. আর. রহমান রং দে বাসন্তী []
২০০৮
(৯ম)
এ. আর. রহমান গুরু []
২০০৯
(১০ম)
এ. আর. রহমান জোধা আকবর [১০]
এ. আর. রহমান গজনী
প্রীতম চক্রবর্তী রেস
বিশাল-শেখর দোস্তানা
শঙ্কর-এহসান-লায় রক অন!!

২০১০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
সঙ্গীত পরিচালক চলচ্চিত্র সূত্র
২০১০
(১১তম)
প্রীতম চক্রবর্তী লাভ আজ কাল [১১]
অমিত ত্রিবেদী দেব.ডি
এ. আর. রহমান দিল্লি-৬
বিশাল ভারদ্বাজ কমিনে
শান্তনু মৈত্র থ্রি ইডিয়টস
২০১০
(১২তম)
সাজিদ-ওয়াজিদললিত পণ্ডিত দাবাং [১২]
প্রীতম চক্রবর্তী ওয়াস আপন আ টাইম ইন মুম্বই
বিশাল ভারদ্বাজ ইশ্‌কিয়া
বিশাল-শেখর আই হেট লাভ স্টোরিজ
শঙ্কর-এহসান-লায় মাই নেম ইজ খান
সলিম-সুলাইমান ব্যান্ড বাজা বারাত
২০১২
(১৩তম)
এ. আর. রহমান রকস্টার [১৩]
বিশাল ভারদ্বাজ ৭ খুন মাফ
বিশাল-শেখর রা.ওয়ান
শঙ্কর-এহসান-লায় জিন্দগি না মিলেগি দোবারা
সোহেল সেন মেরে ব্রাদার কি দুলহান
২০১৩
(১৪তম)
প্রীতম চক্রবর্তী বর্ফী! [১৪]
অজয়-অতুল অগ্নিপথ
এ. আর. রহমান জব তক হ্যায় জান
প্রীতম চক্রবর্তী ককটেল
স্নেহা খানওয়ালকর গ্যাংস অফ ওয়াসেপুর
২০১৪
(১৫তম)
মিথুন শর্মা, অঙ্কিত তিওয়ারীজিৎ গাঙ্গুলী আশিকি ২ [১৫]
প্রীতম চক্রবর্তী ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
শঙ্কর-এহসান-লায় ভাগ মিলখা ভাগ
২০১৫
(১৬তম)
শঙ্কর-এহসান-লায় টু স্টেটস [১৬]
বিশাল ভারদ্বাজ হায়দার
প্রীতম চক্রবর্তী, ইয়ো ইয়ো হানি সিং, মিথুন শর্মা, ও অর্ক প্রভু মুখার্জী ইয়ারিয়া
মিথুন শর্মা, অঙ্কিত তিওয়ারী, সোচ এক ভিলেন
২০১৬
(১৭তম)
আমাল মালিক, অঙ্কিত তিওয়ারীমিট ব্রাদার্স অঞ্জন রায় [১৭]
প্রীতম চক্রবর্তী বাজরঙ্গি ভাইজান
সঞ্জয় লীলা ভন্সালী বাজীরাও মস্তানী
২০১৭
(১৮তম)
প্রীতম চক্রবর্তী অ্যায় দিল হ্যায় মুশকিল [১৮]
অমিত ত্রিবেদী উড়তা পাঞ্জাব
আমাল মালিক এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি
২০১৭
(১৮তম)
আমাল মালিক, তনিষ্ক বাগচী, অখিল সচদেব বদ্রিনাথ কি দুলহানিয়া [১৯]
প্রীতম চক্রবর্তী জজ্ঞা জাসুস
তনিষ্ক বাগচী, গুরু রনধাওয়া, রজত নাগপাল, অমর্ত্য রাহুত, শান্তনু ঘটক তুমহারি সুলু
২০১৮
(২০তম)
আমাল মালিক, গুরু রনধাওয়া, রোচক কোহলি, সৌরভ বৈভব, ইয়ো ইয়ো হানি সিং, জ্যাক নাইট সোনু কে টিটু কি সুইটি [২০]
অমিত ত্রিবেদী আন্ধাধুন
অমিত ত্রিবেদী মনমর্জিয়াঁ
শঙ্কর-এহসান-লায় রাজি
সঞ্জয় লীলা ভন্সালী পদ্মাবত

একাধিকবার বিজয়ী

সম্পাদনা
৭ বার
৩ বার
২ বার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IIFA Through the Years – IIFA 2000 : London, United Kingdom"আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  2. "IIFA Through the Years – IIFA 2001: South Africa"আইফা। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  3. "IIFA Through the Years – IIFA 2002 : Malaysia"আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  4. "IIFA Through the Years – IIFA 2003 : South Africa"আইফা। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  5. "IIFA Through the Years – IIFA 2004 : Singapore"আইফা। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  6. "IIFA Through the Years – IIFA 2005 : Amsterdam, Netherlands"আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  7. "IIFA Through the Years – IIFA 2006 : Dubai, UAE"আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  8. "IIFA Through the Years – IIFA 2007 : Yorkshire, United Kingdom"আইফা। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  9. "IIFA Through the Years – IIFA 2008 : Bangkok, Thailand"আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  10. "IIFA Through the Years – IIFA 2009 : Macau, China"আইফা। ১৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  11. "IIFA Through the Years – IIFA 2010 : Columbo, Sri Lanka"আইফা। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  12. "IIFA Through the Years – IIFA 2011 : Toronto, Canada"আইফা। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  13. "IIFA Through the Years – IIFA 2012 : Singapore"আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  14. "IIFA Through the Years – IIFA 2013 : Macau, China"আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  15. "IIFA Through the Years – IIFA 2014 : Tampa Bay, USA"আইফা। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  16. "IIFA Through the Years – IIFA 2015 : Kuala Lumpur, Malaysia"আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  17. "IIFA through the Years – IIFA 2016 : Madrid, Spain"আইফা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "IIFA Awards 2017: List Of Winners"এনডিটিভি। ১৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮ 
  19. "IIFA Awards 2018: Winners, performances and everything else you should know"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮ 
  20. "আইফা ২০১৯: পুরস্কৃত হলেন রণবীর, শ্রীরাম রাঘবন, আলিয়ারা"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা