হোয়াইক্যং ইউনিয়ন
হোয়াইক্যং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
হোয়াইক্যং | |
---|---|
ইউনিয়ন | |
১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হোয়াইক্যং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৭′৫″ উত্তর ৯২°১১′১০″ পূর্ব / ২১.১১৮০৬° উত্তর ৯২.১৮৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী (বাংলাদেশ জামায়াতে ইসলামী ) |
আয়তন | |
• মোট | ১১২.৭৪ বর্গকিমি (৪৩.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬০,৪৭৮ |
• জনঘনত্ব | ৫৪০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২১.১৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নের আয়তন ২৭,৮৫৯ একর (১১২.৭৪ বর্গ কিলোমিটার)।[১] এটি টেকনাফ উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী হোয়াইক্যং ইউনিয়নের লোকসংখ্যা ৬৭,০৯১ জন। এর মধ্যে ৬৩,৭২২জন মুসলিম, ২,৯৪৪জন বৌদ্ধ, ৩৯৯জন হিন্দু, ১৭জন খ্রিস্টান ও ৯জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাটেকনাফ উপজেলার সর্ব-উত্তরে হোয়াইক্যং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন; পশ্চিমে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন ও টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়ন; দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়ন ও হ্নীলা ইউনিয়ন এবং পূর্বে হ্নীলা ইউনিয়ন, নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | কাটাখালী, উলুবনিয়া, মনিরঘোনা, কেরুনতলী |
২নং ওয়ার্ড | বালুখালী, হোয়াইক্যং, উত্তরপাড়া, আমতলী |
৩নং ওয়ার্ড | লম্বাবিল, উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া, রইক্ষ্যং |
৪নং ওয়ার্ড | দৈংগ্যাকাটা, লাতুরীখোলা, হরিখোলা, জোয়ারীখোলা |
৫নং ওয়ার্ড | কানজরপাড়া, করাচিপাড়া, নয়াপাড়া |
৬নং ওয়ার্ড | ঝিমংখালী, মিনাবাজার |
৭নং ওয়ার্ড | পূর্ব সাতঘরিয়াপাড়া, পশ্চিম সাতঘরিয়াপাড়া |
৮নং ওয়ার্ড | খারাংখালী, নাছরপাড়া, পূর্ব মহেশখালিয়াপাড়া |
৯নং ওয়ার্ড | পশ্চিম মহেশখালিয়াপাড়া, কম্বনিয়াপাড়া, রোজারঘোনা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নের সাক্ষরতার হার ২১.১৪%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উলুবনিয়া জামান সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেরুণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঝিমংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৈংগ্যাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহেশখালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাতুরীখোলা তালেব বাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিখোলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী মোহাম্মদ হোছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নে ৭৬টি মসজিদ, ১টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।[৪]
খাল ও নদী
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী।[৪]
হাট-বাজার
সম্পাদনাহোয়াইক্যং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হোয়াইক্যং বাজার এবং মিনা বাজার।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: নুর আহমদ আনোয়ারী[৭]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"। whykongup.coxsbazar.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;whykongup
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাটবাজার - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"। whykongup.coxsbazar.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"। whykongup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।