হোয়াইক্যং ইউনিয়ন

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন

হোয়াইক্যং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন

হোয়াইক্যং
ইউনিয়ন
১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ
হোয়াইক্যং চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হোয়াইক্যং
হোয়াইক্যং
হোয়াইক্যং বাংলাদেশ-এ অবস্থিত
হোয়াইক্যং
হোয়াইক্যং
বাংলাদেশে হোয়াইক্যং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৭′৫″ উত্তর ৯২°১১′১০″ পূর্ব / ২১.১১৮০৬° উত্তর ৯২.১৮৬১১° পূর্ব / 21.11806; 92.18611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাটেকনাফ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী (বাংলাদেশ জামায়াতে ইসলামী )
আয়তন
 • মোট১১২.৭৪ বর্গকিমি (৪৩.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৬০,৪৭৮
 • জনঘনত্ব৫৪০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২১.১৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হোয়াইক্যং ইউনিয়নের আয়তন ২৭,৮৫৯ একর (১১২.৭৪ বর্গ কিলোমিটার)।[] এটি টেকনাফ উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা

সম্পাদনা

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী হোয়াইক্যং ইউনিয়নের লোকসংখ্যা ৬৭,০৯১ জন। এর মধ্যে ৬৩,৭২২জন মুসলিম, ২,৯৪৪জন বৌদ্ধ, ৩৯৯জন হিন্দু, ১৭জন খ্রিস্টান ও ৯জন অন্যান্য ধর্মের অনুসারী। []

অবস্থান ও সীমানা

সম্পাদনা

টেকনাফ উপজেলার সর্ব-উত্তরে হোয়াইক্যং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন; পশ্চিমে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নটেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়ন; দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়নহ্নীলা ইউনিয়ন এবং পূর্বে হ্নীলা ইউনিয়ন, নাফ নদীমায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড কাটাখালী, উলুবনিয়া, মনিরঘোনা, কেরুনতলী
২নং ওয়ার্ড বালুখালী, হোয়াইক্যং, উত্তরপাড়া, আমতলী
৩নং ওয়ার্ড লম্বাবিল, উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া, রইক্ষ্যং
৪নং ওয়ার্ড দৈংগ্যাকাটা, লাতুরীখোলা, হরিখোলা, জোয়ারীখোলা
৫নং ওয়ার্ড কানজরপাড়া, করাচিপাড়া, নয়াপাড়া
৬নং ওয়ার্ড ঝিমংখালী, মিনাবাজার
৭নং ওয়ার্ড পূর্ব সাতঘরিয়াপাড়া, পশ্চিম সাতঘরিয়াপাড়া
৮নং ওয়ার্ড খারাংখালী, নাছরপাড়া, পূর্ব মহেশখালিয়াপাড়া
৯নং ওয়ার্ড পশ্চিম মহেশখালিয়াপাড়া, কম্বনিয়াপাড়া, রোজারঘোনা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়নের সাক্ষরতার হার ২১.১৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উলুবনিয়া জামান সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কানজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেরুণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঝিমংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দৈংগ্যাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহেশখালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লাতুরীখোলা তালেব বাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিখোলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী মোহাম্মদ হোছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়নে ৭৬টি মসজিদ, ১টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী[]

হাট-বাজার

সম্পাদনা

হোয়াইক্যং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হোয়াইক্যং বাজার এবং মিনা বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • কুদুং গুহা
  • তৈংগ্যার পাহাড়
  • কুঠি পাহাড়
  • নাফ নদী[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: নুর আহমদ আনোয়ারী[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"whykongup.coxsbazar.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; whykongup নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "হাটবাজার - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"whykongup.coxsbazar.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  7. "আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী - হোয়াইক্যং ইউনিয়ন - হোয়াইক্যং ইউনিয়ন"whykongup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা