জালিয়াপালং ইউনিয়ন
জালিয়াপালং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার একটি ইউনিয়ন।
জালিয়াপালং | |
---|---|
ইউনিয়ন | |
১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জালিয়াপালং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°১৬′৩৩″ উত্তর ৯২°৩′১৩″ পূর্ব / ২১.২৭৫৮৩° উত্তর ৯২.০৫৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | উখিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ছৈয়দ আলম |
আয়তন | |
• মোট | ২২.০৪ বর্গকিমি (৮.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৭,৬৫৬ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২২.১৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নের আয়তন ৫৪৪৬ একর (২২.০৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জালিয়াপালং ইউনিয়নের লোকসংখ্যা ৪৭,৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ২৪,৫৪০ জন এবং মহিলা ২৩,১১৬ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাউখিয়া উপজেলার পশ্চিমাংশ জুড়ে জালিয়াপালং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন; পূর্বে হলদিয়াপালং ইউনিয়ন, রত্নাপালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়ন ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন; দক্ষিণে রাজাপালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়ন ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়ন উখিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উখিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এটি জালিয়াপালং ও ইনানী এ ২টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | জুম্মপাড়া, প্যাইন্যাশিয়া, চরপাড়া |
২নং ওয়ার্ড | সোনাইছড়ি, লম্বরিপাড়া |
৩নং ওয়ার্ড | সোনারপাড়া, বড়পাড়া |
৪নং ওয়ার্ড | ডেইলপাড়া, উত্তর নিদানিয়া |
৫নং ওয়ার্ড | নিদানিয়া |
৬নং ওয়ার্ড | বড় ইনানী, ছোট ইনানী |
৭নং ওয়ার্ড | মোহাম্মদ শফির বিল, রূপপতি, ইমামের ডেইল |
৮নং ওয়ার্ড | মাদারবনিয়া,মাদারবনিয়া চাকমা পাড়া, চোয়াংখালী, ছেপটখালী |
৯নং ওয়ার্ড | মনখালী,মনখালী চাকমাপাড়া, চাউখালি চাকমা পাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নের সাক্ষরতার হার ২২.১৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- উপকূলীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[২]
- প্রাথমিক বিদ্যালয়
- মনখালী চাকমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাককার্টা আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডেইলপাড়া সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ শফির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়[৩]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ উপকূলবর্তী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নে ৯০টি মসজিদ ও ৩টি বিহার রয়েছে (মনখালী রাজবন বৌদ্ধ বিহার, চাউখালি বৌদ্ধ বিহার এবং মাদারবনিয়া সৈকত বৌদ্ধ বিহার)।[২]
খাল ও নদী
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে রেজু খাল। এছাড়া রয়েছে মনখালী খাল, চোয়াংখালী খাল, ছেপটখালী খাল, ইনানী বড় খাল এবং ইনানী ছোট খাল।[২]
হাট-বাজার
সম্পাদনাজালিয়াপালং ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল সোনারপাড়া বাজার, চারা বটতলী বাজার এবং বটতলী বাজার।[২]
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: এস এম সৈয়দ আলম
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "উখিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "এক নজরে উখিয়া - উখিয়া উপজেলা - উখিয়া উপজেলা"। ukhiya.coxsbazar.gov.bd। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41201&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]