হ্নীলা ইউনিয়ন

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন

হ্নীলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন

হ্নীলা
ইউনিয়ন
২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ
হ্নীলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হ্নীলা
হ্নীলা
হ্নীলা বাংলাদেশ-এ অবস্থিত
হ্নীলা
হ্নীলা
বাংলাদেশে হ্নীলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২০°৫৯′২″ উত্তর ৯২°১৪′১৮″ পূর্ব / ২০.৯৮৩৮৯° উত্তর ৯২.২৩৮৩৩° পূর্ব / 20.98389; 92.23833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাটেকনাফ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশুণ্য
আয়তন
 • মোট৬৬.৭২ বর্গকিমি (২৫.৭৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৬২,৪৬৮
 • জনঘনত্ব৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৮.৯২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৬১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হ্নীলা ইউনিয়নের আয়তন ১৬,৪৮৬ একর (৬৬.৭২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী হ্নীলা ইউনিয়নের লোকসংখ্যা ৬২,৪৬৮ জন। এর মধ্যে ৬০,১২৯জন মুসলিম, ১৫০০জন হিন্দু, ৮৩৩জন বৌদ্ধ, ৫জন খ্রিস্টান ও ১জন অন্যান্য ধর্মের অনুসারী। []

অবস্থান ও সীমানা

সম্পাদনা

টেকনাফ উপজেলার পূর্বাংশে হ্নীলা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোয়াইক্যং ইউনিয়ন, পশ্চিমে হোয়াইক্যং ইউনিয়নটেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়ন এবং পূর্বে নাফ নদীমায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

হ্নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • মরিচ্যা ঘোনা
  • আবুল হোছাইনবা'র ঘোনা
  • রোজার ঘোনা
  • আলী আকবর পাড়া
  • নাইক্ষ্যংখালী
  • হোয়াব্রাং
  • পূর্ব সিকদার পাড়া
  • পশ্চিম সিকদার পাড়া
  • ফুলের ডেইল
  • বাজারপাড়া
  • গোদাম পাড়া
  • পূর্ব পানখালী
  • পশ্চিম পানখালী
  • দরগাহ পাড়া
  • নাটমুরা পাড়া
  • জালিয়া পাড়া
  • উলুচামরী
  • বড় লেচুয়াপ্রাং
  • ছোট লেচুয়াপ্রাং
  • কোনার পাড়া
  • গাজী পাড়া
  • জুম্মা পাড়া
  • পূর্ব রঙ্গিখালী
  • রঙ্গীখালী
  • চৌধুরী পাড়া
  • উত্তর আলীখালী
  • দক্ষিণ আলীখালী
  • পূর্ব লেদা পাড়া
  • পশ্চিম লেদা পাড়া
  • মোচনী পাড়া
  • নয়া পাড়া
  • জাদী মুরা
  • দমদমিয়া
  • নাইক্ষ্যংখালী

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

হ্নীলা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯২%।[] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি স্নাতক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা (বালিকা), ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ
কওমী মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় []
প্রাথমিক বিদ্যালয়
  • আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হ্নীলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

সম্পাদনা

হ্নীলা ইউনিয়নের প্রধান খালগুলো হলো হ্নীলা খাল, রঙ্গিখালী খাল, লেদা খাল, দমদমিয়া খাল ও কেরুনতলি খাল। ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী

হাট-বাজার

সম্পাদনা

হ্নীলা ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হ্নীলা বাজার এবং হ্নীলা মৌলভীবাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "হাট বাজারের তালিকা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  8. "দর্শনীয়স্থান - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা