হ্নীলা ইউনিয়ন
হ্নীলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
হ্নীলা | |
---|---|
ইউনিয়ন | |
২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হ্নীলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫৯′২″ উত্তর ৯২°১৪′১৮″ পূর্ব / ২০.৯৮৩৮৯° উত্তর ৯২.২৩৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | শুণ্য |
আয়তন | |
• মোট | ৬৬.৭২ বর্গকিমি (২৫.৭৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬২,৪৬৮ |
• জনঘনত্ব | ৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.৯২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহ্নীলা ইউনিয়নের আয়তন ১৬,৪৮৬ একর (৬৬.৭২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী হ্নীলা ইউনিয়নের লোকসংখ্যা ৬২,৪৬৮ জন। এর মধ্যে ৬০,১২৯জন মুসলিম, ১৫০০জন হিন্দু, ৮৩৩জন বৌদ্ধ, ৫জন খ্রিস্টান ও ১জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাটেকনাফ উপজেলার পূর্বাংশে হ্নীলা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোয়াইক্যং ইউনিয়ন, পশ্চিমে হোয়াইক্যং ইউনিয়ন ও টেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়ন এবং পূর্বে নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহ্নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মরিচ্যা ঘোনা
- আবুল হোছাইনবা'র ঘোনা
- রোজার ঘোনা
- আলী আকবর পাড়া
- নাইক্ষ্যংখালী
- হোয়াব্রাং
- পূর্ব সিকদার পাড়া
- পশ্চিম সিকদার পাড়া
- ফুলের ডেইল
- বাজারপাড়া
- গোদাম পাড়া
- পূর্ব পানখালী
- পশ্চিম পানখালী
- দরগাহ পাড়া
- নাটমুরা পাড়া
- জালিয়া পাড়া
- উলুচামরী
- বড় লেচুয়াপ্রাং
- ছোট লেচুয়াপ্রাং
- কোনার পাড়া
- গাজী পাড়া
- জুম্মা পাড়া
- পূর্ব রঙ্গিখালী
- রঙ্গীখালী
- চৌধুরী পাড়া
- উত্তর আলীখালী
- দক্ষিণ আলীখালী
- পূর্ব লেদা পাড়া
- পশ্চিম লেদা পাড়া
- মোচনী পাড়া
- নয়া পাড়া
- জাদী মুরা
- দমদমিয়া
- নাইক্ষ্যংখালী
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহ্নীলা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯২%।[১] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি স্নাতক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা (বালিকা), ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- কওমী মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- হ্নীলা উচ্চ বিদ্যালয়
- হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়[৪]
- লেদা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- নাইক্ষ্যংখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় [৫]
- প্রাথমিক বিদ্যালয়
- আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়[৬]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহ্নীলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সম্পাদনাহ্নীলা ইউনিয়নের প্রধান খালগুলো হলো হ্নীলা খাল, রঙ্গিখালী খাল, লেদা খাল, দমদমিয়া খাল ও কেরুনতলি খাল। ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী।
হাট-বাজার
সম্পাদনাহ্নীলা ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হ্নীলা বাজার এবং হ্নীলা মৌলভীবাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"। hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"। hnilaup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"। hnilaup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"। hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয়স্থান - হ্নীলা ইউনিয়ন - হ্নীলা ইউনিয়ন"। hnilaup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।