বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ
বাহারছড়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
বাহারছড়া | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাহারছড়া ইউনিয়ন, টেকনাফের অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫৭′১″ উত্তর ৯২°১৪′১৩″ পূর্ব / ২০.৯৫০২৮° উত্তর ৯২.২৩৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আমজাদ হোসেন খোকন সিকদার |
আয়তন | |
• মোট | ১৫.৩১ বর্গকিমি (৫.৯১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৬,৫১২ |
• জনঘনত্ব | ৩,০০০/বর্গকিমি (৭,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৩.৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবাহারছড়া ইউনিয়নের আয়তন ৩৭৮২ একর (১৫.৩১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাহারছড়া ইউনিয়নের লোকসংখ্যা ১৯,৬৮২ জন। এর মধ্যে পুরুষ ১০,২৯১ জন এবং মহিলা ৯,৩৯১ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাটেকনাফ উপজেলার সর্ব-পশ্চিমে বাহারছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে টেকনাফ সদর ইউনিয়ন ও হোয়াইক্যং ইউনিয়ন, উত্তরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন এবং পশ্চিমে ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবাহারছড়া ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- শামলাপুর
- পুরানপাড়া
- মন্তলিয়া
- উত্তর শিলখালী
- দক্ষিণ শিলখালী
- চকিদারপাড়া
- কাদেরপাড়া
- হলবনিয়া
- হাজামপাড়া
- মিয়ারপাড়া
- মাথাভাঙ্গা
- জাহাজপুরা
- মারিশবনিয়া
- বড় ডেইল
- কচ্ছপিয়া
- নোয়াখালীপাড়া
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবাহারছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ১৩.৪৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বাহারছড়া ইকো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- জাব্বারিয়া শাহীন শরীফ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- উত্তর শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজামপাড়া রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দারুল উলুম শামলাপুর
- আল হাসানাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাহারছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ উপকূলীয় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা এবং টমটম। এছাড়াও বর্তমানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্রের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে পুরো বাহারছড়া ইউনিয়ন ঘুরে বেড়ানো যায়।
খাল ও নদী
সম্পাদনাবাহারছড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে বঙ্গোপসাগর।
হাট-বাজার
সম্পাদনাবাহারছড়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল শামলাপুর বাজার।
দর্শনীয় স্থান
সম্পাদনা- নোয়াখালী পাড়া ঝর্ণা
- উত্তর শিলখালি ফায়ারিং রেঞ্জ
- বঙ্গোপসাগর
- শামলাপুর সমুদ্র সৈকত
- জাহাজপুরা গর্জন বাগান[৫]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আমজাদ হোসেন খোকন সিকদার[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "চেয়াম্যানের প্রোপাইল - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।