টনি ডায়েস

বাংলাদেশি অভিনেতা

টনি ডায়েস হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও নির্দেশক। তিনি ১৯৯৪ সাল থেকে চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিফিল্মে অভিনয় করেছেন।[] এছাড়া তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেগুলো হলো মেঘের কোলে রোদ (২০০৮) এবং পৌষ মাসের পিরীত (২০১৬)।

টনি ডায়েস
জাতীয়তাবাংলাদেশি
পেশামডেল, অভিনেতা
কর্মজীবন১৯৮৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীপ্রিয়া ডায়েস (বি. ২০০২)
সন্তান

কর্মজীবন

সম্পাদনা

১৯৮৯ সালে "নাগরিক নাট্য সম্প্রদায়ে" যোগ দেয়ার মধ্য দিয়ে তাঁর অভিনয় জীবনের পথচলা শুরু হয়। ১৯৯৪ সালে তাঁর টেলিভিশন পর্দায় অভিষেক হয়।

২০০৮ সালে মেঘের কোলে রোদ চলচ্চিত্রের মধ্য দিয়ে ডায়েসের বড় পর্দায় অভিষেক হয়। নারগিস আক্তার পরিচালিত চলচ্চিত্রটি এইডস বিষয়ক সচেতনতা নিয়ে নির্মিত। এতে তিনি রিয়াজপপির সাথে অভিনয় করেন।[] ২০১৬ সালে তিনি নারগিস আক্তার পরিচালিত পৌষ মাসের পিরীত চলচ্চিত্রে অভিনয় করেন। এটি নগেন্দ্রনাথ মিত্র রচিত রস গল্প অবলম্বনে নির্মিত হয়। এতে তাঁর বিপরীতে ছিলেন পপি ও প্রিয়াংকা।[] ২০১৭ সালে প্রায় চার বছর পর তিনি সৈয়দ জামিম নির্দেশিত অনাহূত টেলিভিশন নাটকে অভিনয় করেন। নাটকটি চিত্রায়িত হয় যুক্তরাষ্ট্রে।[] নাটকটি ঈদুল আযহা উপলক্ষ্যে এটিএন বাংলায় প্রচারিত হয়।[]

পারিবারিক জীবন

সম্পাদনা

তিনি ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রিয়া ডায়েসকে বিয়ে করেন। তাঁদের মেয়ের নাম অহনা। ২০০৮ সালের শেষের দিকে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে মেয়ে অহনা এবং স্ত্রী প্রিয়া ডায়েসসহ নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিল শহরে বাসবাস করছেন টনি ডায়েস।[] তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০০৪ ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (টেলিফিল্ম) হৃদয়পুরের গল্প বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কিবরিয়া, মারুফ (১৫ অক্টোবর ২০১৬)। "যেমন আছেন টনি ডায়েস"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  2. মাহমুদ, জামিল (২৬ জুলাই ২০০৮)। "Tony Dias making his big screen debut"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  3. "'পৌষ মাসের পিরিত' নিয়ে ফিরছেন টনি ডায়েস"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  4. "চার বছর পর নাটকে টনি ডায়েস"বাংলাদেশ প্রতিদিন। ২৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  5. "ফিরলেন টনি ডায়েস, ফিরলেন জামিম"দৈনিক কালের কণ্ঠ। ১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  6. "আগামী বছর দেশে আসব"দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  7. "সাত বছর পর টনি ডায়েস"দৈনিক ভোরের কাগজ। ২৫ আগস্ট ২০১৬। ১৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  8. "Uro Binodon Bichitra Award 2003"দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা