শাবানা অভিনীত চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্রের তালিকা

শাবানা একজন বাংলাদেশী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। শাবানার প্রকৃত নাম রত্না। চিত্র পরিচালক এহতেশাম চকোরী চলচ্চিত্রে তার শাবানা নাম প্রদান করেন। তার পূর্ণ নাম আফরোজা সুলতানা। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে।[] তিনি তার ৩৬ বছর কর্মজীবনে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে সর্বাধিক ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন আলমগীরের বিপরীতে।[] শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৯ বার ও প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।

শাবানা চকোরী ছবির একটি দৃশ্যে

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক ভাষা টীকা
১৯৬২ নতুন সুর এহতেশাম বাংলা শিশু শিল্পী চরিত্রে, রত্না নামে
১৯৬৩ তালাশ মুস্তাফিজ উর্দু শিশু শিল্পী চরিত্রে
১৯৬৪ প্যায়সে মুস্তাফিজ উর্দু শিশু শিল্পী চরিত্রে
১৯৬৫ সাগর এহতেশাম উর্দু শিশু শিল্পী চরিত্রে
মালা মুস্তাফিজ উর্দু শিশু শিল্পী চরিত্রে
১৯৬৬ আবার বনবাসে রূপবান সোনাভান ইবনে মিজান বাংলা
ডাক বাবু মুস্তাফিজ বাংলা
ভাইয়া কাজী জহির উর্দু
১৯৬৭ চকোরী চকোরী এহতেশাম উর্দু প্রথম প্রধান চরিত্রে অভিনয়, শাবানা নামে
ছোটে সাহাব মুস্তাফিজ উর্দু
জংলী মেয়ে ইবনে মিজান বাংলা
১৯৬৮ চান্দ অউর চান্দনী চান্দনী এহতেশাম উর্দু
ভাগ্যচক্র এম. এ. হামিদ বাংলা
কুলি সালমা মুস্তাফিজ উর্দু
১৯৬৯ আনাড়ী মুস্তাফিজ উর্দু
দাগ সালমা এহতেশাম উর্দু
মুক্তি ফয়েজ চৌধুরী বাংলা
১৯৭০ পায়েল পারু মুস্তাফিজ উর্দু
চান্দ সুরজ সীমা শোর লখনভী উর্দু
ছদ্মবেশী কিউ এম জামান বাংলা
মধু মিলন কাজী জহির বাংলা
বিজলী বিজলী মুস্তাফিজ বাংলা এটি বাবলু নামেও পরিচিত
একই অঙ্গে এত রূপ মুস্তাফিজ বাংলা
১৯৭২ সমাধান আশা আজিজুর রহমান বাংলা
মুন্না অউর বিজলী মুস্তাফিজ উর্দু
এরাও মানুষ নারায়ণ ঘোষ মিতা বাংলা
ওরা ১১ জন মিতা চাষী নজরুল ইসলাম বাংলা
চৌধুরী বাড়ি নাজমুল হুদা বাংলা
ছন্দ হারিয়ে গেল মুক্তা এস এম শফি বাংলা
রাঙা বউ দারাশিকো বাংলা
অবুঝ মন মাধবী ব্যানার্জী কাজী জহির বাংলা
স্বীকৃতি আজিজুর রহমান বাংলা
১৯৭৩ বধূ মাতা কন্যা আলি কওসার বাংলা
ঝড়ের পাখি রুমা আনোয়ার সি বি জামান বাংলা
দস্যুরানী সিরাজুল ইসলাম ভুঁইয়া বাংলা
অতিথি আজিজুর রহমান বাংলা
১৯৭৪ আঁধারে আলো মিলা নূর উল আলম বাংলা
দূর থেকে কাছে সৈয়দ হাফিজুর রহমান বাংলা
উৎসর্গ আকবর কবীর পিন্টু বাংলা
বিচার আজিজ মেহের বাংলা
গোপাল ভাঁড় বজলুর রহমান বাংলা
ডাকু মনসুর ইবনে মিজান বাংলা
অবাক পৃথিবী মোস্তফা মেহমুদ বাংলা
ভাইবোন আলি কওসার বাংলা
মালকাবানু মালকাবানু ফয়েজ চৌধুরী বাংলা
কার হাসি কে হাসে আনন্দ বাংলা
১৯৭৫ সাধু শয়তান তৃষ্ণা জহিরুল হক বাংলা
সোনার খেলনা মমতাজ আলী বাংলা
চাষীর মেয়ে কোকিলা / রানী বাবুল চৌধুরী বাংলা
দুই রাজকুমার ইবনে মিজান বাংলা
বাদশা মায়া আকবর কবির বাংলা
আলোছায়া মুস্তাফিজ বাংলা
অনেক প্রেম অনেক জ্বালা নজমুল হুদা মিন্টু বাংলা
আঁধার পেরিয়ে রুমী কিসলু বাংলা
১৯৭৬ সন্ধিক্ষণ মীর মোহাম্মদ হালিম বাংলা
মায়ার বাঁধন লায়লা মুস্তাফিজ বাংলা
জালিয়াত এইচ আকবর বাংলা
জয় পরাজয় মুস্তাফা মেহমুদ বাংলা
রাজার হলো সাজা মোহসীন বাংলা
ফেরারী মোস্তফা আনোয়ার বাংলা
শাপমুক্তি আজিজুর রহমান বাংলা
গরমিল আজিজুর রহমান বাংলা
রাজরানী এফ এ বেনু বাংলা
সেতু বাবুল চৌধুরী বাংলা
জীবন মরণ আজিম বাংলা
জীবন সাথী নুরুল হক বাচ্চু বাংলা
আগুন মোহসীন বাংলা
অনুরোধ দীলিপ বিশ্বাস বাংলা
মনিহার মোস্তফা মেহমুদ বাংলা
১৯৭৭ অমর প্রেম আজিজুর রহমান বাংলা
লুকোচুরি আবুল বাশার বাংলা
সাহেব বিবি গোলাম হুমায়ুন কবির বাংলা
অনুভব আজিজুর রহমান বাংলা
তালাশ মুস্তাফিজ বাংলা ১৯৬৩-এর উর্দু চলচ্চিত্রের ভাষান্তর
দোস্ত দুশমন চুমকি দেওয়ান নজরুল বাংলা
চকোরী এহতেশাম বাংলা ১৯৬৭-এর উর্দু চলচ্চিত্রের ভাষান্তর
দাতা হাতেম তাই কামাল আহমেদ বাংলা
মনের মানুষ মোস্তফা মেহমুদ বাংলা
জননী সিরাজুল ইসলাম ভুঁইয়া বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী [প্রত্যাখান করেন]
যাদুর বাঁশি নাজমা আব্দুল লতিফ বাচ্চু বাংলা
১৯৭৮ রাজদুলারী শফি বিক্রমপুরী বাংলা
ছোট সাহেব মোস্তাফিজ বাংলা ১৯৬৭-এর উর্দু চলচ্চিত্রের ভাষান্তর
অঙ্গার দোলন কামাল আহমেদ বাংলা
সোহাগ সাইফুল আজম কাশেম বাংলা
আসামী দীলিপ বিশ্বাস বাংলা
বধূ বিদায় ছায়া কাজী জহির বাংলা
মধুমিতা মোস্তফা মেহমুদ বাংলা
কাপুরুষ আলমগীর কুমকুম বাংলা
নূপুর মোস্তাফিজ বাংলা ১৯৬৭-এর উর্দু ভাষার পায়েল চলচ্চিত্রের ভাষান্তর
আলংকার নিলু / শিরিন শবনম নারায়ণ ঘোষ মিতা বাংলা
শাহজাদা ইবনে মিজান বাংলা
তুফান অশোক ঘোষ বাংলা
আনাড়ী মুস্তাফিজ বাংলা ১৯৬৯-এর উর্দু চলচ্চিত্রের ভাষান্তর
ফকির মজনু শাহ দারাশিকো বাংলা
১৯৭৯ অনুরাগ কামাল আহমেদ বাংলা
আয়না মোহসীন বাংলা
কন্যাবদল আবুল বাশার বাংলা
মাটির ঘর আমেনা আজিজুর রহমান বাংলা প্রযোজক
জবাব মাসুদ পারভেজ বাংলা
চোখের মনি নারায়ণ ঘোষ মিতা বাংলা
বারুদ দেওয়ান নজরুল বাংলা
ঘর সংসার এ জে মিন্টু বাংলা
সোনার চেয়ে দামী আলমগীর কুমকুম বাংলা
বন্দুক দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
বদলা আজিম বাংলা
মাটির মানুষ মুস্তফা মেহমুদ বাংলা
অভিমান আজিজুর রহমান বাংলা
বিজয়িনী সোনাভান সোনাভান ফয়েজ চৌধুরী বাংলা
দুটি মন দুটি আশা মনজুর হোসেন বাংলা
সাম্পানওয়ালা আজিজুর রহমান বাংলা
ঈমান মমতাজ আলী বাংলা
সোনার হরিণ সিরাজুল ইসলাম সিরাজ বাংলা
১৯৮০ সখী তুমি কার আবদুল্লাহ আল মামুন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
লুটেরা ফখরুল হাসান বৈরাগী বাংলা
আমির ফকির প্রদীপ কুমার দে বাংলা
রাজনন্দিনী এফ কবীর চৌধুরী বাংলা
স্মৃতি তুমি বেদনা দিলীপ সোম বাংলা
শেষ উত্তর আমিনা আজিজুর রহমান বাংলা
ছুটির ঘণ্টা আঙ্গুরী আজিজুর রহমান বাংলা
ভাই ভাই স্বপন সাহা বাংলা
ছক্কা পাঞ্জা নূর হোসেন বলাই বাংলা
ওমর শরীফ দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
সংঘর্ষ নজমুল হুদা মিন্টু বাংলা
বৌরানী সাইফুল আজম কাসেম বাংলা
আলিফ লায়লা এফ কবীর চৌধুরী বাংলা
১৯৮১ অংশীদার দিলীপ বিশ্বাস বাংলা
বাদল অশোক ঘোষ বাংলা
রাজার রাজা আলমগীর কুমকুম বাংলা
পুত্রবধূ কামাল আহমেদ বাংলা
মহানগর পান্না আজিজুর রহমান বাংলা
ঘরনী হাফিজ উদ্দিন বাংলা
বাঁধন হারা এ জে মিন্টু বাংলা
মাটির পুতুল আবদুস সামাদ খোকন বাংলা
স্বামী নুরুল আলম বাংলা
কুদরত মমতাজ আলী বাংলা
ভাঙ্গা গড়া কামাল আহমেদ বাংলা
আল্লাহ মেহেরবান মোহসীন বাংলা
১৯৮২ আলতাবানু ফয়েজ চৌধুরী বাংলা
সানাই সাইফুল আজম কাশেম বাংলা
আশার আলো নুরুল হক বাচ্চু বাংলা
লাল কাজল মতিন রহমান বাংলা
কেউ কারো নয় জহিরুল হক বাংলা
সবুজ সাথী সুভাষ দত্ত বাংলা
নালিশ মমতাজ আলী বাংলা
রজনীগন্ধা সুধা কামাল আহমেদ বাংলা
দুই পয়সার আলতা কুসুম আমজাদ হোসেন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
১৯৮৩ লালু ভুলু কামাল আহমেদ বাংলা
ঝুমুর হাফিজ উদ্দিন বাংলা
বাসর ঘর জাকারিয়া হাবিব বাংলা
মান সম্মান এ জে মিন্টু বাংলা
মেহমান আজিজুর রহমান বাংলা
অপমান দীলিপ বিশ্বাস বাংলা
ধনদৌলত সাইফুল আজম কাশেম বাংলা
ঘরের বউ মালেক আফসারী বাংলা
নাগরানী দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
বানজারান শামসুদ্দিন টগর উর্দু
নাজমা নাজমা রহমান সুভাষ দত্ত বাংলা প্রযোজক
সময় কথা বলে ই আর খান বাংলা
১৯৮৪ পরিবর্তন শেখ নজরুল ইসলাম বাংলা
নতুন পৃথিবী শান্তি শেখ নজরুল ইসলাম বাংলা
নসীব মমতাজ আলী বাংলা
হাসান তারেক এম এ মালেক বাংলা
জালিম এফ কবীর চৌধুরী বাংলা
হিম্মতওয়ালী অশোক ঘোষ উর্দু
সালতানাৎ মোতালেব হোসেন বাংলা
গৃহলক্ষ্মী কামাল আহমেদ বাংলা
মহল দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
মায়ের আঁচল আজিজুর রহমান বাংলা
সকাল সন্ধ্যা সুভাষ দত্ত বাংলা
ঘরে বাইরে নাজমুল হুদা মিন্টু বাংলা
শক্তি এহতেশাম বাংলা
সখিনার যুদ্ধ সখিনা আমজাদ হোসেন বাংলা
ভাত দে জরি আমজাদ হোসেন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
বাসেরা উর্দু
১৯৮৫ নেমক হারাম সামসুল হক সিরাজি বাংলা
অন্যায় এ জে মিন্টু বাংলা
দরদী শত্রু শওকত জামিল বাংলা
অস্বীকার দিলীপ বিশ্বাস বাংলা
আওয়ারা খুকু কামাল আহমেদ বাংলা
মা ও ছেলে কিরণ কামাল আহমেদ বাংলা
ন্যায় বিচার হাসমত বাংলা
কাবিন আলমগীর কুমকুম বাংলা
হালচাল পারভেজ মালিক উর্দু
১৯৮৬ আক্রোশ মোতালেব হোসেন বাংলা
অভাগী হাফিজ উদ্দীন বাংলা
শিরি ফরহাদ আবদুস সামাদ বাংলা
নিশানা অশোক ঘোষ বাংলা
উসিলা মমতাজ আলী বাংলা
অশান্তি এ জে মিন্টু বাংলা প্রযোজক
শত্রু আশা প্রমোদ চক্রবর্তী হিন্দি
চাঁপা ডাঙ্গার বউ রাজ্জাক বাংলা
১৯৮৭ দেশ বিদেশ আজিজুর রহমান বুলি বাংলা
রাজলক্ষ্মী শ্রীকান্ত রাজলক্ষ্মী বুলবুল আহমেদ বাংলা
দিদার শেখ নজরুল ইসলাম বাংলা
সারেন্ডার সীমা জহিরুল হক বাংলা
লালু মাস্তান রিনা এ জে মিন্টু বাংলা
শশীপুন্নু দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
স্বামী স্ত্রী সালমা সুভাষ দত্ত বাংলা প্রযোজক
সন্ধান মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলা
অপেক্ষা দিলীপ বিশ্বাস বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
মহান আলমগীর কুমকুম বাংলা
১৯৮৮ মিয়া বিবি এম ইয়াসিন বাংলা
বিশ্বাসঘাতক এ জে মিন্টু বাংলা
অমর দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
অবদান হাফিজ উদ্দিন বাংলা
অগ্নিকন্যা কামাল আহমেদ বাংলা
বিরোধ/শত্রু প্রমোদ চক্রবর্তী ও তমিজ উদ্দিন বাংলা
স্বাক্ষর মোহাম্মদ আলী (নান্টু) বাংলা
কোহিনূর দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
বউ শ্বাশুড়ী শেখ নজরুল ইসলাম বাংলা
১৯৮৯ বিধাতা শেখ নজরুল ইসলাম বাংলা
গুনাহ জিয়া উদ্দিন আসলাম বাংলা
সত্য মিথ্যা রাবেয়া এ জে মিন্টু বাংলা প্রযোজক
ব্যথার দান পান্না হোসেন কামাল আহমেদ বাংলা
রাঙা ভাবী রোকেয়া মতিন রহমান বাংলা প্রযোজক বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
বিজয় জহিরুল হক বাংলা
ভাইজান মায়া রায়হান মুজিব বাংলা
বিজলী মোস্তাফিজ বাংলা
১৯৯০ ঘর ভাঙা সংসার আজিজুর রহমান বাংলা
প্রায়শ্চিত্ত কামাল আহমেদ বাংলা
মরণের পরে সাথী আজহারুল ইসলাম খান বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
গরীবের বউ কামাল আহমেদ বাংলা প্রযোজক
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক
স্বাধীন গাজী মাজহারুল আনোয়ার বাংলা
মায়ের দোয়া মমতা আলমগীর কুমকুম বাংলা
১৯৯১ অকৃতজ্ঞ শাহাদাত খান বাংলা
স্ত্রীর স্বপ্ন দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
পিতা মাতা সন্তান রাবু এ জে মিন্টু বাংলা
স্বামীর আদেশ সাইফুল আজম কাশেম বাংলা
কাজের বেটি রহিমা রায়হান মুজিব বাংলা
অচেনা মমতা শিবলি সাদিক বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
ভাবীর সংসার দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
স্ত্রীর পাওনা কেয়া শেখ নজরুল ইসলাম বাংলা
স্বপ্ন ফখরুল হাসান বৈরাগী বাংলা
টপ রংবাজ শহীদুল ইসলাম খোকন বাংলা
সান্ত্বনা বিথি কাজী মোরশেদ বাংলা
আন্ধি শাবানা নজরুল ইসলাম উর্দু
১৯৯২ লক্ষ্মীর সংসার লক্ষ্মী মনোয়ার খোকন বাংলা
বিদায় সিদ্দিক জামাল নান্টু বাংলা
দরবার এ খাজা হাফিজ উদ্দিন বাংলা
অন্ধ বিশ্বাস নীলা মতিন রহমান বাংলা
ক্ষমা মালেক আফসারী বাংলা
সমর গাজী মাজহারুল আনোয়ার বাংলা
ঘরের সুখ নুরুল হক বাচ্চু বাংলা
বন্ধন বেলাল আহমেদ বাংলা
শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার বাংলা
চোখের পানি মাসুদ পারভেজ বাংলা
১৯৯৩ শত্রু ভয়ঙ্কর শহীদুল ইসলাম খোকন বাংলা
মাস্তান রাজা দেওয়ান নজরুল বাংলা
অবুঝ সন্তান কামাল আহমেদ বাংলা প্রযোজক
হিংসা মোতালেব হোসেন বাংলা
ননদ ভাবী জামশেদুল রহমান বাংলা
রক্ত নিশান সিদ্দিক জামাল নান্টু বাংলা
বাংলার বধূ এ জে মিন্টু বাংলা
১৯৯৪ ঝড় তুফান নুরুল হক বাচ্চু বাংলা
জজ ব্যারিস্টার দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
কালিয়া দেওয়ান নজরুল বাংলা
ঘরের শত্রু মাসুদ পারভেজ বাংলা
দুঃসাহস শহীদুল ইসলাম খোকন বাংলা
শাসন মোতালেব হোসেন বাংলা
স্নেহ ইলা গাজী মাজহারুল আনোয়ার বাংলা
ঘাতক লাবনী চৌধুরী শহীদুল ইসলাম খোকন বাংলা
সবার উপরে মা ফারুক হোসেন বাংলা
বিদ্রোহী বধূ ইস্পাহানি আরিফ জাহান বাংলা
১৯৯৫ চাকরানী আলেয়া দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
কন্যাদান শাহানা দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
বাংলার নায়ক রোকেয়া দেওয়ান নজরুল বাংলা
ঘর দুয়ার হামিদা আবুল বাশার বাংলা
সংসারের সুখ দুঃখ মনোয়ার খোকন বাংলা
রাগ অনুরাগ দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
গৃহবধূ রানী সাইফুল আজম কাশেম বাংলা
১৯৯৬ গৃহযুদ্ধ শহীদুল ইসলাম খোকন বাংলা
ঘাত প্রতিঘাত মনোয়ার খোকন বাংলা
তপস্যা গাজী মাজহারুল আনোয়ার বাংলা
বিদ্রোহী কন্যা শাহানা সোহানুর রহমান সোহান বাংলা
বিশ্বনেত্রী বাদল খন্দকার বাংলা
স্ত্রী হত্যা মোতালেব হোসেন বাংলা
বাংলার মা মোস্তফা আনোয়ার বাংলা
অজান্তে কাজল মির্জা দিলীপ বিশ্বাস বাংলা
গরিবের সংসার দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
সুখের স্বর্গ ইস্পাহানী আরিফ জাহান বাংলা
আখেরি মোকাবেলা রায়হান মুজিব বাংলা
সত্যের মৃত্যু নেই সালমা ছটকু আহমেদ বাংলা
গরিবের ওস্তাদ জিল্লুর রহমান বাংলা
মর্যাদার লড়াই এ জে রানা বাংলা
নির্মম মমতা চৌধুরী আলমগীর বাংলা
নিষ্ঠুর ইফতেখার জাহান বাংলা
দূর্জয় মালেক আফসারী বাংলা
১৯৯৭ স্বামী কেন আসামী মনোয়ার খোকন বাংলা
শান্তি চাই সোহানুর রহমান সোহান বাংলা
পালাবি কোথায় মিলি চৌধুরী শহীদুল ইসলাম খোকন বাংলা
মৃত্যুর সাথে পাঞ্জা মারুফ হোসেন বাংলা
বিশ বছর পর দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
নীল সাগরের তীরে দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
স্নেহের বাঁধন মতিন রহমান বাংলা
চিরশত্রু শান্তা রায়হান রায়হান মুজিব বাংলা
নরপিশাচ শহীদুল ইসলাম খোকন বাংলা
১৯৯৮ মেয়েরাও মানুষ মনোয়ার খোকন বাংলা
ভালবাসার ঘর মোতালেব হোসেন বাংলা
অগ্নিস্বাক্ষী সোহানুর রহমান সোহান বাংলা
মিথ্যার মৃত্যু ছটকু আহমমেদ বাংলা
মা যখন বিচারক সোহানুর রহমান সোহান বাংলা
দুই রংবাজ ইলতুৎমিস বাংলা
পরাধীন গাজী মাজহারুল আনোয়ার বাংলা
১৯৯৯ জিদ্দি মনোয়ার খোকন বাংলা
একটি সংসারের গল্প মনোয়ার খোকন বাংলা
লাট সাহেব হাফিজ উদ্দিন বাংলা
জবাবদিহি তমিজ উদ্দিন রিজভী বাংলা
২০০১ ঘরে ঘরে যুদ্ধ আজিজুর রহমান বাংলা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দেশে ফিরছেন শাবানা"দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০১১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. কাদের, মনজুর (২৭ জুন ২০১৭)। "শাবানার সাক্ষাৎকার - 'ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি'"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা