যাদুর বাঁশি

আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৭৭-এর চলচ্চিত্র

যাদুর বাঁশি ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন আব্দুল লতিফ বাচ্চু। ছায়াছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমদ জামান চৌধুরী[] এতে নাম চরিত্রে অভিনয় করেছেন অপু সারোয়ার। এছাড়া অন্যান্য ভূমিকায় ছিলেন সুচরিতা,[] রাজ্জাক, বুলবুল আহমেদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ। চলচ্চিত্রটি ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।[]

যাদুর বাঁশি
যাদুর বাঁশি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআব্দুল লতিফ বাচ্চু
প্রযোজকইকবাল মাহমুদ
চিত্রনাট্যকারআহমদ জামান চৌধুরী
কাহিনিকারআহমদ জামান চৌধুরী
শ্রেষ্ঠাংশে
সুরকারআজাদ রহমান
চিত্রগ্রাহকআব্দুল লতিফ বাচ্চু
সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
পরিবেশকস্পটলাইট প্রডাকশন
মুক্তি৩০ ডিসেম্বর, ১৯৭৭
স্থিতিকাল১৩০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

দরিদ্র বিধবা মায়ের সন্তান যাদু বাঁশি বাজিয়ে গ্রামবাসীকে বিমোহিত করে। গ্রামের কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে তাকে গ্রাম থেকে বের করে দেয়। নদীর তীরে ডুবতে থাকা জেলে মোহর আলীর স্ত্রীকে বাঁচায় সে। মোহর আলী তার একটা কাজের বন্দোবস্ত করে দেয়। কিন্তু সে তার মালিক তমিজ আলীর মেয়ের পাখির সাথে সম্পর্কে জড়িয়ে যায়। তমিজ আলী জানতে পেরে যাদু ও মোহর আলীকে শাসায়। মোহর আলী ও তার স্ত্রী আমেনার সাহায্যে তারা বিয়ে করে এবং গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যায়। ইতোমধ্যে যাদু অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার ক্যান্সার ধরা পরে। অন্যদিকে পাখির চাচার কুবুদ্ধিতে পাখি যাদুকে হাসপাতালে একা রেখে বাড়ি চলে যায় এবং গৃহবন্দী হয়।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

যাদুর বাঁশি ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাখুরশিদ আলম। যাদুর বাঁশি বাজিয়েছেন আবদুর রহমান।

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."যাদু বিনা পাখি"রুনা লায়লা৪:৩৩
২."সাধের ঢেউ রে"সাবিনা ইয়াসমিন৩:৪৭

পুরস্কার

সম্পাদনা

৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারঃ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আহমেদ জামান চৌধুরীঃ সোনালি যুগের সোনালি মানুষ"বাংলা মুভি ডেটাবেজ। ১৭ জুন ২০১৫। ২৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  2. "কিংবদন্তি : যাদুর বাঁশির সেই সুচরিতা"দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  4. মাসরিফ হক (১৯ আগস্ট ২০১৫)। "জাতীয় চলচ্চিত্রের সেরা সঙ্গীত পরিচালক…"সঙ্গীতাঙ্গন। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  5. "বরেণ্য শিল্পী রুনা লায়লা"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. আলমগীর রানা (২১ মার্চ ২০১৩)। "কিংবদন্তি চিত্র-সাংবাদিক ও চলচ্চিত্রকার ।। আহমদ জামান চৌধুরী"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা