লালু মাস্তান
লালু মাস্তান হল এ জে মিন্টু পরিচালিত ১৯৮৭ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনি লিখেছেন মোতালেব হোসেন, চিত্রনাট্য লিখেছেন এ জে মিন্টু ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, জসিম, প্রবীর মিত্র, আজিম ও আনোয়ারা। ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এ জে মিন্টু শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন।[১]
লালু মাস্তান | |
---|---|
পরিচালক | এ জে মিন্টু |
রচয়িতা | ছটকু আহমেদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | এ জে মিন্টু |
কাহিনিকার | মোতালেব হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
মুক্তি | ১৯৮৭ |
স্থিতিকাল | ১৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- শাবানা - রিনা
- জসিম - রাজু/লালু
- প্রবীর মিত্র - ইনস্পেক্টর মাহমুদ
- আজিম - মাসুদ হোসেন
- আনোয়ারা - রাজুর মা
- আনোয়ার হোসেন - রাজুর চাচা
- আহমেদ শরীফ - তালুকদার
- দিলদার - ট্যাবলেট
- শওকত আকবর -
- জাহানারা ভূঁইয়া - রিনার মা
- সুলতানা - মায়া
সঙ্গীত
সম্পাদনালালু মাস্তান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান এবং তার সহকারী ছিলেন গোপী বল্লভ। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, ছটকু আহমেদ, ও মোতালেব হোসেন। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, শাম্মী আখতার ও শামীমা ইয়াসমিন দীবা।
গানের তালিকা
সম্পাদনাসকল গানের সুরকার আলম খান।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমাদের রাজু মনি" | সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন | |
২. | "চটপটি গরম চটপটি" | এন্ড্রু কিশোর | |
৩. | "শূন্য এই হাতে হাত রেখে" | সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - এ জে মিন্টু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে লালু মাস্তান (ইংরেজি)