মাধবপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া
মাধবপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ইউনিয়ন।
মাধবপুর | |
---|---|
ইউনিয়ন | |
১নং মাধবপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মাধবপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৮″ উত্তর ৯১°৪′১৭″ পূর্ব / ২৩.৭০২২২° উত্তর ৯১.০৭১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | ব্রাহ্মণপাড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ফরিদ আহমেদ (বাংলাদেশ আওয়ামীলীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২৬ |
ওয়েবসাইট | madhabpurup |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনা২০১১সালের আদমশুমারীর অনুযায়ী ১নং মাধবপুর ইউনিয়নের জনসংখ্যা ৩১,৫৮৪জন।
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাব্রাহ্মণপাড়া উপজেলার সর্ব-উত্তরে মাধবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে চান্দলা ইউনিয়ন ও শিদলাই ইউনিয়ন; পশ্চিমে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন, মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়ন ও আন্দিকোট ইউনিয়ন; উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামাধবপুর ইউনিয়ন ব্রাহ্মণপাড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধবপুর উচ্চ বিদ্যালয়
- কান্দুঘর বি,বি,এস,উচ্চ বিদ্যালয়
- ষাটশালা সরকারি স্কুল এন্ড কলেজ।
- ষাইট শালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ষাইট শালা টি.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মকিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
- মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কান্দুঘর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কান্দুঘর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কান্দুঘর গাগরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মনগুছ সবকারি প্রাথমিক বিদ্যালয়।
- মাধবপুর কারিগরী ইনস্টিটিউটে,মাধবপুর কলেজপাড়া, কুমিল্লা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামাধবপুর বাসস্টেশন, ব্রাক্ষনপাড়া -কুমিল্লা।
খাল ও নদী
সম্পাদনামাধবপুর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বুড়ি নদী বয়ে গেছে। এর উৎপত্তি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কাছাকাছি গোমতী নদী থেকে এবং এর একমাত্র শাখানদী আর্সি নদী। নদীটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামের কাছে গিয়ে পুরনো তিতাস নদীতে পতিত হয়েছে। বর্তমানে এই নদী মৃতপ্রায়, তবে বর্ষা মৌসুমে এটি পানিতে পরিপূর্ণ হয়ে তার অপরূপ সৌন্দর্য্যে জনমানুষের মনকে প্রশান্ত করে দেয়।
হাট-বাজার
সম্পাদনা- মাধবপুর বাজার
- কান্দুঘর বাজার
- ষাইটশালা বাজার
- উওর চান্দলা বাজার
- মকিমপুর বাজার
=মকিমপুর পশ্চিম বিল =রেনইবো রেসোর্ট
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: ফরিদ আহমেদ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |