আন্দিকোট ইউনিয়ন
আন্দিকোট বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন।
আন্দিকোট | |
---|---|
ইউনিয়ন | |
৩নং আন্দিকোট ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আন্দিকোট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′৪৩″ উত্তর ৯১°১′২৬″ পূর্ব / ২৩.৭৬১৯৪° উত্তর ৯১.০২৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মুরাদনগর উপজেলা |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৩ |
ওয়েবসাইট | andicotup |
আয়তন
সম্পাদনা২৪ বর্গ কি.মি.
জনসংখ্যা
সম্পাদনা- ৩০,৪৯৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
- ভোটার ২৪,৯১৫ জন
- পরিবার সংখ্যা ৬,০৯০
অবস্থান ও সীমানা
সম্পাদনামুরাদনগর উপজেলার উত্তর-পূর্বাংশে আন্দিকোট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে আকুবপুর ইউনিয়ন, দক্ষিণে পূর্বধইর পূর্ব ইউনিয়ন, পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়ন ও মেহারী ইউনিয়ন এবং উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআন্দিকোট ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার – ৫৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
- বে-সরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ২টি,
- উচ্চ বিদ্যালয়ঃ ৪টি।
- কলেজ- ৩টি।
- মাদ্রাসা- ৩ টি।
- ফোরকানিয়া মাদ্রাসা- ২টি।
- এতিমখানা- ২টি।
- হাফেজিয়া মাদ্রাসা- ৫টি।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- কাচা রাস্তা ৫০ কি.মি.
- পাকা রাস্তা ৪ কি.মি.
খাল ও নদী
সম্পাদনা৩নং আন্দিকুট ইউনিয়নে বুড়ি নদী এবং অদের খাল, বারেশ্বর খাল ও আন্দিকুট খাল। এছাড়াও আরো ছোট ছোট খাল রয়েছে।
হাট-বাজার
সম্পাদনা- হাট-বাজার সংখ্যা ৮
দর্শনীয় স্থান
সম্পাদনা- শ্রীশ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দির, আন্দিকুট
জনপ্রতিনিধি
সম্পাদনা- চেয়ারম্যান- মো. জাকির হোসেন
মেম্বারঃ ১নং ওয়ার্ড- এমরান মুন্সি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |