আর্সি নদী

বাংলাদেশের নদী

আর্সি-নালিয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লাব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫২ কিলোমিটার, গড় প্রস্থ ৮২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আর্সি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ০১।[]

আর্সি নদী
নালিয়া নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল চট্টগ্রাম বিভাগ
জেলাসমূহ কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা
উৎস বুড়ি নদী
মোহনা পুরনো তিতাস নদী
দৈর্ঘ্য ৫২ কিলোমিটার (৩২ মাইল)

উৎপত্তি ও প্রবাহ

সম্পাদনা

আর্সি-নালিয়া নদীটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন দিয়ে প্রবহমান বুড়ি নদীর শাখা থেকে উৎপত্তি লাভ করে উত্তর-পশ্চিম দিক বরাবর হোমনা উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হয়ে অতপর এই নদীর জলধারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পুরনো তিতাস নদীতে গিয়ে পতিত হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৯৫-২৯৬। আইএসবিএন 984-70120-0436-4