পূর্বধইর পূর্ব ইউনিয়ন
পূর্বধইর পূর্ব বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন।
পূর্বধইর পূর্ব | |
---|---|
ইউনিয়ন | |
৪নং পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পূর্বধইর পূর্ব ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৩′৩৫″ উত্তর ৯১°১′১২″ পূর্ব / ২৩.৭২৬৩৯° উত্তর ৯১.০২০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মুরাদনগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৩ |
ওয়েবসাইট | purbadaireastup |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনামুরাদনগর উপজেলার উত্তর-পূর্বাংশে পূর্বধইর পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আন্দিকোট ইউনিয়ন, উত্তর-পশ্চিমে আকুবপুর ইউনিয়ন, পশ্চিমে পূর্বধইর পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপূর্বধইর পূর্ব ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৪নং পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।যদিও এই ইউনিয়নে বর্তমানে পূর্ব ধইর নামে কোন গ্রামের অস্তিত্ব নেই,তারপর ও এই ইউনিয়নটি এখনও পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন পরিষদ নামেই বিদ্যমান।তাই এই ইউনিয়নের সর্বস্তরের জনগনের একটাই দাবি এই ইউনিয়নের 'জানঘর' গ্রামটি এই ইউনিয়নের প্রবেশদ্বার, তাই জানঘর গ্রামটিকেই সবাই প্রাধান্য দিচ্ছে এই নতুন ইউনিয়ন নামে নাম করন করার জন্য।।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাজানঘরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি মাদ্রাসা ও পাচটি মক্তব মসজিদ রয়েছে
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসড়ক পথই একমাত্র ৪ নং জানঘর ইউনিয়ন এর একমাত্র যোগাযোগ ব্যবস্থা।
খাল ও নদী
সম্পাদনাজানঘরের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে বুড়ি নদী। তাছাড়াও অনেক খাল বিল এই ইউনিয়নে রয়েছে।
হাট-বাজার
সম্পাদনাজানঘর মাদ্রাসা মার্কেট, কোরবানপুর বাজার সহ এই ইউনিয়নের সব গ্রামের অসংখ্য দোকানপাট রয়েছে।
দর্শনীয় স্থান
সম্পাদনাজানঘর বিল, জানঘরের রাস্তা, জানঘর মাদ্রাসা।
জনপ্রতিনিধি
সম্পাদনামোস্তাফিজুর রহমান মানিক চেয়ারম্যান বন কুমার চেয়ারম্যান শুকলাম দেবনাথ চেয়ারম্যান মান্নান মেম্বার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |