মাগুরা সদর উপজেলা

মাগুরা জেলার একটি উপজেলা
(মাগুরা সদর থেকে পুনর্নির্দেশিত)

মাগুরা সদর উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলার[] অন্তর্গত একটি উপজেলা

মাগুরা সদর
উপজেলা
মানচিত্রে মাগুরা সদর উপজেলা
মানচিত্রে মাগুরা সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২৯′১৫″ উত্তর ৮৯°২৫′৩১″ পূর্ব / ২৩.৪৮৭৫০° উত্তর ৮৯.৪২৫২৮° পূর্ব / 23.48750; 89.42528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
প্রতিষ্ঠা১৯৮৩
আয়তন
 • মোট৪৫০.৫ বর্গকিমি (১৭৩.৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৮০,১০৭
 • জনঘনত্ব৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৪১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৫৫ ৫৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

৪৫০.৫ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট মাগুরা সদর উপজেলা উত্তরে শ্রীপুর উপজেলা এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা, দক্ষিণে শালিখা উপজেলা, পূর্বে মহম্মদপুর উপজেলাফরিদপুর জেলার মধুখালী উপজেলা, পশ্চিমে ঝিনাইদহ সদর উপজেলাশালিখা উপজেলা। এটি ২৩.০১৭° ও ২৩.০৩৪° উত্তর অক্ষাংশে এবং ৮৯.০১৭° ও ৮৯.০৩২° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

নির্বাচনী এলাকা ৯১ মাগুরা-১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) ইউনিয়নের সংখ্যা ১৩ এবং পৌরসভা ১ টি।

পৌরসভা

সম্পাদনা

প্রশাসন

সম্পাদনা

মাগুরা থানাকে ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত করা হয়। ১৮৪৫ সালে এটা থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা, ০৯ টি ওয়ার্ড, ১৩টি ইউনিয়ন পরিষদ, ২২৩টি মৌজা এবং ২৫২টি গ্রাম নিয়ে মাগুরা সদর উপজেলা গঠিত। সদর থানার মোট আয়তন ৪০৬.৫০ বর্গ কিঃ মিঃ এবং নদীর আয়তন ১১.০৬ বর্গ কি.মি.।

স্থাপত্য নিদর্শন এবং পুরাকৃত্তি

সম্পাদনা

নীলকুঠি (ইছাখাদা), ব্যাপারীপাড়া জামে মসজিদ (পারনান্দুয়ালি), পীর মোকাররম আলী এর সমাধী (হজিপুর) এবং সিদ্ধেশ্বরী মঠ (আঠারখাদা),রাউতড়া গিরিধারী আশ্রম(রাউতড়া)।Rawtara giridhiri ashrom

মুক্তিযুদ্ধের নিদর্শন

সম্পাদনা

বিশ্ব রোড সংলগ্ন স্মৃতিসৌধ

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ ৫টি, হাইস্কুল ৩২টি, মাদ্রাসা ২টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৫টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪২টি, কারিগরি ইনস্টিটিউট ১টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা (১৯৪০), মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৮৫৪), হাজিপুর হাই স্কুল (১৯১৪) এবং শতরুজিতপুর কালিপ্রসন্ন হাই স্কুল (১৯১৯),রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ (১৯৩০)॥ মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা (২০১৮)

সাস্কৃতিক সংগঠন

সম্পাদনা
  • ক্লাব - ৮০টি
  • গণগ্রন্থাগার - ৩টি
  • সিনেমা হল - ২টি
  • থিয়েটার গ্রুপ - ৪টি
  • অপেরা দল - ২টি
  • সাহিত্য সমিতি - ২টি
  • মহিলা সংগঠন - ৩টি

স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদপত্র সাময়িকী

সম্পাদনা

পত্রিকা

সম্পাদনা
  • দৈনিক খেদমত (অনিয়মীত প্রকাশ)

অনলাইন পত্রিকা

সম্পাদনা
  • মাগুরা প্রতিদিন
  • মাগুরা নিউজ
  • মাগুরাবার্তা২৪ ডটকম
  • মাগুরার খবর

প্রধান পেশা

সম্পাদনা

ভূমির ব্যবহার

সম্পাদনা

চাষযোগ্য মোট জমি ২৭১৪০.৮০ হেক্টর, পতিত জমি ১৪১.৮৫% হেক্টর, একক ফসল ২৫%, দ্বৈত ফসল ৫৫%, ত্রিফসল ২০%, সেচের আওতাধীন জমি ৭৮%।

ভূমি নিয়ন্ত্রণ

সম্পাদনা

চাষীদের মধ্যে ১৫% ভূমিহীন, ৩৫% ক্ষুদ্র, ৪২% মাঝারি এবং ৮% ধনী। মাথাপিছু জমির পরিমাণ ০.০১২ হেক্টর।

ধর্মীয় প্রতিষ্ঠান

সম্পাদনা

মসজিদ ২৫০টি, মন্দির ৫৫টি, চার্চ ১টি, সমাধী ১টি ও তীর্থ স্থান ৩টি। সবচেয়ে উলেস্নখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাগুরা জামে মসজিদ, ব্যাপারীপাড়া জামে মসজিদ, পীর মোকাররম আলী এর সমাধী (ইছাকাদা), কালিবাড়ী মন্দির, ন্যাংটা বাবা আশ্রম (সাতধোয়া), হাজরাতলা মঠ ও মিশন এবং সিদ্ধেশ্বরী মঠ (দরিমাগুরা)।

সাক্ষরতা

সম্পাদনা

গড় সাক্ষরতা ৩০.৫%। এর মধ্যে পুরুষ ৪১.৬% এবং মহিলা ১৯.৪%।

এনজিও তৎপরতা

সম্পাদনা

তৎপরতা চালাচ্ছে এমন গুরুত্বপূর্ণ এনজিওগুলি হচ্ছেঃ

  • ব্রাক এনজিও
  • আদ্-দ্বীন এনজিও
  • আশা এনজিও
  • প্রশিকা এনজিও
  • স্বনির্ভর বাংলাদেশ এনজিও
  • সেবা এনজিও
  • প্রাইম এনজিও
  • এ ডি আই এনজিও

স্বাস্থ্য কেন্দ্র

সম্পাদনা
  • হাসপাতাল - ১টি
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ১টি
  • শিশু হাসপাতাল - ১টি
  • চক্ষু হাসপাতাল - ১টি
  • ডায়াবেটিক হাসপাতাল - ১টি
  • প্রসুতি হাসপাতাল - ১টি
  • পরিবার কল্যাণ কেন্দ্র - ১৩টি
  • স্যাটেলাইট ক্লিনিক - ৭টি

শহরের আয়তন

সম্পাদনা

জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে মাগুরা সদর উপজেলা মাগুরা জেলার সবচেয়ে বড় থানা। ১৮টি ওয়ার্ড এবং ৬১টি মহল্লা নিয়ে মাগুরা শহর গঠিত। শহরের আয়তন ২২.৯৫ বর্গ কি: মি:।

জনসংখ্যা

সম্পাদনা

উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩ লক্ষ।

  • পুরুষ ৫১.৪১%
  • মহিলা ৪৮.৫৯% এর মধ্যে
  1. মুসলমান ৭৮.৫৪%
  2. হিন্দু ২১.২৮% এবং
  3. অন্যান্য ০.১৮%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪ হাজার। শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার ৪৭.৬%।

প্রধান ফসল

সম্পাদনা

বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত ফসল

সম্পাদনা
  1. মিষ্টি আলু
  2. নীল
  3. কাউন
  4. অড়হর

প্রধান ফল

সম্পাদনা

আম, কাঁঠাল, কালোজাম, পেঁপে, বেল,বরই,কলা,নারিকেল।

প্রধান রপ্তানি

সম্পাদনা

পাট, তুলা, পেঁপে, কাঁচা মরিচ, পেঁয়াজবেগুন

শিল্প প্রতিষ্ঠান

সম্পাদনা

বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে

  1. বস্ত্র কল ২টি
  2. প্লাস্টিক পাইপ কারখানা ১টি
  3. সাবান কারখানা ১টি
  4. বরফ কারখানা ১০টি
  5. বিড়ি কারখানা ১ট
  6. চামড়া কারখানা ১৮টি
  7. ওয়েল্ডিং কারখানা ১৩৫টি। কুঠির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশবেত, কামার, স্বর্ণকার, কুম্ভকার, কাঠের কাজ ও দরজী।

হাট-বাজার ও মেলা

সম্পাদনা

মোট হাট বাজারের সংখ্যা ৩০টি। এরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেঃ

  • মাগুরা একতা কাঁচা বাজার
  • সত্রজিতপুর বাজার
  • ইছাখোদা বাজার
  • আলোকদিয়া বাজার
  • কাটাখালী বাজার

মেলার সংখ্যা মোট ৮টি। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেঃ

নদ নদী ও বিল

সম্পাদনা
  • শিরিজদিয়া বিল
  • পদ্মা বিল
  • কুমার বিল
  • গজার গাড়াই বিল

যোগাযোগ সুবিধাদি

সম্পাদনা
  • পাকা সড়ক - ১৫৫ কি: মি:
  • আধাপাকা - ৭৫ কি: মি:
  • কাঁচা রাস্তা - ৭৫০ কি: মি:

ঐতিহ্যগত পরিবহন

সম্পাদনা

পালকি, মোটর লঞ্চ, ঘোড়ার গাড়ি, নৌকা, মহিষের গাড়ি, গরুর গাড়ি। এ সব ধরনের পরিবহন হয় বিলুপ্ত অথবা বিলুপ্ত প্রায়।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. রঞ্জিত কুমার বসু (২০১২)। "মাগুরা সদর উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

সম্পাদনা