বগিয়া ইউনিয়ন
বগিয়া ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।
বগিয়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | মাগুরা সদর উপজেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,২৫৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাবগিয়া ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- মহম্মদপুর আঞ্চলিক সড়কের ৯ কিলোমিটার পশ্চিম দিকে আলোকদিয়া বাজার নামক স্থানে ৪নং বগিয়া ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ২০ বর্গ কিলোমিটার[১]
ইতিহাস
সম্পাদনা১৯৭১ সালে মোঃ খেজের মোল্যা নামক ব্যক্তি ১ একর ৯০ শতক জমি দান করেন। তার উপর ভিত্তি করেই ১৯৯৫ সালে নির্মিত হয় ইউনিয়ন পরিষদ ভবন। বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০১০ সাল।
প্রশাসনিক বিন্যাস
সম্পাদনা২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২২,২৫৫ জন। বগিয়া ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৩টি এবং মোট গ্রাম সংখ্যা ১৪টি। গ্রামের নাম সমূহঃ-
ক্রমিক | গ্রামের নাম | ওয়ার্ড নম্বর | ডাকঘর |
---|---|---|---|
১ | বারাশিয়া | ১ নং ওয়ার্ড | বারাশিয়া |
২ | বরই | ২ নং ওয়ার্ড | বরই |
৩ | নারায়ণপুর | ২ নং ওয়ার্ড | বরই |
৪ | পাতুরিয়া | ২ নং ওয়ার্ড | বরই |
৫ | সিতারামপুর | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৬ | রামচন্দ্রপুর | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৭ | বাগবাড়িয়া | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৮ | পাইকেল | ৪ নং ওয়ার্ড | বগিয়া |
৯ | বগিয়া | ৪ নং ওয়ার্ড | বগিয়া |
১০ | আলোকদিয়া | ৫ নং ওয়ার্ড | আলোকদিয়া |
১১ | গৃহগ্রাম | ৬ নং ওয়ার্ড | শিরিজদিয়া |
১২ | শিরিজদিয়া | ৬ নং ওয়ার্ড | শিরিজদিয়া |
১৩ | পুখরিয়া (পূর্ব পাড়া) | ৭ নং ওয়ার্ড | পুখরিয়া |
১৪ | পুখরিয়া (পশ্চিম পাড়া) | ৮ নং ওয়ার্ড | পুখরিয়া |
১৫ | বালিয়াডাঙ্গা | ৯ নং ওয়ার্ড | বালিয়াডাঙ্গা |
শিক্ষা
সম্পাদনা২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার– ৬৯%।
স্বাস্থ্য
সম্পাদনা- কমিউনিটি ক্লিনিক- ২টি
- পরিবার কল্যাণ কেন্দ্র- ১টি
কৃষি
সম্পাদনাবগিয়া ইউনিয়ন এর প্রধান প্রধান কৃষিপন্যের মধ্যে রয়েছে ধান, পাট, মরিচ, মসুর ডাল, সরিষা,ছোলা, বেগুন, শিম, মিস্টি কুমড়া, লাউ প্রভৃতি। এ এলাকা শাক সবজি ও মসলা জাতীয় কৃষিপন্যের জন্য প্রসিদ্ধ। এখানে বছরে ৩ বার ফসল ফলে।
যোগাযোগ
সম্পাদনামাগুরা- শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে মহম্মদপুর উপজেলা আঞ্চলিক রোডের আলোকদিয়া বাজার নামতে হবে। বগিয়া ইউনিয়ন মাগুরা শহর থেকে ৯ কিলোমিটার পশ্চিমে আলোকদিয়া বাজার নামক স্থানে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে বগিয়া যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, সিএসজি, মটর চালিত ভ্যান ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- কবি সৈয়দ আলী আহসান
- অধ্যাপক ডঃ সৈয়দ আলী আশরাফ
- ড. সৈয়দ আলী নকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
- কবি গোলাম হোসেন
- লেখক সৈয়দ মাজহারুল পারভেজ
- পীর সৈয়দ জাফর ছাদেক
- সৈয়দ সাকেব মিয়া, মরহুম পীর সাহেব, গৃহগ্রাম
- বিশিষ্ট রাজনীতিবিদ মীর তৈয়ব হোসেন
- বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানূরাগী মরহুম এম এ গফুর
- মরহুম অধ্যাপক মোঃ শরীফ হোসাইন, আলোকদিয়া
- বিশিষ্ট শিল্পপতি মীর আকতার হোসেন
- বিশিষ্ট শিল্পপতি মীর নাসির হোসেন
- বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ শরিফুল ইসলাম
- বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. সাইয়েদ আলী
- বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংক কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, পাইকেল
দর্শনীয় স্থান
সম্পাদনা# কবি সৈয়দ আলী আহসানের বাড়ি
- তৈয়ব চেয়ারম্যানের কাচারি বাড়ি ও শতবর্ষী বটগাছ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে বগিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৪ আগস্ট ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাবগিয়া ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে