মধুখালী উপজেলা
মধুখালী বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
মধুখালী | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মধুখালী উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৮৯°৩৭′৪৩″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৮৯.৬২৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ফরিদপুর জেলা |
সরকার | |
• উপজেলা নির্বাহী অফিসার | মোঃ আবু রাসেল [১] |
আয়তন | |
• মোট | ২৩১.২৭ বর্গকিমি (৮৯.২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ২,০৪,৪৯২ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৯ ৫৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ও রাজবাড়ী সদর উপজেলা, দক্ষিণে বোয়ালমারী উপজেলা ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা, পূর্বে ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মাগুরা জেলার মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাপৌরসভা
সম্পাদনামধুখালী উপজেলায় একটি মাত্র পৌরসভা রয়েছে- মধুখালী পৌরসভা
- এক নজরে মধুখালী পৌরসভা
১। স্থাপিতঃ ২৬ শে আশ্বিন ১৪১৯ বঙ্গাব্দ, ১১ ই অক্টোবর ২০১২ সাল
২। আয়তনঃ ১২ বর্গ কি.মি.
৩। জনসংখ্যাঃ ২৪,০৩২ জন (পুরুষ- ১২,০৪৯, মহিলা- ১১,৯৮৩)
৪। ওয়ার্ডঃ ৯টি
৫। মহল্লাঃ ১৬টি
ইউনিয়ন
সম্পাদনামধুখালী উপজেলায় রয়েছে ১১ টি ইউনিয়ন:
নদনদী
সম্পাদনামধুখালী উপজেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে গড়াই নদী, মধুমতি নদী, কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ), চন্দনা-বারাশিয়া নদী এবং পুরুষালী নদী।[৩][৪] চন্দনা-বারাশিয়া নদীটি এই উপজেলায় বিশেষ তাৎপর্য বহন করে।কারণ এই নদীর তীরেই চাষ হতো নীল।মথুরাপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে বহে চলা এ নদীর তীরে গড়ে উঠেছে দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিল লিমিটেড (মথুরাপুর, মধুখালী, ফরিদপুর )।মথুরাপুর গ্রামের প্রায় পাঁচশত বছরের পুরনো ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা 'মথুরাপুর দেউল' (যা বাংলাদেশ দর্শনীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অন্তর্ভুক্ত) চন্দনা নদীর তীরেই অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- মুন্সি আব্দুর রউফ, (১৯৪৩ - ৮ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।[৫]
- পল্লীকবি জসীম উদ্দীন
- ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন(১৯৩৭-১৯৮৩) মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক,ভাষাসৈনিক,বীরমুক্তিযোদ্ধা,জাতীয় সংসদ সদস্য ১৯৭৩,গণপরিষদ সদস্য ১৯৭২,জাতীয় পরিষদ সদস্য ১৯৭০, প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালনকারীর বাড়ী মধুখালি উপজেলার বনমালিদিয়া গ্রামে অবস্থিত। তিনি ১৯৫২ সালের মহান বাংলাভাষা আন্দোলনে বরিশাল শহর থেকে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং কারাগারে বসেই ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি ব্রিটিশ কুইন্স কাউন্সিলর ছিলেন এবং ব্রিটিশ সিভিল সাভিসের সদস্য ছিলেন। তার নামে মধুখালিতে একটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। রাজধানী ঢাকায় একটি সড়কের নামকরণ করা হয়েছে।
উল্লেখযোগ্য স্থান
সম্পাদনাফরিদপুর চিনি কল লিমিটেড
সম্পাদনাবাংলাদেশের মধ্যাঞ্চলের ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের সামান্য উত্তর দিকে গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই ফরিদপুর চিনি কল লিমিটেড নামের এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[৬][৭][৮] এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান।[৯] বাংলাদেশের চিনি শিল্পে এই কারখানাটির অবদান অসামান্য। এই কারখানায় অনেক উৎকৃষ্ট মানের চিনি উৎপাদন হয় যা দেশীয় চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা যায়।
মুথুরাপুর দেউল মন্দির
সম্পাদনামথুরাপুর দেউল এই উপজেলায় অবস্থিত একটি দেউল বা মঠ। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক ষোড়শ শতাব্দীতে তৈরি করা হয়েছিলো বলে ধারণা করা হয়; তবে কারো কারো অনুমান এটি সপ্তদশ শতকের স্থাপনা।[১০] আনুমানিক ১৬০০ সালে মুথুরাপুর দেউল মন্দির তৈরি করা হয়।
- মান্দারতলা ব্রিজ: এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত একটি চমৎকার রেলসেতু যা গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত।
- কামারখালী গড়াই সেতু- সেতুটি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই নদীর উপর অবস্থিত সড়কসেতু যা ফরিদপুর জেলাকে মাগুরা জেলার সাথে সংযোগ স্থাপন করেছে।
- বনমালদিয়া হযরত শাহ সৈয়দ হাবিবউল্লাহর দরগাহ। হজরত শাহ হাবিবউল্লাহ মদ্দানে খোদা ১৪ শতকে মিরপুরের হজরত শাহ আলী বোগদাদির সংগী হয়ে বাগদাদ থেকে ভারতবর্ষ এবং সেখান থেকে ফরিদপুরের গেরদায় আসেন। পরবর্তীতে তার পিতা হজরত শাহ সৈয়দ তেগবুরহানার আদেশে মধুখালির বনমালিদিয়া গ্রামে আসেন ইসলাম প্রচারের জন্য।
- মধুখালী রেলওয়ে স্টেশন
- ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন এর বাড়ী।
- নিরীবিলি পিকনিক কর্নার, দিঘলিয়া।
- হাটঘাটা, কাজীর রাস্তায় অবস্থিত, "হাজী বাড়ি"।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিশেষ (২০২৪-১২-০৬)। "মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা"। দৈনিক তৃতীয় মাত্রা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মধুখালী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৭, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৫। আইএসবিএন 984-70120-0436-4।
- ↑ "দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না"| তারিখ: ১৯-১২-২০১২"। ২০১৪-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২৫।
- ↑ "আর্থসামাজিক উন্নয়নে ফরিদপুর চিনিকল"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ উপজেলা তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ফরিদপুর চিনিকল সিবিএ নির্বাচন।
- ↑ আখমাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকল জোড়াতালি দিয়ে চলছে।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ কোদলা মঠ - বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |