মহম্মদপুর উপজেলা
মহম্মদপুর উপজেলা বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত একটি উপজেলা।
মহম্মদপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মহম্মদপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°২৪′০.০০০″ উত্তর ৮৯°৩৩′৩৬.০০০″ পূর্ব / ২৩.৪০০০০০০০° উত্তর ৮৯.৫৬০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
প্রতিষ্ঠা | ১৯৮৩ |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | আব্দুল মান্নান(বাতিল) (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৩৪.২৯ বর্গকিমি (৯০.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ১,৮৮,৭৬০ |
• জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৪.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৫৫ ৬৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনামহম্মদপুর উপজেলার আয়তন ২৩৪.২৯ বর্গ কিলোমিটার।[২] মাগুরা জেলার পূর্ব-দক্ষিণাংশে মহম্মদপুর উপজেলার অবস্থান। উপজেলার উত্তরে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, দক্ষিণে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, পশ্চিমে শালিখা উপজেলা, মাগুরা সদর উপজেলা ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলা।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনামহম্মদপুর উপজেলার জনসংখ্যা ১লাখ ৮৮ হাজার ৭০০শ ৬০জন। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার ৭০০শ ৬০জন ও মহিলা ৯৩ হাজার।
নামকরণ
সম্পাদনামহম্মদপুর উপজেলার নাম করণের বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য নেই। মোঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে রাজা সীতারাম রায় এই অঞ্চলের জমিদার ছিলেন। তিনি সম্রাটকে কর দেওয়া বন্ধ করে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন। স্থানীয় মুসলিম ফকির মোহাম্মদ শাহের নামানুসারে তার রাজধানীর পুরাতন নাম বাগজান এর পরিবর্তে মহম্মদপুর নামকরণ করেন। [২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনামহম্মদপুর উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। এটি নির্বাচনী এলাকা ৯২ মাগুরা-২ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা)
শিক্ষা
সম্পাদনামোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৪০১টি, এই উপজেলায় শিক্ষার হার ৪৪.৫%
- প্রাথমিক বিদ্যালয় - ৬০
- কমিউনিটি স্কুল - ১২৪
- এনজিও কেন্দ্র (ব্রাক) - ১২৪
- স্যাটেলাইট স্কুল - ১৬
- মাধ্যমিক বিদ্যালয় - ২৯
- কলেজ - ৬
- মাদ্রাসা - ৪২[২]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামাগুরা জেলা হতে মহম্মদপুর উপজেলার দুরত্ব ২৫ কিলোমিটার । মাগুরা হতে সরাসরি বাস যোগে মহম্মদপুর উপজেলায় আসা যায়।তাছাড়া ভ্যান,টেম্পু এবং ইজিবাইক যোগে এখানে আসা এবং যাওয়া যায়। এদিকে শেখ হাসিনা সেতু হওয়ার পর মহম্মদপুর এবং বোয়ালমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে গেছে।
অর্থনীতি
সম্পাদনামহম্মদপুর উপজেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। উপজেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমি সমূহ বেশ উর্বর। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৮.৪৬%, অকৃষি শ্রমিক ২.৬০%, শিল্প ১.০২%, ব্যবসা ১০.৯৩%, পরিবহন ও যোগাযোগ ৩.১০%, চাকরি ৮.১৫%, নির্মাণ ১.০৭%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৩১% এবং অন্যান্য ৪.১৯%। এখানকার প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, পিঁয়াজ, রসুন। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি অড়হর, তিসি, যব, নীল। প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, তাল, নারিকেল।
নদ-নদী
সম্পাদনামহম্মদপুর উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে গড়াই নদী, মধুমতি নদী,নবগঙ্গা নদী এবং নির্বিষখালী নদী ।[২][৩][৪]
দর্শনীয় স্থান
সম্পাদনা- মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু
- রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
- দশ ভূজা মন্দির
- লক্ষীনারায়ণের পুকুর
- কৃষ্ণসাগর
- মহম্মদপুর দুর্গ
- নদের চাঁদের ঘাট।
- বড়রিয়া গ্রামে আলী মওলা মিয়া,আউলিয়া এর মাজার শরীফ।
- পারলা গ্রামে শহীদ আহম্মদ ও শহীদ মহম্মদ (ভাতৃদ্বয়)এর পবিত্র কবরখানা।
- সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, জোকা, নহাটা।
- বিনোদপুর সেতু।
- রাজাপুর সেতু।
- নহাটা-পলিতা সেতু।
- নহাটা ভদ্র দালান
- ইছামতী বিল
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনা- কবি গোলাম মোহাম্মদ, জন্মঃ ১৯৫৯ সালের ২৩ এপ্রিল মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামে। মৃত্যু ২০০২ সালের ২২ আগষ্ট।
- শহীদ আহম্মদ আলী ও শহীদ মোহাম্মদ আলী, ভাতৃদ্বয়।
- মোঃ আব্দুল খালেক,
- বীর মুক্তিযোদ্ধা মোঃ আছাদুজ্জামান, এমপি (৪ মেয়াদ)
- মোহাম্মদ জালাল উদ্দিন, বীর উত্তম
- বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, বীর প্রতীক।
- বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (মাষ্টার)
- গোলাম রব্বানী, প্রাক্তন প্রধান শিক্ষক, বিনোদপুর বি.কে হাইস্কুল
- কাজী সালিমুল হক কামাল, সাবেক এমপি
- নিতাই রায় চৌধুরী, সাবেক মন্ত্রী
- কামরুল লায়লা জলি, এমপি।
- সাইফুজ্জামান শিখর, এমপি।
- হোসনে আরা মণি, কথাসাহিত্যিক।
জনপ্রতিনিধি
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা | সংসদ সদস্য | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|
৯২ মাগুরা-২[৫][৬] | মহম্মদপুর উপজেলা | বীরেন শিকদার[৭][৮][৯] | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4।
- ↑ "মাগুরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার"। www.dailykhedmot.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি'র গনসংযোগ ও উঠান বৈঠক"।
- ↑ "মাগুরা-২: মনোনয়ন জমা দিয়েই প্রার্থনা সভায় ড. বীরেন শিকদার"। www.banglatribune.com। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮।
- ↑ "মাগুরা-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. শ্রী বীরেন শিকদার"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮।
- ↑ "চতুর্থবারের মতো নৌকার টিকিট পেলেন বীরেন শিকদার"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮।
- উপজেলা তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০১৪ তারিখে
বহিঃসংযোগ
সম্পাদনাউপজেলাটির শহীদ আহমদ মহম্মদ নামকরণ উপজেলা বাসির প্রানের দাবী।
খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |