ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান/সংগ্রহশালা ২৮
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ২৫ | সংগ্রহশালা ২৬ | সংগ্রহশালা ২৭ | সংগ্রহশালা ২৮ | সংগ্রহশালা ২৯ | সংগ্রহশালা ৩০ | → | সংগ্রহশালা ৩৫ |
নিবন্ধ পুনরুদ্ধার করুন
@আফতাবুজ্জামান ভাই। কেমন আছেন?? আলিয়া মাদ্রাসা নিবন্ধে দেখলাম কওমি-আলিয়া সম্পর্ক নিবন্ধটা অপসারণ করা হয়েছে, এটি কোথায় যেন পুনর্নির্দেশ করা ছিলো। আমি এই নিবন্ধটা শুরু করতে চাচ্ছি, নিবন্ধটা উদ্ধার করে আমার উপপাতায় দিলে ভালো হয়।
আর একটি বিষয়! আপনার আলাপ পাতা লোড হতে সময় নিচ্ছে, অনেকের সুবিধার জন্য আলাপ পাতা ছোট করে রাখলে আপনাকে বার্তা দিতে আমাদের সুবিধা হবে। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১০:১০, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
১মাস চলে গেলেও এখানের একটি আলোচনার মীমাংশা হয়নি। আলোচকগণ তাদের মতামত দিবেন কিনা বুঝা যাচ্ছে না। আপনি বিচার বিশ্লেষণ করে একটি নিরপেক্ষ সমাধানে এনে দিন। -- রবিন সাহা ১০:২৭, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha আপনার সম্পাদনার ধরণ নিরেপক্ষ দৃষ্টি ভঙ্গির প্রতিফলন হচ্ছেনা মেবি। বইটির দাবির বিপক্ষে যেসব সমালোচনা হয়েছে এই অনুচ্ছেদে লেখা নিরপেক্ষ হয়নি, এটা সাধারণ যে কেউই বুঝবে। এমনকি বাস্তবের বিপরীত (মিথ্যাচার) ভাবেও লেখা হয়েছে। আমি জানিনা, এটা আপনি ইচ্ছা করে করেছেন কিনা। আর যদি বলেন, তথ্যসূত্রে এমনটাই পেয়েছেন, তাহলে তো এই সূত্রগুলো বা ওয়েবসাইটের কোন তথ্যই ব্যবহার করা যাবেনা। কারন এগুলো WP:RS নয়।
- আপনি মাত্র লিখলাম এটি একটি প্রামাণিক বই, আপনি সেটাও মুছে দিয়েছে। প্রামাণিক মানে কী? প্রামাণিক মানে যেখানে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সত্য-মিথ্যা পরের বিষয়। আপনার প্রতি অনুরোধ থাকবে, নিরপেক্ষভাবে সম্পাদনা করার, কারণ এটাই উইকির মূল ভিক্তি। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- প্রামাণিক বই বলতে যেখানে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সম্ভবত এমন ভাব বুঝায় না। যেই বই থেকে প্রমাণ দেওয়া যায়, তেমন বইকে প্রামাণিক বই বলা হতে পারে। যেমন শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্মজীবনী তার জীবন সম্পর্কে একটি প্রামণিক বই। এই বিবেচনায় প্রামাণিক শব্দটি মুছা হয়েছে। কেননা এই বইটির কোনো রেফারেন্সকে প্রমাণ হিসেবে গৃহীত হয় না। -- রবিন সাহা ১১:২২, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি চেষ্টা করি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখার। অনেক সময় তা হয় না। কেউ যদি সেসব ম্যানসন করে, তাহলে তা ঠিক করা যেতে পারে। -- রবিন সাহা ১১:২৩, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। আমি মতামত দিয়েছি, অ-জড়িত কারো করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
একত্রিত করা প্রয়োজন
ভাইয়া, আমি উইকিপিডিয়াতে নতুন, কিভাবে নিবন্ধ একীকরণ করা যায়? A Bengali Ufologist (আলাপ) ০৮:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @A Bengali Ufologist: ধরুন, আপনি ক নিবন্ধ খ নিবন্ধের সাথে একত্রিত করবেন, সেই ক্ষেত্রে ক নিবন্ধের প্রযোজ্য, বাড়তি লেখা খ নিবন্ধে নিয়ে যান। তারপর ক নিবন্ধের সব লেখা সরিয়ে #পুনর্নির্দেশ [[খ]] যোগ করে দিন, যা ক নিবন্ধকে খ নিবন্ধে পুনর্নির্দেশ করবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
নতুন নিবন্ধ
ভাই শিল্পাচার্য জয়নুল আবেদীন এর ছেলের নামে নিবন্ধ তৈরি করতে পারবো? Ashekmahmudabir (আলাপ) ১৩:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ নিয়ে Layla bilkis-এর প্রশ্ন (০০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২২)
Assalamu alaikum Dr. Atiya sharmin shimu Mam kokhon bosen? --Layla bilkis (আলাপ) ০০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
ফর্ম্যাট পরিবর্তন
দাদা, উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র পাতাটি সর্বশেষ আট বছর পূর্বে সম্পাদনা করা হয়েছিল, বর্তমানে সেটি যেখাবে রয়েছে এর ফলে মোবইলে এই পাতা দেখতে অসুবিধা হচ্ছে, ইংরেজি উইকির মত করার জন্য এর বিন্যাস পরিবর্তন করা প্রয়োজন, আমি ব্যবহারকারী:আজিজ/পরীক্ষা/তথ্যকেন্দ্র পাতাটি পরীক্ষার জন্য তৈরি করেছি, কিন্ত ঠিকঠাক হলো কি না তা দেখতে হলে উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র/শৈলী.css এই পাতাট পাঠ্য উইকিপাঠ্য থেকে সিএসএস বিন্যাসে রূপান্তর করতে হবে। আমার যেহেতু সেই অধিকার নেই তাই আপনার প্রতি অনুরোধ সেটির ফরম্যাট যদি পরিবর্তন করে দিতেন তাহলে ভালো হত।
আর, আমার পরীক্ষামূলক তথ্যকেন্দ্র পাতাটি নিখুতভাবে কাজ করলে মূল উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র পাতাটির বিন্যাস পরিবর্তন করার অনুরোধ করছি। পরমাণু••আলাপ•• ০৭:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ পাতার কন্টেন্ট মডেল পরিবর্তন করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৯:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ ইয়াহিয়া ভাই,
- আমার ব্যবহারকারী উপপাতায় থাকা পরীক্ষামূলক তথ্যকেন্দ্র পাতাতেতে কও ভুল দেখছি না; মোবাইল ও ডেস্কটপ দুই সংস্করণেই দেখা যাচ্ছে। আপনিও একবার যাচাই করে দেখুন তো, উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র পাতাতে কি কপি-পেস্ট করা যাবে কি না?উইকিপিডিয়া:তথ্যকেন্দ্র পরমাণু••আলাপ•• ০৯:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ, আপনি যোগ করে পরে আবার বাতিল করেছেন। কিছু কী ঠিক করতে হবে? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১০, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- হ্যাঁ, মোবাইল সংস্করণে আমার ব্যবহারকারী উপপাতায় যেভাবে দেখাচ্ছে, মূল তথ্যকেন্দ্র পাতায় তেমন না দেখিয়ে উইকিপিডিয়া নিবন্ধের অনুচ্ছেদের মতন কোলাপ্সড হিসেবে দেখাচ্ছে। এছাড়া অন্যান্য টেমপ্লেট ও তথ্যকেন্দ্রের উপপাতাগুলোও হালনাগাদ করতে হবে, যার অনেকটাই আমার পক্ষে সম্ভব না! পরমাণু••আলাপ•• ০৪:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ, আমি আবার যোগ করেছি। আমার ঠিক দেখাচ্ছে। খুব আপনার সেটিংয়ে অনুচ্ছেদ সবসময় ভাঁজকরা অবস্থায় দেখাতে টিক দেওয়া আছে। আপনি এক কাজ করেন, আপনার ব্রাউজারের গোপন/ছদ্মবেশী মোড থেকে উইকিপিডিয়া:তথ্যকেন্দ্রে যান। তখন কেমন আসে/দেখায়?
- আর আপনি উপপাতা নিয়েও কাজ করতে পারেন। এটার মতই, আপনার ব্যবহারকারী উপপাতায় শুরু করেন। আটকে গেলে আমি ঠিক করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান হ্যাঁ দাদা এবার ঠিক দেখাচ্ছে, আমার হয়ত অনুলিপি করার সময় ভুল হয়েছি। অন্যান্য পাতাগুলোও তৈরি করলাম, তবে নির্দেশিকা পাতাটি বোধহয় কোনও প্রশাসক স্তরের বা অনুবাদে আরও অভিজ্ঞ কারও করা উচিত। কিন্তু এগুলোর করতে গিয়ে কিছু ভুল বানানের কারণে কয়েকটা পুনর্নিদেশ তৈরি হয়েছে, সেগুলো মুছে ফেলুন। পরমাণু••আলাপ•• ১৮:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- হ্যাঁ, মোবাইল সংস্করণে আমার ব্যবহারকারী উপপাতায় যেভাবে দেখাচ্ছে, মূল তথ্যকেন্দ্র পাতায় তেমন না দেখিয়ে উইকিপিডিয়া নিবন্ধের অনুচ্ছেদের মতন কোলাপ্সড হিসেবে দেখাচ্ছে। এছাড়া অন্যান্য টেমপ্লেট ও তথ্যকেন্দ্রের উপপাতাগুলোও হালনাগাদ করতে হবে, যার অনেকটাই আমার পক্ষে সম্ভব না! পরমাণু••আলাপ•• ০৪:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ, আপনি যোগ করে পরে আবার বাতিল করেছেন। কিছু কী ঠিক করতে হবে? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১০, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী:Md.Farhan Mahmud নিয়ে Mohammed Hossain Bapari-এর প্রশ্ন (০৪:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২২)
Bangladesh --Mohammed Hossain Bapari (আলাপ) ০৪:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mohammed Hossain Bapari আমার নিয়ে আপনার প্রশ্ন কি আছে? খোলাসা করে বলুন । ধন্যবাদ । ≈ ফারহান «আলাপ» ০৭:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Update request
Hello.
Can you update the articles ইরান মান সময়, দিবালোক সংরক্ষণ সময়, ইউটিসি+০৩:৩০ and ইউটিসি+০৪:৩০ (by removing Iran from this article)? On 21 September 2022, Iran abolished daylight saving time (DST) and will observe standard time year-round.
Source: "Daylight Saving Time Ends in Iran"। Livingintehran.com। ২১ সেপ্টেম্বর ২০২২।
Yours sincerely, 31.200.19.137 (আলাপ) ০৭:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- Hello.
- I withdraw my request, because all these articles have been updated. You can check them.
- Yours sincerely, 31.200.16.100 (আলাপ) ১৩:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Hello.
One last request:
Can you add the color bar in টেমপ্লেট:মধ্যপ্রাচ্যের সময় অঞ্চল and translate it into Bengali, because of the latest change? The color darkness and lightness do not correspond to standard time and daylight saving time.
▉▉▉▉ Standard time observed all year
▉ Daylight saving time observed
Yours sincerely, 31.200.16.100 (আলাপ) ১৬:২২, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- Thank you very much for the update. 31.200.16.100 (আলাপ) ২৩:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
ভুল পরিচিত মুছুন
কোল বিদ্রোহ নিবন্ধের শিরোনামের নীচে ভুল সাল দেওয়া হয়েছে। সঠিক সাল হল ১৮৩১-৩২। প্রয়োজনীয় ব্যবস্থা নিন। Wikifulness (আলাপ) ২৩:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Wikifulness, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- অসংখ্য ধন্যবাদ। Wikifulness (আলাপ) ০৭:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Shakawat Hossen Adnan-এর প্রশ্ন (২২:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২)
কেমন আছেন? --Shakawat Hossen Adnan (আলাপ) ২২:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
টেমপ্লেট গুলা ঠিক করার প্রসঙ্গে
ভাই দয়া করে টেমপ্লেট গুলো ঠিক করে দিন। Shisir55 (আলাপ) ১৯:৫৬, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shisir55, আমাকে টেমপ্লেটের নামটি বলুন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৮, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
টেমপ্লেটের নাম
টেমপ্লেটের নাম বিদ্যালয়ের ছক। পাতারর নাম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাতাটির লিংক
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় Shisir55 (আলাপ) ২০:২২, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shisir55, করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৭, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
তথ্যসূএ প্রয়োজন
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। দয়াকরে তথ্য সূএ দিয়ে আমাকে সাহায্য করুন। Shisir55 (আলাপ) ০৫:৪৭, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
অক্টোবর ২০২২
আফতাব ভাই, সালাম নিবেন। একজন অজ্ঞাত ও অনভিজ্ঞ সম্পাদক উইকিপিডিয়ায় অপপ্রচার করছেন। ওনার কারণে উইকিপিডিয়া দ্বন্দ্ব হচ্ছে একবার নয় বারবার। সেই সাথে সম্মানিত উইকিপিডিয়ানদের অপমান করছেন। যা মোটেই গ্রহণযোগ্য নয়। উনি বারবার বলছেন যে বৌদ্ধ মতে আমি সম্পাদনা করছি। গৌতম বুদ্ধ ত্রিপিটক রচনা করেছিলেন বেদ নয়। আর হিন্দুদের মধ্যেও এ নিয়ে মতভেদ আছে। এছাড়াও আমি সূত্রসমূহ যাচাই করেছি। আর উনি যা বলছেন তা এই নিবন্ধে উল্লেখের জন্য নয়।এগুলো উল্লেখের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে হিন্দুধর্মে গৌতম বুদ্ধ নিবন্ধ। উনি যেগুলোকে নির্ভরযোগ্য বলছেন সেগুলোতে এই কথাটি নাইও। তাহলে এগুলো ধ্বংসপ্রবণতা ছাড়া আর কী। ওনার এ কাজ প্রথম নয়। আপনি ওনার আলাপ পাতায় এরকম যুদ্ধ আরও পাবেন। ওনার কারণে উইকিপিডিয়ানরা বিরক্ত। তাই এধরণের সম্পাদককে দয়া করে অব্যাহত করুন। Josh Katz 12 (আলাপ) ০২:১৮, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Josh Katz 12, নিবন্ধে পর্যালোচনা সুরক্ষা দেওয়া হয়েছে, ফলে কারো সম্পাদনা পরীক্ষিত হওয়া ছাড়া সরাসরি প্রকাশ পাবে না। আমার মনে হয়, ধরেই আমার কঠিন পদক্ষেপে যাওয়া উচিত হবে না। আমি আপনাকে আলাপ:গৌতম বুদ্ধ#আলোচনা_করুন-এ আপনার মত যোগ করতে অনুরোধ করব। আমাদের প্রথমে আলোচনার দ্বারা সমাধানে পৌঁছানোর চেষ্টা করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৪, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
সম্পাদনা ধ্বংশপ্রবণতা
কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব নিবন্ধের ইতিহাস দেখুন। আমার সম্পাদনা ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। এবং আলাপ পাতায় আলোচনার অনুরোধ করা সত্ত্বেও বার বার পূর্বাবস্থায় ফেরত নেওয়া হচ্ছে। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৮:৩৬, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- আমি আমার সম্পাদনায় আস্থা হারাইনি। তাই আলোচনা না করে পরিবর্তন করা যৌক্তিক নয়। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৮:৩৭, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha সুধী, en:WP:QUO অনুযায়ী আলোচনা চলাকালীন পুনর্বহাল অনুচিত। ~ নোমান (আলাপ│অবদান) ০৮:৫৭, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha @Robin shaha আপনার আলাপ পাতায় বার্তা দিয়েছি, সেখানে উত্তর দিন। আপনাকে জাস্ট আলাপ পাতা ব্যবহারের কথা বলা হয়েছে। আপনি আলোচনার পরে পরিবর্তন এনেছেন, যা যাচাইযোগ্য নয়। আপনি আলাপ পাতা অনুরোধ করুন, সেটা একাধিক ব্যবহারকারী যাচাই করে গ্রহণ করবে। আশা করি বুঝেছেন??
- নিবন্ধটি একটি বইয়ের নিবন্ধ, সেখানে বইয়ের আলোচনা থাকবে বেশি। হ্যা আমি বলছিনা বিষয়বস্তুর আলোচনা প্রয়োজন নেই। বিষয়বস্তুর আলোচনা থাকবে কম, বইয়ের আলোচনা থাকবে বেশি। কিন্তু নিবন্ধটি আপনি এমনভাবে ইচ্ছামত সাজাচ্ছেন, সেখানে বইয়ের আলোচনাই নেই।
- আপনার যদি গভীর নিরেপক্ষ জ্ঞান থাকে, তাহলে আপনি বিভিন্ন ধর্মে কল্কির অবতার নামে নিবন্ধ তৈরি করতে পারেন। অবশ্যই নিরেপক্ষভাবে নিবন্ধটি লিখতে হবে। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৯:০১, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @DeloarAkram আপনি কি বুঝতে পারছেন, আপনারা নিজের কথারই বিরোধিতা করছেন?
- পূর্বের ==মুসলিম বিশ্লেষণ== অনুরোধে এমন কোনো বিষয় নেই যা বই সম্পর্কে আলোচনা হয়েছে। আমি যখন সেই বিষয়টি সামনে আনলাম (স্পষ্টভাবে তা লিখেছি ০৫:৫৪, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি) এর মন্তব্যে), তখন আপনারাই বললেন বিষয়বস্তুর সাথে মিল আছে বলে তা যুক্ত করা উচিত। (খাত্তাব হাসানের ২০:৩৭, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি) বক্তব্য দেখুন।) এবং তা সকলে সমর্থনও করল!! (আরও দেখুন শাকিল -এর বক্তব্য) যেই কারণে তখন সেই অনুচ্ছেদটি যুক্ত হয়েছিল, ঠিক একই কারণ দেখিয়ে আমার সম্পাদনাও যুক্ত করা যায়। কেননা আমিও বইয়ের বিষয়বস্তুর উপরই লিখেছি। এখন বলছেন বই সম্পর্কিত নিবন্ধ বলে বইয়ের আলোচনাই বেশি থাকবে!! তখন কোথায় ছিলেন? আমিও তো তখনও নতুন নিবন্ধ তৈরির জন্য বলেছিলাম, আপনারা তা শুনেননি। (আমার ০২:৪৭, ২২ আগস্ট ২০২২ (ইউটিসি) মন্তব্যটি দেখুন)।
- দেখা যাচ্ছে, স্বঘোষিত সম্প্রদায় নিজেরাই পক্ষপাত করছেন। আবার নিজেরাই নিরীক্ষক সেজে নিরীক্ষন করছেন। আমি কি করে সেই সম্প্রদায়ের প্রতি আস্থা রাখতে পারি? আমার সংযুক্তকরণে ভুল নেই। সে বিষয়ে আমার আস্থা আছে। এখন পক্ষপাত নিয়ে কোনো সম্প্রদায় তা যদি যুক্ত করতে না চান, তাহলে তা কি উইকি নীতিমালার পক্ষে যাবে? আর স্মরণ করে দেই, উইকিপিডিয়া ভোটাভোটির স্থান নয়। যা যৌক্তিক হবে, তাই গ্রহণীয়। একজনও যদি যুক্তিতে কথা বলে, তাকে থামিয়ে দিতে পারেন না।
- আর লক্ষ্যকরুন, আমার সম্পাদনায় বইকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বইতে কি বলা আছে তা আগে লিখে, তারপর সমালোচনা কি হয়েছে তা যুক্ত করেছি। তাই বইয়ের আলোচনা নেই, এমন বলা যায় না।
- আমার বক্তব্য। বিষয়বস্তুর উপর আলোচনা যৌক্তিক হয়, তবে আমি যা লিখেছি, তা যুক্ত হোক। তা না হলে মুসলিম বিশ্লেষণ অনুরোধটিও বাতিল হোক। মুসলিম বিশ্লেষণ বাতিলের পক্ষে আরও কারণ আছে। উপযুক্ত সময়ে তা বলা হবে। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১০:৩৮, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha সুধী, en:WP:QUO অনুযায়ী আলোচনা চলাকালীন পুনর্বহাল অনুচিত। ~ নোমান (আলাপ│অবদান) ০৮:৫৭, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Sakibul Hasan 19-এর প্রশ্ন (১৩:০৬, ৮ অক্টোবর ২০২২)
আমি কীভাবে নতুন পাতা তৈরি করব? --Sakibul Hasan 19 (আলাপ) ১৩:০৬, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
টেমপ্লেট ঠিক করা প্রসঙ্গে
ভাই দয়া করে টেমপ্লেট গুলো ঠিক করে দিন। পাতার নাম বাংলাবান্ধা স্থল বন্দর Shisir55 (আলাপ) ২০:৪১, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shisir55, করেছি। আর একটি জিনিস, আমি লক্ষ্য করেছি আপনি ইন্টারনেট থেকে ছবি নিয়ে উইকিতে আপলোড করেছেন। এটি করবেন না, এটি করলে তা কপিরাইট লঙ্ঘন হয়। ছবি যদি আপনার নিজের হাতের তোলা হয়, তবেই কেবল আপলোড করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২২:২২, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
সংখ্যা সমস্যা
হ্যালো দাদা, ভারতের মহানগরের তালিকা নিবন্ধটি ইংরেজির মতো করে হালনাগাদ করেছি, কিন্তু তালিকায় যে ক্রমিক সংখ্যা দেখাচ্ছে সেগুলো বাংলায় দেখাচ্ছে না, একটা সারি ছেড়ে ক্রমিক সংখ্যা দেখাচ্ছিল; সিএসএস শৈলী টেমপ্লেট:স্থিত সারির সংখ্যা/শৈলী.css-তে হালনাগাদ করার পর দ্বিতীয় সমস্যা দূর হলেও, প্রথম সমস্যা অর্থাৎ ইংরেজি সংখ্যা দেখানোর সমস্যা এখনও দূর হয়নি। পরমাণু••আলাপ•• ১৯:০৫, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @আজিজ দাদা, মনে হয় ঠিক করা সম্ভব হবে না। উপায় আছে (সম্ভবত) কিন্তু মিডিয়াউইকি সফটওয়্যার আমাকে সিএসএস কোডে list-style-type: bengali; সংরক্ষণই করতে দিচ্ছে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৮, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- তাহলে তো মিডিয়াউইকিতে সেটা আলোচনা করা উচিত! পরমাণু••আলাপ•• ১৪:০৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
<math>
ট্যাগের মধ্যে বাংলা কাজ করে না। এর জন্যও একটি সমাধান লাগবে। ~ নোমান (আলাপ│অবদান) ১৫:০১, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- তাহলে তো মিডিয়াউইকিতে সেটা আলোচনা করা উচিত! পরমাণু••আলাপ•• ১৪:০৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
জানাজার নামাজ শেষে দোওয়া
জানাজার নামাজ শেষে দোওয়া করা যাবে না কী ? হাদীস সমূহ এর কোন দ্বারা বণর্না SK RIAJUL ISLAM (আলাপ) ১৪:০৬, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @SK RIAJUL ISLAM উনি তো আলেম নন। উনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি বরং মসজিদে গিয়ে জিজ্ঞেস করুন। মেহেদী আবেদীন ১৪:১৯, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Malek islam-এর প্রশ্ন (০২:১১, ১৩ অক্টোবর ২০২২)
আমি নতুন এই মুহূর্তে একটি একাউন্ট খুললাম আমি এই মুহূর্তে নতুন নিবন্ধন করতে চাই একাউন্টি কোন রকম ভুল হলে সেই নিবন্ধনটা কি বাতিল হবে।সে সম্পর্কে জানতে চাই --Malek islam (আলাপ) ০২:১১, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Malek islam: এই লাল লিঙ্কে ক্লিক করে শুরু করুন। তারপর আমি দেখে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৭, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Robin shaha-এর প্রশ্ন (০৪:১৬, ১৩ অক্টোবর ২০২২)
ভুল করে বিষয়শ্রেণী:হিন্দুধর্মের নিম্ন-গুরুত্বপূর্ণ নিবন্ধ -এর সাথে Category:Mid-importance Hinduism articles আন্ত ভাষা সংযোগ দিয়ে ফেলেছি। এটা ঠিক করে বিষয়শ্রেণী:হিন্দুধর্মের মধ্যম-গুরুত্বপূর্ণ নিবন্ধ -তে সংযোগ করে দিন। --— Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৪:১৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Robin shaha-এর প্রশ্ন (০৪:২৯, ১৩ অক্টোবর ২০২২)
আমার মনে হচ্ছে টেমপ্লেট:নিবন্ধ মূল্যায়ন পদ্ধতি ও উইকিপিডিয়া:নিবন্ধের মান নির্ণয়ের পরিকল্পনা দুটি একই। দেখুন তো দুটো এক করা যায় কি না? --— Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৪:২৯, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, হ্যাঁ, এক। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- দুইটাকে তাহলে এক করে দিন। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:১৬, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)
উকিপ্রকল্প মূল্যায়ন
মূল্যায়নের জন্য মান=| এবং গুরুত্ব=| -তে পরিমাপকগুলো ব্যবহার করার পর স্বয়ংক্রিয়ভাবে যেন বিষয়শ্রেণীতে যুক্ত হয়ে যায়, সেই ব্যবস্থা কিভাবে করা যায়?— Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৩:১৬, ১৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)
পাতা অপসারণ প্রসঙ্গ
জনাব, আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় নিবন্ধন টি অপসারণ করার প্রস্তাব বার বার রাখতেছে অচেনা একজন! এর কারণ কী? দয়া করে পাতা টি প্রচার করতে সাহায্য করবেন। Shisir55 (আলাপ) ০০:১৫, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shisir55, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় দেখুন। আর এটি হয়ত আপনার কাছে। হতাশ হবেন না। উইকিতে কাজ করার মত আপনার এলাকার অনেক জিনিস রয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৯, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
অনুবাদকৃত প্রবন্ধ প্রকাশ করা প্রশঙ্গে
আসসালামু আলাইকুম, ভাই, আমি দুই প্রবন্ধ অনুবাদ করেছি। এগুলো প্রকাশ করা হচ্ছে না কেন?
ব্যবহারকারী:Samdani9/দরুদে ইবরাহিমি
ব্যবহারকারী:Samdani9/সাদ্দাম হুসাইনের মৃত্যুদন্ড Samdani9 (আলাপ) ০১:৩৬, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Samdani9, স্থানান্তর করেছি। দরুদে ইব্রাহিম ও সাদ্দাম হুসাইনের মৃত্যুদন্ড দেখুন। আর দয়া করে সাদ্দাম হুসাইনের মৃত্যুদন্ড-এর উন্নতি করুন। আমার কাছে লেখাটি যান্ত্রিকতাযুক্ত মনে হল। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৭, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
অপসারণ থেকে অব্যাহতি
জনাব, আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পাতাটি অপসারণ থেকে অব্যাহতি দিয়ে প্রচার করতে সাহায্য করুন। কারণ এই প্রতিষ্ঠানটি অনেক নামী প্রতিষ্ঠান। প্লিজ সাহায্য করুন। Shisir55 (আলাপ) ০৫:৩৩, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
বিষয়শ্রেণী বিষয়ে আলাপ
জনাব, ইংরেজি singer কে দেখলাম বেশিরভাগই সঙ্গীতশিল্পী, কিছু জায়গায় গায়ক/গায়িকা আবার কোথাও কন্ঠশিল্পী অনুবাদ করা হয়েছে। এদের একীকরণ না করলে ভবিষ্যত প্রজন্ম দ্বিধায় পড়ে যাবে। কুউ পুলক ২০:৪৮, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Saikat Al Mahmud-এর প্রশ্ন (০৪:৪৩, ১৮ অক্টোবর ২০২২)
আপনাকে স্বাগতম --Saikat Al Mahmud (আলাপ) ০৪:৪৩, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
ড্রাফট সুবিধা
@আফতাবুজ্জামান ভাই, ড্রাফট সুবিধা চালু করা উচিত, অনেক সময় দেখা যায়। নিবন্ধে অনেক ভালো তথ্য আছে, নিবন্ধ অনেকটাই তৈরি হয়ে গেছে। কিন্তু নিবন্ধটি পরীক্ষামূলক হওয়ার কারনে ব্যবহারকারীর উপপাতায় স্থানান্তর করা হয়। এতে নিবন্ধটি আর কেউ মানোন্নয়ন করেনা। কিন্তু নিবন্ধটি ড্রাফটে থাকলে অভিজ্ঞ ব্যবহারকারীরাও চাইলে সেটি উন্নত করতে পারবে। এইজন্য নিবন্ধ উপপাতায় দেওয়া ভালো কার্যকরী বিষয় হচ্ছেনা। বাংলা উইকিতে ড্রাফট সুবিধা চালু জরুরী হয়ে পরেছে। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৪১, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @DeloarAkram ভাই, আমি সাহস পাচ্ছি না। সবচেয়ে বড় কারণ, আপনি জানেন বাংলা উইকিতে যথেষ্ট স্বেচ্ছাসেবক নাই; কাজের পরিধি বাড়বে কিন্তু কাজ করার মত লোক নেই।
- আমি আপনাকে কিছু ব্যাখ্যা দেই। বাংলা উইকিতে বর্তমানে উইকিপিডিয়া:নিবন্ধ সৃষ্টিকরণ চালু রয়েছে। বিষয়শ্রেণী:অমীমাংসিত নিবন্ধ সৃষ্টিকরণের জন্য উপস্থাপন-এ বেশ কিছু জমাদানও পড়ে আছে, অনেকগুলো ২-৩ বছর আগেরও কিন্তু এগুলো দেখাশুনার লোক নেই। খসড়া চালু হলে নতুন নতুন বিধায় হয়ত অনেকে আগ্রহী হয়ে কাজ করবে কিন্তু কয়েকদিন যাবার পর বেশিরভাগের আগ্রহ চলে যাবে (উইকিউক্তি জলজ্যান্ত প্রমাণ, ১০ দিনও পার হয়নি)। আবার খসড়া নামস্থান চালু হলেই নিবন্ধের উন্নতি হবে তাও মনে হয় না। বিষয়শ্রেণী:উইকিপিডিয়ার নিবন্ধসমূহ অনুবাদ করা প্রয়োজন, বিষয়শ্রেণী:অনুবাদের পর নিরীক্ষণ জরুরি নিবন্ধসমূহ, বিষয়শ্রেণী:অসম্পূর্ণ ইত্যাদিতে হাজার হাজার নিবন্ধ মূল নামস্থানেই বছরের পর বছর ধরে পড়ে আছে কিন্তু এগুলোর উন্নতিতে তেমন কাজ হচ্ছে না।
- আপনার প্রস্তাব নিঃসন্দেহে ভালো প্রস্তাব। আমাকে ভুল বুঝবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৮, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, হ্যা এমন বহু বহু কাজ জমা হয়ে আছে। এই ধরণের নামস্থান চালু করলেও এখানেও বহু জমা হয়ে থাকবে, কথা সত্য। কিন্তু এই জমা কাজগুলো করার দায়িত্ব আপনার-আমার কারো নয়। কারন উইকিপিডিয়া স্বেচ্ছাসেবী ওয়েবসাইট। এখানে কাজ হলে ভালো, নাহলে অসুবিধা নাই। তাই এই ধরণের নামস্থান চালু হলে, দুই একটা কাজ হলেই ভালো। কিছু নিবন্ধ তো রক্ষা পেলো। এইভাবেই একটু একটু করেই আগাবে। বাকি কাজ জমা পরে থাক, কাজ জমা পরে থাকলে তো অসুবিধা নেই। সম্প্রদায়েরও কোন অসুবিধা হচ্ছেনা। তাই একটি সম্পাদনা ফিচার যদি যুক্ত করা যায়, সেটা অবশ্যই যুক্ত করা উচিত, কারণ উইকিপিডিয়ার মূলমন্ত্রই তো সম্পাদনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:২৭, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, ড্রাফট/খসড়া বিষয়ে আবারো বিরক্ত করছি, এজন্য দুঃখিত! সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান এই নিবন্ধটি দেখুন যখন-তখন যেকোন প্রশাসক এটি অপসারণ করে দেবে। নিবন্ধটির এমন অবস্থা কেউ অপসারণ প্রস্তাবনাও দিতে চাচ্ছেনা, কারণ এটি মুছে ফেলা হতে পারে। কিন্তু নিবন্ধটির প্রতি আগ্রহের ব্যক্তিগত এটা মানোন্নয়ন করার সময়ও পাচ্ছেনা। এটি অবশ্যই অপসারণ করা উচিত, কিন্তু সময় দিয়ে অপসারণ করা উচিত। কিন্তু উপপাতায় স্থানান্তর কোন কার্যক্রর রূপ নয়। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়ার মূলমন্ত্রই হচ্ছে ড্রাফট সিস্টেম, অনেক ভালো নিবন্ধকে তারা ড্রাফটে নিয়ে তারা কাজ করে থাকে। নতুন ব্যবহারকারীরা সরাসরি নিবন্ধ প্রস্তুত করতে পারেন, ড্রাফটের মধ্য দিয়ে যেতে হয়।
- ড্রাফট হলে একটি নিবন্ধের পিছনে একজন ব্যবহারকারী সময় দিতে পারে। তিনি উইকি এসে দেখবেন তার নিবন্ধ রয়েছে তবে সেটি ড্রাফটে আছে, মানোন্নয়ন করা প্রয়োজন তিনি হতাশ হবেননা, আবারো সম্পাদনা শুরু করবেন, তথ্যসূত্র খুজবেন। আর এভাবেই তিনি ধীরে ধীরে দক্ষ হয়ে উঠবেন। কিন্তু ড্রাফটের বিপরীতে উপপাতায় স্থানান্তর কোন ভালো সমাধান হচ্ছেনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:১৭, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, হ্যা এমন বহু বহু কাজ জমা হয়ে আছে। এই ধরণের নামস্থান চালু করলেও এখানেও বহু জমা হয়ে থাকবে, কথা সত্য। কিন্তু এই জমা কাজগুলো করার দায়িত্ব আপনার-আমার কারো নয়। কারন উইকিপিডিয়া স্বেচ্ছাসেবী ওয়েবসাইট। এখানে কাজ হলে ভালো, নাহলে অসুবিধা নাই। তাই এই ধরণের নামস্থান চালু হলে, দুই একটা কাজ হলেই ভালো। কিছু নিবন্ধ তো রক্ষা পেলো। এইভাবেই একটু একটু করেই আগাবে। বাকি কাজ জমা পরে থাক, কাজ জমা পরে থাকলে তো অসুবিধা নেই। সম্প্রদায়েরও কোন অসুবিধা হচ্ছেনা। তাই একটি সম্পাদনা ফিচার যদি যুক্ত করা যায়, সেটা অবশ্যই যুক্ত করা উচিত, কারণ উইকিপিডিয়ার মূলমন্ত্রই তো সম্পাদনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:২৭, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
কিছু পাতা অপসারণ করার আবেদন
আফতাব ভাই, কেমন আছেন? আমি উইকি থেকে অবসর নিতে চলেছি। এজন্যে আমার ব্যবহারকারী উপপাতগুলো (তালিকা) অপ্রয়োজনীয়। এগুলো অপসারণ করে দিলে আমার বিশেষ উপকার হয়। ~ নোমান (আলাপ│অবদান) ১৮:৩৫, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী পাতাতে ব্যক্তিগত প্রচারণা করা হয়েছে। দেখার অনুরোধ করছি। অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩৪, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Zaheen, মুছেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৮, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Zaheen ভাই, আপনি নিজেই তো একজন প্রশাসক! তাহলে প্রচারণামূলক পাতা দেখার পর সেটা অপসারণ না করে আরেকজন "দেখার অনুরোধ" করার কী প্রয়োজন? যদি মনে করেন, অপসারণের পূর্বে আলোচনা করা প্রয়োজন, তাহলে তো আরেকজন প্রশাসকের আলাপ পাতায় না করে প্রশাসকদের আলোচনাসভার মতো স্থানে আলোচনা করাই যৌক্তিক। তাছাড়া এখানে তো কোনও আলোচনাও করা হয়নি। ≈ MS Sakib «আলাপ» ১৮:২২, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- সাকিব, মতামত চাইতেই পারে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- বুঝলাম না। কী হয়েছে? --অর্ণব (আলাপ | অবদান) ২০:৫৯, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- সাকিব, মতামত চাইতেই পারে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Zaheen ভাই, আপনি নিজেই তো একজন প্রশাসক! তাহলে প্রচারণামূলক পাতা দেখার পর সেটা অপসারণ না করে আরেকজন "দেখার অনুরোধ" করার কী প্রয়োজন? যদি মনে করেন, অপসারণের পূর্বে আলোচনা করা প্রয়োজন, তাহলে তো আরেকজন প্রশাসকের আলাপ পাতায় না করে প্রশাসকদের আলোচনাসভার মতো স্থানে আলোচনা করাই যৌক্তিক। তাছাড়া এখানে তো কোনও আলোচনাও করা হয়নি। ≈ MS Sakib «আলাপ» ১৮:২২, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
ব্যবহারকারী:S m tofazzol hossain-এর একই সমস্যা। আলাপ পাতায় বার্তা রেখেছি।--অর্ণব (আলাপ | অবদান) ২২:৫৩, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
লাইপ্ৎসিশ না লাইপৎসিশ
ভাই,
এখানে কোনটি সঠিক প্রথমটি না দ্বিতীয়টি জানলে ভালো হয়।
ধন্যবাদ। Purnendu Bhowmik Shuvro (আলাপ) ০৮:৫৪, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের লোগো.png সম্পর্কে
চিত্র:আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের লোগো.png আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।
লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫০, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)
সচিবগণের উল্লেখযোগ্যতা
বাংলাদেশের সচিবগণ পদাধিকারবলে বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য কি না জানতে চাই। এ বিষয়ে কেনো আলোচনা বা সম্প্রদায়ের ঐকমত্য থাকলে জানতে সাহায্য করুন। -- Factcheckerhuman (আলাপ) ১৯:৩৬, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Factcheckerhuman, স্বয়ংক্রিয় উল্লেখযোগ্য হবে এমন কোনও ঐকমত্য এখনো হয়নি। যদি যথেষ্ট তথ্যসূত্র থাকে, তবেই কোনও সচিবকে নিয়ে নিবন্ধ লিখুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৫, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান, ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ০৮:১৭, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)
Robin Saha-এর প্রশ্ন (১০:৫৭, ২ নভেম্বর ২০২২)
আমি কিছু পুনঃনির্দেশ পাতা অপসারণের প্রস্তাব দিয়েছি। পাতাগুলো মুছে দেওয়ার অনুরোধ করছি। পাতাগুলো প্রবেশদ্বার হিন্দুধর্ম/নির্বাচিত উক্তি -এর থেকে প্রবেশদ্বার:হিন্দুধর্ম/শাস্ত্রবাণী -তে পুনঃনির্দেশ হয়েছে। প্রবেশদ্বার পাতায় শাস্ত্রবাণী নামে একটি বক্স যুক্ত করতে চাচ্ছি। --— Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১০:৫৭, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদচিহ্ন.svg সম্পর্কে
চিত্র:বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদচিহ্ন.svg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।
লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ০৬:১৫, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
বিষয়শ্রেণী একত্রীকরণ
সুধী, বিষয়শ্রেণী:মন্ত্রিপরিষদ সচিব এবং বিষয়শ্রেণী:বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব নামে একই বিষয়ে দুটি পৃথক বিষয়শ্রেণী বিদ্যমান। একটি যৌক্তিক শিরোনামে বিষয়শ্রেণী দুটিকে একত্রীকরণ প্রয়োজন। -- Factcheckerhuman (আলাপ) ১০:৩২, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Factcheckerhuman, পুনর্নির্দেশ দেওয়া হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৩, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
ধন্যবাদ
ভাই,
দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারে নেই।
২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিবন্ধতে স্কোরকার্ড অংশটা যোগ করা জন্য অসংখ্য ধন্যবাদ। Purnendu Bhowmik Shuvro (আলাপ) ১৮:২৩, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Purnendu Bhowmik Shuvro, ২০১৩, ২০১৫ সালের দুটিতেও সময় করে স্কোরকার্ড যোগ করে দিব। আপনি স্কোরকার্ডটা আমার জন্য রেখে, নিবন্ধের বাকি অংশগুলো যোগ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৩, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- ঠিক আছে, ভাই
- আপনি চাইলে করতে পারেন। Purnendu Bhowmik Shuvro (আলাপ) ০৫:৪৬, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Purnendu Bhowmik Shuvro, আমার কারণে থেমে যাবেন না। আপনি অন্যান্য বিষয়, নিবন্ধ অনুবাদ করে বাংলা উইকিতে যোগ করে যান। যেহেতু এখন বিশ্বকাপ এসে গেছে, আপনি চাইলে তা নিয়েও কাজ করতে পারেন। আমি একটি তালিকা করেছি, এবারের বিশ্বকাপে খেলছে কিন্তু বাংলা উইকিতে নিবন্ধ নেই এমন ফুটবলারদের তালিকা এখানে পাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৬, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- ঠিক আছে, ভাই Purnendu Bhowmik Shuvro (আলাপ) ০৩:১৩, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Purnendu Bhowmik Shuvro, আমার কারণে থেমে যাবেন না। আপনি অন্যান্য বিষয়, নিবন্ধ অনুবাদ করে বাংলা উইকিতে যোগ করে যান। যেহেতু এখন বিশ্বকাপ এসে গেছে, আপনি চাইলে তা নিয়েও কাজ করতে পারেন। আমি একটি তালিকা করেছি, এবারের বিশ্বকাপে খেলছে কিন্তু বাংলা উইকিতে নিবন্ধ নেই এমন ফুটবলারদের তালিকা এখানে পাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৬, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
সম্পাদনা
স্যার মাফ করবেন। ভুলবশত আমার ছোট মেয়ে উইকিপিডিয়ায় ঢুকে অনেককিছু ওলটপালট করে ফেলেছিল। পরবর্তীতে আমি তা দেখতে পেয়ে ঠিক করার চেষ্টা করি। পরবর্তীতে আপনার কারণে পুরানো লেখাগুলো আবার ফিরে আসলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভুলগুলো মাফ করবেন। Arafat1412 (আলাপ) ১৫:১১, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Arafat1412, এটা কোনও ব্যাপারই না। আপনি চিন্তিত হবেন না, ভয় পাবেন না। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা চালিয়ে যান। 👍 আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৬, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
হ্যাক
ভাই সময় টিভি হ্যাক হয়েছে আমরা সবাই জানি এই বিষয়ে কিছু তথ্য যোগ করেন উইকিপিডিয়ায় Malek islam (আলাপ) ১৭:০৫, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
সম্পদনা
ভাই আগে উইকিপিডিয়ায় যে কোন নিবন্ধন যেকোন তথ্য যোগ করা যেত এবং যে কোন লিংক যোগ করা যেত বর্তমান কেন যায়না এই বিষয়ে একটু বলতেন Malek islam (আলাপ) ১৭:১২, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা)
@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা) নিবন্ধটির সুরক্ষা পুরোপুরি তুলে নিন কারণ সেনাবাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত হলে একজন সাধারণ ব্যবহারকারী যাতে সম্পাদনা করতে পারে। বিশাল আব্দুল্লাহ (আলাপ) ০৭:২৭, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @বিশাল আব্দুল্লাহ, আপনি তো ভাই মনে হয় ইচ্ছাকৃতভাবে করেন। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে চান, ভালো কথা, চুপে চুপে রাখুন। কেউ আপনার পিছে তদন্ত করতে যাচ্ছে না। কিন্তু এভাবে জানান দিলে বাধা দেওয়া ছাড়া তো উপায় নাই। আফতাবুজ্জামান (আলাপ) ০৭:৩২, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আপনি তো ভাই বিখ্যাত। আপনার নামে মেটাতে অপব্যবহার ছাঁকনিও আছে দেখতে পাচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ০৭:৩৫, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা) নিবন্ধটির সুরক্ষা পুরোপুরি তুলে নিন দয়া করে, কি কারণে সুরক্ষা তুলে নেওয়া উচিৎ এটা আশা করি আফতাব ভাই আপনি বুঝতে পেরেছেন, সেনা কমান্ডার বদলাবে তখন এই বাংলা উইকিপিডিয়া যেখানে স্বেচ্ছাসেবক মানুষের অভাবে সেখানে কে তথ্য হালনাগাদ করতে আসবে? Trisha Tarafder (আলাপ) ০৭:১৭, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
অনুরোধ
টেমপ্লেট:Press টেমপ্লেটটি অনুবাদ করতে পারছিনা। আপনি একটু দেখুন। মেহেদী আবেদীন ১৪:৩৪, ৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
Jakariya Sarwar-এর প্রশ্ন (১৬:৫৮, ১১ নভেম্বর ২০২২)
আসসালামু আলাইকুম আমি কিভাবে ইউকিপিডিয়াতে আমার লেখা প্রকাশ করতে পারি। --Jakariya Sarwar (আলাপ) ১৬:৫৮, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
Robin Saha-এর প্রশ্ন (১৩:৩৫, ১৩ নভেম্বর ২০২২)
প্রবেশদ্বার:হিন্দুধর্ম-তে নির্বাচিত উক্তি এবং শাস্ত্রবাণী নামক যেই দুটো বক্স রয়েছে, সেখানে “আরও উক্তি” তে গেলে উইকিউক্তি পাতার হিন্দুধর্ম নিবন্ধটি আসে। এই নিবন্ধটিতে কেবল হিন্দুধর্ম নিয়ে বিশিষ্ট ব্যাক্তির উক্তি দেওয়া আছে। কিন্তু প্রবেশদ্বারে ব্যবহৃত উক্তিগুলো কেবল হিন্দুধর্ম নিয়ে হবে না। হিন্দুধর্মের অন্যান্য দিকগুলো নিয়েও থাকবে। তাই এখানের সমস্যাটির একটি সমাধান করে দিন। --— Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৩:৩৫, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, আমাকে বলুন কী করতে হবে, আমি সে অনুসারে করে দিব। উইকিউক্তির লিঙ্ক সরিয়ে দিব? অন্য কোন পাতার লিঙ্ক দিব? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৯, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- প্রত্যেক উক্তির সাথে যেন পৃথক পৃথক উইকিউক্তির নিবন্ধ লিংক দেওয়া যায়, সেই ব্যবস্থা করে দিন। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) (আলাপ) ১২:০৬, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha:
| উইকিউক্তি-লিঙ্ক = পাতার নাম, যেমন, বেদ
ব্যবহার করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৮, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha:
- প্রত্যেক উক্তির সাথে যেন পৃথক পৃথক উইকিউক্তির নিবন্ধ লিংক দেওয়া যায়, সেই ব্যবস্থা করে দিন। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) (আলাপ) ১২:০৬, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
একত্রীকরণের বিরোধিতা নামক আলোচনায় নজর দিন
http://bn.m.wiki.x.io/w/index.php?title=%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8#%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE Wikifulness (আলাপ) ১৬:৫২, ১৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
জিজ্ঞাসা
en:SA20 (cricket) নিবন্ধের বাংলা শিরোনাম কী দেব? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৪:৪৬, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @চ্যাম্পিয়ন স্টার ১, এসএ২০ (ক্রিকেট) হতে পারে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৭, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
তথ্যছকে সমস্যা
Infobox religious biography বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করলে "sect" মানে "শিষ্যবৃন্দ" দেখাচ্ছে, যেখানে "সম্প্রদায়" হওয়ার কথা ছিল। BadhonCR (আলাপ) ১৫:৫৫, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @BadhonCR, করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৩, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ BadhonCR (আলাপ) ২২:৪৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
hi, File:Average prokaryote cell- en.svg is a multilang-file, which contains bn
-lanuage, why did you revert my edit? --Mrmw (আলাপ) ২১:৫৩, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mrmw, I saw that but the font isn't same. File:Average prokaryote cell-bn.svg looks better. Please use "Noto Sans Bengali" here for Bengali text. If you use other font which doesn't have bengali support, by default mediawiki uses some ugly font to render Bengali text. আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৬, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
সাহায্য প্রয়োজন।
আমি অনুবাদ করার জন্য একটি অন্য ভাষার নিবন্ধের তালিকা তৈরি করতে চাচ্ছি। এখন, অনুবাদ শুরু করতে হলে প্রথমে সেই নিবন্ধে গিয়ে পর অনুবাদের জন্য “বাংলা” লেখা অপশনটি নির্বাচন করতে হয়। এমন কোনো কোড আছে, যেটা তালিকার পাশে ব্যবহার করলে সরাসরি অনুবাদ শুরু হয়ে যাবে?
যেমন লেখা থাকবে, en:ABC = অনুবাদ শুরু করুন — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০২:৫৬, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha: যদি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে অনুবাদ করতে চান, তাহলে এখানে গিয়ে
mw.loader.load('//bn.wiki.x.io/w/index.php?title=ব্যবহারকারী:Yahya/scripts/বাংলায়_অনুবাদ.js&action=raw&ctype=text/javascript');
যোগ করে নিন। তাহলে আপনি ইংরেজি নিবন্ধের পাশে মেনুতে "অনুচ্ছেদ অনুবাদ" দেখতে পাবেন ও সেখানে ক্লিক করে সরাসরি বাংলায় অনুবাদ করা শুরু করতে পারবেন। - যদি সাধারণভাবে করতে চান (বর্তমানে আপনি সেভাবে করে থাকেন), তবে এখানে গিয়ে
mw.loader.load('//bn.wiki.x.io/w/index.php?title=ব্যবহারকারী:Yahya/CreateNew.js&action=raw&ctype=text/javascript');
যোগ করে নিন। তাহলে আপনি বাংলা উইকিতে যেকোন পৃষ্ঠাতে থাকেন না কেন, মেনুতে "নতুন নিবন্ধ তৈরি" দেখতে পাবেন ও তাতে ক্লিক করে নতুন নিবন্ধ শুরু করতে পারবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)- @আফতাবুজ্জামান আমি পারছি না। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:৪৮, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha: বাম দিকের তিন দাগযুক্ত মেনুতে (হ্যামবার্গার মেনু বলে বোধহয়) থাকার কথা। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫২, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আচ্ছা। আমি বুঝেছি। কিন্তু আমি এমনটি চাচ্ছি না। আমি এমন একটি তালিকা প্রস্তুত করতে চাচ্ছি। আমি ছাড়াও যেন অন্যরা অনুবাদ করতে পারে। অনুবাদের জন্য কষ্ট করে ইংরেজি নিবন্ধে ঢুকতে না হয়। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:৫৯, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, সেক্ষেত্রে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করতে পারেন। একটা তালিকা করে, তালিকার পাশে বিশেষ:বিষয়বস্তু অনুবাদর লিঙ্ক দিতে পারেন, যে লিঙ্কে ক্লিক করে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ খুলবে ও উক্ত নিবন্ধটি অনুবাদ করতে বলবে।
- যদি আপনি এই রকম চান, তবে তালিকা তৈরি করেন। আমি এই লিঙ্কের জন্য একটা টেমপ্লেট তৈরি করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:০৩, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আপনাকে বিষয়টি হয়তো বুঝাতে পেরেছি। বিষয়বস্তু অনুবাদের লিংকে গেলে "নতুন অনুবাদ" এর অপশন আসে। কিন্তু সরাসরি যেন অনুবাদ শুরু হয়ে যায়, সে ব্যবস্থা করা যাবে?
- যেমন: en:Bugga Ramalingeswara temple = অনুবাদ শুরু করুন
- অনেকটা এভাবে। অনুবাদ শুরু করুন অপশনে আমি লিংক ব্যবহার করেছি। এটা না করে সহজভাবে করা যায় কি না। তারপর এখানে ঢুকার পর আবার লেখা থাকে “অনুবাদ শুরু করুন” একটি বাটন। যেখানে ক্লিক করার পর অনুবাদ কাজ শুরু হয়। কিন্তু সোজা অনুবাদে চলে যায় সে ব্যবস্থা করে দিন। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৪:২২, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, বুঝতে পেরেছি। তবে যা চাচ্ছেন তা হবে না, বিশেষ:বিষয়বস্তু অনুবাদই এমনভাবে করা। অর্থাৎ লিঙ্কে ক্লিক করলে একটি বাক্স আসবে ও সেখানে "অনুবাদ শুরু করুন" ক্লিক করলে তারপর অনুবাদ শুরু হবে। এটি এড়ানোর উপায় নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- ঠিক আছে। তাহলে লিংক সংযোজন সহজভাবে করার কোনো উপায় নেই? <span style="font-family:Ink Free;background:Yellow"><b>— [[ব্যবহারকারী:Robin Saha|Robin Saha]]. </b>(<sup>[[ব্যবহারকারী আলাপ:Robin Saha|আলাপ🎙]]</sup>/<sub> [[Special:Emailuser/Robin Saha|ই-মেইল]] [[File:Nuvola apps email.svg|15px]]</sub>)</span> (আলাপ) ০৩:১৮, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি বুঝতে পারছি না, আমার সাক্ষর এমন হয়েছে কিভাবে। <span style="font-family:Ink Free;background:Yellow"><b>— [[ব্যবহারকারী:Robin Saha|Robin Saha]]. </b>(<sup>[[ব্যবহারকারী আলাপ:Robin Saha|আলাপ🎙]]</sup>/<sub> [[Special:Emailuser/Robin Saha|ই-মেইল]] [[File:Nuvola apps email.svg|15px]]</sub>)</span> (আলাপ) ০৩:১৯, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, বিশেষ:পছন্দসমূহ-এ গিয়ে একটু নিচের দিকে যান ও "স্বাক্ষরকে উইকিপাঠ্য হিসেবে মনে করুন" লেখার পাশে টিকচিহ্ন দিন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৫, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি বুঝতে পারছি না, আমার সাক্ষর এমন হয়েছে কিভাবে। <span style="font-family:Ink Free;background:Yellow"><b>— [[ব্যবহারকারী:Robin Saha|Robin Saha]]. </b>(<sup>[[ব্যবহারকারী আলাপ:Robin Saha|আলাপ🎙]]</sup>/<sub> [[Special:Emailuser/Robin Saha|ই-মেইল]] [[File:Nuvola apps email.svg|15px]]</sub>)</span> (আলাপ) ০৩:১৯, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- ঠিক আছে। তাহলে লিংক সংযোজন সহজভাবে করার কোনো উপায় নেই? <span style="font-family:Ink Free;background:Yellow"><b>— [[ব্যবহারকারী:Robin Saha|Robin Saha]]. </b>(<sup>[[ব্যবহারকারী আলাপ:Robin Saha|আলাপ🎙]]</sup>/<sub> [[Special:Emailuser/Robin Saha|ই-মেইল]] [[File:Nuvola apps email.svg|15px]]</sub>)</span> (আলাপ) ০৩:১৮, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, বুঝতে পেরেছি। তবে যা চাচ্ছেন তা হবে না, বিশেষ:বিষয়বস্তু অনুবাদই এমনভাবে করা। অর্থাৎ লিঙ্কে ক্লিক করলে একটি বাক্স আসবে ও সেখানে "অনুবাদ শুরু করুন" ক্লিক করলে তারপর অনুবাদ শুরু হবে। এটি এড়ানোর উপায় নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৩, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আচ্ছা। আমি বুঝেছি। কিন্তু আমি এমনটি চাচ্ছি না। আমি এমন একটি তালিকা প্রস্তুত করতে চাচ্ছি। আমি ছাড়াও যেন অন্যরা অনুবাদ করতে পারে। অনুবাদের জন্য কষ্ট করে ইংরেজি নিবন্ধে ঢুকতে না হয়। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:৫৯, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, আপনি কম্পিউটার ব্যবহার করলে বা মোবাইলে ডেক্সটপ মোড ব্যবহার করলে এখানে দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫৯, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha: বাম দিকের তিন দাগযুক্ত মেনুতে (হ্যামবার্গার মেনু বলে বোধহয়) থাকার কথা। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫২, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান আমি পারছি না। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:৪৮, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Help us organize!
Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (আলাপ) ১৫:২১, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
আফতাব ভাই
@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, যৌন অনুপ্রবেশ এই নিবন্ধটির শিরোনাম কি সঠিক? এটার ইংরেজি শিরোনাম হচ্ছে Sexual penetration এখানে penetration-এর বাংলা কি অনুপ্রবেশ তাহলে infiltration-এর বাংলা কি? আপনি এখানে penetration-এর বাংলা দেখুন, আর এখানে infiltration-এর বাংলা অর্থ দেখুন; অনুপ্রবেশ শব্দটি দ্বারা অনধিকার প্রবেশ, অবৈধ প্রবেশ, গোপনে প্রবেশ বা চুরি করে প্রবেশ বা অনুমতি ছাড়া প্রবেশ বুঝায়, আর আফতাব ভাই আমি আলাপ:যৌন অনুপ্রবেশ এখানে বার্তা দিয়ে রেখেছি তো আগেই। ফয়েজুল ইসলাম (আলাপ) ১৬:৩১, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @RiazACU:, @রিয়াজ ভাই, দয়া করে এই বিষয়টির সমাধান করে দিন, আমি যৌন অনুপ্রবেশ (এটার সম্পাদনা ইতিহাস দেখুন) নিবন্ধটির শিরোনাম বদলেছিলাম, কিন্তু একজন ব্যবহারকারী আমার সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত এনেছিলেন যদিও আমার সম্পাদনা সারাংশে শিরোনাম পাল্টানোর কারণ উল্লেখ করা ছিলো; কিন্তু আমি যে অ্যাকাউন্ট থেকে শিরোনাম বদলেছিলাম ওটা আপনি বাঁধা দিয়ে দেন আর ওটা ছিলো একটা স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী অ্যাকাউন্ট যা কোনো নিবন্ধের শিরোনাম বদলাতে ক্ষমতা হিসেবে ব্যবহৃত হয়, যাই হোক আমার সম্পাদনা পূর্বাবস্থায় যিনি ফেরত আনেন আমি তার আলাপ পাতায় বার্তা দেই, তিনি ওই বার্তা এখন সংগ্রহশালায় রেখে দিয়েছেন, আর আমি স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী হতে না পেরে নতুন করে নতুন শিরোনামে নিবন্ধ বানিয়ে নতুন করে ইংরেজি নিবন্ধের সাথে আন্তঃভাষা সংযোগ দিয়েছিলাম যা আফতাব ভাই বাতিল করেছেন; এটার সমাধান দরকার, বাংলা উইকিপিডিয়ায় কতো ভুলই আছে যা অনেকেরই চোখে পড়েনা কারণ বাংলা উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবকের অনেক অভাব, আমার এই ভুলটি চোখে পড়েছে, দয়া করে এটার সমাধান করুন, আফতাব ভাই আপনি অনুগ্রহ করুন। ফয়েজুল ইসলাম (আলাপ) ১৭:১১, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @ফয়েজুল ইসলাম, আপনার কর্মকাণ্ডে আমরা বিরক্ত। আপনি অন্য উইকিতে গিয়ে স্টুয়ার্ডদের জ্বালাতন করেন কেন? আপনি ভালো করেই জানেন আপনার বাধা কোনদিন উঠানো হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, আফতাব ভাই, আমাকে পুনরায় কোনো একটা অ্যাকাউন্টে সুযোগ দেওয়া যাবে? ধরুন এই অ্যাকাউন্টে? আমি ধ্বংসপ্রবণ কোনো কাজ করবোনা প্রতিশ্রুতি দিচ্ছি, কিংবা আমার প্রকৃত অ্যাকাউন্ট ব্যবহারকারী:জঙ্গলবাসী এটা কি স্থানীয় ভাবে খুলে দেওয়া যায়? রিয়াজ ভাই অনুগ্রহ করে ব্যাপারটি দেখবেন। ফয়েজুল ইসলাম (আলাপ) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) ফয়েজুল ইসলাম (আলাপ) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @ফয়েজুল ইসলাম, আপনার অ্যাকাউন্টের বাধা জীবনেও তোলা হবে না এটা নিশ্চিত থাকুন। এছাড়া ব্যবহারকারী:জঙ্গলবাসী অ্যাকাউন্টটা তালাবদ্ধ, এই বাধা কেবল স্টুয়ার্ডরা তুলতে পারবে, তবে আবারো, ৫০০+ অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টের বাধা জীবনেও তোলা হবে না এটা নিশ্চিত থাকুন।
- ৫০০+ অ্যাকাউন্ট খোলার পর, আপনি কীভাবে আবার সুযোগ চান, তা আমি জানি না। আপনি আর যতই প্রতিশ্রুতি দেন লাভ নেই। আপনি দুইদিন ভালো করে আবার ধ্বংসাত্মক কাজ করবেন। আপনি এটা বহুবার করেছেন। আপনি জানবেন না, সেই শুরুর দিকে আপনাকে কয়েকবার বাধা দেওয়ার পরেও আবার সুযোগ দিতে আমি আপনার পক্ষ হয়ে নাহিদ ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম। আপনি তখন একটা অ্যাকাউন্ট থেকে কিছুদিন ভালো কাজ করেছিলেন, কিন্তু তারপর নাহিদ ভাইয়ের মা-বাবা তুলে গালি দিয়েছিলেন, বিভিন্ন উইকিপিডিয়ানের পাতায় গিয়ে নগ্ন ছবি যোগ করেছিলেন। আমাকে তখন উল্টো লজ্জায় পড়তে হয়েছিল যে আমি এমন একজনের পক্ষ নিয়েছিলাম যিনি এইসব কাজ করেন।
- এখন কথা হল, আপনি এখন ভালো সম্পাদনা করুন বা না করুন, আপনাকে দেখামাত্র বাধা দেওয়া হবে। আপনার এই অ্যাকাউন্টকেও কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। আপনি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে চান, ভালো কথা, চুপে চুপে রাখুন, বিভিন্ন জনের পাতায় ছবি যোগ, অমুক তমুক লিখে আপনার উপস্থিতি জানান দেওয়ার দরকার নাই। এতে হয়ত আপনি সাথে সাথে বাধাপ্রাপ্ত না হয়ে ২ ঘণ্টা পরে বাধাপ্রাপ্ত হবেন, পার্থক্য এতটুকুই।
- আমার এই কথাগুলোতে রাগ হয়ে আপনি আবার ধ্বংসাত্মক কাজে ফিরে যেতে চান নাকি যে ১-২ ঘণ্টা সময় পান, সেই টুকুতে ভালো অবদান রাখতে চান, তা আপনার ব্যাপার। আপনি আবার ধ্বংসাত্মক কাজে ফিরে গেলে, আমার মনে মনে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:১৭, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, আফতাব ভাই, এই বাংলা উইকিপিডিয়ায় আমি দীর্ঘ দিন ধরে আছি; মাথা গরম করে নাহিদ ভাই সহ বিভিন্ন ব্যবহারকারীর আলাপ পাতায় ছবি যোগ এসব করেছি, উইকিপিডিয়া একটি স্বেচ্ছাসেবী মুক্ত বিশ্বকোষ, উইকিপিডিয়া কি এবং কি নয় এগুলো আমি জানি, বাংলা উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবকের অভাব বিধায় অনেক নিবন্ধ এখানে অবহেলায় পড়ে থাকে। আপনি আমাকে দয়া করে পুনরায় একটা অ্যাকাউন্ট থেকে স্থানীয় ভাবে (বাংলা উইকিতে) সম্পাদনা করার সুযোগ দিন, আপনি ব্যবহারকারী:আব্দুল্লাহ নুরুন্নবী আর ব্যবহারকারী:জাহিদুল ইসলাম রকিব এই দুটি অ্যাকাউন্ট-এর অবদান দেখুন, কোনো নেতিবাচকতা নেই; উইকিপিডিয়া পশ্চিমিদের সৃষ্টি আর সেজন্যেই উইকিমিডিয়া কমন্সে নগ্ন ছবি আছে, যদিও পশ্চিমি বিশ্বের সাথে বাঙ্গালী সমাজ মিলেনা, নাহিদ সুলতান ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী আন্তরিক ভাবে যদিও তিনি এখন আর বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় নন। ফয়েজুল ইসলাম (আলাপ) ০৫:৫৭, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, আফতাব ভাই, আমাকে পুনরায় কোনো একটা অ্যাকাউন্টে সুযোগ দেওয়া যাবে? ধরুন এই অ্যাকাউন্টে? আমি ধ্বংসপ্রবণ কোনো কাজ করবোনা প্রতিশ্রুতি দিচ্ছি, কিংবা আমার প্রকৃত অ্যাকাউন্ট ব্যবহারকারী:জঙ্গলবাসী এটা কি স্থানীয় ভাবে খুলে দেওয়া যায়? রিয়াজ ভাই অনুগ্রহ করে ব্যাপারটি দেখবেন। ফয়েজুল ইসলাম (আলাপ) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) ফয়েজুল ইসলাম (আলাপ) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @ফয়েজুল ইসলাম, আপনার কর্মকাণ্ডে আমরা বিরক্ত। আপনি অন্য উইকিতে গিয়ে স্টুয়ার্ডদের জ্বালাতন করেন কেন? আপনি ভালো করেই জানেন আপনার বাধা কোনদিন উঠানো হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
তথ্যছক বিদ্যালয় টেমপ্লেট
ভাই, {{তথ্যছক বিদ্যালয়}}-এর eiin প্যারামিটার বাংলায় বিদ্যালয় কোড প্রদর্শন করে। কিন্তু EIIN আর বিদ্যালয় কোড দুইটা ভিন্ন জিনিস। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের একটা EIIN থাকে, যাকে EIIN-ই বলে। এটা ছাড়া বিদ্যালয়ের School code আর কলেজের College code থাকে। তাই তথ্যছকের eiin প্যারামিটারটা সংশোধন করে বিদ্যালয় কোড এর পরিবর্তে ইআইআইএন বা ই.আই.আই.এন প্রদর্শন করানো দরকার। — হাসিব (আলাপ) ১৭:১৩, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Haseeb55, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
কারণ কী?
টেমপ্লেট:ভারতীয় জাতীয় কংগ্রেস/মেটা/রঙ পাতাটি অপসারণের কারণ কী? -- আবরার ০৫:৫০, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- শুধু এটা নয়, প্রায় সকল ভারতীয় রাজনৈতিক দলের ক্ষেত্রেই দেখলাম রঙের এই টেমপ্লেট পাতাগুলো অপসারণ করেছেন। -- আবরার ০৫:৫২, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Arabi Abrar, এটি ইচ্ছাকৃত ছিল। আস্তে আস্তে এই জাতীয় সকল টেমপ্লেট
{{দলের রং}}
দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে।{{ভারতীয় জাতীয় কংগ্রেস/মেটা/রঙ}}
না লিখে{{দলের রং|ভারতীয় জাতীয় কংগ্রেস}}
দিলেই একই কাজ করবে। কোনও দলের নাম যদি কাজ না করে আমাকে বলতে পারেন বা মডিউল:রাজনৈতিক দল মডিউলে যোগ করে দিতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৫, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি) - খুব সম্ভবত কয়েকটা এখনো ব্যবহৃত হচ্ছে ও অপসারণের কারণে ভেঙ্গে গেছে। আমি খুঁজে ঠিক করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪০, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Arabi Abrar, এটি ইচ্ছাকৃত ছিল। আস্তে আস্তে এই জাতীয় সকল টেমপ্লেট
কিছু অসাধু editor wikipedia এর একটি গুরুত্বপূর্ণ page নষ্ট করেছে।
পেইজটি হল:
http://en.m.wiki.x.io/w/index.php?title=BAF_Shaheen_College_Kurmitola&redirect=no
দয়া করে page টি ঠিক করে দেন। 103.26.247.122 (আলাপ) ২৩:০১, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আপনি কি ব্যবহারকারী:ItzRicoHenry? তা হয়ে থাকলে আপনি একজন সকপাপেটার এবং সকপাপেটারদের সাহায্য করা উইকিপিডিয়ায় বেআইনি। তাছাড়া নিবন্ধ হাইজ্যাক করার কাজে কাউকে সাহায্য করা যায়না। মেহেদী আবেদীন ২৩:১৩, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- না।আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। 103.26.247.122 (আলাপ) ২৩:২৫, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- Bangladesh Air Force এর under এ 7 টি college আছে।এর BAF Shaheen College Kurmitola একটি।Some editor destroy this page.Please Back BAF Shaheen College Kurmitola Wikipedia page. 103.26.247.122 (আলাপ) ২৩:২৮, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
সাহায্য প্রয়োজন
এই page টির সংশোধন প্রয়োজন
http://en.m.wiki.x.io/w/index.php?title=BAF_Shaheen_College_Kurmitola&redirect=no 103.26.247.122 (আলাপ) ০১:৩২, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি সকপাপেটে জড়িত হতে আগ্রহী নই। আমাকে বারবার বলেও লাভ নেই, ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৭, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
ছবি সংযোগ বিষয়ে
আমি ছবিটির একটি সংস্করণ তৈরি করেছি। কিন্তু আমার মনে হল আপলোড করার পর এর মান কমে গেছে। আর আমি যদি ছবিটিতে ক্লিক করি, মানে সোর্সে যেতে চাই, তাহলে পূর্বের সাদাকালো ছবিটিই আসে। সংস্করণটি আসে না। সমাধান কি? — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৬:৩৪, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, আমি রঙিন ছবিটিই দেখছি। তবে একটি কথা, চিত্র:Ramaprasad Sen.jpg ফাইলের উপর আপনার রঙ্গিন ছবিটি (+ বেশ কিছু পার্থক্যও রয়েছে এতে) আপলোড করা উচিত হয়নি। আপনি আলাদাভাবে আপলোড করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৭, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- এই ছবিটিতে আরেকটি সংস্করণ যুক্ত করা হয়েছে। আপনি দয়াকরে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে দিন। আমি আলাদাভাবে আপলোড দিচ্ছি। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৫:০৬, ১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, এই ছবিতে আর কিছু করতে হবে না। আপনি যেকোন নাম দিয়ে আপনার তৈরি ছবিটি আপলোড করে ফেলুন। আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৬, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- চিত্র:রামপ্রসাদ সেন.jpg তৈরি করেছি। কিন্তু কমন্সে যুক্ত করব কিভাবে, এটা তো উইকিপিডিয়াতে আপলোড হলো। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০২:৫২, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha কমন্সে স্থানান্তর করে দিয়েছি। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- চিত্র:রামপ্রসাদ সেন.jpg তৈরি করেছি। কিন্তু কমন্সে যুক্ত করব কিভাবে, এটা তো উইকিপিডিয়াতে আপলোড হলো। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০২:৫২, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, এই ছবিতে আর কিছু করতে হবে না। আপনি যেকোন নাম দিয়ে আপনার তৈরি ছবিটি আপলোড করে ফেলুন। আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৬, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- এই ছবিটিতে আরেকটি সংস্করণ যুক্ত করা হয়েছে। আপনি দয়াকরে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে দিন। আমি আলাদাভাবে আপলোড দিচ্ছি। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৫:০৬, ১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
নিবন্ধকে সাধারণ পাতায় স্থানান্তর
বৈশম্পায়ন পাতাটি উইকিমিডিয়ার দ্বার্থতা নিরসনকারী পাতা থেকে সাধারণ পাতায় নেওয়ার অনুরোধ করছি। Usoejw9 (আলাপ) ০৬:১৯, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Usoejw9, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, রামায়ণ: দ্য লিজেন্ড অফ প্রিন্স রাম নিবন্ধে একটি ডিভিডি কভারের ছবি যোগ করতে চাই তথ্যছকে। যদি আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে ছবিটি বাংলা উইকিপিডিয়াতে আপলোড করে দেন তাহলে খুব ভালো হয়। আর নিবন্ধটিকে হিন্দি চলচ্চিত্র থেকে ইংরেজি চলচ্চিত্রে স্থানান্তরের অনুরোধ করছি। Usoejw9 (আলাপ) ০৮:৩৬, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Usoejw9, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৯, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, রামায়ণ: দ্য লিজেন্ড অফ প্রিন্স রাম নিবন্ধে একটি ডিভিডি কভারের ছবি যোগ করতে চাই তথ্যছকে। যদি আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে ছবিটি বাংলা উইকিপিডিয়াতে আপলোড করে দেন তাহলে খুব ভালো হয়। আর নিবন্ধটিকে হিন্দি চলচ্চিত্র থেকে ইংরেজি চলচ্চিত্রে স্থানান্তরের অনুরোধ করছি। Usoejw9 (আলাপ) ০৮:৩৬, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Core organizing team.
নিরীক্ষণ সম্পর্কিত
বেদ নিবন্ধে অনেক দিন আগে সম্পাদনা করেছিলাম। কিন্তু এখনপর্যন্তও কেউ নিরীক্ষণ করেনি। আমার মনে হয় নিরীক্ষার জন্য উপযুক্ত ব্যাক্তির অভাব রয়েছে। তাই অনুরোধ করছি, নিবন্ধটির সম্পাদনা উন্মুক্ত করে দিতে, যেন নিরীক্ষণের প্রয়োজন না পড়ে। তাছাড়া নিরীক্ষণের প্রয়োজন আছে বলেও মনে করি না। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৮:৫৩, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin Saha, সমস্যাটি সামগ্রিক। সেইদিকে যান, বাংলা উইকিতে যথেষ্ট লোক/সম্পাদক নেই। যাইহোক, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি নিরীক্ষকের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সে সময় প্রশাসকরা নিরীক্ষণের জন্য উপযুক্ত বিবেচনা করেন নি। আমি এখনো নিরীক্ষক হতে আগ্রহী। এর জন্য যদি উপযুক্ত বিবেচনা হয়, তাহলে আমি পুনরায় আবেদন করতে পারি। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০২:৩৩, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
জনাব
@আফতাবুজ্জামান একটু দেখুন তো টেমপ্লেট:প্রবেশদ্বার-সারিরমধ্যে ঠিকমত কাজ করছিল না। সেখানে ইংরজি উইকি থেকে কিছু পরিবর্তন করতে গিয়ে শেষ করতে পারি নাই এখানে দেখুন। প্রশ্ন হলো কোন বিশৃঙ্খলা লাগাই নাই তো? একটু চেক করুন -- কুউ পুলক ১৬:৪৪, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক, না, সব ঠিকঠাক। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৬, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
গৌতম বুদ্ধ নিবন্ধ
@আফতাবুজ্জামান ভাই, স্রষ্টা আলোচনা ছাড়া বারবার আমার সম্পাদনা বাতিল করছেন। তাকে তার নিজস্ব আলাপ পাতায় আলোচনা করতে বলা হয়েছে। Usoejw9 (আলাপ) ১৭:৫২, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- ভাই আমাকে ভুল কারণ দেখিয়ে @Yahya সাহেব নিবন্ধটি থেকে সম্পাদনা বাতিল করেছেন। আমি কিন্তু যে সম্পাদক বারবার সম্পাদনা বাতিল করছিল তার সাথে আলোচনা করছিলাম। অন্য সম্পাদক না বুঝে সম্পাদনা করলে আর আলোচনা করতে না পারলে আমার এখানে দোষ কি? আপনি এর বিচার করুন। Usoejw9 (আলাপ) ১৯:৩০, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)