সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা)
সেনাবাহিনী কমান্ডার (মূল নামঃ কমান্ডার অব দ্য আর্মি) হচ্ছে শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা/অধিনায়কের পদ-সম্মান। ১৯৭২ সালে শ্রীলঙ্কার নাম সিলন থেকে শ্রীলঙ্কা হয়ে গেলে সিলন সেনাবাহিনী 'শ্রীলঙ্কা সেনাবাহিনী' নাম তৈরি করে, এবং ১৯৭২ সাল থেকে শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা শ্রীলঙ্কার সেনাবাহিনী কমান্ডার নামে পরিচিত হন যাদেরকে আগে সিলন সেনাবাহিনীর কমান্ডার নামে অভিহিত করা হত।[১]
শ্রীলঙ্কার সেনাবাহিনী কমান্ডার | |
---|---|
দায়িত্ব লে. জেনারেল ভিকুম লিয়ানাগে ০১ জুন ২০২২ থেকে | |
শ্রীলঙ্কা সেনাবাহিনী | |
এর সদস্য | জাতীয় নিরাপত্তা পরিষদ (শ্রীলঙ্কা) |
যার কাছে জবাবদিহি করে | শ্রীলঙ্কার রাষ্ট্রপতি (মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়) |
নিয়োগকর্তা | শ্রীলঙ্কার রাষ্ট্রপতি |
মেয়াদকাল | অনির্দিষ্ট নবায়নযোগ্য |
গঠনের দলিল | সেনাবাহিনী এ্যাক্টের ৩৫৭ নং অনুচ্ছেদ |
পূর্ববর্তী | সিলন প্রতিরক্ষা বাহিনী প্রধান |
গঠন | ২০ অক্টোবর ১৯৪৯ সিলন সেনাবাহিনীর প্রধান |
প্রথম | ব্রিগেডিয়ার রডরিক সিনক্লেয়ার |
ডেপুটি | চীফ অব দ্যা জেনারেল স্টাফ |
ইতিহাস
সম্পাদনা১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের আগে শ্রীলঙ্কায় ব্রিটিশ সেনাবাহিনীর ইউনিট ছিলো এবং সেগুলোর সম্মিলিত অধিনায়ককে বলা হতো 'জেনারেল অফিসার কমান্ডিং, সিলন'। ১৯৪৯ সালের ১০ অক্টোবর সিলন সেনাবাহিনী তৈরি হলে পদটি 'কমান্ড্যান্ট, সিলন আর্মি' হিসেবে তৈরি হয় এবং ব্রিটিশ ব্রিগেডিয়ার আর্ল অব কেইথনেস পদটিতে বসেন। খুব দ্রুতই পদটির নাম 'কমান্ডার-ইন-চীফ, সিলন আর্মি' করা হয়। শ্রীলঙ্কায় অবস্থিত ব্রিটিশ সেনা ইউনিটগুলোর সম্মিলিত অধিনায়ককে 'কমান্ডার অব দ্য সিলন ডিফেন্স ফোর্স'ও বলা হতো। 'কমান্ডার অব দ্য আর্মি' পদটি সৃষ্টি করা হয় ১৯৫০-এর দশকে। ১৯৬৭ সালে নিয়োগ পাওয়া সেপালা আত্তিগাল্লে পর্যন্ত সকল কমান্ডারের পদবীটি ব্রিগেডিয়ার ছিলো যেক্ষেত্রে ব্রিগেডিয়াররা সেনাকমান্ডার থাকা অবস্থায়ই পরে মেজর জেনারেল হতেন; সেপালা ১৯৭৪ সালে লেঃ জেনারেল হয়েছিলেন এবং তার উত্তরসূরীরা মেজর জেনারেল পদবীতে কমান্ডার হচ্ছিলেন যাদেরকে পরে বা অবসর গ্রহণের দিন লেঃ জেনারেলে উন্নীত করা হচ্ছিলো।
১৯৮০-এর দশক থেকে পদটি লেফটেন্যান্ট জেনারেলে স্থায়ী ভাবে উন্নীত হয়ে যায়। শ্রীলঙ্কার সেনাকমান্ডাররা অবসর গ্রহণের দিন পূর্ণ জেনারেল হন কিংবা চীফ অব দ্য ডিফেন্স স্টাফ হলেও পূর্ণ জেনারেল হন। দুইজন সবেক সেনাকমান্ডারকে ২০০৭ সালে পূর্ণ জেনারেল পদ দেওয়া হয়, একজন হলেন ডেনিস পেরেরা যিনি ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন এবং আরেকজন হলেন নলীন সেনেবীরত্ন যিনি ১৯৮৮ সালে অবসর প্রাপ্ত হন। একজন সেনাকমান্ডার চাকরিরত অবস্থায়ও পূর্ণ জেনারেল হতে পারেন যেমন শরৎ ফনসেকা এবং শাভেন্দ্র সিলভাকে সেনাকমান্ডার থাকা অবস্থায় পূর্ণ জেনারেল পদ দেওয়া হয়।[২]
সরকারী বাসভবন
সম্পাদনাশ্রীলঙ্কা সেনাবাহিনী কমান্ডারের সরকারী বাসভবন 'জেনারেল'স হাউজ' নামে পরিচিত, বাংলোটি কলম্বোতে অবস্থিত। এই বাংলো ১৯৪৮ সালে তৈরি করা এবং ব্রিটিশ সেনা কমান্ডাররা এই বাংলোতেই থাকতেন, তারা চলে যাবার পর শ্রীলঙ্কান সেনা কমান্ডাররা এই বাসভবন ব্যবহার করেন।
নিয়োগ
সম্পাদনাসেনাবাহিনী অ্যাক্টের ৮নং ধারা অনুযায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সেনাকমান্ডার নিয়োগ প্রদান করে থাকেন; নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত একজন জেনারেল কমান্ডার হিসেবে থাকতে পারেন যদিও কমান্ডারের মেয়াদ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কর্তৃক বাড়ানো হতে পারে।
সেনাবাহিনী কমান্ডারগণের তালিকা (ইংরেজ সেনাকমান্ডারসহ)
সম্পাদনানং | ছবি | সেনাকমান্ডার | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | ইউনিট |
---|---|---|---|---|---|---|
১ | রডরিক সিনক্লেয়ার, দ্য আর্ল অব কেইথনেস (১৯০৬–১৯৬৫) | ব্রিগেডিয়ার২০ অক্টোবর ১৯৪৯ | ১৭ মে ১৯৫২ | ২ বছর, ২১০ দিন | গর্ডন হাইল্যান্ডার্স | |
২ | ফ্র্যান্সিস রেইড (১৯০০–১৯৭০) | ব্রিগেডিয়ার১৮ মে ১৯৫২ | ৮ ফেব্রুয়ারি ১৯৫৫ | ২ বছর, ২৬৬ দিন | রাজকীয় (ব্রিটিশ) গোলন্দাজ বাহিনী | |
৩ | এন্তন মুত্তুকুমারু (১৯০৮–২০০১) | মেজর জেনারেল৯ ফেব্রুয়ারি ১৯৫৫ | ৩১ ডিসেম্বর ১৯৫৯ | ৪ বছর, ৩২৬ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
৪ | এইচ. ডব্লিউ. জি. বিজয়কুন (১৯১১–১৯৬৯) | মেজর জেনারেল১ জানুয়ারি ১৯৬০ | ৩১ ডিসেম্বর ১৯৬৩ | ৩ বছর, ৩৬৪ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
৫ | রিচার্ড উদুগামা (১৯১১–১৯৯৫) | মেজর জেনারেল১ জানুয়ারি ১৯৬৪ | ১০ নভেম্বর ১৯৬৬ | ২ বছর, ৩১৩ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
৬ | বেরট্রাম হেইন (১৯১২–১৯৯৮) | মেজর জেনারেল১১ নভেম্বর ১৯৬৬ | ৩০ সেপ্টেম্বর ১৯৬৭ | ৩২৩ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
৭ | সেপালা আত্তিগাল্লে (১৯২২–২০০১) | লেফটেন্যান্ট জেনারেল১ অক্টোবর ১৯৬৭ | ১৩ অক্টোবর ১৯৭৭ | ১০ বছর, ১২ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা | |
৮ | ডেনিস পেরেরা (১৯৩০–২০১৩) | লেফটেন্যান্ট জেনারেল১৪ অক্টোবর ১৯৭৭ | ১৩ অক্টোবর ১৯৮১ | ৩ বছর, ৩৬৪ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স | |
৯ | তিচ্ছা বীরতুঙ্গ (১৯৩০–২০০৩) | লেফটেন্যান্ট জেনারেল১৪ অক্টোবর ১৯৮১ | ১১ ফেব্রুয়ারি ১৯৮৫ | ৩ বছর, ১২০ দিন | জেমুনু ওয়াচ | |
১০ | নলীন সেনেবীরত্ন (১৯৩১–২০০৯) | লেফটেন্যান্ট জেনারেল১২ ফেব্রুয়ারি ১৯৮৫ | ১৫ আগস্ট ১৯৮৮ | ৩ বছর, ১৮৫ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স | |
১১ | হ্যামিল্টন ওয়ানাসিংহ | লেফটেন্যান্ট জেনারেল১৬ আগস্ট ১৯৮৮ | ১৫ নভেম্বর ১৯৯১ | ৩ বছর, ৯১ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট | |
১২ | কেকিল ওয়াইদিয়ারত্ন (১৯৩৮–২০০১) | লেফটেন্যান্ট জেনারেল১৬ নভেম্বর ১৯৯১ | ৩১ ডিসেম্বর ১৯৯৩ | ২ বছর, ৪৫ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা | |
১৩ | জি. এইচ. ডি সিলভা (জন্ম ১৯৪০) | লেফটেন্যান্ট জেনারেল১ জানুয়ারি ১৯৯৪ | ৩০ এপ্রিল ১৯৯৬ | ২ বছর, ১২০ দিন | জেমুনু ওয়াচ | |
১৪ | রোহণ দালুওয়াত্তে (১৯৪১–২০১৮) | লেফটেন্যান্ট জেনারেল১ মে ১৯৯৬ | ১৫ ডিসেম্বর ১৯৯৮ | ২ বছর, ২২৮ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা | |
১৫ | সি. এস. বীরসূর্য | লেফটেন্যান্ট জেনারেল১৬ ডিসেম্বর ১৯৯৮ | ২৪ আগস্ট ২০০০ | ১ বছর, ২৫২ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট | |
১৬ | লায়নেল বালাগাল্লে | লেফটেন্যান্ট জেনারেল২৫ আগস্ট ২০০০ | ৩০ জুন ২০০৪ | ৩ বছর, ৩১০ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট | |
১৭ | শান্ত কোট্টেগোদা (জন্ম ১৯৪৯) | লেফটেন্যান্ট জেনারেল১ জুলাই ২০০৪ | ৫ ডিসেম্বর ২০০৫ | ১ বছর, ১৫৭ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
১৮ | শরৎ ফনসেকা (জন্ম ১৯৫০) | লেফটেন্যান্ট জেনারেল৬ ডিসেম্বর ২০০৫ | ১৫ জুলাই ২০০৯ | ৩ বছর, ২২১ দিন | সিনহা রেজিমেন্ট | |
১৯ | জগৎ জয়সূর্য | লেফটেন্যান্ট জেনারেল১৫ জুলাই ২০০৯ | ১ আগস্ট ২০১৩ | ৪ বছর, ১৭ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা | |
২০ | দয়া রত্ননায়ক | লেফটেন্যান্ট জেনারেল১ আগস্ট ২০১৩ | ২১ ফেব্রুয়ারি ২০১৫ | ১ বছর, ২০৪ দিন | শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি | |
২১ | ক্রিশান্ত ডি সিলভা | লেফটেন্যান্ট জেনারেল২২ ফেব্রুয়ারি ২০১৫ | ৪ জুলাই ২০১৭ | ২ বছর, ১৩২ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স | |
২২ | মহেশ সেনানায়ক | লেফটেন্যান্ট জেনারেল৪ জুলাই ২০১৭ | ১৯ আগস্ট ২০১৯ | ২ বছর, ৪৬ দিন | শ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স | |
২৩ | শাভেন্দ্র সিলভা (জন্ম ১৯৬৪) | লেফটেন্যান্ট জেনারেল১৯ আগস্ট ২০১৯ | ৩১ মে ২০২২ | ২ বছর, ২৮৫ দিন | গাজাবা রেজিমেন্ট | |
২৪ | ভিকুম লিয়ানাগে | লেফটেন্যান্ট জেনারেল০১ জুন ২০২২ | পদাধিকারী | ২ বছর, ১৮৪ দিন | গাজাবা রেজিমেন্ট |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mahesh Senanayake new army commander"। dailymirror.lk। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "Former service chiefs promoted"। sundaytimes.lk। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।