আমি অরিন্দম মৈত্র, একজন পশ্চিমবঙ্গবাসী বাঙালি।
আমি বাংলা উইকিপিডিয়ায় যথার্থ সমৃদ্ধ নিবন্ধের সংখ্যাবৃদ্ধির আশু প্রয়োজন অনুভব করি, যাতে কোনও বিষয়ে জ্ঞান আহরণের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে কেউ বাংলা উইকির দ্বারস্থ হলে এখান থেকে সে তার প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে।

আমার সম্পর্কে
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।

এই ব্যবহারকারী একজন নাস্তিক; কোন ঈশ্বরে বিশ্বাস করেন না এবং বস্তুবাদের চর্চা করেন।

১,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন। এর ফলে সামান্য উন্মাদ হতে পারেন।


আমার প্রণীত নিবন্ধ

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়াতে নতুন নিবন্ধ সৃষ্টির মধ্য দিয়ে আমি এখনও পর্যন্ত যে সামান্য অবদান রাখতে পেরেছি, তা নিম্নরূপ -

১। লেক নিকারাগুয়া ২। মানাগুয়া হ্রদ ৩। বামিয়ান উপত্যকা ৪। বামিয়ান শহর ৫। মধ্য ইরানের মরুপ্রায় ভূমি ৬। মাশহাদ ৭। কাশাফ নদী ৮। তিকুয়িনা প্রণালী ৯। লা পাজ ১০। সান পেদ্রো দে তিকুয়িনা ১১। সান পাবলো দে তিকুয়িনা ১২। ইসলা দেল সোল ১৩। ইসলা দে লা লুনা ১৪। চেনারান ১৫। মোচে নদী ১৬। হেরাক্লিওন ১৭। চিত্রল নদী ১৮। কুয়েনলুন পর্বতমালা ১৯। লিউশি শান ২০। সারাওয়াক নদী ২১। আর্কানজেলস্ক ২২। উত্তর ভিনা ২৩। লাটাগুড়ি ২৪। কারখে নদী

ইতিহাস

সম্পাদনা

১। বাবরনামা ২। বামিয়ানের বুদ্ধমূর্তি ৩। শহর-ই-ঘলঘোলা ৪। শহর-ই-জোহাক ৫। সবুক্তগিন ৬। কারাল সভ্যতা ৭। লাস ভেগাস সংস্কৃতি ৮। চাভিন সংস্কৃতি ৯। ভালদিভিয়া সংস্কৃতি ১০। নাজকা সংস্কৃতি ১১। বৃহত্তর খোরাসান ১২। পারাকাস সংস্কৃতি ১৩। কারাল ১৪। মোচে সংস্কৃতি ১৫। আন্দীয় সভ্যতার সমুদ্রনির্ভরতা ১৬। তিওয়ানাকু সভ্যতা ১৭। স্টাইলাস ১৮। চাচাপোয়া ১৯। কুয়েলাপ দুর্গ ২০। পুরাতন রাজত্ব (মিশর) ২১। সানাখৎ ২২। মিশরের তৃতীয় রাজবংশ ২৩। হোরাসনাম ২৪। আদি রাজত্ব ২৫। মিশরের চতুর্থ রাজবংশ ২৬। মিশরের পঞ্চম রাজবংশ ২৭। মিশরের ষষ্ঠ রাজবংশ ২৮। মিশরের প্রথম রাজবংশ ২৯। থিনিস

শিল্পকলা

সম্পাদনা

১। পিয়েতা (মাইকেলেঞ্জেলো)

ভূতত্ত্ব, বিজ্ঞান, স্থাপত্যশিল্প ও ইঞ্জিনিয়ারিং

সম্পাদনা

১। ইওসিন ২। আরকেবুসে ৩। পুকুইয়ো ৪। লরেশিয়া ৫। ফ্রাইবের্গাইট ৬। জুরাসিক ৭। টেথিস সাগর ৮। টেথীয় খাত ৯। কিমেরিয়া (মহাদেশ) ১০। ইরানীয় ক্ষুদ্রমহাদেশ ১১। পুরাতন টেথিস

নৃতত্ত্ব ও জাতি

সম্পাদনা

১। জার্মান সাম্রাজ্যে ইহুদিরা ২। আরাওয়াক ৩। লোকোনো ৪। মোসারাবে

পুরাপ্রাণীতত্ত্ববিদ্যা

সম্পাদনা

১। স্টেগোসরাস ২। হাইপসিরোপাস ৩। হুয়ায়াঙ্গোসরাস ৪। স্টেগোসরিয়া ৫। কেন্ট্রোসরাস ৬। ট্রাইলোবাইট

উপকথা ও সাহিত্য

সম্পাদনা

১। ফাউস্ত উপকথা ২। ভিশন - আ প্রোজ স্কেচ ৩। ভেনিসে মৃত্যু ৪। ইতিহাস (ছোটগল্প) ৫। গেফালেন ৬। রজনী হ'ল উতলা ৭। আংস্ট (বড়গল্প) ৮। নক্রচরিত ৯। দ্য লাস্ট ডেজ অব পম্পেই ১০। ফ্রাইয়া ১১। লোকাসেনা (ইডিক কবিতা) ১২। সেস্রুমনির

১। কেট শপ্যাঁ ২। এডভিন হেনিখ ৩। এডুয়ার্ড সুয়েস

অন্যান্য

সম্পাদনা

১। গরুর গাড়ি ২। গুহা

স্বীকৃতি

সম্পাদনা

বাংলা উইকিতে আমার সামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নীচের পদকগুলি আমি লাভ করেছি। দাতাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রকাশ করি আমার অকুন্ঠ আন্তরিক ধন্যবাদ।

  এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
  পরিশ্রমী পদক
সম্প্রদায়ের প্রতি সেবামূলক মানসিকতার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:৫৪, ২২ আগস্ট ২০১৬ (ইউটিসি)


  ব্যবহারকারী ব্যক্তিগতভাবে বঙ্গদেশের একত্রিকরণে বিশ্বাসী