ব্রাজিল জাতীয় ক্রিকেট দল
ক্রিকেট দল
ব্রাজিল ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে। তারা ২০০২ সালে আইসিসি অনুমোদিত সদস্যপদের মর্যাদা লাভ করে। ক্রিকেট ব্রাজিল সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার অশোক গান্দোত্রাকে তাদের একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
---|---|
আইসিসি মর্যাদা | অনুমোদিত সদস্য (২০০২) |
আইসিসি অঞ্চল | আইসিসি আমেরিকাস |
আন্তর্জাতিক ক্রিকেট | |
প্রথম আন্তর্জাতিক | ১ এপ্রিল ১৯৯৯ বনাম চিলি |
ইতিহাস
সম্পাদনা২০০২ সালে ব্রাজিল আইসিসির সদস্যপদ লাভ করে।[১] ব্রাজিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০০৬ সালে, আমেরিকান্স চ্যাম্পিয়নশিপে বিভাগ তিনে তারা সুরিনামের বিপক্ষে খেলে।
টুর্নামেন্টের ইতিহাস
সম্পাদনা- আইসিসি আমেরিকান্স চ্যাম্পিয়নশিপ
- ২০০০-০৪: অংশগ্রহণ করেনি
- ২০০৬: বিভাগ তিন - চতুর্থ স্থান
- ২০০৮: বিভাগ তিন - পঞ্চম স্থান
- ২০০৯: বিভাগ তিন বিজয়ী
- ২০১০: বিভাগ দুই - পঞ্চম স্থান
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ক্রিকইনফোতে ব্রাজিল
- www.brasilcricket.org