গ্রিস জাতীয় ক্রিকেট দল

গ্রীস ক্রিকেট দল হল যারা আন্তর্জাতিক ক্রিকেট-এ গ্রীসের প্রতিনিধিত্ব করে। ১৯৯৫ সালে তার আইসিসি এর অনুমোদিত সদস্য হয়। ক্রিকেট খেলার সময় তাদের হেলাস বলা হয়। গ্রীস ক্রিকেট-এর পরিচালনসভা হল হেলেনিক ক্রিকেট ফেডারেশন

গ্রিস জাতীয় ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কনিক পোথাস
কোচIosif Misfout
সহকারী কোচজর্জ প্রোসোপারিস
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত সদস্য (১৯৯৫)
আইসিসি অঞ্চলইউরোপ
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১৯ আগস্ট ১৯৯৭ বনাম পর্তুগাল, যুজ সুইজারল্যান্ড
২ অক্টোবর ২০০৯ অনুযায়ী

গ্রীসে মূলত করফু দ্বীপে ক্রিকেট খেলা হয়। মত ১৪টি ক্লাবের ১১টি ক্লাব এই অঞ্চলের। হেইচসিএফ ক্রিকেট-কে করফু-এর বাইরে বিস্তৃত করার প্রয়াস চালাচ্ছে। ক্রিকেট গ্রীষ্মে করফু-তে অনেক বিদেশি দল আসে। []

ইতিহাস

সম্পাদনা

গ্রীক ক্রিকেট দল ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সকল ইসিসি আসর-এ অংশগ্রহণ করে। ১৯৯৯ সালে তারা স্বাগতিক হিসেবে এই টুর্নামেন্ট জয় করে। এই জয় তাদের ২০০০ ইউরোপীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর দ্বিতীয় বিভাগ-এ খেলার যোগ্যতা এনে দেয়। সেবার ষষ্ঠ স্থানে থেকে তারা টুর্নামেন্ট শেষ করে। আবার ২০০৬ সালে তারা এই টুর্নামেন্ট-এ অংশ নেয়। কিন্তু সেবার তারা একটি বিতরকে জরিয়ে পরে। সেই টুর্নামেন্ট-এ গ্রুপ পর্বের ৩ ম্যাচ-এর সবকটি জিতে তারা ফেভারিট-এর স্বীকৃতি পায়। কিন্তু পরে দেখা যায় তারা দুজন অযোগ্য খেলোয়াড়-কে খেলায়। এ কারণে তাদের সকল জয় বাতিল করা হয়। তখন তারা ইসরায়েল-এর বিপক্ষে অষ্টম স্থান নিরধারনি ম্যাচ খেলতে আরএএফ লসিমাউথ-এ খেলতে যেতে অস্বীকৃতি জনায়, জদিও তারা জানত যে এতে তাদের টুর্নামেন্ট থেকে অবনমিত হতে হবে। []

২০০৯ এর সেপ্টেম্বর-এ তারা করফুতে ২০০৯ ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর পঞ্চম বিভাগ-এ অংশ নেয়। গ্রীস, জাতীয় দল ৫ ম্যাচের ৫ টিতেই জিতে সেই টুর্নামেন্ট জয় করে নেয়। []

টুর্নামেন্ট ইতিহাস

সম্পাদনা
  • ২০০০:ষষ্ঠ
  • ২০০৬: অবনমিত
  • ২০০৯: ১ম (পঞ্চম বিভাগ)
  • ২০১১: ষষ্ঠ (দ্বিতীয় বিভাগ)
  • ২০১২: পঞ্চম (দ্বিতীয় বিভাগ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৪ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা