ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ

ঢাকা ভিত্তিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা
(ঢাকা লিগ থেকে পুনর্নির্দেশিত)

ঢাকা লিগ বর্তমান নাম ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ হলো বাংলাদেশের তৃতীয় স্তরের ফুটবল লিগ। ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ বিভাগ ছিল। কেবল ঢাকার কয়েকটি দলকে নিয়ে এই লিগ খেলা হত।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ
স্থাপিত১৯৪৮
প্রথম মৌসুম১৯৪৮
দেশবাংলাদেশ
কনফেডারেশনএএফসি
দলের সংখ্যা১২
লিগের স্তর
উন্নীতবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
অবনমিতঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ
বর্তমান চ্যাম্পিয়নসমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা
(১ম শিরোপা)
(২০২১-২২)
সর্বাধিক শিরোপামোহামেডান (১৯টি শিরোপা)
ওয়েবসাইটwww.bffonline.com
২০২১-২২ ঢাকা সিনিয়র ডিভিশন লিগ

অতীতের বিজয়ী

সম্পাদনা

প্রিমিয়ার ডিভিশন লিগ

সম্পাদনা

সিনিয়র ডিভিশন ফুটবল লিগ

সম্পাদনা

মোট চ্যাম্পিয়নশিপ

সম্পাদনা
ক্লাব
শিরোপা সংখ্যা
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯টি

(স্বাধীনতার আগে ৭টি পরে ১২টি

আবাহনী লিমিটেড ১১টি
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৭টি
বিজেএমসি দল/বাংলাদেশ আইডিসি (পূর্ব পাকিস্তান আইডিসি সহ) ৪টি
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৩টি
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ৩টি
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২টি
ব্রাদার্স ইউনিয়ন ২টি
বেঙ্গল গভর্নমেন্ট প্রেস ১টি
বিজেএমসি দল ১টি
পূর্ব পাকিস্তান জিমখানা ১টি
আজাদ ১টি
বাড্ডা জাগরণী সংসদ ১টি
স্বাধীনতা ক্রীড়া সংঘ ১টি
কাওরান বাজার প্রগতি সংঘ ১টি
সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা ১টি

তথ্যসূত্র

সম্পাদনা