বিটিভি নিউজ

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ টেলিভিশন চ্যানেল
(বিটিভি ওয়ার্ল্ড থেকে পুনর্নির্দেশিত)

বিটিভি নিউজ রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশনের মালিকানাধীন একটি বাংলাদেশী বাংলা ভাষার স্যাটেলাইট ও কেবল টেলিভিশন চ্যানেল। এশিয়াস্যাট ৩ স্যাটেলাইটের মাধ্যমে এটি ২০০৪ সালের ১১ এপ্রিলে সম্প্রচার শুরু করে।[] এর অনুষ্ঠানসূচীর বেশিরভাগ সময় বিটিভির ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সিমুলকাস্ট করে।[] পরে এর টেরেস্ট্রিয়াল ফিডের সম্প্রচার বন্ধের সময় বিটিভি ঢাকা বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার সিমুলকাস্ট করে। ঢাকার রামপুরায় অবস্থিত বিটিভি ভবন থেকে বিটিভি ওয়ার্ল্ড সারা বিশ্বে সম্প্রচার করে। বিটিভি ঢাকার থেকে একটি আলাদা অনুষ্ঠানসূচী সহ চ্যানেলটিকে একটি বিনোদন চ্যানেলে রূপান্তর করার ঘোষণাও করা হয়েছে।[] ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” নামে যাত্রা শুরু করে।[][]

বিটিভি নিউজ
উদ্বোধন১১ এপ্রিল ২০০৪; ২০ বছর আগে (2004-04-11)
মালিকানাবাংলাদেশ সরকার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানবিশ্বজুড়ে
প্রধান কার্যালয়রামপুরা, ঢাকা
পূর্বতন নামবিটিভি ওয়ার্ল্ড
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বাংলাদেশ টেলিভিশন
বিটিভি চট্টগ্রাম
সংসদ বাংলাদেশ টেলিভিশন
ওয়েবসাইটbtv.gov.bd
স্ট্রিমিং মিডিয়া
বিটিভি নিউজwww.btvlive.gov.bd/channel/BTV-News

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ টেলিভিশন মূলে ২০০৩ সালের ২৫ ডিসেম্বরে স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচার শুরু করার পরিকল্পনা করেছে, যা এর ৩৯তম বার্ষিকীতে ঘটে, কিন্তু প্রযুক্তিগত অসুবিধার কারণে এটি স্থাগিতদেশ হয়। ২০০৪ সালের ১১ এপ্রিলে বিটিভি ওয়ার্ল্ডের উদ্বোধনের সাথে এটি স্যাটেলাইটে সম্প্রচার শুরু করে। এটি হংকংয়ের এশিয়াস্যাট ৩ এর মাধ্যমে সম্প্রচার করেছে, স্যাটেলাইটের ব্যান্ড সি ব্যবহার করে, যা ওশেনিয়া, এশিয়া, এবং ইউরোপ কভার করেছে। বিটিভি ওয়ার্ল্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি ভাষার অনুষ্ঠান প্রযোজন করার পরিকল্পনাও করেছে।[]

২০১২ সালের ৫ নভেম্বরে বিটিভি ঢাকা স্যাটেলাইটে ২৪-ঘণ্টার সম্প্রচার শুরু করে এবং, এর টেরেস্ট্রিয়াল ফিডের সম্প্রচার বন্ধের সময়, বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার সিমুলকাস্ট করা শুরু করে।[] ২০১৭ সাল হিসেবে এশিয়াস্যাট ৭ স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি বিশ্বের ৪৯ দেশে সম্প্রচার হচ্ছিল, অন্তর্ভূক্তে পুরো এশিয়া মহাদেশ।[][] ২০১৮ সালে বিটিভি ওয়ার্ল্ড বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার শুরু করে।[]

২০১৯ সালের ২ সেপ্টেম্বরে ভারতের ডিডি ফ্রি ডিশে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে।[][১০] ২০২০ সালের ১০ এপ্রিলে বিটিভি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়ও সম্প্রচার শুরু করে।[১১] ২০২১ সালের মেতে বিটিভি ওয়ার্ল্ড, এর ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ সহ, বিশ্বজুড়ে স্ট্রিম করার জন্য বিটিভি অ্যাপে উপলব্ধি করা হয়।[১২] যেহেতু বিটিভিতে ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ প্রচার হচ্ছিল, ২০২১ সালের ২৯ অক্টোবরে জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান, যা সাধারণত উভয় চ্যানেলে প্রচারিত, শুধু বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হয়েছিল।[১৩] ২০২২ সালের মেতে বাংলাদেশ সরকার দেশের বিমানবন্দরে এর ভ্রাতৃপ্রতিম সহ বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের আদেশ দেয়।[১৪] ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশনের সদর দফতরে অগ্নিসংযোগের পর বিটিভি ওয়ার্ল্ড সাময়িকভাবে সেই দিন সম্প্রচার বন্ধ করে দেয়।[১৫] একই বছর ৩০শে ডিসেম্বর বিটিভি ওয়ার্ল্ডকে স্বতন্ত্র নিউজ চ্যানেলে রূপান্তরের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়।[]

সম্প্রচার

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BTV goes satellite today"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  2. আহসান, সোহেল (৩ জানুয়ারি ২০২২)। "পূর্ণাঙ্গ বিনোদন চ্যানেল হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  3. "বিটিভি ওয়ার্ল্ডকে স্বতন্ত্র নিউজ চ্যানেল হিসেবে চালু করার প্রশাসনিক অনুমোদন"btv.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ 
  4. "নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করছে 'বিটিভি নিউজ'"Dhaka Tribune। ২০২৪-১২-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩১ 
  5. "২৪ ঘণ্টা সম্প্রচারে যাচ্ছে বিটিভি"বাংলানিউজ টোয়েন্টিফোর। ৪ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  6. "বিশ্বের ৪৯ দেশে বিটিভি"জাগো নিউজ। ১৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  7. "বিশ্বের ৪৯ দেশে বিটিভি"বাংলা ট্রিবিউন। ১২ ফেব্রুয়ারি ২০১৮। ২১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  8. "বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে সাত চ্যানেল"জাগো নিউজ। ২৬ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  9. "সোমবার থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু"দৈনিক যুগান্তর। ১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  10. "ভার‌তে বি‌টি‌ভির সম্প্রচার শুরু"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২ সেপ্টেম্বর ২০১৯। ২২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  11. "BTV World now available in Middle East, North Africa via Bangabandhu satellite"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  12. "মোবাইলে দেখা যাবে বিটিভি, অ্যাপ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী"বাংলা ট্রিবিউন। ১২ মে ২০২১। ২১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  13. "খেলা চলছে, তাই আজকের ইত্যাদি শুধু বিটিভি ওয়ার্ল্ডে"প্রথম আলো। ২৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  14. "দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ"দৈনিক সমকাল। ১৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  15. "আগুনের পর বন্ধ হয়ে গেল বিটিভির সম্প্রচার"Independent Television। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩১