ম্যাকগাইভার
মার্কিন টিভি সিরিজ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২৪) |
ম্যাকগাইভার একটি অত্যন্ত জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ যা ২৯শে সেপ্টেম্বর, ১৯৮৫ থেকে ২১শে মে, ১৯৯২ পর্যন্ত এবিসি-তে প্রচারিত হয়। সিরিজটির নায়ক এংগাস "ম্যাক" ম্যাকগাইভার অত্যন্ত বুদ্ধিমান ও নানা কৌশলে পারদর্শী একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট। ম্যাকগাইভারের ভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন। ম্যাকগাইভারের অধিকাংশ কৌশল থাকতো বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ভিত্তিতে, কখনও রসায়নের, কখনও পদার্থবিদ্যার। মার্কিন টেলিভিশনের পাশাপাশি আরো বিভিন্ন দেশে এই টিভি সিরিজ জনপ্রিয়তা পায়। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও এই সিরিজ মূল ইংরেজি ভাষাতেই তুমুল জনপ্রিয় ছিল, যার প্রেক্ষিতে ২০১০ খ্রিষ্টাব্দ থেকে বাংলায় ডাব করে তা পুনরায় সম্প্রচারের উদ্যোগ গৃহীত এবং তা বিটিভিতে প্রচারিত হয় (প্রেক্ষিত ২০১১)।
ম্যাকগাইভার | |
---|---|
ধরন | অ্যাকশন/অ্যাডভেঞ্চার গুপ্তচরবৃত্তি |
নির্মাতা | লী ড্যাভিড য্লোটোফ |
অভিনয়ে | রিচার্ড ডীন এ্যান্ডারসন ডানা এলকার |
আবহ সঙ্গীত রচয়িতা | র্যান্ডি এডেলম্যান |
মূল দেশ | যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ৭ |
পর্বের সংখ্যা | ১৩৯ (পর্বগুলোর তালিকা) ২ চলচ্চিত্র |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | হেনরি উইংকলার জন রিচ |
নির্মাণের স্থান | ক্যালিফোর্নিয়া ব্রিটিশ কলাম্বিয়া |
ব্যাপ্তিকাল | ৬০ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | এবিসি[১] |
অডিওর ফরম্যাট | মনো (সীজন ১–২), স্টিরিও (সীজন ৩–৭) |
মূল মুক্তির তারিখ | ২৯ সেপ্টেম্বর ১৯৮৫ ২১ মে ১৯৯২ | –
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "MacGyver (ABC...Richard Dean Anderson, Dana Elcar)". Memorable TV. 24 January 2017. http://www.memorabletv.com/tv/macgyver-abc-1985-1992/
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |