পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন

পাকিস্তানী টেলিভিশন কোম্পানী

পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (উর্দু: پاكِستان ٹیلی وژن نیٹ ورک‎‎; রিপোর্টিং নাম: পিটিভি) হল একটি সরকারী এবং বাণিজ্যিকভাবে সম্প্রচারকারী টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল। চ্যানেলটি রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রিত মেগা কর্পোরেশন একটি অংশবিশেষ হিসেবে সর্বসাধারনের সেবার নিমিত্তে নিবেদিত। এটির সদর দপ্তর পাকিস্তানের ইসলামাবাদ অবস্থিত।

পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন
Pakistan Television Corporation
ধরনMass Media
পিটিভি
শিল্পমিডিয়া শিল্প
প্রতিষ্ঠাকাল২৬ নভেম্বর ১৯৬৪; ৬০ বছর আগে (1964-11-26)
প্রতিষ্ঠাতাপাকিস্তান সরকার উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
দেশব্যাপী
প্রধান ব্যক্তি
মুহাম্মদ মল্লিক
(পরিচালন অধিকর্তা)
ড. ম. খালিদ জিয়া রামায়
(জেনারেল ম্যানেজার মার্কেটিং পিটিভি নিউজ)
তথ্য মন্ত্রণালয়, ব্রডকাস্টিং এবং জাতীয় ঐতিহ্য (পাকিস্তান)
আয়বৃদ্ধি Rs. ৩৫০০ মি
বৃদ্ধি Rs. ১৭১.৮
বৃদ্ধি Rs. ৩৮ মি
মোট সম্পদবৃদ্ধি Rs. 287Mn— Rs. 143.1Mn
মালিকপাকিস্তান সরকার
কর্মীসংখ্যা
~৬,০০০
মাতৃ-প্রতিষ্ঠানপাকিস্তান ব্রডকাস্টিং কর্পোরেশন
ওয়েবসাইটptv.com.pk

চ্যানেলসমূহ

সম্পাদনা

পিটিভি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ামধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকা মধ্যে উপগ্রহের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। নির্বাচিত অনুষ্ঠানমালাসমূহ প্রাইম টিভি চ্যানেলে ২০০৬ সালের ২২শে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকায় (পিটিভির সঙ্গে অংশীদারত্বমূলকভাবে) দেখা যায়। ২০০৬ সালের ২২ এপ্রিল তারিখে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের আয়োজনে আমেরিকাসহ বিশ্বের বিদেশী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার শুরু করে। অবশেষে ২০১৬ সালের জানুয়ারীতে এটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়।

পিটিভি নিম্নলিখিত চ্যানেলগুলো পরিচালনা করে থাকে:

পিটিভির ব্যক্তিবর্গ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা