ছকাপন রেলওয়ে স্টেশন
ছকাপন রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২][৩] জনবল সংকটের কারণে বর্তমানে স্টেশনটি বন্ধ আছে৷[৪]
ছকাপন রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পূর্বাঞ্চল রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাসিলেট এবং কুলাউড়ার মধ্যে ১৯১২ থেকে ১৯১৫ সালে[৫] রেললাইন নির্মাণ করা হয়। এসময় কুলাউড়া-সিলেট লাইনের স্টেশন হিসেবে ছকাপন রেলওয়ে স্টেশন তৈরী করা হয়।
পরিষেবা
সম্পাদনাছকাপন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুলাউড়ার ছকাপন রেলস্টেশনে উন্নয়নের ছোঁয়া লাগেনি"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ছকাপন স্টেশন আধুনিকায়নের দাবিতে মানববন্ধন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ sylhetview24.com। "কুলাউড়ার ছকাপন রেল স্টেশনটির অপর নাম 'নেই নেই'!"। www.sylhetview24.net। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কুলাউড়ার ৫ রেলস্টেশন বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে"। mzamin.com। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।