খোয়াই রেলওয়ে সেতু
খোয়াই রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে খোয়াই নদীর উপর অবস্থিত।[১][২] এটি আখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথের অন্তর্ভুক্ত।
খোয়াই রেলওয়ে সেতু | |
---|---|
বহন করে | ট্রেন |
অতিক্রম করে | খোয়াই নদী |
স্থান | শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ জেলা |
যার নামে নামকরণ | খোয়াই নদী |
মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষক | বাংলাদেশ রেলওয়ে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাঁশে আটকানো স্লিপারে খোয়াই রেল সেতু!"। দৈনিক কালের কণ্ঠ। ২০১৯-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৪।
- ↑ "এবার সিলেট-আখাউড়া রেললাইনে বাঁশ!"। জাগো নিউজ। ২০১৭-০৭-০৩। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৪।