২০১৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
২০১৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (পৃষ্টপোষকতা জনিত কারণে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নামে পরিচিত) ১১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে শুরু হয়। যেখানে ৮টি দল হোম ও এওয়ে পদ্ধতিতে একে-অপরের সঙ্গে খেলে।[১] চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।
মৌসুম | ২০১৩ |
---|---|
চ্যাম্পিয়ন | চট্টগ্রাম আবাহনী |
উন্নীত | চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব |
অবনমন | ঢাকা ইউনাইটেড |
← ২০১২ ২০১৪ → |
অংশগ্রহণকারী দলসমূহ
সম্পাদনানিম্নলিখিত ৮টি ক্লাব ২০১৩ মৌসুমের সময় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেন।
- অগ্রনী ব্যাংক স্পোর্টিং ক্লাব, ঢাকা
- চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম
- ঢাকা ইউনাইটেড, ঢাকা
- ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা
- রহমতগঞ্জ এমএফএস, ঢাকা
- উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব, ঢাকা
- ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা
- ওয়ারী ক্লাব, ঢাকা
এই মৌসুমে মোট ২টি মাঠে খেলা হয়। মাঠগুলি হল-
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅব |
দল |
খে |
জ |
ড্র |
হা |
গপ |
গবি |
গপা |
পয়েন্ট |
যোগ্যতা অথবা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম আবাহনী (C) (P) | ১৪ | ৯ | ৩ | ২ | ২৮ | ১১ | +১৭ | ৩০ | ২০১৩-১৪ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ -এ উন্নীত |
২ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (P) | ১৪ | ৬ | ৭ | ১ | ২৭ | ১৪ | +১৩ | ২৫ | |
৩ | রহমতগঞ্জ এমএফএস | ১৪ | ৪ | ৭ | ৩ | ১৬ | ১৩ | +৩ | ১৯ | |
৪ | ওয়ারী ক্লাব | ১৪ | ৪ | ৪ | ৬ | ১৮ | ১৭ | +১ | ১৬ | |
৫ | ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব | ১৪ | ৩ | ৭ | ৪ | ১৭ | ২২ | −৫ | ১৬ | |
৬ | আগ্রনী ব্যাংক স্পোর্টিং ক্লাব | ১৪ | ৪ | ৩ | ৭ | ১৩ | ২১ | −৮ | ১৫ | |
৭ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | ১৪ | ৩ | ৬ | ৫ | ১১ | ২২ | −১১ | ১৫ | |
৮ | ঢাকা ইউনাইটেড (R) | ১৪ | ২ | ৫ | ৭ | ১১ | ২১ | −১০ | ১১ | ঢাকা লিগ -এ অবনমন |
১৩ জুন ২০১৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: বাফুফে
শ্রেণীবিভাগের নিয়মাবলী:
১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BCL 2013"। বাফুফে। ১৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩।