আইভোরীয় ফুটবল ফেডারেশন
আইভোরীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Ivoirienne de Football, ইংরেজি: Ivorian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফআইএফ নামে পরিচিত) হচ্ছে কোত দিভোয়ারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোত দিভোয়ারের বৃহত্তম শহর আবিজানে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬০[১] |
সদর দপ্তর | আবিজান, কোত দিভোয়ার |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৫ |
সভাপতি | আউগুস্তিন সিদি দিয়ালো |
সহ-সভাপতি | সরি দিয়াবাতে |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি কোত দিভোয়ারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লীগ ১, লীগ ২ এবং কোত দিভোয়ার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আইভোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আউগুস্তিন সিদি দিয়ালো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এতিয়াসে সাম।
কর্মকর্তা
সম্পাদনা- ২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আউগুস্তিন সিদি দিয়ালো |
সহ-সভাপতি | সরি দিয়াবাতে |
সাধারণ সম্পাদক | এতিয়াসে সাম |
কোষাধ্যক্ষ | পাস্কাল আবিনান |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | বের্তে আদু |
প্রযুক্তিগত পরিচালক | তিয়েগবে কোনে |
ফুটসাল সমন্বয়কারী | দোরে উইলিয়ামস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | পাত্রিস বমেলে |
জাতীয় দলের কোচ (নারী) | ক্লেমঁতিন তুরে |
রেফারি সমন্বয়কারী | নুমান্দিয়েজ দুয়ে |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)
- ফিফা-এ আইভোরীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ আইভোরীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)