উইকিপিডিয়া:আলোচনাসভা

(উইকিপিডিয়া:Village pump (technical) থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Keegan (WMF) কর্তৃক ৪ ঘণ্টা আগে "Reminder: first part of the annual UCoC review closes soon" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি আলোচনাসভা
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়

উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা

সম্পাদনা

উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন পাতা তৈরি করা হয়,যার বেশিরভাগ নিবন্ধেই এক বা একাধিক নিবন্ধ পরিষ্করণ ট্যাগ বা বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা দূরীভূত করার জন্য ট্যাগ যোগ করা হলেও অনেক সময় উক্ত ব্যবহারকারীকে বার্তা দেওয়া হয় না বা নব্য ব্যবহারকারীগণকে সমস্যাসমূহের এর সমাধান সম্পর্কে বিস্তারিত বলা হয় না। এই কাজটি সহজ ও দ্রুত করার জন্য, প্রথমে আমি বার্তা প্রদান নামক একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। এরপর গ্যাজেট তৈরির নীতিমালা অনুসারে এটিকে সংশোধন এবং পরিমার্জন করে বর্তমান পর্যায়ে এনেছি। এই পাতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু প্রায় সকল উইকিপিডিয়ানদেরই বার্তা প্রদান করতে হয়, তাই এটিকে গ্যাজেট হিসাবে মনোনীত করার প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অউব্রা সংক্রান্ত নীতিমালা প্রস্তাব

সম্পাদনা

অটো উইকি ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি উইকি সাইট সম্পাদনার সফটওয়্যার। এটি দিয়ে অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। প্রকল্প পাতায় এটি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকার কথা বলা থাকলেও এই মানদণ্ড কোনো আলোচনার ভিত্তিতে আসেনি। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না এটি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত দেখেছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে কখন এটি ব্যবহার করা যাবে না, কখন যাবে তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব-

  • অউব্রা ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া হবে না। ব্যবহারকারীকে কোনো সুনির্দিষ্ট টাস্কের জন্য আবেদন করতে হবে। একজন প্রশাসক ওই টাস্ক সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়ের জন্য অনুমোদন দিবেন। নির্দিষ্ট সময়ের পরে জেসন পাতা থেকে নাম সরিয়ে ফেলা হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক ১৫০-২০০ পাতায় <cite class="citation web cs1" data-ve-.... টাইপের অপ্রয়োজনীয় কোড আছে, যা হাতে সংশোধন করা কঠিন। এগুলো সংশোধনের জন্য ১/২ দিন মেয়াদে কেউ অনুমতি চাইতে পারবেন।
  • নিয়মিত সংশোধনের প্রয়োজন হলে কিংবা অনেক পাতা (সাধারণত ১০০০+) সম্পাদনার প্রয়োজন হলে বটের আবেদন করতে হবে।
  • শুধু কসমেটিক চেঞ্জ টাইপের সম্পাদনা ও বানান সংশোধনের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে অন্য সংশোধন কাজের সময় এক সাথে এরকম সম্পাদনা করা যাবে।
  • অন্য সম্পাদক ও প্যাট্রোলারদের সমস্যা এড়াতে সম্পাদনার গতি কম রাখতে হবে।

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:২০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  •   সমর্থন করছি। সাথে কিছু মতামত বিবেচনায় নিলে নিতে পারেন: অনুমতির মেয়াদ আবেদনকৃত কাজ দেখে বিবেচনা করা যেতে পারে, তবে মূল কথা কাজ অস্থায়ী হতে হবে। গতির ব্যাপারটা আরো নির্দিষ্ট করা যেতে পারে, যেমন - ৬ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনা। নাহলে বিভিন্নজনের কাছে ধীরগতির সংজ্ঞা বিভিন্ন। — AKanik 💬 ১৬:১৮, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সংখ্যা নির্দিষ্ট করে দেয়াই উচিত। তবে আরেকটু বাড়ানো যায়। হাতে সম্পাদনা করলেও ৬ ঘন্টায় এরচেয়ে বেশি সম্পাদনা করা যায়। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি প্রথমে ৪ ঘন্টায় ২০০ লিখেছিলাম, পরে একাধিক ব্যবহারকারী একইসাথে যদি অউব্রা ব্যবহার করেন চিন্তা করে ৪ এর স্থানে ৬ লিখেছি। ভাল হয় যদি সবাই সম্পাদনা হারের বিভিন্ন মান প্রস্তাব করেন। একই মানে ঐক্যমত না হলে, শেষে গড় মান নেয়া যেতে পারে। ৬ ঘন্টায় হাতদ্বারাও অনেক সম্পাদনা করা যায়, কিন্তু হাতদ্বারা ও অউব্রা দিয়ে করার পার্থক্য থাকবে যে, অউব্রা দিয়ে ধরুন ৩০ মিনিটে ২০০ সম্পাদনা করে আপনি ৫ ঘন্টা ৩০ মিনিট বিরতি দিবেন, সাম্প্রতিক পরিবর্তন স্বাভাবিক হবার জন্য। এই বিরতিতে অন্য কাজ করবেন, ফলে সময় নষ্ট হবে না। হাতদ্বারা করলে এত বিরতি পাবেন না এবং পরিশ্রম বেশি হবে। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন করছি। * NusJaS - আলাপ ১৬:৫০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  • এটা আগে কেন হয়নি? কথার কথা, আগে একজন ব্যবহারকারী অউব্রা ব্যবহার করে হয়ত শতাধিক সম্পাদনা করেছে, যেটা নতুন ব্যবহারকারী করতে পারবেনা। অনেকের কাছে সম্পাদনা সংখ্যা তেমন গুরুত্ব না রাখলেও অনেকের কাছে রাখে বলেই দেখেছি। তাদের প্রশ্নের কী উত্তর দিবেন? এটা অউব্রা দিয়ে কাজ শুরুর অনুমোদন করার আগে থেকেই করাটা উত্তম ছিল। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:৫৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সম্পাদনা সংখ্যা নয়, আলোচনা হচ্ছে স্থায়ীভাবে দেয়া হবে না। যারা মাঝে মাঝেই ব্যবহার করবেন, তাদের অধিকবার আবেদন করতে হবে। — AKanik 💬 ১৯:১৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমার কথায় অস্পষ্টতা ছিল, মাঝে মাঝেই ব্যবহার করবেন এটা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসেন বুঝিয়েছি। যখন আপনি জানেন একই কাজ মাঝে মাঝেই করা প্রয়োজন হবে, তখন অউব্রার বদলে একবারে বট আবেদন করাই উচিত। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    তাহলে ঠিক আছে। প্রস্তাবিত নীতিমালায়   সমর্থন ☪  কাপুদান পাশা () ১০:৩৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন, ৪ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনার সীমাবদ্ধতাই ঠিক আছে বলে আমার কাছে মনে হয়। প্রশাসকগণ অনুমতি দেওয়ার সময় একসাথে অনেক ব্যবহারকারীকে না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন করছি। -- মহামতি মাʿসু়ম (আলাপ)
  • অটো উইকি ব্রাউজার (অউব্রা) আগে ব্যবহার করিনি বলে এখানে কোনো মন্তব্য যোগ করিনি, কিন্তু সম্প্রতি উইকিমিডিয়া কমন্সে অউব্রা ব্যবহার করে প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে আমি বাংলা উইকিপিডিয়ায় এই প্রস্তাবিত নীতিমালাকে   সমর্থন করেছি, নাহলে এর অপব্যবহার যেকোনো বৃহৎ উইকিমিডিয়া প্রকল্পকে ছাড়খার করে দিতে পারে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৩:০৭, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উল্লেখযোগ্যতার নীতিমালার প্রস্তাব

সম্পাদনা

সুপ্রিয় সবাই,

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রস্তাবনা লেখার সময় সক্রিয় ৩০টি অপসারণ প্রস্তাবনার মাঝে ২৭টি প্রস্তাবনাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব করছি। সম্প্রদায় প্রস্তাবনাটি গ্ৰহণ করলে এটি উইকিপ্রকল্প বাংলাদেশের অধীনে কার্যকর হবে এবং উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/শিক্ষা প্রতিষ্ঠান পাতায় লিপিবদ্ধ করা হবে। ইংরেজি উইকিপিডিয়া যারা নিয়মিত সম্পাদনা করেন তারা জেনে থাকবেন, সেখানে সহজে বুঝার সুবিধার্থে উইকিপ্রকল্প ভিত্তিক উল্লেখযোগ্যতার নির্দেশনা/নীতিমালার মতো পাতা তৈরি করা হয়ে থাকে।

প্রস্তাবনা
১. প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না।

২. মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[]

৩. উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। যেসব উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় বা অনুমোদন বিহীন সেগুলো এবং যেগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে শিক্ষা-কার্যক্রম চালায় সেসব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

এর বাইরে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে এমন যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ তৈরি করা যাবে।

এই নীতিমালার সাথে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় এমন নিবন্ধগুলো প্রশাসকগণ দ্রুত অপসারণ করতে পারবেন।

  1. সাধারণভাবে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত বা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগণ পড়াশোনা করেছেন এমন বিদ্যালয়।

প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত মতামত আশা করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

সম্পাদনা
  •   সমর্থন মেহেদী আবেদীন ১৮:০১, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য ১ নং পয়েন্ট: প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী বা তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলে উল্লেখযোগ্য বিবেচিত হওয়া উচিত। বাকি পয়েন্ট   সমর্থন দেলোয়ার ()
  • হওয়া উচিত ধরণের শব্দ নীতিমালাকে স্পষ্ট করবে না বরং এতে বিভ্রান্তি তৈরি করবে। প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারেই শুরুর দিকের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পষ্টতই এই বিদ্যালয়গুলো নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। কোন প্রাথমিক বিদ্যালয় যদি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে তবেই সেই প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা উচিত, অনেক অপসারণ প্রস্তাবনায় এটা নিয়ে আলোচনা হয়েছে। এই সুযোগ রাখা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত কিংবা সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা না করে মাধ্যমিক পর্যায়ের মতো শতবর্ষী, সরকারি কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কেননা এমনও হতে পারে কোন কোন এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র নাও পাওয়া যেতে পারে। (نقاش) عبد الله ১২:৫১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২ নং পয়েন্ট - ধরুন, ৭৫ বছর বা ১০০ বর্ষী একটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রণেতা নিজে মৌলিক গবেষণা করে তথ্য যুক্ত করেছে, প্রতিষ্ঠানের ইতিহাস লিখেছে, সুন্দর দৃষ্টি নন্দন একটি নিবন্ধ তৈরী করেছে। কিন্তু এসবের কোনো তথ্যসূত্র যুক্ত করেনি, অনলাইনেও নেই। এখন কথা হলো তার দেওয়া তথ্যে তিনি ভুল ইতিহাস উপস্থাপন করতে পারে, নিজের ইচ্ছামত পরিসংখ্যান উপস্থাপন করতে পারেন। আমরা কী ভাবে তার দেওয়া তথ্যগুলো যাচাই করবো ? তাই তথ্যসূত্রহীন ১০০ বর্ষী হোক বা ১০০০ বর্ষী হোক কোন প্রতিষ্ঠানের নিবন্ধ আমাদের উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত না। কারণ উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। আমরা সর্বোচ্চ একটি "বাংলাদেশের শতবর্ষী কলেজের তালিকা" বা "বাংলাদেশের শতবর্ষী উচ্চ বিদ্যালয়ের তালিকা" নিবন্ধে তার নাম যুক্ত করতে পারি। শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় উইকিতে উল্লেখযোগ্য হিসেবে ধরা হবে, যখন তার উল্লেখযোগ্যতার প্রমাণ থাকবে। শতবর্ষী তবে নিবন্ধে তথ্যসূত্র যুক্ত পড়ার মতো কোনো তথ্য নাই, তা হলে হবে না।

৩ নং পয়েন্ট - কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হিসেবে ধরা উচিত নয়। এমপিওভুক্ত বা অনুমোদনের সাথে অবশ্যই উইকিপিডিয়া পর্যায়ের তথ্যসূত্র যুক্ত একটি সুগঠিত নিবন্ধ হতে হবে। এমপিওভুক্ত কিন্তু নিবন্ধে পড়ার মতো কোনো তথ্য নেই বা প্রণেতার স্ব প্রকাশিত মৌলিক তথ্য আছে, যা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র নেই, তা হলে চলবে না।

৪ নং পয়েন্ট - বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য না ধরে শুধু মাত্র সরকারি পাবলিক, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠান কে অবশ্যই তার উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয়, কিন্তু অনলাইনে তার নাম ছাড়া উইকিপিডিয়ায় রাখার মতো অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। এ ধারণের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধ পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা অনুচিত। - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০৪, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR এখানে এই মন্তব্য নিষ্প্রয়োজন। এখানে আলোচনা হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠার ব্যপারে। যাচাইযোগ্যতা, তথ্যসূত্রহীন নিবন্ধ, উল্লেখযোগ্যতার প্রমাণ বা মৌলিক গবেষণা এগুলো ভিন্ন আলোচনা। উপরের ও নিচের সকল মন্তব্য মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ব্যবহারকারী Badhon-এর মন্তব্য চলমান আলোচনার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে আটকানো যৌক্তিক মনে করছি না। Yahya (আলাপ) ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা থেকে পুরোনো মন্তব্য মুছে ফেলবেন না, <s></s> ব্যবহার করে কেটে দিবেন। আরেকটি বিষয় মনে রাখুন, এই নীতিমালা উইকিপিডিয়ার মৌলিক কোনো নীতিমালাকে পাশ কাটাবে না বরং এই বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নির্ণয়ে সহযোগিতা করবে —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা

সম্পাদনা

এর বাইরেও কিছু বিচারধারা বিবেচনা করা যায়।

  • মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলো শতবর্ষী না হলেও উল্লেখযোগ্য হবে।
  • ইউজিসির অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না।
  • এই নীতিমালা শুধু বাংলাদেশে প্রযোজ্য হবে, না কি এর সাথে ভারত ও অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ক্ষেত্রে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা” নাম দিলে বিভ্রান্তি হবে না।

সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাইআলাপ১৯:২৬, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনার শিরোনামের পাশাপাশি শুরুতেই স্পষ্ট করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। বাকী দুই পয়েন্ট যোগ করে নিতেও আমি সমস্যা দেখি না। এভাবে সংশোধন করে লেখা যেতে পারে,

২. মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। এর বাইরের মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

ভুঁইফোড় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ তৈরি বন্ধে এভাবে উল্লেখ করা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil জ্বি ঠিক আছে। তবে ৪ নং টা এভাবে লিখুন
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে। তবে এ ভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি অনুমোদিত হতে হবে অথবা WP:NSCHOOL নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।
কারণ সরকারি নতুন মেরিন একাডেমি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টেক্সটাইল কলেজগুলোর তালিকা ইউজিসির ওয়েবসাইটে থাকেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:০২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কিন্তু প্রতিষ্ঠান নিজে কিন্তু বিশ্ববিদ্যালয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের আওতায় নিজেরা কোর্স পরিচালনা করে। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর ন্যায়) আমার মনে হয় না শুধু শুধু এত জটিল বিষয় এখানে ঢুকানোর কোন প্রয়োজন আছে। বরং সহজ করে এভাবে লেখা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[]

শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  1. এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে।
@MdsShakil, হ্যা এভাবেও লেখা যেতে পারে। ইউজিসির সাথে সরকারি অন্যান্য কর্তৃপক্ষ অনুমোদিত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৩৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, @Meghmollar2017 বিভিন্ন জেলার সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে,
  • জেলা পর্যায়ের সরকারি উচ্চ বিদ্যালয়সমূহ (মাধ্যমিক স্তরের) পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে।- এরূপে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ, উপজেলা পর্যায়ের হলে, তা পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না। (কেটে দিলাম, এভাবে বেশি জটিল হয়ে যাবে, শাকিল ভাই উপরে যেরকম বলেছেন, সেরকমই ঠিক আছে। — হাসিব (আলাপ) ০৮:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি))উত্তর দিন

প্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে,

  • শতবর্ষী-র পরিবর্তে ৭৫ বছর হলে ভালো হয়, ৭৫ বছর ধরলে ১৯৪৮ এর পূর্বে অথবা ১৯৪৭-এর পূর্বে বলা যেতে পারে, আমি বলতে চাচ্ছি বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের উপমহাদেশের প্রেষ্ঠাপটে যথেষ্ট প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

৪নং পয়েন্ট সম্পর্কে,

@Haseeb55 উপরে আমার আর শাকিল ভাইয়ের আলোচনায় দেখুন! এরকম একটি বিষয় উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন প্রতিষ্ঠানকে শুধু ইউজিসি নয়, সরকারি স্বীকৃতিদানকারী যেকোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পেলেই হবে। টীকায় দেখুন। এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত।
আর @MdsShakil ভাই, শতবর্ষী প্রতিষ্ঠানের ব্যপারে আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই আলোচনায় একটি মন্তব্য করেছি, এটা আসলে কিছু সিনিয়র উইকিপিডিয়ানের উদ্বেগ, যার সাথে আমি একমত রয়েছি। আমি শতবর্ষের স্থানে ৭৫ করার কথা বলেছি, আসলেই ব্রিটিশ আমল থেকে পাঠদানকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত, তবে নিবন্ধটিতে কিছু সারাংশমূলক তথ্য থাকা বাঞ্ছনীয়, তাছাড়া পাঠক নিবন্ধে এসে কিছুই পাবেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil হ্যা, আপনি বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা উপ-অনুচ্ছেদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনায় পরিবর্তন আনতে পারেন। এবং মন্তব্যকারী সবাইকে পুনরায় মেনশন দিতে পারেন। অথবা উপনাম তৈরির মত আবার পুনরায় প্রস্তাবনা দিতে পারেন। উপরের আলোচনার সাথে সাথে শতবর্ষীর স্থানে ৭৫ বছর অথবা ব্রিটিশ আমলে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যুক্ত করতে পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:২৯, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সাধারণত যেসব বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের নাম মানুষ বেশি সার্চ করে বা অধিক গুরুত্ব বহন করে ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে) এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করলে সুবিধা জনক হবে। 103.145.74.152 (আলাপ) ০৬:৩৪, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শতবর্ষীর স্থানে ৭৫ বছরের প্রস্তাব

সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান! আপনারা জ্ঞাত রয়েছেন পূর্বে সাধারণত সকল উচ্চ বিদ্যালয়কে রেখে দেওয়া হলেও বর্তমানে সকল প্রাথমিক বিদ্যালয়কে মুছে দেওয়া হয়েছে এবং বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ পর্যাপ্ত তথ্যের অভাবে, উল্লেখযোগ্যতার অভাবে আলোচনা মুছে দেওয়া হচ্ছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি এই শব্দটা ছোটবেলায় ঐতিহাসিকের বিপরীতে ব্যবহার হতে দেখেছি। এখনো দেশীয় পত্র-পত্রিকায় ব্রিটিশ আমলের স্থাপনাকে ঐতিহাসিক হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়। তাই ৭৫ বছর পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই মুছে ফেলা উচিত নয়। পূর্বের আলোচনায় বহু সাবেক অভিজ্ঞ উইকিপিডিয়ান শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকে রেখে দেওয়ার কথা বলতে দেখেছি। আমি আলোচনাসভা ও কিছু স্থানের আলোচনা খুজে পেলাম দেখুন এখানে (এক, দুই, তিন)। এইজন্য আমি প্রস্তাব করছি নীতিমালায় ১০০ বছর পুরাতনের স্থলে ৭৫ বছর করা হোক। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কলেজ / মহাবিদ্যালয় সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা

সম্পাদনা

যেকোনো কলেজ বা মহাবিদ্যালয়তো বটেই, বিশ্ববিদ্যালয়ও বাই-ডিফল্ট উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে (১৯৭১'এর পূর্বে) যেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিলো সেগুলো কেবলমাত্র এবং নিশ্চিতভাবেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠানই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এগুলোর মূল চরিত্রের বিশ্লেষণে দেখা যায় ভিন্নরূপ। আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী ও অনার্স পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা আবশ্যক। নীতিমালাটি এমন হতে পারে - কোনো বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তিত্ত্ব সেই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করেছেন বা শিক্ষা প্রদান করেছেন এবং খ্যাতিমান বলতে এখানে কেবল শিক্ষায়তনিককেই বুঝানো হবে - লেখক/সাহিত্যিক/বিজ্ঞানী/পণ্ডিত ইত্যাদিই কেবল বিবেচ্য হবে; কোনো মতেই কোনো সঙ্গীত শিল্পি/ক্রীড়াবিদ/অভিনেতা/রাজনীতিবিদের জন্য নয়। এর বিশেষ কারণ রয়েছে: জ্ঞানতাত্ত্বিক বিষয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হয়; কিন্তু প্রতিভা এখান হতে লাভ করা যায় না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:১৪, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ক্রীড়া সফর ও সিরিজের নিবন্ধের নাম

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন ক্রীড়া সফরের নিবন্ধের নামের দলের নামে পুরুষ দল বোঝাতে "পুরুষ" যুক্ত করা হয়। যেমন: ২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর। নিবন্ধের নামে এই পুরুষ যুক্ত করা অতিরিক্ত মনেহচ্ছে এবং পুরুষ ক্রিকেট দল টার্মটাও খুব একটা প্রচলিত নয়, শুধু ক্রিকেট দল বলতেই পুরুষদের ক্রিকেট দল বোঝানো হয়। ইংরেজি ভাষার উইকিতেও এসব নিবন্ধে অতিরিক্ত men's যুক্ত করা হয় না। যেমন: en:Bangladeshi cricket team against Ireland in England in 2023en:South African cricket team in England in 2022। তাই এসকল নিবন্ধের নাম থেকে পুরুষ অংশটি বাদ দেয়ার প্রস্তাব করছি। — হাসিব (আলাপ) ০৯:১৬, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন "পুরুষ" শব্দ রাখার বিপক্ষে। নারী দলকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য "নারী/মহিলা" শব্দ ব্যবহার করলেই তো হয়। (نقاش) عبد الله ১৯:২৯, ৩০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

* পুরুষ না রাখার পক্ষেই আমার মত। লিঙ্গনিরপেক্ষ করতে গিয়ে অপ্রয়োজনীয় শব্দ দিয়ে শিরোনাম বড় না করলেই ভালো। ≈ Adkins Samba  «আলাপ» ২০:২৩, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  • মাশ্‌ফী ভাইকে উল্লেখ করলাম, তার মতামত জানা দরকার, সুব্রতদা অনিয়মিত হয়ে যাওয়ার পর মাশ্‌ফী ভাই-ই গত ২-৩ বছর ধরে বাংলা উইকিপিডিয়ায় ক্রিকেট সফরের সকল নিবন্ধ নিয়মিত সযত্নে হালনাগাদ ও দেখভাল করে আসছেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আফতাবুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাই আমার নাম উল্লেখ করার জন্য। নিবন্ধের নামে "পুরুষ" শব্দটি রাখার পক্ষে আমি- লিঙ্গনিরপেক্ষতা অবশ্যই মূল কারণ, তাছাড়া চিরাচরিতভাবে উইকিপিডিয়াতে লিঙ্গ উল্লেখ না করার মাধ্যমে পুরুষ বোঝানো হলেও (যেটা চিন্তা করলে অদ্ভুত লাগে; পুরুষরাই নিশ্চয়ই স্বয়ংক্রিয়ভাবে সবকিছুতে প্রধান না?) বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক স্থানেই পুরুষ ও মহিলাদের ক্রিকেটের কথা আলাদাভাবে লিঙ্গ উল্লেখ করেই বলা শুরু হয়েছে। বিশ্বকাপের মত ক্রিকেটের বড় আন্তর্জাতিক আসরের নামেও পুরুষ শব্দ এখন ব্যবহার করা হচ্ছে। উইকিপিডিয়াতেই বর্তমানে বেশ কিছু ক্রীড়ার ক্ষেত্রে নিবন্ধের শিরোনামে উভয় লিঙ্গের নামই উল্লেখ করা হয় (যেমন হ্যান্ডবল, বাস্কেটবল, ফিল্ড হকি ইত্যাদি)- যেটা ক্রিকেটে সামান্য পরিসরে হলেও আনার/রাখার পক্ষে মত আমার। Mashfi※মাশ্‌ফী (আলাপ) ২৩:১৩, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিরোধীতা খেলাধুলা মানেই পুরুষ না। পুরুষ বা নারী দল নির্ধারিত না করলে, কোন দল সফর করেছে তা শিরোনাম দেখে বুঝা যাবে না। এটা এড়ানোর উপায় নেই। —মহাদ্বার আলাপ ০৭:২২, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


আদতে "পুরুষ" ক্রিকেট দল শুনতে খারাপ শোনালেও এটি উল্লেখ করার বিকল্প নেই। কারন কিছু সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের আহামরি তেমন কোন সাফল্য নেই। অন্যদিকে মহিলা ক্রিকেট দল এশিয়া কাপের মত সম্মানজনক খেলায় জয় লাভ করে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। 103.145.74.157 (আলাপ) ১৮:১৪, ১৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ক্রিকেটের কথা বাদ দিয়ে যদি নারী ফুটবল দলের কথা বলি, সেক্ষেত্রেও নারী ফুটবল দলের সাফল্য পুরুষ দলের চেয়ে ঈর্ষণীও, তাই শিরোনামে নারী-পুরুষ রাখতে হবে। —মহাদ্বার আলাপ ০৭:২৩, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভারত-সম্পর্কিত নিয়মাবলী

সম্পাদনা

ইংরেজি উইকিপিডিয়ার মতো বাংলায় ভারত-সম্পর্কিত কোনো নিয়মাবলী ছিল না বলে আমি ইংরেজি থেকে উইকিপিডিয়া:নামকরণের রীতি (ইন্ডিক)উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ পাতাদুটি অনুবাদ করেছি। যেহেতু ইংরেজি উইকিপিডিয়ার সমস্ত নিয়ম বাংলায় বাস্তবায়িত করা সম্ভব নয় (যেমন: মূল অনুচ্ছেদ বা তথ্যছকে ইন্ডিক লিপি যোগ না করা, কারণ বাংলা নিজেই এক ইন্ডিক লিপি), সেহেতু আমি ইংরেজি থেকে ঐ নিয়ম পাতাদুটির আংশিক অনুবাদ করেছি, অর্থাৎ আমি কেবল বাংলা উইকিপিডিয়ার ঐকমত্যের ভিত্তিতে যা নিয়ম অনুবাদ করার তা করেছি। বাকি নিয়ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া, ঐকমত্যের জন্য আমি পাতাদুটিতে কিছু নিয়ম যোগ করেছি (যেমন: ভারত-সম্পর্কিত নিবন্ধে পানি বোঝানোর জন্য "জল" ব্যবহার করা, প্রয়োজন ব্যতীত হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতি ব্যবহার না করা ইত্যাদি)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৪৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে, সর্বভারতীয় বিষয়ে মূল অনুচ্ছেদে বাংলা বাদে অন্যান্য ইন্ডিক লিপি ব্যবহার করা উচিত নয় (যেমন: বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের রাজ্য বিধানসভা), তবে আঞ্চলিক ক্ষেত্রে তা করা যেতে পারে (যেমন: চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই)। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৫৪, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে ইমপেরিয়াল একক ব্যবহারের সম্পূর্ণ বিপক্ষে আমি। মার্কিনরা ইমপেরিয়াল ব্যবহার করে, কিন্তু আমাদের তো সেটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অন্যগুলোয় সমর্থন। —মহাদ্বার আলাপ ০৭:৪১, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে আমি মেট্রিক একককে ব্যবহার করার কথা বলেছি, এবং {{রূপান্তর}} টেমপ্লেটের মাধ্যমে মেট্রিক একককে ইম্পেরিয়াল এককে রূপান্তর করা যায়। অন্যত্র এই টেমপ্লেটটি কাজে না লাগলেও উচ্চতার ক্ষেত্রে এই টেমপ্লেটটি ব্যবহার করা যায়, কারণ উচ্চতা সাধারণত ফুট এককে মাপা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:০২, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মেট্রিক ও ইম্পেরিয়াল একক নিয়ে আমার প্রস্তাবের সংশোধন করেছি। এই নিয়মটি আসলে অন্যত্র থাকা উচিত, কারণ এটি সমস্ত নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও মেট্রিক একক ব্যবহৃত হলে তাকে রূপান্তরের প্রয়োজন নেই, বরং ইম্পেরিয়াল একক ব্যবহৃত হলে তাকে মেট্রিক এককে রূপান্তর করতে হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৫২, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ#সাধারণ ভারতীয় রীতি নিয়ে আমার দুটো বক্তব্য রয়েছে:
  • "যতটা সম্ভব বাংলা সংখ্যা পদ্ধতি ব্যবহার করুন" - যতটা সম্ভব নয়, এটা আবশ্যক হওয়া উচিত।
  • "মুদ্রা-সম্পর্কিত বিষয়ে ভারতীয় টাকার পাশে বন্ধনীতে এর মার্কিন ডলার অনুরূপ লিখতে হবে" - মার্কিন ডলারকে কেন প্রাধান্য দিতে হবে এটা আমার বোধগম্য নয়, বরং চাইলে বাংলাদেশী টাকার পরিমাপ দেওয়া যেতে পারে। তবে আমি বলল কিছুই দেওয়ার দরকার নেই, ভারতীয় টাকার পরিমাণ লেখাই যথেষ্ট।
আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মার্কিন ডলার দেওয়ার পিছনে আমার যুক্তি হচ্ছে যে এটি আন্তর্জাতিক মুদ্রা এবং জিডিপি ইত্যাদি তথ্যগুলো মার্কিন ডলারে প্রকাশ করা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:২২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নামস্থানগুলোর জন্য সহজ উপনাম তৈরি (২)

সম্পাদনা

পূর্বের অনুরোধে নামস্থানগুলোর সহজ উপনাম তৈরিতে সকলে সমর্থন দিয়েছেন। কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কোন উপনামটা দেয়া ঠিক হবে। তাই গত অনুরোধের মৌলিক কয়েকটি কথা উল্লেখ করে প্রস্তাবনাটা পুনরায় সাজাতে আগ্রহী হচ্ছি।

  • ১৩জন সক্রিয় ব্যবহারকারী প্রস্তাবনাটিতে সমর্থন দিয়েছেন।
  • দুই অথবা তিনজন ভিন্ন উপনামের প্রস্তাবনা দিয়েছেন।
  • ব্যবহারকারীর ও বিষয়শ্রেণীর সংক্ষিপ্ত কি "ব" হতে পারে কিনা; তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
  • আলাপ পাতার সংক্ষিপ্তরূপের জন্যও প্রস্তাবনা এসেছে।
  • সকল নামস্থানের জন্য সংক্ষিপ্ত উপনাম তৈরির প্রস্তাবনা এসেছে।
  • প্রস্তাবিত উপনামগুলো:
নামস্থান প্রথম প্রস্তাবনা[] দ্বিতীয় প্রস্তাবনা[] তৃতীয় প্রস্তাবনা[] চতুর্থ প্রস্তাবনা[]
উইকিপিডিয়া উপি উপ
মিডিয়াউইকি মি মিউ মউ
টেমপ্লেট টে টেম টপ
প্রবেশদ্বার প্র প্রদা পদ
সাহায্য সা সায সহ
বিষয়শ্রেণী বি (যেহেতু কম ব্যবহার প্রয়োজন হয়) বি বিশ বষ
ব্যবহারকারী ব্য ব্যব বক
আলাপ - $1আ* $1আ* $1আ*
  • $1আ দ্বারা উদ্দেশ্য উপরের মূল নামস্থানের সাথে আ যুক্ত করা।

তথ্যসূত্র

  1. এটি আমার প্রথম প্রস্তাবনা ছিল
  2. এটি @ব্যবহারকারী:Sbb1413 ভাইয়ের প্রস্তাবনা
  3. এটি @ব্যবহারকারী:Wikitanvir ভাইয়ের প্রস্তাবনা
  4. এটা আমার পুনর্বিবেচিত প্রস্তাবনা

চতুর্থ প্রস্তাবনায়   সমর্থনসহ আমার যুক্তি: যদি কখনও মূল নামস্থানের পাশাপাশি সহপ্রকল্পের বাংলা আন্তঃউইকি যোগের চিন্তা হয়, তাহলে যাতে বিষয়টি কঠিন না হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিষয়, আ কার হ্রস্ব-ই কার ইত্যাদি সংক্ষিপ্ততাকে কিছুটা হলেও ভঙ্গ করে। তাই সেগুলো বাদ দেয়া হয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সবগুলো নামস্থানের সংক্ষিপ্ত করা হবে কিনা। আমি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছি। তবে চাইলে সহজেই গৃহীত প্রস্তাবনার প্যাটার্ন অনুযায়ী করা যেতে পারে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:১৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হালনাগাদের জন্য জানিয়ে রাখছি, একক প্রস্তাবনা না আসায় বিষয়টা স্থগিত হয়ে গিয়েছে।
https://phabricator.wikimedia.org/T382822 —মহাদ্বার আলাপ ২০:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Greatder একক প্রস্তাবনার জন্য নয়, ঐকমত্য স্পষ্ট না হওয়ার জন্য। কারিগরি বিষয়েও ঐকমত্য যে গুরুত্ব রাখে, আগে জানা ছিল না। যেখানে দুইটা অপশনই থাকতে পারে ও একে-অপরের বিপরীত নয়; সেখানে এই ধরনের ঐকমত্যের আলাপ আমার কাছে বাচ্চাসুলভ মনে হয়েছে। ব্যাপারটা এমন যে, রোলব্যাকের যেহেতু একটি স্ক্রিপ্ট আছে, তাই দ্বিতীয় স্ক্রিপ্ট উইকিপিডিয়ায় নিষিদ্ধ করতে হবে। ―  ☪  কাপুদান পাশা () ২০:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

সম্পাদনা

প্রধান পাতা সংক্রান্ত প্রস্তাবনা ও কাজ

সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! প্রধান পাতার বর্তমান যে বিন্যাস সেটা গত ১৪ বছর আগের একটা বিন্যাসের উপর বারবার পুনর্গঠিত হয়ে আসছে। তখনকার প্রয়োজন ও সময় অনুপাতে এটা অবশ্যই একটি অগ্রগামী কাজ ছিল। কিন্তু বর্তমানে সময় খুব দ্রুত গড়িয়েছে এবং একটি আদর্শ ওয়েবসাইটের মূলপাতার বিন্যাসের ধরণ বদলেছে। তারই ধারাবাহিকতায় অন্যান্য ভাষার উইকিপিডিয়া, উইকিমিডিয়া মেটাসহ বিভিন্ন ভাষার প্রধান পাতার বিন্যাস বদলেছে। যেহেতু সে সময়ে একজন অবদানকারীকে মূখ্য ধরা হত ও সেই হিসেবে বিন্যাসটি করা হয়েছিল। বর্তমানে একজন পাঠককে গুরুত্বপূর্ণ ধরা হয় ও পাশাপাশি আমাদের উইকিপিডিয়ায় লক্ষাধিক নিবন্ধ রয়েছে; তাই প্রধান পাতা সেই অনুপাতে পরিবর্তন করাটা কাম্য মনে করছিলাম।

  1. আমি প্রাথমিকভাবে স্পেনীয় ও ফরাসি উইকিপিডিয়া এবং মিডিয়াউইকির প্রধান পাতার অনুসারে একটি বিন্যাস করেছি।
  2. তবে পৃষ্ঠাটির শীর্ষ বিন্যাস করিনি। কারণ, অন্য প্রকল্প অনুসারে ডিজাইন করতে মনে চায়নি। এটার বিন্যাস সংক্রান্ত পরামর্শ (বা যে কারুর কাজ) কামনা করব। তবে উপরে যেভাবে দুয়েকটা লাইন রয়েছে; সেভাবে সিম্পল থাকাই কাম্য। কারণ, প্রথমেই হিবিজিবি একজন পাঠককে বিষয় অনুধাবন করতে অসুবিধায় ফেলে দেয়। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য সময় ও তারিখ দেখার জন্য তো গ্যাজেট রয়েছেই।
  3. পৃষ্ঠাটির মধ্যে নির্বাচিত নিবন্ধের জায়গা ঠিক আছে। কিন্তু পরবর্তী "ভালো নিবন্ধ, আজাকি, চিত্র ও পরিচিতি" এই চারটির জায়গা নিয়ে দ্বিধায় রয়েছি। কারণ, কখনো চিত্র বড় থাকে আবার কখনো ছোট। আবার কিছুদিন ধরে খেয়াল করলাম, ভালো নিবন্ধেরও বেশ কয়েকটার প্রদত্ত অনুচ্ছেদ ছোট রয়েছে। যদ্দরুণ সুচারু ডিজাইনে বাধা হচ্ছে। আমার হিসেবে, ভালো নিবন্ধের জন্য প্রদত্ত অনুচ্ছেদের একটি নির্দিষ্ট সংখ্যক শব্দের বাধাধরা থাকা উচিত। যেমন: ৫০০ শব্দ। তেমন হলে উইকিপিডিয়ার পরিচিতি অংশটা আরেকটু সংক্ষেপে এনে সেটাকে সমান রাখা যেত।
  4. এর পরের তিনটি টেমপ্লেটের শেষেরটি ঠিক আছে। বাকি দুইটা সাইজে তৃতীয়টার সমান হবে ও এই অনুপাতে নিজেদের আন্দাজে সংযোগ যুক্ত করে কাজ করতে পারেন। নইলে আমাকে ধীরে ধীরে সময়ে করতে হবে। প্রবেশদ্বারের কাজটা সাজানোও হয়নি। একরকম করেছি।
  5. বাকি কাজগুলো আশা করি খারাপ হয়নি। বাকি আপনাদের মন্তব্য ও পরামর্শ কামনা করছি।
পাতার সংযোগ> ব্যবহারকারী:খাত্তাব হাসান/প্রধান পাতা

💬 কাপুদান পাশা  ☪  ২২:০৩, ৩০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসানের প্রস্তাবিত প্রধান পাতা ঠিকই আছে, তবে আমার মতে "ভালো নিবন্ধ" অনুচ্ছেদটি ডানদিকে এবং "উইকিপিডিয়া কী" অনুচ্ছেদটি বাঁদিকে করা উচিত। এছাড়া প্রবেশদ্বারের জন্য পৃথক অনুচ্ছেদ না করে "নির্বাচিত নিবন্ধ" অনুচ্ছেদের উপরে "উইকিপিডিয়ায় স্বাগতম!" কথার ডানদিকে প্রবেশদ্বার যোগ করলেই হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এছাড়াও যদি সহপ্রকল্প সমূহের নামের পাশে তাদের ছোট করে আইকন এড করে দিলেও ভালো হয়। দেখতে সুন্দর দেখাবে। R1F4T আলাপ ০৯:৫৯, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নতুন পাতা শুরু করা ও খসড়া তৈরির একটি অপশন রাখা উচিত। এগুলোর সাথে একাউন্ট তৈরির বোতাম রাখা যেতে পারে। এছাড়া প্রতিটি বাক্সের জন্য একাধিক রং ব্যবহার করা উচিত। এভাবে সাদামাটা দেখাচ্ছে। মেহেদী আবেদীন ১১:১৩, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, R1F4T, এবং Mehedi Abedin: আমি খাত্তাবের প্রস্তাবকে পরিবর্তিত করে ব্যবহারকারী:Sbb1413/প্রধান পাতা উপপাতায় পেশ করেছি। এখানে প্রবেশদ্বার ও সামাজিক মাধ্যম সংযোগগুলিকে ডানদিকে সরিয়েছি এবং বিভিন্ন বাক্সের বিন্যাস পরিবর্তিত করেছি। এছাড়া বিভিন্ন বাক্সদের বিভিন্ন রঙে রঞ্জিত করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:৪০, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আপনি জানেন কি.. এটার রং চোখে লাগে R1F4T আলাপ ০৬:১৭, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T: ঠিক করে দিয়েছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৭:১৩, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার জানামতে @Aishik Rehman প্রধান পাতার জন্য উপপাতায় একটি খসড়া প্রস্তুত করছিলেন। আমরা চাইলে তার নকশার সাথে সমন্বয় করতে পারি। মেহেদী আবেদীন ০৭:১২, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় ইটালিক ব্যবহার সম্পর্কে

সম্পাদনা

আজকে আলাপ:মাটির ময়নায় আলাপ করতে গিয়ে খেয়ালে আসল, শুদ্ধ বাংলায় তো ইটালিক বর্ণের (বাঁকা অক্ষরে লিখা) অস্তিত্বই নেই। কোনোকালেই ছিল বলে মনে হয়না। বাংলা ইটালিক বর্ণ বোধহয় ইন্টারনেট জগতের আবিষ্কার। কিন্তু এটি বাংলার কোনো কিছু হয় বলে মনে হয়না। আমি মৌলিক গবেষণা করছিনা; আগেকার কোনো বইয়েও আমি এমন ইটালিক বর্ণের অস্তিত্ব দেখিনি। আধুনিক গ্রহণযোগ্য বইগুলোতেও ইটালিক বর্ণ দেয়া হয়না। অনেকে আকর্ষণ করার জন্য ইটালিক করেন, আমরাও লেখার সময় অনেক সময় বাঁকা করে লিখি; কিন্তু এর কোনো নিয়ম-নীতি আছে বলে মনে হয়না।

উইকিপিডিয়ার মৌলিক গবেষণা নীতিমালা অনুসারে ইটালিক বর্ণ ব্যবহার করাই মৌলিক গবেষণা হবে। কারণ, ইটালিক বর্ণ ব্যবহার করতে হলে নীতিমালা প্রণয়ন করতে হবে কোথায় বাঁকা হবে আর কোথায় হবে না। আর এমন কোনো নীতির বালাই বাংলায় নেই।

সেজন্য আমার প্রস্তাব হচ্ছে, বাংলা উইকিপিডিয়ার প্রধান বিষয়বস্তুর পাঠ্যে ইটালিক বর্ণের ব্যবহার বন্ধ করা হোক। ―  ☪  কাপুদান পাশা () ১৫:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন — আমি কেবল টাপোরি নিবন্ধে ইটালিক হরফ ব্যবহার করেছি, অন্যান্য নিবন্ধে এখনও ইটালিক হরফ ব্যবহার করিনি, কারণ আমার কাছে ইটালিক হরফে বাংলা লেখা স্বাভাবিক লাগছে না। যদিও একটা ইতিহাস বইতে আমি বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার শিরোনামকে ইটালিক হরফে লিখতে দেখেছি (যেমন: নীলদর্পণ, বঙ্গদর্শন), অন্যান্য ইতিহাস বইতে আমি এর জায়গায় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে দেখেছি (যেমন: "নীলদর্পণ", "বঙ্গদর্শন")। অবশ্য কোনো কথাকে গুরুত্ব (এম্ফাসিস) দেওয়ার জন্য ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বৈজ্ঞানিক নামে কি ইতালিক ব্যবহার করা হয়না? মেহেদী আবেদীন ০৭:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি নিম্নশ্রেণির বিভিন্ন জীববিজ্ঞান বইতে ইটালিক হরফে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি এবং বইভেদে বৈজ্ঞানিক নাম লাতিন কিংবা বাংলা লিপিতে লেখা থাকে (যেমন: ধানের বৈজ্ঞানিক নাম oryza sativa বা ওরাইজা স্যাটিভা)। তাহলে সেক্ষেত্রে ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin বৈজ্ঞানিক নামেও ইটালিক ব্যবহৃত হয়না। আমি যতদূর পড়েছিলাম, বৈজ্ঞানিক নামের জন্য প্রতিবর্ণ করা বৈধ নয়। উচ্চারণ জানানোর জন্য যেটা করা হয়, সেটাও কোনো মৌলিক কাজ নয়। এতদ্ব্যতীত লাতিন বৈজ্ঞানিক নামের ইটালিক হওয়ার সাথে বাংলার কোনো সম্পর্ক থাকার কথা নয়। আর যেই বৈজ্ঞানিক নাম বাংলায় প্রসিদ্ধ হয়ে যায়, যেমন হোমো সেপিয়েন্স- সেটার ইটালিক লেখার প্রচলনও পাইনি। ―  ☪  কাপুদান পাশা () ০৩:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি জানিনা কোন বইতে হোমো সেপিয়েন্স নামকে বাঁকাভাবে লেখা হয়নি। আমি বিভিন্ন বইতে একে বাঁকাভাবে লিখতে দেখেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়। (যদিও বাংলা উইকিপিডিয়ায় বারবার লেখা হয়েছে, কোন ভিত্তিতে লেখা হয়েছে; অজ্ঞাত।) কিন্তু হোমো সেপিয়েন্স বাংলায় বৈজ্ঞানিক নাম ছাড়াও বিখ্যাত একটি শব্দ, এই নামে বইও আছে সম্ভবত। এছাড়া আর কোনো বৈজ্ঞানিক নামের বাংলা অনুবাদ আমি দেখেছি বলে মনে আসছেনা। যেমন- কাঠালের বৈজ্ঞানিক নাম Artocarpus Heterophyllus বা মৌমাছির Apis Florea ইত্যাদির (আপাতত দুইটাই মনে এল) বাংলা কখনো দেখেছি বলে মনে হয়না। ―  ☪  কাপুদান পাশা () ০৮:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়।

ইহা সত্য, কিন্তু আমি বাংলা লিপিতে বৈজ্ঞানিক নাম এবং বন্ধনীতে লাতিন লিপিতে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি (যেমন: হোমো ইরেক্টাস (Homo erectus))। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
যাইহোক, অত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ার দরকার নেই, কেবলমাত্র শিরোনাম ছাড়া বৈজ্ঞানিক নামকে বাংলা লিপিতে লেখা বৈধ নয়, ঠিক যেমন পর্যায় সারণীর মৌলগুলোর চিহ্নকে বাংলায় লেখা বৈধ নয়। এছাড়া বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমি {{বাংলা প্রতিবর্ণীকরণ}} টেমপ্লেট তৈরি করেছি, যা প্রতিবর্ণীকরণের পাশে স্বয়ংক্রিয়ভাবে প্রতিবর্ণী যোগ করবে এবং প্রতিবর্ণীকরণ বোঝানোর জন্য কোনো বাঁকা অক্ষরের প্রয়োজন নেই। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য — আমি ব্যবহারকারী পাতায় (ব্যবহারকারী:Sbb1413/বাংলায় বাঁকা অক্ষর ব্যবহার) ইটালিক হরফ ব্যবহারের নির্দেশিকা প্রস্তাব করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 গণিত, রসায়ন নিয়ে কিছু অংশ অনুবাদ করেছি। ব্যাপারটার সাথে একমত/দ্বিমত একটু বলুন। —মহাদ্বার আলাপ ১৬:৫৮, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, Mehedi Abedin, এবং Greatder: উইকিসংকলনে কাজ করার সময় আমি প্রবীর ঘোষ রচিত "আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না" গ্রন্থটি পেয়েছি। সেখানে এই পাতায় আমি লক্ষ করেছি যে সেখানে একটি উক্তিকে ইটালিক অক্ষরে লেখা হয়েছে। যদিও এটি ২০২২ সালের সংস্করণ, এর প্রথম সংস্করণ ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছিল, যখন ভারতে ইন্টারনেট খুব প্রচলিত হয়নি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৫:০৯, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য – ইটালিক হরফ ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। অতীতে বাংলায় ইটালিক ব্যবহারের প্রয়োজন হয়নি, এটি বর্তমানে ইটালিক পরিহার করার কোনো যুক্তি নয়। পত্র-পত্রিকায় এখন হরহামেশাই লেখা থেকে আলাদা করে পড়তে বই-চলচ্চিত্রের নাম ইটালিকে লেখা হয়। একে মৌলিক গবেষণা বলার কোনো কারণ নেই।
উল্লেখ্য, বাংলায় পশ্চিমা প্রভাব চিরকাল ধরেই হয়ে আসছে। একসময় বাংলায় বিরামচিহ্নের নিয়ম ছিল না যা শ্রীরামপুর মিশন প্রেস প্রথম আমদানি করে ও বিদ্যাসাগর প্রচলন করেন। ইটালিক লিখিত ভাষার একটি উপকারী সংযোজন যাকে নিয়ে বিতর্ক পুরোপুরি অপ্রয়োজনীয়। কারও উক্তি লিখতে ও যেসব নাম বিশেষ্য মূল লেখা থেকে আলাদা করা দূরহ সেসব ক্ষেত্রে ইটালিক অপরিহার্য। ইমামঅনিক (আলাপ) ১৭:৪৭, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার বট নীতিমালা

সম্পাদনা

আমি প্রায় চার বছর পূর্বে বাংলা উইকিপিডিয়ার একটি স্থানীয় নীতিমালা তৈরি করে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছি (এখানে দেখুন)। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাবিতই রয়েছে। সুতরাং সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হোক। যেহেতু অনেক পুরনো প্রস্তাবনা, এবং কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারীর দৃষ্টিগোচর পূর্বেই হয়েছে, তাই আমি খুব বেশি দেরি না করে সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো নকীব সরকার বলুন... ১১:১৭, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar অনুগ্রহ করে তাড়াহুড়া করবেন না। কোনো নীতিমালা বিষয়ে নেতিবাচক মন্তব্য না থাকলেও সম্প্রদায়কে জানানোর পর কমপক্ষে একসপ্তাহ সময় নিন। কারণ, একজন সক্রিয় ব্যবহারকারীও হয়ত দুই-তিনদিন উইকিপিডিয়ায় না এসে থাকবেন। পাশাপাশি বর্তমানে ঈদ পরবর্তী ও পূজা পূর্ববর্তী ব্যস্ততা তো রয়েছেই। ―  ☪  কাপুদান পাশা () ২০:২৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ঠিক আছে নকীব সরকার বলুন... ২০:৩৫, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালা পাতাটি নিয়ে কিছু বলছি না তবে নিজে থেকে কোনো কিছু প্রস্তাব করে বলে দেওয়া তাই আমি খুব বেশি দেরি না করে আগামীকাল/সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো উইকি স্পিরিটের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্র্যাকটিস রয়েছে আমি সেগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। অব্যশই এটি অতি জরুরী কিছু নয়, সম্প্রদায়ের মতামতের জন্য অপেক্ষা করুন, আলোচনায় ঐক্যমত্য সৃষ্টি হলে কোনো প্রশাসক কিংবা অন্য কোনো অভিজ্ঞ ব্যবহারকারী আলোচনা বন্ধ করবেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আমি আপনার বক্তব্য স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি মূলত বলেছিলাম, প্রস্তাবনাটি পূর্বেও অনেক উপস্থাপিত হয়েছিল, কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখেছেন এবং কিছু সংশোধনও করেছিলেন। আর আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে এই নীতিমালাটিকেই মোটামুটি মেনে নেয়া হচ্ছে (কারণ অন্য কোনো নীতিমালা আমি খুজে পাচ্ছি না, কিন্তু এরপরেও অনেক বট অনুমোদিত হয়েছে)। এসব বিবেচনা করেই আমি উদ্যোগী হয়েছিলাম। আর অতি জরুরী নয় ঠিকই, কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয়ও কিন্তু নয়। কারণ অন্য উইকিতে আমি যখন বট নিয়ে কাজ করেছি, আমি কিছু কিছু উইকিতে নীতিমালা পেয়েছি যেগুলো ঠিক অনুমোদিত ধরা যায় না, আবার শুধুমাত্র আদর্শ বটের নীতিমালা মেনে চলে, সেটাও ঠিক স্পষ্ট হয় নি। তো, আমি ভাবলাম, এই দিকে একটু মনোযোগ দেয়া উচিত আমাদের। কিছু অবাঙালী উইকিপিডিয়ানের মুখে শুনেছি, উপমহাদেশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে বাংলা একটি প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং তারা বাংলাকে অনুসরণ করে থাকে। তো, আমরা বাংলা উইকিপিডিয়ায় আমাদের নীতিমালাগুলোকে আরো উন্নত করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া, বাংলা উইকি বৈশ্বিক বটকে স্বয়ংক্রিয়ভাতে অনুমতি দেয় না। এর মানে হলো, বাংলা উইকির নিজস্ব কিছু মতামত আছে। তাই এই নিজস্ব মতামতগুলোরই একটি অংশ এই নীতিমালাটি। নকীব সরকার বলুন... ০৮:২১, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil ভাই, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ১২ দিন সময় যথেষ্ট হয়েছে। যদি আপত্তি না থাকে, তবে নীতিমালাটি আরো দুইদিন অপেক্ষা করে (মোট দুই সপ্তাহ) চূড়ান্ত করা যায়। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালায় বলা হয়েছে বট দিয়ে বানান সংশোধন করা উচিত নয়, বর্তমানে AishikBot বানান সংশোধনের জন্য অনুমোদিত। ব্যপারটা উল্টো হয়ে গেলো না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আফতাবুজ্জামান ভাইকে বিশেষভাবে উল্লেখ করছি। তিনি এসংক্রান্ত ঝুঁকি নিয়ে আগেই উল্লেখ করেছিলেন, আমার বটও এমন কিছু ভুল করেছিল (আমার আলাপ পাতায় খুঁজে পাচ্ছি না আলোচনাটুকু, তাই এখানে তার সংযোগ দিতে পারছি না)। ঐশিক ভাই যেহেতু অনুমোদিত, এবং আফতাব ভাই এক্ষেত্রে উনাকে ঝুঁকি সম্পর্কে অবগত হিসেবে চিহ্নিত করেছেন, আমার কোনো আপত্তি নেই। তবুও আমি @Aishik Rehman ভাইকে নীতিমালাটি আরো একবার পড়ে একটু মতামত দেয়ার অনুরোধ জানাবো। কারণ নীতিমালায় পাদটীকায় উদাহরণ দেয়া আছে, সেটি আফতাব ভাই কর্তৃক আমার আলাপ পাতায় দেয়া বক্তব্যেরই উদ্ধৃতি ছিল। নকীব সরকার বলুন... ০২:৫৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
এই নিয়ে আরেকটি আলোচনা শুরু হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১১:০৫, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এই আলোচনা থাকুক, নিচের আলোচনা বন্ধ করে দেন। এখানে বেশি মানুষ মতামত দিয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৪৮, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বট নীতিমালার প্রস্তাবনা

সম্পাদনা

সুধীবৃন্দ! আমি দেখতে পেলাম, বাংলা উইকিপিডিয়ায় বটের নির্দিষ্ট কোনো প্রয়োগ করার মতো নীতিমালা নেই। একটি নীতিমালা অনেক আগে বোধহয় নকীব সরকার অনুবাদ করেছিলেন। যেটা প্রস্তাবনা হিসেবে পড়ে আছে। আমি দেখতে পেলাম, এটার প্রস্তাবনা কোথাও উত্থাপন করা হয়নি। যথাসম্ভব, অনুবাদের সময়ে বা আমদানির সময়ে ইংরেজি উইকিপিডিয়ায় এটি প্রস্তাবনা অবস্থায় ছিলো। যেহেতু, বট নিয়মিত চালনা করা হয়, তাই আমি সম্প্রদায়ের কাছে নীতিটি নিশ্চিত করতে প্রস্তাব করবো। ―  ☪  কাপুদান পাশা () ১৮:২৮, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

- প্রস্তাবনা পাতা: উইকিপিডিয়া:বট নীতিমালা (উল্লেখ করতে ভুলে যাওয়ায় দুঃখিত)। ―  ☪  কাপুদান পাশা () ২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান পাতার লিংকটি দিয়ে দিলে আমরা তা সমর্থন বা বিরোধিতা করবো কিনা তা বুঝতে সুবিধা হতো। মেহেদী আবেদীন ১৮:৫৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পূরণবাচক সংখ্যার উপর নিয়মাবলী

সম্পাদনা

বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যাকে দুইভাবে উপস্থাপন করা হয়:

  • তৎসম শব্দ সরাসরি ব্যবহার করে (বিংশ, ত্রিংশ, চত্বারিংশ), কিংবা সংখ্যার শেষে ঐ শব্দগুলোর শেষাংশ ব্যবহার করে (২০শ, ৩০শ, ৪০শ)।
  • তৎসম/তদ্ভব শব্দ বা সংখ্যার শেষে -তম প্রত্যয় যোগ করে (বিংশতিতম/২০তম, ত্রিংশত্তম/৩০তম, চত্বারিংশত্তম/৪০তম)। লক্ষণীয় যে বাংলা উইকিপিডিয়ার ঊনবিংশ ও বিংশ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যথাক্রমে "১৯তম" ও "২০তম" ব্যবহার করেছি।

সংখ্যা দিয়ে দ্বিতীয় প্রথাটি আরও সহজবোধ্য হলেও এক্ষেত্রে কোনখান থেকে আমরা -তম প্রত্যয়ের ব্যবহার শুরু করব? ঊনবিংশ (১৯শ/১৯তম) থেকে -তম প্রত্যয়ের ব্যবহার শুরু করলে আমাদের বিষয়শ্রেণী:১৯শ শতাব্দী, বিষয়শ্রেণী:২০শ শতাব্দীবিষয়শ্রেণী:২১শ শতাব্দী বিষয়শ্রেণীকে যথাক্রমে "১৯তম শতাব্দী", "২০তম শতাব্দী" ও "২১তম শতাব্দী" নামে স্থানান্তর করতে হবে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৭:২৬, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দ্বিতীয় প্রথাটি কোথা থেকে শুরু করতে হবে, এই নিয়ে নিয়মাবলীর অভাবে আমার অনূদিত নিবন্ধে সর্বত্র প্রথম প্রথাটি ব্যবহার করি, যদিও এটি দ্বিতীয় প্রথার মতো সহজবোধ্য নয়। দ্বিতীয় প্রথার ব্যবহার নিয়ে সঠিক নিয়মাবলী গৃহীত হলে আমি সেটাই ব্যবহার করব। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৭:৪৩, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নামকরণের নতুন প্রস্তাব

সম্পাদনা

বর্তমানে উন্নতমানের নিবন্ধের প্রকারভেদ দুই রকমের রয়েছে: ভালো নিবন্ধ (Good articles) ও নির্বাচিত নিবন্ধ (featured articles)। কিন্তু ব্যাপার হচ্ছে গুড আর্টিকেল ও ফিচার্ড আর্টিকেল দুটোই কার্যত উইকিপিডিয়ায় নির্বাচিত নিবন্ধ। সুতরাং একটি প্রকারের নাম এখানে নির্বাচিত নিবন্ধ রাখাটা ঠিক হচ্ছেনা। উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ পাতায় লেখা আছে, "নির্বাচিত নিবন্ধ হলো সেইসব নিবন্ধ, যা উইকিপিডিয়ার সম্পাদক ও ব্যবহারকারীদের মতে এখানকার সেরা নিবন্ধের মধ্যে পড়ে"। এই হিসেবে শুধু এর নামই নির্বাচিত নিবন্ধ হতে পারেনা। তাই আমি "নির্বাচিত নিবন্ধ"-এর নাম হিসেবে আদর্শ নিবন্ধ প্রস্তাব করতে চাই যা এর পাতায় লেখা সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ। ভালো নিবন্ধকে আদর্শ বলা যায়না কেননা "ভালো নিবন্ধ হল সেইসব নিবন্ধ যা সম্পাদকীয় মানের একগুচ্ছ শর্ত পূরণের মাধ্যমে ভালো মানের নিবন্ধ বলে বিবেচিত, কিন্তু এখনও নির্বাচিত নিবন্ধের মানে উত্তীর্ণ নয়"। নির্বাচিত নিবন্ধের নতুন প্রস্তাবিত নামের ক্ষেত্রে আপনাদের মতামত কাম্য। আর এছাড়া বিভিন্ন প্রবেশদ্বারে দেখানো নিবন্ধকে Featured বলা হয় যা আদতে নির্বাচিত নিবন্ধ নাও হতে পারে। এই বিভ্রান্তি এড়াতে অর্থ পৃথক করে দেওয়া প্রয়োজন। মেহেদী আবেদীন ১০:৩৫, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম

সম্পাদনা

জাতিসংঘের বিভিন্ন সংস্থার নামের ক্ষেত্রে কখনও সংক্ষিপ্ত নাম (ইউনিসেফ), আবার কখনও সম্পূর্ণ নাম (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) ব্যবহার করা হয়েছে, যা সঙ্গত নয়। তাই আমি দুটি বিকল্প লক্ষ করছি:

এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:১০, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় নিবন্ধ অনুযায়ী সম্পূর্ণ নাম বা সংক্ষিপ্ত নাম হতে পারে। সব একই করতে হবে সেটা জরুরি নয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৯:০৯, ১১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য। ১ম প্রস্তাবের সঙ্গে একমত। সংক্ষিপ্ত নাম সর্বত্র প্রচলিত হলে সেটা ব্যবহার করা উচিত। ইংরেজিতেও তা-ই হয়েছে।

Uncle ও aunt

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় uncle-কে বাংলা আঙ্কেল ও aunt-কে বাংলা আন্টি লেখা হয়েছে। বাংলায় বিভিন্নরকম uncle ও aunt-এর জন্য বিভিন্নরকম শব্দ ব্যবহার করা হয়, কিন্তু চলিত বাংলায় যেকোনো uncle ও aunt বোঝানোর জন্য যথাক্রমে "চাচা" (বা "কাকা") ও "চাচি" (বা "কাকিমা") ব্যবহার করা হয়, যদিও "চাচা" বলতে পিতার সেজভাই এবং "চাচি" বলতে চাচার স্ত্রীকে বোঝায়। সুতরাং অবাঞ্ছনীয় ইংরেজি শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:২৫, ১০ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি একমত। ইংরেজিতে এ দুটো শব্দের ভিন্ন ভিন্ন অর্থে ব্যাপক ব্যবহার রয়েছে, যেগুলির জন্য বাংলাতে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। অন্ধের মতো ইংরেজি নিবন্ধ অনুবাদ করা ঠিক হবে না। - অর্ণব (আলাপ | অবদান) ১৩:৫৫, ১০ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৮, ৩১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া গ্যাজেট তৈরির প্রস্তাবনা

সম্পাদনা

ইংরেজি উইকিপিডিয়া থেকে MoveToDraft স্ক্রিপ্টটি সম্পূর্ণ বাংলা ভাষায় (যদিও দুএকটা বেখেয়ালবসত ইংরেজি রয়ে যেতে পারে) আমদানী করা হয়েছে
এর কাজ, নতুন তৈরি নিবন্ধসমূহকে খসড়া নামস্থানে স্থানান্তর করা (যদি সেটা মূল নামস্থানে থাকার উপযুক্ত না হয়, সাধারণত উৎসহীন ও যান্ত্রিক অনুবাদ নিবন্ধগুলোর জন্য ব্যবহৃত হয় এবং হয়তো প্রণেতা/সম্পাদকগণ এটি মানোন্নয়ন করবে বলে ধারণা করা যায়)। বাকি কাজ ইংরেজি উইকিপিডিয়ার স্ক্রিপ্টটির মতোই, যারা সেটা ব্যবহার করেননি নিছে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কিছুটা সংশোধন করে বাংলা উইকিপিডিয়ার পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়েছে।

  • এর কাজ:
  1. মূল নামস্থানের পাতাটিকে খসড়া নামস্থানে নিয়ে যায় (suppressredirect সহ) এবং কার্যসম্পাদনাকারী ব্যবহারকারী যদি প্রশাসক বা নিরীক্ষক না হন, তাহলে স্থানান্তরের ফলে তৈরি হওয়া পুনঃনির্দেশকে প২ দ্রুত অপসারণ ট্যাগ করে।
  2. পাতায় ব্যবহার করা কোনো ফাইল অ-মুক্ত কিনা পরীক্ষা করে।
  3. অ-মুক্ত ফাইলগুলোকে অনাবৃত করতে পাতা সম্পাদনা করে, বিষয়শ্রেণীগুলোকে {{খসড়া বিষয়শ্রেণী}}-এ রাখে, এবং {{AFC draft}} টেমপ্লেট যোগ করে।
  4. পছন্দানুযায়ী প্রণেতা বা গুরুত্বপূর্ণ অবদানকারীদের আলাপ পাতায় একটি বিজ্ঞপ্তি বার্তা যোগ করে।
  5. ব্যবহারকারী নামস্থানের /খসড়া লগ উপপাতায় স্থানান্তরটির লগ রাখে।
  • স্থানান্তরের পূর্বে সতর্কতা প্রদান করে:
  1. নিবন্ধটি যদি কোনো পর্যবেক্ষক অধিকারযুক্ত ব্যবহারকারী কতৃক পরীক্ষিত বলে চিহ্নিত হয়ে থাকে তবে সতর্কতা প্রদান করে।
  2. নিবন্ধটি যদি কোনো স্বয়ক্রিয় পরীক্ষক অধিকারযুক্ত (প্রশাসক সহ) ব্যবহারকারী দ্বারা তৈরি হয় তবে সতর্কতা প্রদান করে।
  • সংযুক্তি
  1. বর্তমান নথি: ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft
  2. কোড:
  1. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft.js
  2. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft/core.js
  3. ব্যবহারকারী:Tanbiruzzaman/MoveToDraft/draftifyLog.js

ব্যবহারকারীদের উপকারের আসবে আশা রেখে এটিকে গ্যাজেট হিসেবে তৈরির প্রস্তাব রাখছি। –TANBIRUZZAMAN (💬) ১১:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  মন্তব্য আপনি এই আলোচনাসভা পাতাটির প্রথম আলোচনা "উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা" দেখেছেন? নাহলে এখানে আলোচনা না করাই ভালো। ওহ, ওটা অন্য গ্যাজেট নিয়ে আলোচনা। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা নীতিমালার প্রস্তাবনা

সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! আমরা দেখতে পাই, ধারাবাহিক দীর্ঘকালীন অনেক আলোচনা খোলা পরে থাকে। সেক্ষেত্রে আমাদের নিস্তব্ধ উইকিপিডিয়ানরাও দায়ী হতে পারি। সেজন্য একটি বন্ধকরণ নীতিমালা থাকা অপরিহার্য ছিলো। তাই আমি উইকিপিডিয়া:আলোচনা নীতিমালা প্রস্তাব করছি। এখানে বেশিরভাগই আমাদের কমন প্র্যাক্টিস দ্বারা ব্যবহৃত হয়ে আসছে। যেগুলি নতুন, সেগুলি হচ্ছে:

  1. দ্রুত বন্ধকরণ নীতি। এক্ষেত্রে দিন/সময় আমি নির্ধারণ করিনি। যারা মন্তব্য করবেন, তারা একটি আলোচনা একটি নতুন মন্তব্য ছাড়া কতদিন খোলা রাখা যেতে পারে এই বিষয়টিসহ মন্তব্য করবেন।
  2. অপ্রশাসক কর্তৃক বন্ধকরণ নীতি। এটা ইংরেজি উইকিপিডিয়ায় থাকলেও আমি বাংলা উইকিপিডিয়ার উপযোগী করে তৈরি করেছি।
  3. মন্তব্যবিহীন আলোচনা আলোচনা শুরুকারী দিয়ে বন্ধ করা। যেহেতু, নির্দিষ্ট সময় যাবত কোনো মন্তব্যই আসেনি, তার অর্থ কারুর বিরোধিতা নেই বা মৌন সম্মতি আছে। সেক্ষেত্রে আলোচনা শুরুকারী দিয়ে সেটি বন্ধ করে কাজ চালু রাখা। সেটাও কেবলই অপ্রাশসনিক ক্ষেত্রগুলিতে।

 ☪  কাপুদান পাশা () ০৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

সম্পাদনা

বছরভিত্তিক বিষয়শ্রেণী ব্যবস্থার পরিবর্তন বিষয়ে

সম্পাদনা

আমাদের উইকিপিডিয়া সম্প্রদায়ে প্রায়ই বিভিন্ন বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে বছরভিত্তিক বা কালনির্ভর বিষয়শ্রেণী ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় বিষয়শ্রেণী:২০০৩-এর বই, বিষয়শ্রেণী:১৯৭১-এ বাংলাদেশ ইত্যাদি বিষয়শ্রেণী তৈরি করি। কিন্তু, মাঝে মাঝে মনে হয়, এই ধরনের শ্রেণী প্রতিষ্ঠা ব্যবহারকারী এবং পাঠকদের জন্য আরো সরল ও বোধগম্য হতে পারে যদি এগুলোর নামকরণ একটু ভিন্নভাবে করা হয়, যেমন [[বিষয়শ্রেণী:১৯৭১ সালে বাংলাদেশ]] অথবা [[বিষয়শ্রেণী:২০০৩ সালের বই]]

এমন প্রস্তাবনার পক্ষে যুক্তি হচ্ছে স্পষ্টতা এবং সহজতা: ‘১৯৭১ সালে বাংলাদেশ’ কিংবা ‘২০০৩ সালের বই’ শিরোনামটি আরো সহজ এবং স্পষ্ট। পাঠক বা সম্পাদক যে কোনও বছর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সময়, এই ধরনের নামকরণ অধিক বোধগম্য হতে পারে, কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা ঘটনা সম্পর্কিত নির্দেশনা দেয়। '১৯৭১-এ বাংলাদেশ' বা '২০০৩-এর বই' শুনতে কিছুটা জটিল মনে হয় আমার কাছে।

তবে, এই ধরনের পরিবর্তন বাস্তবায়ন করার কিছু চ্যালেঞ্জ রয়েছে:

১. ব্যাচ প্রক্রিয়ায় পরিবর্তন: উইকিপিডিয়া কমিউনিটির অনেক ব্যবহারকারী ইতিমধ্যে প্রচুর সংখ্যক নিবন্ধ এবং বিষয়শ্রেণী তৈরি করেছেন এই পুরনো নামকরণ পদ্ধতিতে। বিষয়শ্রেণী নাম পরিবর্তন করার জন্য একটি বড়ো পরিসরে বট-ভিত্তিক কার্যক্রম প্রয়োজন হবে, যা বেশ কিছু সময় এবং শ্রমের বিষয় হতে পারে।

২. ভিন্নমত এবং ঐতিহ্যগত ধারা: পূর্ববর্তী নামকরণের ব্যবহার দীর্ঘকাল ধরে প্রচলিত। এমন পরিস্থিতিতে নতুন পরিবর্তন গ্রহণে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, কারণ তারা পুরনো ব্যবস্থায় অভ্যস্ত এবং এই পরিবর্তন তাদের জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে।

৩. গ্রহণযোগ্যতা: নতুন নামকরণ ব্যবস্থার গ্রহণযোগ্যতা সময়ের সাথে স্পষ্ট হবে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই বেশী সংখ্যক সম্পাদক কি ভাবছেন সেটা অগ্রাধিকার পাওয়া উচিত।

এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই পরিবর্তনকে কার্যকর করতে পারি? যদি সম্প্রদায়ের সদস্যরা এটি নিয়ে আলোচনা করে, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বটের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমায় নামকরণের পরিবর্তন সম্ভব হতে পারে। তবে, এটি কেবল তখনই সফল হবে যদি আমরা এটি একটা পদ্ধতিগতভাবে গ্রহণযোগ্য পরিবর্তন হিসেবে দেখতে পারি এবং পূর্বের নামকরণ ব্যবস্থার সাথে অসঙ্গতির ক্ষেত্রে যে কোনও সমস্যা সংশোধন করতে পারি।

এই প্রস্তাবটি সুবিধাজনক হলেও, এর সাথে কিছু বাস্তবিক চ্যালেঞ্জ এবং পরবর্তী কাজের পরিমাণ রয়েছে। আমি আশা করি, আমরা আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব, যা উইকিপিডিয়ার উন্নতির জন্য সহায়ক হবে।

আপনার কি মতামত এই বিষয়ে? ফেরদৌস১৩:২০, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন: একমত পোষণ করছি। ভেনজেন্স আলাপ ১৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন — তবে এরকম গণহারে পরিবর্তনের জন্য অউব্রা ব্যবহার করা যেতে পারে, যা আমি কমন্সে একবার ব্যবহার করেছিলাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৪:২২, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 ম্যানুয়ালি বা অউব্রা দিয়ে না করে বট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করলে ভালো হবে। ভেনজেন্স আলাপ ১৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ভাষায় ইংরেজি আগ্রাসনের বিরোধী লোক হিসেবে   দৃঢ় সমর্থন। ―  ☪  কাপুদান পাশা () ১৪:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার দশক জাতীয় বিষয়শ্রেণী কিভাবে লেখা হবে? "২০১০ সালের দশকের চলচ্চিত্র" এভাবে?
আরও ব্যাপার হচ্ছে আমার মনে হয় এটা শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ রাখা উচিত না। নিবন্ধের শিরোনামেও এটা কার্যকর করা যেতে পারে। কেননা অনেক নিবন্ধের শিরোনাম তার বিষয়শ্রেণীর মতো। মেহেদী আবেদীন ১৫:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ২০১০ সালের দশক কেনো হবে? সালের দশক আর ২০১০-এর দশক আকাশ-পাতাল পার্থক্য। ―  ☪  কাপুদান পাশা () ১৫:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দশকের বিষয়শ্রেণী হবে ২০১০ দশকের চলচ্চিত্র ধরণের। দশকের হিসাব দশবছর পরপর হয়। তাই সাল কথাটি এখানে ব্যবহৃত হবেনা।
নিবন্ধের শিরোনাম এবং বিষয়শ্রেণীর গঠন এক রকম রাখলে তা মানানসই হয়। সুতরাং, বিষয়শ্রেণীতে যেমন স্পষ্টতা প্রয়োজন, নিবন্ধের শিরোনামেও তেমন হওয়া উচিত। এটি শুধু বিষয়শ্রেণীতে সীমাবদ্ধ না রেখে নিবন্ধের শিরোনামেও কার্যকর করা যায়। এতে নিবন্ধ এবং বিষয়শ্রেণীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। ফেরদৌস১৭:১১, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous দশকের ক্ষেত্রে বোধহয় "এর" ব্যবহার হয়। যেমন- আশির দশক, নব্বইয়ের দশক ইত্যাদি। কিন্তু আমাদের দেশে একশ বছর আগের ইতিহাস পড়া বোধহয় প্রাচীনকালে পাপ ছিল। সেজন্য উনিশশো আশির দশক নাকি আঠারোশো আশির দশক; সেটা ঠিক প্রচলিত হয়নি। ―  ☪  কাপুদান পাশা () ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য তাহলে সালের ক্ষেত্রে "০০০০ সালে(র) অমুক", দশকের ক্ষেত্রে "০০০০-এর দশকে(র) অমুক", শতাব্দী/সহস্রাব্দের ক্ষেত্রে "০০তম শতাব্দী(তে/র)/সহস্রাব্দে(র) অমুক" হবে। সবাই কি আমার সঙ্গে একমত? এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন এ রকম হলে আরো শ্রুতিমধুর হবে। Ishtiak Abdullah (আলাপ) ১৫:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন, উইকিপিডিয়ায় আসার পর প্রথমে আমি বিষয়শ্রেণী:২০০৩ সালের বই শৈলীতে লিখতাম, এরপর দেখি সবেই বিষয়শ্রেণী:২০০৩-এর বই শৈলীতে। পছন্দ না হওয়া সত্ত্বেও নিজেকে অভিযোজিত হতে হয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, বৈশ্বিক মহামারীর পরে বাংলা উইকিতে এলেও আমি অনেক জায়গায় লক্ষ করেছি যে ইংরেজি ও বাংলার মধ্যে পার্থক্য না বুঝে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যকে বাংলায় চাপানো হচ্ছে। উইকিপিডিয়ার বাইরে উইকিভ্রমণ নিবন্ধ voy:বাক্যাংশ বইতে লক্ষ করেছিলাম যে সেখানে বেশিরভাগ বাক্য ইংরেজি পদান্বয়কে অণনুসরণ করেছিল, আর সেখানে কেবল শব্দে বাংলা ছিল। আমি গোটা নিবন্ধকে নিজের হাতে ইংরেজি থেকে অনুবাদ করেছি যাতে নিবন্ধটির বেশিরভাগ বাক্য বাংলা পদান্বয়কে অনুসরণ করে ও আড়ষ্টতা কম থাকে। উইকিপিডিয়াতেও নিশ্চয় বাংলা শব্দ রয়েছ অথচ পদান্বয় ইংরেজির ন্যায় এরকম একাধিক নিবন্ধ রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, @BadhonCR: মূলত কারিগরি কারণে ২০০৩ এর পরে হাইফেন দিয়ে পরের কাজ করার রীতি শুরু হয়েছে। যদি সম্প্রদায় আরও আগে খেয়াল করত, হয়ত বিকল্প খোঁজা যেত, যেমন- এখন খোঁজা হবে। যেহেতু আমাদের বর্তমান বিষয়বস্তু ইংরেজি থেকে অনুবাদ করা হচ্ছে, অনেক বৈশিষ্ট্য চলে আসা স্বাভাবিক। আমাদের উচিত হবে, যখনই নজরে পড়ে ও সময় করা যায়- এগুলোকে শোধরানোর চেষ্টা করা। যেমন- আমি উসমানীয় সাম্রাজ্য নিয়ে কাজ করি। উইকিপিডিয়ায় অনেকে ইংরেজি বা লাতিন বর্ণানুসারে খাতুনকে হাতুন লিখেন, মুহাম্মাদকে মেহমেদ লিখেন। ―  ☪  কাপুদান পাশা () ০৩:১৬, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন, এমনটা হলে ভালো শুনাবে ও নতুনেরা আরো সহজে বুঝতে পারবে ~ সাকিব (আলাপঅবদানলগ) ০৩:০৪, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  দৃঢ় সমর্থন -- R1F4T আলাপ ০৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নীতিমালা ও সহায়িকা এডিটাথন ২০২৫

সম্পাদনা

সুপ্রিয় সবাই, আশা করি ভালো আছেন। সবাইই এডিটাথনের কথা বলছে। এখন এডিটাথনের মরশুমে যদি নিজেদের উদ্যোগের কথা না বলি, বৃথা যায়। আমরা অনেকদিন থেকেই নীতিমালা অনুবাদের এডিটাথন নিয়ে পরিকল্পনা করছিলাম। ২০২৪ এ হওয়ার কথা ছিল, কিন্তু অগ্রীম ব্যবস্থাপনা না নেয়ায় সেটা সম্ভব হয়নি। ২০২৫ এর জানুয়ারিতে করা যেত, কিন্তু শিক্ষক-শিক্ষার্থীরা পরীক্ষা-ভর্তি ইত্যাদিতে ব্যস্ত থাকবেন; সেজন্য জানুয়ারি আমরা বাদ দিয়েছি। ফেব্রুয়ারিতে অমর একুশে চলবে, মার্চে রমজানসহ নারীবাদ ও লোকগাথা এডিটাথন চলবে, এপ্রিল থেকে জুন পর্যন্ত লক্ষ্য নিয়েছি, যেকোনো ১৫-৩০ দিন আমরা নীতিমালা ও সহায়িকা এডিটাথন পরিচালনা করবো। নির্দিষ্ট সময় পরামর্শ দিতে পারেন।

তিনটে বিষয়:
  1. ধরন: এই এডিটাথন একটু ভিন্ন ধরনের হবে। আমরা নীতিমালা অনুবাদ সাধারণত নতুনদের থেকে কামনা করছিনা, যদিও সহায়িকা (বা সাহায্য নামস্থানের পাতাগুলি) তারা তৈরি করতে পারেন বা সুযোগ থাকতে পারে। তবে বিষয়টা এখনও আলোচনার অধীন, আপনাদের মন্তব্য ও পরামর্শ পেলে আনন্দিত হব।
    নীতিমালা অনুবাদেরও আবার কয়েকটা প্রকার আছে, কিছু নীতিমালা পুরাতনভাবে বাংলা উইকিপিডিয়ায় অনুশীলন আছে, কিন্তু ইংরেজি উইকিপিডিয়ার পৃষ্ঠার উপরে আমরা ভর করে আছি, আবার কিছু নীতিমালা বাংলা উইকিপিডিয়াতেই সম্পূর্ণ ইংরেজিতে আছে- উভয় ক্ষেত্রেই পূর্ণাঙ্গ অনুবাদ করতে হবে। আবার কিছু আছে অর্ধেক অনুবাদ করা আছে, বাকি অর্ধেক অনুবাদ করতে হবে। আবার কিছু আছে মানোন্নয়ন (যান্ত্রিকতা দূর, বানান ইত্যাদি ঠিক করা) লাগবে। এই জন্য এই এডিটাথনের ধরন কিছুটা ভিন্ন হবে। পুনশ্চঃ উল্লেখিত "কিছু" শব্দকে অল্পকিছুর সাথে মিশ্রণ দোষণীয় হবে।
  2. পুরস্কার: আমরা এখন পর্যন্ত পুরস্কার নিয়ে ভাবছি। যেহেতু এটা বিষয়বস্তু, উইকিমিডিয়ার আদর্শিক বা মৌলিক কোনো উন্নয়ন নয়, তাই উইকিমিডিয়া ফাউন্ডেশন (গ্লোবাল) থেকে পুরস্কারের জন্য অর্থপ্রাপ্তি কষ্টসাধ্য। কেউ যদি স্পন্সর করতে চান, সেটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্য। এছাড়া ডিজিটাল পুরস্কার ও পদকের বিষয় আমরা প্রাথমিকভাবে নির্ধারিত করেছি।
  3. স্বেচ্ছাসেবক: দুইধরনের স্বেচ্ছাসেবক প্রয়োজন। মৌলিকভাবে এডিটাথন পরিচালনা, পর্যালোচনা ও অন্যান্য প্রাসঙ্গিক কাজের জন্য তো এডিটাথন চলাকালীন অবশ্যই স্বেচ্ছাসেবক লাগবে। কিন্তু আগামী তিনমাসের জন্য সবাইকে (বা স্পষ্টভাবে বলতে গেলে অভিজ্ঞদেরকে) স্বেচ্ছাসেবক হিসেবে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা যখনই কোনো নীতিমালা বা সহায়িকার পাতায় "অভাব" দেখেন, সেটা অনুগ্রহ করে উইকিপিডিয়া:নীতিমালা ও সহায়িকা এডিটাথন ২০২৫/কার্যক্রম তালিকা পাতার প্রাথমিক তালিকা অনুচ্ছেদে সংক্ষিপ্ত সমস্যাসহ যুক্ত করবেন। উদাহরণস্বরূপ, উইকিপিডিয়া:সম্পাদনা নীতি পাতাটি আমি যুক্ত করেছি। আপাতত এভাবে যুক্ত করলেই চলবে। পরে সাজানো যাবে।

ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। ―  ☪  কাপুদান পাশা () ১৬:৪৮, ২৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  • আমার সাম্প্রতিক সম্পাদনা দেখলে বোঝা যাবে, আমি নীতিমালা অনুবাদ কাজটি ইতিমধ্যে হাতে নিয়েছি। তাই এই কাজে আমি সক্রিয় থাকতে পারবো। আর মৌলিক নীতিমালা বা ইংরেজি থেকে কিছুটা পরিবর্তিত নীতিমালার সংখ্যা বেশি হবার কথা নয়। এরকম নীতিমালা আপনি আলাদা তালিকা করুন। আর অন্যান্য নীতিমালাগুলো ইংরেজি থেকে প্রাঞ্জল ভাষায় (নিজেদের সম্প্রদায়ের ভাষা) অনুবাদ করা হোক। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:২৬, ২৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @DeloarAkram খুব বেশি নয়, আবার বেশিও। যাই হোক, সহায়িকা পাতাগুলি তো আমাদের উইকিতে নেইই। দৃশ্যমান সম্পাদনার জন্য কয়েকটা ভূমিকাধরনের পাতা ছাড়া আর বাকিগুলি বাংলায় পাওয়া যায়না। যাইহোক, এডিটাথনের তারিখ আসতে আসতে তালিকা প্রস্তুত হয়ে যাবে আশা করি। কেউ একদমই না করলেও আমি করবোই, ইনশাআল্লাহ। ―  ☪  কাপুদান পাশা () ১৯:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নির্বাচিত নিবন্ধ: কিছু কথা

সম্পাদনা

সংক্ষেপে নির্বাচিত নিবন্ধ নিয়ে কিছু কথা বলতে চাই।
১। মুহাম্মাদ নিবন্ধটি অনেক দিন ধরে নির্বাচিত নিবন্ধ হবার জন্য মনোনীত অবস্থায় আছে। সাজিদ রেজা করিম ভাই মতামত দেবার পর চূড়ান্ত পর্যালোচনা হবার সম্ভাবনা আছে। এমতাবস্থায় আপনারা যারা যারা মতামত দিতে চান তারা মতামত দিতে পারেন এখানে
এছাড়া, বাকি আছে প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/রবীন্দ্রনাথ ঠাকুর, প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/হুমায়ূন আহমেদ এবং প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/আর্নেস্ট হেমিংওয়ে, যেগুলোতে চূড়ান্ত পর্যালোচনা করা হয়নি। আরো কাজ ও মতামত প্রদানের সুযোগ রয়েছে এ তিনটিতে।
দুইটি নিবন্ধ নির্বাচিত নিবন্ধ করতে মনোনয়ন দেয়া হয়েছিল, সেগুলো হলো প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/পথ পত্রিকাপ্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/পশ্চিম চালুক্য সাম্রাজ্য। এগুলোতে কেউ একটি মতামত দেননি কিংবা সমর্থন/বিরোধিতা করেননি। এদিকেও দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মত দিতে পারেন কিংবা নিবন্ধ দুটোকে আরো উন্নত করতে পারেন।
২। আলাপ:ভাষাবিজ্ঞান#নির্বাচিত_নিবন্ধের_পুনর্বিবেচনা-এ গিয়ে ভাষাবিজ্ঞান নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে রাখা হবে কি হবে না, তা নিয়ে মত দিতে পারেন। আগ্রহী হলে নিবন্ধটির উন্নয়ন-ও করতে পারেন।
৩। নতুন বছরে আমি রিয়াল মাদ্রিদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করার জন্য কাজ শুরু করার সিদ্ধা‌ন্ত নিয়েছি। যারা যারা এ ব্যাপারে আগ্রহী, তারা আমার আলাপ পাতায় অথবা অন্যান্য উপায়ে আমাকে জানাতে পারেন।
আপনাদের সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। নতুন বছর শুরু হোক উইকির উন্নয়নের মধ্য দিয়ে!
ধন্যবাদান্তে, Ishtiak Abdullah (আলাপ) ১৫:০১, ১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা চক্র শুরুর প্রস্তাবনা

সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! বাংলা উইকিপিডিয়াতে কোনো নিবন্ধকে ভালো নিবন্ধের জন্য মনোনয়ন করলে তা পর্যালোচিত হয়ে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হতে দীর্ঘদিন সময় লাগে। কারণ একজন পর্যালোচক নিজের ইচ্ছায় পর্যালোচনা শুরু না করলে তা আটকে থাকে। এই দীর্ঘসূত্রিতার কারণে অনেকে একটি নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ পর্যন্ত উত্তীর্ণ করতে চাইলেও তার আগে ভালো নিবন্ধে উত্তীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে আগ্রহ হারিয়ে ফেলেন। এই সমস্যা নিরসনে আমি ইংরেজি উইকিপিডিয়ার গুড আর্টিকেল রিভিউ সার্কেলস অনুকরণ করে বাংলা উইকিপিডিয়ায় ভালো নিবন্ধ পর্যালোচনা চক্র শুরুর প্রস্তাব উত্থাপন করছি। এখানে একজন উইকিপিডিয়ান নিজের প্রস্তাবিত নিবন্ধ পর্যালোচনা করাতে পারবেন এবং বিনিময়ে তিনি অন্য আরেকজনের নিবন্ধ পর্যালোচনা করবেন। একটি চক্রে চারজন থাকবেন তাই কেউ সরাসরি অন্যের নিবন্ধ পর্যালোচনা করবেন না। ফলে পর্যালোচনা করার সময় নিবন্ধকে উত্তীর্ণ করানোর চাপ থাকবে না এবং পর্যালোচনা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারবে।

এই পর্যালোচনা চক্রে অংশগ্রহণ করতে সম্পাদনা সংখ্যা ১,০০০ এবং পূর্বে ২টি নিবন্ধ পর্যালোচনার অভিজ্ঞতা প্রাথমিকভাবে মানদণ্ড হিসেবে নির্ধারণ করছি। প্রয়োজনে এটি বাড়ানো বা কমানো যাবে। চক্রের কার্যকারিতা অব্যাহত রাখতে অংশগ্রহণকারীরা ৭ থেকে ১৪ দিনের মধ্যে পর্যালোচনা সমাপ্ত করবেন এবং এই সময়ে নিবন্ধের মনোনয়নকারী পর্যালোচকের মন্তব্যে সাড়া দিবেন এবং প্রয়োজনীয় সংশোধন করবেন। এই প্রক্রিয়াতে দ্রুত সময়ে ভালো নিবন্ধ পর্যালোচনা সম্পন্ন হবে এবং প্রস্তাবিত ভালো নিবন্ধের ব্যাকলগ কমবে বলে আশা করছি। এটি চালুর ব্যাপারে সম্প্রদায়ের মতামত কামনা করছি।––সাজিদ রেজা করিম ১০:৩২, ৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sajid Reza Karim   সমর্থন এবং সক্রিয় থাকবো।   ☪  কাপুদান পাশা () ১০:৩৮, ৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন R1F4T আলাপ ০৭:৪৯, ১০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন এবং সক্রিয় থাকবো ইংশা-আল্লাহ। Ishtiak Abdullah (আলাপ) ১৮:২১, ১০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

থানা সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা

সম্পাদনা

সুধী উইকিপিডিয়ানবৃন্দ,

বাংলা উইকিপিডিয়ায় থানাসংক্রান্ত (Police Station) নিবন্ধের সংখ্যা ইংরেজি উইকিপিডিয়ার তুলনায় অনেক বেশি লক্ষ্য করেছি। আমার প্রশ্ন হলো, থানাসংক্রান্ত নিবন্ধগুলির উল্লেখযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা বা পূর্ববর্তী আলোচনা রয়েছে কি? যদি থেকে থাকে, তাহলে সেই আলোচনার লিঙ্ক বা তথ্য প্রদান করা যাবে কি? আমি জানতে চাই, এই ধরনের নিবন্ধ তৈরি এবং উল্লেখযোগ্যতা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট নীতি বা মানদণ্ড অনুসরণ করা হয় কিনা। থানাগুলি কি স্থানীয় গুরুত্ব, ঐতিহাসিক প্রাসঙ্গিকতা, অথবা বিশেষ কোনো কার্যকলাপের ভিত্তিতে উল্লেখযোগ্য বিবেচিত হয়? অনুগ্রহ করে এই বিষয়ে আলোকপাত করলে উপকৃত হব। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১১:৫৩, ১০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Arijit Kisku আমার জানামতে পৃথক কোন মানদণ্ড নেই। উইকিপিডিয়ার প্রচলিত নীতিমালা দ্বারা নির্ধারিত হয়ে থাকে। মেহেদী আবেদীন ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin [বিষয়শ্রেণী:বাংলাদেশের থানা] তে ১৫০ এর বেশি থানা সংক্রান্ত নিবন্ধ আছে যার মধ্যে কিছুমাত্র নিবন্ধ মানদণ্ড পূরণ করে। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০১:২৭, ১৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku, @Mehedi Abedin থানা একসময় প্রশাসনিক ইউনিট ছিল। সেই হিসেবে উল্লেখযোগ্য। ≈ MS Sakib  «আলাপ» ১০:০৬, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib বাংলাদেশ সব থানা কি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে। মো. জনি হোসেন (আলাপ) ১০:৫২, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা প্রশ্ন, বাংলাদেশের সমস্ত ইউনিয়ন কি স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন ব্লকের (বাংলাদেশের ইউনিয়নের অনুরূপ) উপর বেশি নিবন্ধ নেই। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:৫৫, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku, Mehedi Abedin, এবং MS Sakib: এব্যাপারে একটু বলে রাখি যে প্রশাসনিক বিভাগ হিসাবে ভারতে "থানা" আর বাংলাদেশে "থানা" এক জিনিস নয়। বাংলাদেশে "থানা" বলতে জেলার উপবিভাগকে বোঝাত, যার জায়গায় "উপজেলা" এসেছে। আর ভারতে "থানা" বলতে পুলিশ স্টেশনের এখতিয়ারভুক্ত এলাকাকে বোঝায়। যেমন: পশ্চিমবঙ্গের একটি খবরে লেখা থাকতে পারে "বাগুইআটি থানার এক বাড়িতে...", এখানে "বাগুইআটি থানা" বলতে বাগুইআটি পুলিশ স্টেশনের এখতিয়ারভুক্ত এলাকাকে বোঝাচ্ছে। আবার, পুলিশ স্টেশনকেও আমরা "থানা" বলে থাকি, যার জন্য ইংরেজিতে প্রশাসনিক বিভাগ "থানা"-কে "police station" হিসাবে অনুবাদ করা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:১৪, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি ইতিমধ্যে থানা পাতা থেকে পুনর্নির্দেশ সরিয়ে একটি দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরি করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:২৮, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ জনি হোসেন: প্রশাসনিক একক হিসেবে ব্যবহৃত থানাগুলো "বিলুপ্ত প্রশাসনিক ইউনিট" হিসেবে উল্লেখযোগ্য। থানাগুলো প্রায় উপজেলার সমতূল্য ছিল। উপজেলার উল্লেখযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কিছুদিন পর উলজেলা বিলুপ্ত করে নতুন ধরণের প্রশাসনিক একক তৈরি করলে যেকারণে বর্তমানের উপজেলার নিবন্ধগুলো উল্লেখযোগ্যতা হারাবে না, একই কারণ প্রশাসনিক থানার ক্ষেত্রেও প্রযোজ্য। একই নিবন্ধে পুলিশ থানা সংক্রান্ত তথ্যও থাকবে। ≈ MS Sakib  «আলাপ» ১১:২০, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ঠিক, কিন্তু অরিজিৎদা সম্ভবত বাংলাদেশের প্রশাসনিক একক অর্থে "থানা" ও পুলিশ স্টেশন অর্থে "থানা" নিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছেন। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:২৩, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 আপনি ঠিক ধরেছেন, "থানা" ও Police Station - এর মধ্যে বিভ্রান্ত হয়েছিলাম। ― ᱚᱨᱤᱡᱤᱛ ১৫:২০, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • বাংলাদেশের ক্ষেত্রে WP:NGEO অনুযায়ী থানা ও ইউনিয়ন অবশ্যই উল্লেখযোগ্য। নীতিমালা অনুসারে কোন দেশের সরকার কর্তৃক নির্ধারিত সবচেয়ে ছোট প্রশাসনিক ইউনিট উল্লেখযোগ্য, তাই থানাসহ ইউনিয়ন পর্যন্ত উল্লেখযোগ্য। আর বাংলাদেশেও বর্তমানে থানা বলতে পুলিশ স্টেশন বুঝিয়ে থাকে। আগে এটি প্রশাসনিক ইউনিট ছিলো। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৫৭, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সঠিক বাংলার জন্য প্রশাসকদের দ্বারস্থ হলাম

সম্পাদনা

প্রশাসক সকল, তীক্ষ্ণদন্তী (Rodent) দের মধ্যে Mouse, Rat অন্যতম। কিন্তু এই নিবন্ধগুলো এখনও বাংলায় অনুবাদ করা হয় নি। আমি করতে চাই তবে সঠিক বাংলা কি হবে। আপনাদের পরামর্শ অনুযায়ী এগুতে চাই। যেখানে House mouse এবং Rattus এর অনুবাদ বাংলা উইকিতে রয়েছে যথাক্রমে ঘর নেঙটি ইঁদুরইঁদুর নামে। — কুউ পুলক  🗩  ১৭:০১, ১৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয়, Rat - ইঁদুর, Mouse - চিকা। -- Yahya (আলাপ | অবদান) ১৭:০৯, ১৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Yahya চিকা হবেনা কেননা বাংলাপিডিয়া বলছে যে চিকার ইংরেজি নাম "Shrew"। আর "Rat" ছোটবেলায় ধেড়ে ইঁদুর হিসেবে পড়ে এসেছি। মেহেদী আবেদীন ১৮:৪১, ১৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সম্পূরক: বাংলায় চিকা ও ছুঁচো সমার্থক (সূত্র: বাংলাপিডিয়া)। তবে Shrew এর বাংলা নিবন্ধ আছে শ্রু নামে। অন্যদিকে ছুঁচো-র সাথে যুক্ত ইংরেজি নিবন্ধ হচ্ছে Mole (animal)। কিন্তু চিকা=Shrew হলেও "চিকা"কে ছুঁচো-তে পুনর্দির্দেশ করা আছে। Shrew ও Mole-এর মধ্যে বেশকিছু পার্থক্য আছে। আবার এদের দুটোর মাঝামাঝি বৈশিষ্ট্যের একধরণের প্রাণীকে Shrew mole বলা হচ্ছে, যদিও বাংলায় এই নিবন্ধটি নেই।
আমি এই বিষয়ে বিস্তারিত জানি না। তবে সামান্য ঘাঁটাঘাঁটির পর আমার মতামত হচ্ছে:
MS Sakib  «আলাপ» ০০:০০, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, Yahya, এবং MS Sakib: আমার প্রস্তাব:
কেউ বাংলায় "চিকা" ও "ছুঁচো"-কে সমার্থক বললেও বিভিন্ন প্রজাতিদের নিয়ে আলোচনার জন্য আপাতভাবে সমার্থক শব্দগুলো ব্যবহার করা যায়, কারণ এই শব্দগুলো একাধিক অনুরূপ প্রজাতিকে বোঝায়। যেমন "ইঁদুর" কথাটি নেংটি ও ধেড়ে ইঁদুর উভয়কেই বোঝায়, যদিও এই প্রজাতিদুটি পৃথক। আবার, "চিকা" ও "ছুঁচো" উভয়কে বাংলা অভিধানে "সমার্থক" বলে চালিয়ে দিলেও এদের ইংরেজি অর্থ আলাদা (চিকা → mole, ছুঁচো → mole, shrew)। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৩৪, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
বাংলাপিডিয়াতে "চিকা"-এর অর্থ "shrew" আর অভিগম্য অবিধানে "চিকা"-এর অর্থ "mole" দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিগম্য অভিধানে "ছুঁচো"-এর অর্থ "mole", "shrew"-এর অর্থ "ছুঁচো", "mole"-এর অর্থ "ছুছুন্দরী" এবং "ছুছুন্দরী"-এর অর্থ "female musk-rat" ও "she-mole" দেওয়া হয়েছে। ব্যাপারটা খুবই গোলমেলে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৮, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় এমন কোনো দ্ব্যর্থহীন বাংলা শব্দ নেই যা "mole", "muskrat" ও "shrew"-এর মধ্যে পার্থক্য করতে পারবে (তবে "muskrat" অর্থে "গন্ধমূষিক" ব্যবহার করা হয়)। আবার, অনেকের ইংরেজি শব্দ ব্যবহারে অ্যালার্জি আছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৫৩, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপত্রিকার নতুন সংখ্যা: মাঘ ১৪৩১

সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! উইকিপত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনি নিচের তালিকা থেকে পছন্দমত প্রবন্ধগুলি পড়তে পারেন।

-- উইকিপত্রিকা সম্পাদকদলের পক্ষে ―  ☪  কাপুদান পাশা () ১৪:৩২, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৬, ৩১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি ভালোবাসে রমজান ২০২৫

সম্পাদনা

আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রত্যাশা করি প্রতি বছরের ন্যায় এবারও বাংলা উইকিপিডিয়ায় রমজান অনলাইন এডিটাথন ২০২৫ আয়োজন করা হবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ২০১৯ সালের পর, উইকি ভালোবাসে রমজান এই বছর আবার বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এটি বিশ্বব্যাপী সংগঠিত হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে আন্তর্জাতিক দলের সাথে সমন্বয় করে আয়োজন করা। আপনাদের সকলের মতামত এবং অংশগ্রহণ কামনা করছি। জনি (আলাপ) ১৩:২৫, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  • সমর্থন মেহেদী আবেদীন ১৬:২০, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • আমি পূর্ববর্তী বছরগুলোর আয়োজকদের মতামতের জন্য অপেক্ষা করতে চাই। তারা এই দলের সাথে কাজ করতে চাইলে আপত্তি থাকবে না। -- Yahya (আলাপ | অবদান) ১৬:৫৪, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য নামটা বাংলায় ঠিক মানাচ্ছে না। রমজানের ভালোবাসায় উইকি রাখা যেতে পারে।
    ইয়াহিয়া ভাইয়ের সঙ্গে একমত। ≈ MS Sakib  «আলাপ» ২২:৫৭, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    আপনার প্রস্তাবটি ভালোই মনে হচ্ছে। জনি (আলাপ) ০৩:৫৯, ১৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    বাংলা উইকিতে এই এডিটাথন আয়োজিত হয় ইসলাম বিষয়ক এডিটাথন নামে। —শাকিল (আলাপ · অবদান) ০৪:২৩, ১৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    নাম নিয়ে আমার কোন বিশেষ মন্তব্য নেই। আমার মূল প্রস্তাব হচ্ছে, যেহেতু এটিকে আন্তর্জাতিক দল বড় পরিসরে আয়োজন করছে, তাই তাদের সাথে সমন্বয় করে আয়োজন করা। আন্তর্জাতিক দলের সদস্যদের মতামত অনুযায়ী যেহেতু রমজান মাসে প্রায় সব মুসলিম ইবাদতে ব্যাস্ত থাকে তাই এটিকে ইদের পরেও কিছু দিন রাখা হয়েছে। প্রকৃতপক্ষে, স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায় তাদের উইকির জন্য কী নাম ব্যবহার করে তা নিয়ে আন্তর্জাতিক দলের কোনো আপত্তি নেই। জনি (আলাপ) ০৬:৩৬, ১৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    আমরা মূলত পুরো রমজান মাস জুড়ে চালাই। তবে এখানে আমার প্রশ্ন থাকবে যে, আন্তর্জাতিক দলের সাথে সমন্বয় করলে কি হবে বা না‌ করলে কি হবে না। —শাকিল (আলাপ · অবদান) ০৯:০৩, ১৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    আমি চেষ্টা করছি বিষয়টি স্পষ্ট করতে। আন্তর্জাতিক দলের সাথে সমন্বয় করলে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যেতে পারে:
    • আন্তর্জাতিক দল ইতোমধ্যেই একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করেছে। তাদের সমন্বয়ে কাজ করলে প্রকল্পটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।
    • আন্তর্জাতিক দল থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা পাওয়া যেতে পারে, যা প্রকল্পের সফলতা বাড়াবে।
    • যখন স্থানীয় এবং আন্তর্জাতিক দল একসাথে কাজ করে, তখন একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি হয়। এতে ভুল বোঝাবুঝি কম হয় এবং কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন করা যায়।
    • আন্তর্জাতিক দল থেকে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক এবং স্থানীয় পুরস্কার সহ স্বীকৃতি পেতে পারেন।
    • যদি সমন্বয় না করা হয় তাহলে আপনি স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন ও সংস্কৃতির উপর পুরোপুরি ফোকাস করতে পারবেন।
    • স্থানীয়ভাবে আয়োজনের ক্ষেত্রে সব সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। তবে এতে আন্তর্জাতিক সহায়তা ও প্রচারের সুযোগ কিছুটা সীমিত হতে পারে।
    মূলত, সমন্বয় করা বা না করার সিদ্ধান্ত স্থানীয় সম্প্রদায়ের উপর নির্ভর করে। তবে, আন্তর্জাতিক দলের সাথে কাজ করলে একটি সুসংগঠিত এবং ব্যাপক প্রভাবশালী ইভেন্ট আয়োজনের সম্ভাবনা অনেক বেশি থাকে। যেহেতু আন্তর্জাতিক দল রমজানের পরের কয়েকদিন ইভেন্ট চালানোর পরামর্শ দিয়েছে, মূলত এই পদক্ষেপটি মুসলিমদের ধর্মীয় অনুশীলনের প্রতি শ্রদ্ধা রেখে নেওয়া হয়েছে।
    আপনারা চাইলে স্থানীয় ভাবে এবং আন্তর্জাতিক দলের সাথে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনা তৈরি করতে পারেন। এতে উভয় পক্ষের লক্ষ্য পূরণ হবে। জনি (আলাপ) ১৩:৫৭, ১৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    @ZI Jony, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্ষেত্রে (যেমন এশীয় মাস, নারীবাদ ও লোকগাঁথা এডিটাথনে) নিয়ম থাকে যে, যেমন অমুক বিষয়ের উপর নিবন্ধ ৩০০ শব্দের ও ৩০০০ হাজার বাইটের হতে হবে। এর উপর ভিত্তি করে আমরা আমাদের মতো নিবন্ধ নির্বাচন করি (এখানে নিবন্ধ তালিকা যদি আন্তর্জাতিক দল নির্বাচন করে দেয় তাতে সমস্যা নেই)। তারপর প্রতিযোগিতা শেষে যারা স্থানীয়ভাবে ১ম, ২য়, ৩য় হন, স্থানীয় ও বৈশ্বিক পুরস্কারের জন্য তাদের নাম আন্তর্জাতিক দলের কাছে পাঠিয়ে দেই। এমনটি হলে হবে? আন্তর্জাতিক দলের সাথে সমন্বয় করতে সমস্যা নেই। এই জন্য কী করতে হবে বা কোথায় যেতে হবে? আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
    আফতাবুজ্জামান, আন্তর্জাতিক দলের পক্ষ থেকে বৈশ্বিক নিয়ম দেওয়া হয়েছে, একটি নিবন্ধ তালিকা দেওয়া হয়েছে, (আরও কিছু গুরুত্বপূর্ণ লিংক, মেটা-উইকি প্রধান পাতা, অংশগ্রহণকারীর নির্দেশনা, প্রধান ইভেন্ট নিবন্ধন পাতা, ড্যাশবোর্ড)। অংশগ্রহণ করতে অংশগ্রহণকারী সম্প্রদায় পাতায় বাংলা উইকির তথ্য যোগ করতে হবে। স্থানীয় ও বৈশ্বিক পুরস্কারের জন্য স্থানীয় সম্প্রদায় আন্তর্জাতিক দলকে নাম পাঠবেন। তাছাড়া স্থানীয় সম্প্রদায় চাইলে নিয়ম, নিবন্ধ তালিকা, এবং অন্যান্য বিষয় নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। জনি (আলাপ) ২১:১১, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন ভেনজেন্সআলাপ ২৩:১৮, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:এরিস্টটল § অ্যারিস্টটল আলোচনাটি দেখুন

সম্পাদনা

  আপনাকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: আলাপ:এরিস্টটল § অ্যারিস্টটলএসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:২৭, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৬, ৩১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়া নীতিমালা দল প্রস্তাবনা

সম্পাদনা

সুধী, আপনারা হয়তো পূর্বের আলোচনা থেকে অবগত আছেন যে, আমরা উইকিপিডিয়ার নীতিমালা নিয়ে একটি এডিটাথনের আয়োজনের চিন্তা করেছিলাম। যেটা আমি বর্তমানে এড়িয়ে কেবলই সহায়িকা বা সাহায্য নামস্থানের জন্য এডিটাথন করার জন্য চিন্তা করেছি। আমার প্রদত্ত কারণ হচ্ছে, নীতিমালার জন্য বুদ্ধিবৃত্তিক কাজ প্রয়োজন; যেটা প্রতিযোগিতায় প্রাপ্ত হবেনা। এতদ্ব্যতীত, সব নীতিমালা বাংলা উইকিপিডিয়ার অনুশীলনে নেই ও কখনো প্রযোজ্যও নয়। এসব বিষয় নির্ধারণ করার জন্য একটি বুদ্ধিবৃত্তিক দল থাকা প্রয়োজন। যারা এগুলি নিয়ে কাজ করবে ও প্রয়োজনীয় নীতিমালার অনুবাদ ও পর্যালোচনার জন্য কাজ করবে। সেই কমিটি একমত হলে (একমত অর্থ বিরোধিতা না থাকা নয়, যুক্তিসংগত মতই প্রযোজ্য) সেটা সম্প্রদায়ের সামনে (আলোচনাসভায় হওয়া জরুরি নয়) ৭-১৪ দিন থাকবে ও পুরো সম্প্রদায়ের উপর প্রযোজ্য হবে অথবা বাতিল হবে। যেহেতু সিদ্ধান্তগুলি প্রশাসকরা দিবেন, তাই আমি অপ্রশাসকদের যুক্ত হওয়ার পরামর্শ দিব। যদি কোনো প্রশাসক সিদ্ধান্ত গ্রহণে নীরবতার ব্যাপারে নিশ্চিত থাকেন, তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রসঙ্গতঃ নীতিমালার উপরে নীতিমালার জন্য কাজ করাও আমাদের জন্য আবশ্যক। কারণ, উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলীর তালিকা পাতা গণহারে তালিকা যুক্ত করেছে।

দলে যোগদানের শর্ত:
  • অভিজ্ঞ ব্যবহারকারী হওয়া।
  • সক্রিয় থাকা। (এখানে সক্রিয়তা দ্বারা দলের কার্যক্রমে সক্রিয়তা উদ্দেশ্য)
দলের বিভিন্ন কার্যক্রম:
  • একটি দল, অনুবাদ করবে অথবা মৌলিক নীতিমালা লিখবে।
  • একটি দল, সংশোধন করবে।
  • একটি দল, পর্যালোচনা করবে।

একজন ব্যক্তি সবকটি দলেই একই সাথে কাজ করতে পারেন। তবে নিজের কাজ সংশোধন বা পর্যালোচনা বা একই সাথে একটি কাজকে সংশোধন ও পর্যালোচনা করতে পারবেন না।

কাজের বিস্তৃতির ভিত্তিতে প্রতি মাসে আমি প্রাথমিকভাবে "উইকিপিডিয়া আইনজ্ঞ পদক" প্রদানের চিন্তা করছি। বাৎসরিক কাজের ভিত্তিতে পুরস্কার প্রদান করা নিয়েও চিন্তা করছি। বাকি এই কাজগুলির জন্য কাজের লোক প্রয়োজন ও পরামর্শ প্রয়োজন। আপনাদের যেকোনো প্রকারের মন্তব্য ও মতামত পেলে খুশি হবো। ―  ☪  কাপুদান পাশা () ১৯:১৩, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ § শিশু ও বাচ্চা আলোচনাটি দেখুন

সম্পাদনা

  আপনাকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ § শিশু ও বাচ্চাএসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০৫, ২৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৫, ৩১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসংযোগ এর জন্য স্বেচ্ছাসেবক আহবান

সম্পাদনা

সুধীবৃন্দ, বাংলা উইকিসংযোগ (ইংরেজি: Bangla WikiConnect) হলো বাংলা ভাষার উইকিপিডিয়ানদের একটি সমন্বিত উদ্যোগ, যার মূল লক্ষ্য বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোতে বিভিন্ন প্রতিযোগিতা ও এডিটাথন আয়োজনে সমন্বয় সাধন করা। প্রতিবছর পৃথক পৃথক আয়োজনের কারণে আয়োজক ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওপর বাড়তি চাপ পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী আয়োজকরা একটি বছরব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছেন।

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলা উইকিসংযোগের আওতায় শীঘ্রই বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর ফলে অংশগ্রহণকারীরা সুসংগঠিত ও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন এবং প্রতিযোগিতার প্রভাব দীর্ঘমেয়াদি হবে।

আমাদের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আপনিও যুক্ত হোন আমাদের সাথে। নিম্নোক্ত বিভাগে আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করছি।

  • প্রতিযোগিতার আয়োজক ও পর্যালোচক
  • প্রতিবেদন, ব্লগ, অন-উইকি নথি লেখা
  • ফটোওয়াকে অংশগ্রহণ
  • গ্রাফিক্স ডিজাইন
  • ভিডিও সম্পাদনা
  • টেমপ্লেট, মডিউল উন্নয়ন
  • ডিজিটাল মার্কেটিং

আগ্রহী স্বেচ্ছাসেবীদের ফর্মটি পূরণের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আশা করি, এই উদ্যোগের মাধ্যমে বাংলা উইকিমিডিয়া প্রকল্পসমূহ আরও সমৃদ্ধ হবে এবং অবদানকারীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠবে।

পক্ষে
রিয়াজ
বাংলা উইকিসংযোগ ১৮:৪০, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আহবান: বাংলা উইকিসংবাদে যোগ দিন

সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ান,

বাংলা উইকিসংবাদ একটি মুক্ত সংবাদ পরিবেশনা প্রকল্প, যেখানে স্বেচ্ছাসেবকরা সমসাময়িক ঘটনা, স্থানীয় সংবাদ, এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে। আপনি কি পছন্দ করেন সংবাদ লিখতে, সম্পাদনা করতে, বা খবরের তথ্য সংগ্রহ করতে? তাহলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা উইকিসংবাদে যোগ দেওয়ার জন্য!

আমাদের লক্ষ্য বাংলা ভাষায় মানসম্মত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। আপনি চাইলে যে কোনো বিষয়ের উপর সংবাদ লিখতে পারেন বা বিদ্যমান প্রতিবেদনগুলো উন্নত করতে সহায়তা করতে পারেন।

যোগ দিতে বা আরও জানতে এখানে দেখুন: বাংলা উইকিসংবাদ

আপনার সক্রিয় অংশগ্রহণ বাংলা ভাষার মুক্ত জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ!

শুভেচ্ছান্তে, মোবাশশির' (আলাপ) ১৪:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবি নিবন্ধের শিরোনাম নিয়ে মতামত

সম্পাদনা

আসসালামুআলাইকুম, বেশীর ভাগ নিবন্ধে রাহমান লেখা থাকে। কিন্তু আরবি উচ্চারণ হবে রহমান। সেই বিষয়ে কোন শিরোনাম রাখা উচিত তা নিয়ে মতামত চাচ্ছি। মোবাশশির' (আলাপ) ১১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে রহমান হওয়া উচিত, কারণ এটা কেবল সঠিক আরবি প্রতিবর্ণীকরণই নয়, বরং বাংলায় একে সাধারণত "রহমান"ই লেখা হয় (অবশ্য কেউ কেউ "রেহমান" লেখেন, যেমন আমাদের ঐশিক, কিন্তু সেটা ব্যতিক্রম)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার মতামতকে   সমর্থন মোবাশশির' (আলাপ) ১১:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 নামের রহমান আর তাসমিয়ার রহমানে পার্থক্য আছে। তাসমিয়াতে, উভয় বানানই প্রচলিত ও শুদ্ধ। আরবি الرحمن এর বাংলা, না আর-রহমান আর না আর-রাহমান। ر এমন মূর্ধণ্য বর্ণ, যাকে আরবিতে মুস্তালিয়া বলে। এটা না "রা", না "র"। বাংলা বা ইংরেজিতে এর প্রতিবর্ণ নেই। প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ ইত্যাদি পত্রিকায় বর্তমান বানানটিই বহুল আকারে ব্যবহৃত হয়েছে। সুতরাং নাম পরিবর্তনের এই অনুরোধ সঠিক নয় যে, এটা সঠিক উচ্চারণ নয় বা ভুল। আর আলাপ পাতায় আলোচনা চলমান থাকার পরও আবার আলোচনাসভায় বিষয়টির উত্থাপন আমার কাছে সঠিক মনে হচ্ছে না। ―  ☪  কাপুদান পাশা () ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ভাই, আপনি কি সুরা আর রাহমান বলেন নাকি সুরা আর রহমান বলেন? মোবাশশির' (আলাপ) ১৪:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Md Mobashir Hossain আমি বা অন্য কেউ কবে থেকে উইকিপিডিয়ার কর্ণধার হয়ে গেল যে, সে যা উচ্চারণ করবে, সেটা মুখ্য হবে? আজকের আগে এই ধরনের আলাপ আমি শুনিনি।
আপনার অপ্রাসঙ্গিক প্রশ্নেরই উত্তর দিচ্ছি: হাফিজ হিসেবে আমি কুরআনের শুদ্ধ উচ্চারণ করি। সুতরাং আমার উচ্চারণ না রহমান, না রাহমান। উপরে যেমনটা বলেছি, সিফাত অনুযায়ীই সকল হরফে প্রয়োগ করতে অভ্যস্ত। একটা উদাহরণ দেই, হয়ত কখনো শুনে থাকবেন; ইখফার গুন্নাহ ইখফা হবে তখন, যখন নুন সাকিনকে পরবর্তী হরফের মাখরাজে নিয়ে যাওয়া হবে। কিন্তু সাধারণত অনারবরা এটা অনুশীলন করেননা। তারা অনুস্বার আর ন-এর মাঝামাঝি একটি উচ্চারণ সকল ইখফার হরফের পূর্বের নুন সাকিন বা তানভিনে করে থাকেন। যেমন- ইনশাআল্লাহের উচ্চারণ তারা ইংশাআল্লাহ করেন। কিন্তু আমাদেরকে আমাদের উস্তাদরা এই উচ্চারণ এমনভাবে শিখিয়েছেন যে, আমাদের স্বয়ংক্রিয় পরবর্তী হরফের মাখরাজে জিহ্বা চলে যায়। কিন্তু এখানে এটা মুখ্য নয়। উদাহরণ দিলে বুঝবেন, সূরা আনফাল, এটার উচ্চারণ সূরতুল আঙফাল, যেখানে ঙ/ং ফা-এর মাখরাজ থেকে উচ্চারিত হবে। বলুন, এটা বাংলায় কীভাবে লেখা হবে? সুতরাং কে কীভাবে উচ্চারণ করে; এসব কথা বলে বিষয়টি কঠিন না করাই শ্রেয়। ―  ☪  কাপুদান পাশা () ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Reminder: first part of the annual UCoC review closes soon

সম্পাদনা

My apologies for writing in English. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন.

This is a reminder that the first phase of the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines will be closing soon. You can make suggestions for changes through the end of day, 3 February 2025. This is the first step of several to be taken for the annual review. Read more information and find a conversation to join on the UCoC page on Meta. After review of the feedback, proposals for updated text will be published on Meta in March for another round of community review.

Please share this information with other members in your community wherever else might be appropriate.

-- In cooperation with the U4C, Keegan (WMF) (talk) ০০:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন