উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/৭-১২

প্রশাসকদের আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - জুন জুলাই - ডিসেম্বর
২০১৪ নেই ১২
২০১৫ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৬ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৭ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৮ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০১৯ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২০ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২১ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২২ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৩ ১ থেকে ৬ ৭ থেকে ১২
২০২৪ ১ থেকে ৬ ৭ থেকে ১২

এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিবন্ধে সম্পাদনা যুদ্ধ

এ এইচ এম খায়রুজ্জামান লিটন (ইতিহাস) পাতায় সম্পাদনা যুদ্ধ চলমান রয়েছে। এব্যাপারে পাতা সুরক্ষা অথবা অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। — AKanik 💬 ১৮:১৩, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)

বাধা দেওয়া হয়েছে। আরেকজন প্রশাসক পাতা সুরক্ষিত করেছেন। -- Yahya (আলাপ | অবদান) ২০:৫১, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)

বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর নতুন অ্যাকাউন্ট

Antu Official (অবদান) বাধাপ্রাপ্ত হবার পর, একই কার্যক্রম করার জন্য Mashrafi Official (অবদান) অ্যাকাউন্ট খোলা হয়েছে। বাধা দেয়া উচিত মনে করি এবং তথ্য সংগ্রহ করে গুছিলে লিখে সকপাপেট তদন্ত পাতা খোলা যায়। — AKanik 💬 ০৫:৪১, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)

ভাই আমি সাতক্ষীরার বাসিন্দা আমার নাম মাসরাফি। আমার দ্বিতীয় কোন একাউন্ট নেই। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ ❤️ Mashrafi Official (আলাপ) ০৬:২১, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
বৈশ্বিকভাবে অবরুদ্ধ করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:১৬, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
আর সকপাপেট পাতা ইতোমধ্যে আছে। উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Mashrafiantu। -- Yahya (আলাপ | অবদান) ১৬:২৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
@Yahya: ধন্যবাদ। একটু আগে তৈরি Mashrafi Antu Official (অবদান) নাম দেখে মোটামুটি নিশ্চিত। — AKanik 💬 ১৭:০৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
বৈশ্বিকভাবে অবরুদ্ধ। আর কোনো অ্যাকাউন্ট আমার চোখে পড়ে নি — AKanik 💬 ০৫:৩৬, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)

সংস্করণ অপসারণ করুন

বিশেষ:পার্থক্য/7490227, আক্রমণাত্মক --বোরহান (আলাপ) ১৩:০৫, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)

@Borhan   দৃশ্যমানতা পরিবর্তন করা হয়েছে। -- Aishik Rehman (আলাপ) ০৮:০৫, ২৫ জুলাই ২০২৪ (ইউটিসি)

প্রাচীন প্রযুক্তি

প্রাচীন প্রযুক্তি পাতায় অনেক তথ্যসূত্র মুছে দেওয়া হয়েছে। প্রশাসকরা অনুগ্রহ করে দেখুন।Nil Nandy (আলাপ) ১৪:২০, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)

উক্ত ব্যবহারকারীকে বাধা দেওয়া হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩৬, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)

সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির

এটি সিমলাপাল শহরের মধ্যে একমাত্র বালিকা বিদ্যালয়। নারী শিক্ষা প্রসারের স্বার্থে এই বিদ্যালয়ের তথ্য রাখা খুবই যুক্তিসম্মত বলে মনে করি। তুষারকান্তি ষন্নিগ্রহী (আলাপ) ১৮:২৮, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)

@তুষার কান্তি ষন্নিগ্রহী আপনি সম্প্রতি উক্ত নামে নিবন্ধ তৈরি করেছিলেন এবং সেটি অপসারণ করা হয়েছে, কারণ উইকিপিডিয়াতে এ নামে নিবন্ধটি থাকার মতো কোনো তথ্যসূত্র নেই। ইউনুছ মিঞা (আলাপ) ১৯:০১, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
মহাশয়, আন্তরিক শুভেচ্ছা জানাই।শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণিকা, নিজস্ব প্রস্পেক্টাস গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো আমি সবসময়ই উল্লেখ করি। গুগলে সার্চ করলে আপনারাও এগুলো দেখতে পাবেন। সরকারিভাবে বিদ্যালয়ের ওয়েবসাইটও থাকে। দয়া করে আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণ অপসারণ না করে বিভিন্ন সূত্র থেকে নিয়ে তা আরো আকর্ষণীয় করে তুলুন। এই আমার অনুরোধ। তুষারকান্তি ষন্নিগ্রহী (আলাপ) ১১:৫৫, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০১, ২০২৪ ২৩:১০

নিচের পাতাগুলোতে সম্পাদনা যুদ্ধের আভাস পাচ্ছি

  1. কুষ্টিয়া পৌরসভা: মোঃ সাকিবুল হাসান, 5.156.215.187

এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৭:১০, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@মোঃ সাকিবুল হাসান: ভবিষ্যতে সম্পাদনা যুদ্ধ করা থেকে বিরত থাকবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪২, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৩, ২০২৪ ১৫:২০

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. উইকিপিডিয়া:খেলাঘর: আফতাবুজ্জামান, WikitanvirBot

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৯:২০, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)

এগুলো সম্পাদনা যুদ্ধ নয়। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪১, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
@MdsShakil এরকম ক্ষেত্রে আমাকে পিং করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেবেন। আর অনুগ্রহপূর্বক আর কোন কোন পাতাকে আওতামুক্ত রাখবো, একটা তালিকা দিলে ভালো হয়। আর দুঃখিত, সমাপ্ত আলোচনায় নতুন বার্তা দেয়ায়। নকীব সরকার বলুন... ২৩:০২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

স্ফুটনাঙ্ক

স্ফুটনাঙ্ক নামকে স্ফুটনাংক নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা প্রমিত বানান নয়। উইকিপিডিয়া:বানান অনুযায়ী এটি "স্ফুটনাঙ্ক" হওয়া উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:০৩, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৭, ২০২৪ ০২:০০

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইউনুছ মিঞা, Nahian

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২০:০০, ৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৭, ২০২৪ ০৬:১৮

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. কুষ্টিয়া পৌরসভা: মোঃ সাকিবুল হাসান, 5.156.215.187

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০০:১৮, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@Nokib Sarkar: উক্ত পাতায় 5.156.215.187-এর সর্বশেষ সম্পাদনা ছিল ১ আগস্ট। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৯, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

কক্ষপথ

কক্ষপথ নামটি কক্ষপথ (গ্রহ) নামে পুনর্নির্দেশ করছে। এটা সঠিক নয়, কারণ জ্যোতির্বৈজ্ঞানিক অর্থ ছাড়া আর কোনো অর্থে "কক্ষপথ" শব্দের ব্যবহার নেই। তাই উক্ত নিবন্ধকে কক্ষপথ নামে স্থানান্তরের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৯:৪৭, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

এক মিনিট, ইলেকট্রনের শক্তিস্তরকেও বাংলায় "কক্ষপথ" বলা হয়, বিশেষ করে পরমাণু গঠনের রাদারফোর্ড ও বোর তত্ত্ব নিয়ে আলোচনার সময়। তাহলে আমি কক্ষপথ পাতাকে একটি দ্ব্যর্থতা নিরসন পাতায় রূপান্তরিত করছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৯:৫২, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

উবুন্টু

উবুন্টু নামকে উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন) নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা সঠিক নয়। বাংলায় "উবুন্টু" বলতে একধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন ছাড়া আর কোনো অর্থ নেই (সি ও সি++ প্রোগ্রামিঙের সময় আমি অনেকসময় উবুন্টু ব্যবহার করি)। তাই অযথা দ্ব্যর্থতা নিরসন অপসারণের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:৫৯, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

  •   সমর্থন
-- R1F4T (আলাপ · অবদান) ১১:৫৭, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
স্থানান্তর করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৫, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

শিম্পাঞ্জি

শিম্পাঞ্জি নামকে শিম্পাঞ্জী নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা প্রমিত বানান নয়। উইকিপিডিয়া:বানান অনুযায়ী এটি "শিম্পাঞ্জি" হওয়া উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:১৪, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@Sbb1413 শিম্পাঞ্জী শব্দটা বিদেশি শব্দ কিনা তা নিশ্চিত না, যদি এটা বিদেশি না হয় তাহলে তো যেমনটা আছে এমনটাই হওয়ার কথা। @Meghmollar2017 এবং MS Sakib: তোমাদের কী মনে হয়? —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৬, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
@MdsShakil, @Sbb1413, “শিম্পাঞ্জি” শব্দটি সংস্কৃত থেকে আগত বা আত্তীকৃত নয়, wiktionary:en:chimpanzee#Etymology দ্রষ্টব্য। প্রচলিত বানান দেখলেও, নিবন্ধের নাম ই-কারযুক্ত “শিম্পাঞ্জি” হওয়া উচিত। — আদিভাইআলাপ১৪:৫৩, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৫:০১, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় বিদ্যমান অসংগতি

পুরাণ (ভারতীয় শাস্ত্র) ২০০৯ সালের ৩০ ডিসেন্বর পুরাণ শিরোনামে ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়। এরপর এর শিরোনাম কয়েকবার স্থানান্তর করা হয় এবং পুরাণ পাতাটিতে একটি দ্ব্যর্থতা নিরসনকারী পাতা তৈরি করা হয়। কিন্তু পুরাণ (ভারতীয় শাস্ত্র) নিবন্ধটি পর্যালোচনা করা ছাড়াই একে ভালো নিবন্ধের মনোনয়ন থেকে অপসারণ করা হয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

এছাড়া, কুরআন নিবন্ধটি পর্যালোচনাতে উত্তীর্ণ হওয়া ছাড়াই এখানে ভালো নিবন্ধের ব্যাজ যোগ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ নিবন্ধটি ২০১৬ সালে যুদ্ধবিগ্রহ অংশে মনোনীত হয়েছিল। এরপর এটি পর্যালোচনা হওয়া ছাড়াই আবার বিশ্ব ইতিহাস অংশে মনোনীত হয়। এটি অপসারণের জন্য অনুরোধ করছি।--সাজিদ রেজা করিম ০৮:০০, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@Sajid Reza Karim: সাহসী হোন, পুরাণ (ভারতীয় শাস্ত্র) পাতাটি পুনরায় মনোনয়ন দিন, কুরআন পাতাটি পর্যালোচনা না হলে ব্যাজ সরিয়ে নিন ও খালিদ বিন ওয়ালিদ পাতাটি বিশ্ব ইতিহাস অংশ থেকে সরিয়ে ফেলুন। এখানে প্রশাসকদের হস্তক্ষেপের প্রয়োজন নেই :) —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৯, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

অপব্যবহারকারী আইপিকে বাধা দেওয়া

103.73.107.74 আইপি ঠিকানা থেকে শেখ পরিবারের ব্যক্তিদের নিবন্ধে ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১৬:২৬, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

বাধা প্রদান করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ২২:০২, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সংস্করণ অপসারণ অনুরোধ

কারণ: সঅ ৪: ব্যক্তিগত তথ্য। –TANBIRUZZAMAN (💬) ২১:৪৯, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

গোপন করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ২২:০০, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ১৭, ২০২৪ ২১:৪৪

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. চট্টগ্রাম মেডিকেল কলেজ: Ajijul Islam emon104, ইউনুছ মিঞা

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৫:৪৪, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)

"মোঃ আহসান হাবিব রিফাত"-কে নিয়ে অভিযোগ

ব্যবহারকারী:মোঃ আহসান হাবিব রিফাত-এর ব্যক্তিগত প্রচারণার একটি তালিকা তৈরি করতে সক্ষম হয়েছি, নিশ্চিত নই যে সবগুলো যোগ করতে পেরেছি কিনা। উল্লেখ্য তার ৭০০+ সম্পাদনা রয়েছে।

তিনি পূর্বেও নিজের নামে নিবন্ধ তৈরি করেছিলেন, তবে আরো তথ্য সংগ্রহ করতে সময় লাগবে। — AKanik 💬 ১৫:১৬, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@মোঃ আহসান হাবিব রিফাত: আপনি বিভিন্ন নিবন্ধে গিয়ে এই কাজগুলি কেন করেছেন বলবেন কী? আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি ব্যক্তিগত প্রচারণা স্বার্থেই কাজগুলো করেছি। তবে এরপর থেকে আর এরকম কাজে যুক্ত হবো না।
আমি উইকিপিডিয়া নতুন, তাই বুঝতে পারিনি। আশাকরি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ১৫:২৮, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
@মোঃ আহসান হাবিব রিফাত প্রচারণামূলক সম্পাদনা ও‌‌ ধ্বংসাত্মক সম্পাদনার জন্য আপনাকে এর পূর্বে বাঁধা দেওয়া হয়েছিলো, এরপরও আপনি এই কাজ চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। এরপর যদি কোথাও আপনার কোনোরূপ প্রচারণামূলক সম্পাদনা বা‌ ধ্বংসাত্মক সম্পাদনা দেখা যায় তবে কোনো প্রকার পূর্বসতর্কতা ব্যতিরেকে আপনাকে অসীম মেয়াদে বাধা প্রদান করা হবে। কাজেই সতর্ক থাকুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩১, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ১৫:৩৯, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
@মোঃ আহসান হাবিব রিফাত, আপনি কথা দিচ্ছেন যে ভবিষ্যতে আর এই জাতীয় ব্যক্তিগত প্রচারণা করবেন না? আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
হ্যাঁ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ২৩:৪৮, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
@মোঃ আহসান হাবিব রিফাত, আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৫, ২৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)

আইপিকে বাধা দেওয়া

2401:1900:53:F419:3CBC:92FF:FE2B:9B30 আইপি থেকে খাব্বাব ইবনুল আরাত নিবন্ধে বারবার 'সাঃ' যোগ করা হচ্ছে। আমি ৩ বার রোলব্যাক করে ফেলেছি। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ০৮:১৯, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৯:৪৯, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ :আগস্ট ২৯, ২০২৪ ০১:১৬

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. আবদুল আজিজ মিয়া: Md Mofakkirul Islam, মোহাম্মদ জনি হোসেন

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৯:১৬, ২৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)

সম্পাদনা যুদ্ধ নয়, @মোহাম্মদ জনি হোসেন একজন ব্যবহারকারীর এক পাতায় করা সব সম্পাদনা বাতিল করার সময় প্রতিটা আলাদাভাবে না করে একবারে বাতিল করবে। এই কাজে টুইংকল ব্যবহার করতে পারো, পাশাপাশি রোলব্যাকার অধিকারের জন্য আবেদন করতে পারো। —শাকিল (আলাপ · অবদান) ০৭:০১, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)

শঙ্কর সেনগুপ্ত

মাননীয় প্রশাসকবৃন্দ, শঙ্কর সেনগুপ্ত পাতাটি সত্তরোর্ধ আমি অবসরে তৈরি করেছিলাম। পশ্চিমবঙ্গের কলকাতা হতে প্রকাশিত 'সাহিত্য সংসদের চরিতাভিধানে এই নামের নিবন্ধ দ্বিতীয় খণ্ড অবশ্যই আছে। সমস্ত তথ্য একত্র করে বাংলা উইকিপিডিয়ার জন্য রেখেছিলাম। আপনাদের সুরক্ষা বাধা অতিক্রম করতে বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। অধমের তৈরি কাজটি মুক্ত বিহঙ্গের মতো বাংলা উইকিপিডিয়া প্রদর্শনের সুযোগ পায় আমি বাধিত হবো। ধন্যবাদান্তে- Lakshmikanta Manna (আলাপ) ১১:৫৯, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)

@Lakshmikanta Manna   করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১২:৫০, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
অশেষ ধন্যবাদ প্রশাসক মান্যবরদের। Lakshmikanta Manna (আলাপ) ১৩:০৬, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)

বাধাদান করুন

TANBIRUZZAMAN (💬) ১০:২৩, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)

Yahya দ্বারা করা হয়েছে। –TANBIRUZZAMAN (💬) ১১:০৯, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)

বাধাদানের অনুরোধ: 103.158.158.37

ধ্বংসপ্রবণতা। XReport --–TANBIRUZZAMAN (💬) ০৬:৫৩, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১১:২২, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)

রাশিদ আবরার রক্তিম

Sir, I have created an article in Bangla. But when I search in google I don't find it. Then I have seen it has been uprooted. So please approve my article.

     Thanks Wikipedia team. Rashid Abrar Roktim (আলাপ) ১৬:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
@Rashid Abrar Roktim উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। আত্মপ্রচারণার জায়গা নয়। পড়ুন: উইকিপিডিয়া:আত্মজীবনী। ―  ☪  কাপুদান পাশা () ২০:১২, ১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
তাহলে আমি কি নিজের সমন্ধে লিখতে পাবো না? তাহলে আমি কিভাবে নিজের আর্টিকেল তৈরি করব? ।। দয়া করে জানাবেন যে এইভাবে করলে আর্টিকেলটি এপ্রুভ হবে...।।
ধন্যবাদ Rashid Abrar Roktim (আলাপ) ০৬:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
@Rashid Abrar Roktim আপনি উইকিপিডিয়া নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য কোন ব্যক্তি নন। পড়ুন, WP:উল্লেখযোগ্যতা ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪২, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)

আইপিকে বাধা দিন

103.103.89.131 আইপি থেকে বিভিন্ন ট্রেনের নিবন্ধে ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ০৬:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৬:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)