উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/৭-১২
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - জুন | জুলাই - ডিসেম্বর | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৪ | নেই | ১২ | ||||||||
২০১৫ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৬ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৭ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৮ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০১৯ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২০ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২১ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২২ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২৩ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
২০২৪ | ১ থেকে ৬ | ৭ থেকে ১২ | ||||||||
এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিবন্ধে সম্পাদনা যুদ্ধ
এ এইচ এম খায়রুজ্জামান লিটন (ইতিহাস) পাতায় সম্পাদনা যুদ্ধ চলমান রয়েছে। এব্যাপারে পাতা সুরক্ষা অথবা অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। — AKanik 💬 ১৮:১৩, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে। আরেকজন প্রশাসক পাতা সুরক্ষিত করেছেন। -- Yahya (আলাপ | অবদান) ২০:৫১, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর নতুন অ্যাকাউন্ট
Antu Official (অবদান) বাধাপ্রাপ্ত হবার পর, একই কার্যক্রম করার জন্য Mashrafi Official (অবদান) অ্যাকাউন্ট খোলা হয়েছে। বাধা দেয়া উচিত মনে করি এবং তথ্য সংগ্রহ করে গুছিলে লিখে সকপাপেট তদন্ত পাতা খোলা যায়। — AKanik 💬 ০৫:৪১, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- ভাই আমি সাতক্ষীরার বাসিন্দা আমার নাম মাসরাফি। আমার দ্বিতীয় কোন একাউন্ট নেই। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ ❤️ Mashrafi Official (আলাপ) ০৬:২১, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- বৈশ্বিকভাবে অবরুদ্ধ করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:১৬, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- আর সকপাপেট পাতা ইতোমধ্যে আছে। উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Mashrafiantu। -- Yahya (আলাপ | অবদান) ১৬:২৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Yahya: ধন্যবাদ। একটু আগে তৈরি Mashrafi Antu Official (অবদান) নাম দেখে মোটামুটি নিশ্চিত। — AKanik 💬 ১৭:০৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- বৈশ্বিকভাবে অবরুদ্ধ। আর কোনো অ্যাকাউন্ট আমার চোখে পড়ে নি — AKanik 💬 ০৫:৩৬, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Yahya: ধন্যবাদ। একটু আগে তৈরি Mashrafi Antu Official (অবদান) নাম দেখে মোটামুটি নিশ্চিত। — AKanik 💬 ১৭:০৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- আর সকপাপেট পাতা ইতোমধ্যে আছে। উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Mashrafiantu। -- Yahya (আলাপ | অবদান) ১৬:২৪, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- বৈশ্বিকভাবে অবরুদ্ধ করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:১৬, ১৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
সংস্করণ অপসারণ করুন
বিশেষ:পার্থক্য/7490227, আক্রমণাত্মক --বোরহান (আলাপ) ১৩:০৫, ১৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Borhan দৃশ্যমানতা পরিবর্তন করা হয়েছে। -- Aishik Rehman (আলাপ) ০৮:০৫, ২৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির
এটি সিমলাপাল শহরের মধ্যে একমাত্র বালিকা বিদ্যালয়। নারী শিক্ষা প্রসারের স্বার্থে এই বিদ্যালয়ের তথ্য রাখা খুবই যুক্তিসম্মত বলে মনে করি। তুষারকান্তি ষন্নিগ্রহী (আলাপ) ১৮:২৮, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @তুষার কান্তি ষন্নিগ্রহী আপনি সম্প্রতি উক্ত নামে নিবন্ধ তৈরি করেছিলেন এবং সেটি অপসারণ করা হয়েছে, কারণ উইকিপিডিয়াতে এ নামে নিবন্ধটি থাকার মতো কোনো তথ্যসূত্র নেই। ইউনুছ মিঞা (আলাপ) ১৯:০১, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
- মহাশয়, আন্তরিক শুভেচ্ছা জানাই।শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণিকা, নিজস্ব প্রস্পেক্টাস গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো আমি সবসময়ই উল্লেখ করি। গুগলে সার্চ করলে আপনারাও এগুলো দেখতে পাবেন। সরকারিভাবে বিদ্যালয়ের ওয়েবসাইটও থাকে। দয়া করে আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণ অপসারণ না করে বিভিন্ন সূত্র থেকে নিয়ে তা আরো আকর্ষণীয় করে তুলুন। এই আমার অনুরোধ। তুষারকান্তি ষন্নিগ্রহী (আলাপ) ১১:৫৫, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধ পুনরুদ্ধার করা হয়নি। নিবন্ধটি পুনরায় তৈরি করতে চাইলে অথবা পুনরুদ্ধার করতে চাইলে নীতিমালা অনুযায়ী নিবন্ধের উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০১, ২০২৪ ২৩:১০
নিচের পাতাগুলোতে সম্পাদনা যুদ্ধের আভাস পাচ্ছি
এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৭:১০, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ সাকিবুল হাসান: ভবিষ্যতে সম্পাদনা যুদ্ধ করা থেকে বিরত থাকবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪২, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৩, ২০২৪ ১৫:২০
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৯:২০, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- এগুলো সম্পাদনা যুদ্ধ নয়। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪১, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil এরকম ক্ষেত্রে আমাকে পিং করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেবেন। আর অনুগ্রহপূর্বক আর কোন কোন পাতাকে আওতামুক্ত রাখবো, একটা তালিকা দিলে ভালো হয়। আর দুঃখিত, সমাপ্ত আলোচনায় নতুন বার্তা দেয়ায়। ‐নকীব সরকার বলুন... ২৩:০২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
স্ফুটনাঙ্ক
স্ফুটনাঙ্ক নামকে স্ফুটনাংক নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা প্রমিত বানান নয়। উইকিপিডিয়া:বানান অনুযায়ী এটি "স্ফুটনাঙ্ক" হওয়া উচিত। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১১:০৩, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৭, ২০২৪ ০২:০০
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২০:০০, ৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৭, ২০২৪ ০৬:১৮
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০০:১৮, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar: উক্ত পাতায় 5.156.215.187-এর সর্বশেষ সম্পাদনা ছিল ১ আগস্ট। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৯, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
কক্ষপথ
কক্ষপথ নামটি কক্ষপথ (গ্রহ) নামে পুনর্নির্দেশ করছে। এটা সঠিক নয়, কারণ জ্যোতির্বৈজ্ঞানিক অর্থ ছাড়া আর কোনো অর্থে "কক্ষপথ" শব্দের ব্যবহার নেই। তাই উক্ত নিবন্ধকে কক্ষপথ নামে স্থানান্তরের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০৯:৪৭, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- এক মিনিট, ইলেকট্রনের শক্তিস্তরকেও বাংলায় "কক্ষপথ" বলা হয়, বিশেষ করে পরমাণু গঠনের রাদারফোর্ড ও বোর তত্ত্ব নিয়ে আলোচনার সময়। তাহলে আমি কক্ষপথ পাতাকে একটি দ্ব্যর্থতা নিরসন পাতায় রূপান্তরিত করছি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ০৯:৫২, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
উবুন্টু
উবুন্টু নামকে উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন) নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা সঠিক নয়। বাংলায় "উবুন্টু" বলতে একধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন ছাড়া আর কোনো অর্থ নেই (সি ও সি++ প্রোগ্রামিঙের সময় আমি অনেকসময় উবুন্টু ব্যবহার করি)। তাই অযথা দ্ব্যর্থতা নিরসন অপসারণের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১০:৫৯, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- সমর্থন
- -- R1F4T (আলাপ · অবদান) ১১:৫৭, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- স্থানান্তর করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৫, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
শিম্পাঞ্জি
শিম্পাঞ্জি নামকে শিম্পাঞ্জী নামে পুনর্নির্দেশ করা হয়েছে, যা প্রমিত বানান নয়। উইকিপিডিয়া:বানান অনুযায়ী এটি "শিম্পাঞ্জি" হওয়া উচিত। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১১:১৪, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Sbb1413 শিম্পাঞ্জী শব্দটা বিদেশি শব্দ কিনা তা নিশ্চিত না, যদি এটা বিদেশি না হয় তাহলে তো যেমনটা আছে এমনটাই হওয়ার কথা। @Meghmollar2017 এবং MS Sakib: তোমাদের কী মনে হয়? —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৬, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil, @Sbb1413, “শিম্পাঞ্জি” শব্দটি সংস্কৃত থেকে আগত বা আত্তীকৃত নয়, wiktionary:en:chimpanzee#Etymology দ্রষ্টব্য। প্রচলিত বানান দেখলেও, নিবন্ধের নাম ই-কারযুক্ত “শিম্পাঞ্জি” হওয়া উচিত। — আদিভাই • আলাপ • ১৪:৫৩, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৫:০১, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil, @Sbb1413, “শিম্পাঞ্জি” শব্দটি সংস্কৃত থেকে আগত বা আত্তীকৃত নয়, wiktionary:en:chimpanzee#Etymology দ্রষ্টব্য। প্রচলিত বানান দেখলেও, নিবন্ধের নাম ই-কারযুক্ত “শিম্পাঞ্জি” হওয়া উচিত। — আদিভাই • আলাপ • ১৪:৫৩, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় বিদ্যমান অসংগতি
পুরাণ (ভারতীয় শাস্ত্র) ২০০৯ সালের ৩০ ডিসেন্বর পুরাণ শিরোনামে ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়। এরপর এর শিরোনাম কয়েকবার স্থানান্তর করা হয় এবং পুরাণ পাতাটিতে একটি দ্ব্যর্থতা নিরসনকারী পাতা তৈরি করা হয়। কিন্তু পুরাণ (ভারতীয় শাস্ত্র) নিবন্ধটি পর্যালোচনা করা ছাড়াই একে ভালো নিবন্ধের মনোনয়ন থেকে অপসারণ করা হয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়া, কুরআন নিবন্ধটি পর্যালোচনাতে উত্তীর্ণ হওয়া ছাড়াই এখানে ভালো নিবন্ধের ব্যাজ যোগ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ নিবন্ধটি ২০১৬ সালে যুদ্ধবিগ্রহ অংশে মনোনীত হয়েছিল। এরপর এটি পর্যালোচনা হওয়া ছাড়াই আবার বিশ্ব ইতিহাস অংশে মনোনীত হয়। এটি অপসারণের জন্য অনুরোধ করছি।--সাজিদ রেজা করিম ০৮:০০, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Sajid Reza Karim: সাহসী হোন, পুরাণ (ভারতীয় শাস্ত্র) পাতাটি পুনরায় মনোনয়ন দিন, কুরআন পাতাটি পর্যালোচনা না হলে ব্যাজ সরিয়ে নিন ও খালিদ বিন ওয়ালিদ পাতাটি বিশ্ব ইতিহাস অংশ থেকে সরিয়ে ফেলুন। এখানে প্রশাসকদের হস্তক্ষেপের প্রয়োজন নেই :) —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৯, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
অপব্যবহারকারী আইপিকে বাধা দেওয়া
103.73.107.74 আইপি ঠিকানা থেকে শেখ পরিবারের ব্যক্তিদের নিবন্ধে ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১৬:২৬, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- বাধা প্রদান করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ২২:০২, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সংস্করণ অপসারণ অনুরোধ
কারণ: সঅ ৪: ব্যক্তিগত তথ্য। –TANBIRUZZAMAN (💬) ২১:৪৯, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- গোপন করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ২২:০০, ১৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ১৭, ২০২৪ ২১:৪৪
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৫:৪৪, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
"মোঃ আহসান হাবিব রিফাত"-কে নিয়ে অভিযোগ
ব্যবহারকারী:মোঃ আহসান হাবিব রিফাত-এর ব্যক্তিগত প্রচারণার একটি তালিকা তৈরি করতে সক্ষম হয়েছি, নিশ্চিত নই যে সবগুলো যোগ করতে পেরেছি কিনা। উল্লেখ্য তার ৭০০+ সম্পাদনা রয়েছে।
- বিশেষ:পার্থক্য/7550901
- বিশেষ:পার্থক্য/7550985
- বিশেষ:পার্থক্য/7554829
- বিশেষ:পার্থক্য/7554795
- বিশেষ:পার্থক্য/7550900
- বিশেষ:পার্থক্য/7553295
- বিশেষ:পার্থক্য/7553315
- বিশেষ:পার্থক্য/7554803
- বিশেষ:পার্থক্য/7554809
- বিশেষ:পার্থক্য/7550915
- বিশেষ:পার্থক্য/7553312
- বিশেষ:পার্থক্য/7554732
- বিশেষ:পার্থক্য/7554798
- বিশেষ:পার্থক্য/7554729
- বিশেষ:পার্থক্য/7553308
- বিশেষ:পার্থক্য/7550989
- বিশেষ:পার্থক্য/7553291
- বিশেষ:পার্থক্য/7550995
- বিশেষ:পার্থক্য/7550992
- বিশেষ:পার্থক্য/7554770
- বিশেষ:পার্থক্য/7551002
- বিশেষ:পার্থক্য/7554766
- বিশেষ:পার্থক্য/7554812
তিনি পূর্বেও নিজের নামে নিবন্ধ তৈরি করেছিলেন, তবে আরো তথ্য সংগ্রহ করতে সময় লাগবে। — AKanik 💬 ১৫:১৬, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত: আপনি বিভিন্ন নিবন্ধে গিয়ে এই কাজগুলি কেন করেছেন বলবেন কী? আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি ব্যক্তিগত প্রচারণা স্বার্থেই কাজগুলো করেছি। তবে এরপর থেকে আর এরকম কাজে যুক্ত হবো না।
- আমি উইকিপিডিয়া নতুন, তাই বুঝতে পারিনি। আশাকরি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ১৫:২৮, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত প্রচারণামূলক সম্পাদনা ও ধ্বংসাত্মক সম্পাদনার জন্য আপনাকে এর পূর্বে বাঁধা দেওয়া হয়েছিলো, এরপরও আপনি এই কাজ চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। এরপর যদি কোথাও আপনার কোনোরূপ প্রচারণামূলক সম্পাদনা বা ধ্বংসাত্মক সম্পাদনা দেখা যায় তবে কোনো প্রকার পূর্বসতর্কতা ব্যতিরেকে আপনাকে অসীম মেয়াদে বাধা প্রদান করা হবে। কাজেই সতর্ক থাকুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩১, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ১৫:৩৯, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত, আপনি কথা দিচ্ছেন যে ভবিষ্যতে আর এই জাতীয় ব্যক্তিগত প্রচারণা করবেন না? আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ২৩:৪৮, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত, আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৫, ২৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- হ্যাঁ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ২৩:৪৮, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত, আপনি কথা দিচ্ছেন যে ভবিষ্যতে আর এই জাতীয় ব্যক্তিগত প্রচারণা করবেন না? আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ মোঃ আহসান হাবিব রিফাত (আলাপ) ১৫:৩৯, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোঃ আহসান হাবিব রিফাত প্রচারণামূলক সম্পাদনা ও ধ্বংসাত্মক সম্পাদনার জন্য আপনাকে এর পূর্বে বাঁধা দেওয়া হয়েছিলো, এরপরও আপনি এই কাজ চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। এরপর যদি কোথাও আপনার কোনোরূপ প্রচারণামূলক সম্পাদনা বা ধ্বংসাত্মক সম্পাদনা দেখা যায় তবে কোনো প্রকার পূর্বসতর্কতা ব্যতিরেকে আপনাকে অসীম মেয়াদে বাধা প্রদান করা হবে। কাজেই সতর্ক থাকুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩১, ২৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
আইপিকে বাধা দেওয়া
2401:1900:53:F419:3CBC:92FF:FE2B:9B30 আইপি থেকে খাব্বাব ইবনুল আরাত নিবন্ধে বারবার 'সাঃ' যোগ করা হচ্ছে। আমি ৩ বার রোলব্যাক করে ফেলেছি। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ০৮:১৯, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:৪৯, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ২৯, ২০২৪ ০১:১৬
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৯:১৬, ২৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- সম্পাদনা যুদ্ধ নয়, @মোহাম্মদ জনি হোসেন একজন ব্যবহারকারীর এক পাতায় করা সব সম্পাদনা বাতিল করার সময় প্রতিটা আলাদাভাবে না করে একবারে বাতিল করবে। এই কাজে টুইংকল ব্যবহার করতে পারো, পাশাপাশি রোলব্যাকার অধিকারের জন্য আবেদন করতে পারো। —শাকিল (আলাপ · অবদান) ০৭:০১, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
শঙ্কর সেনগুপ্ত
মাননীয় প্রশাসকবৃন্দ, শঙ্কর সেনগুপ্ত পাতাটি সত্তরোর্ধ আমি অবসরে তৈরি করেছিলাম। পশ্চিমবঙ্গের কলকাতা হতে প্রকাশিত 'সাহিত্য সংসদের চরিতাভিধানে এই নামের নিবন্ধ দ্বিতীয় খণ্ড অবশ্যই আছে। সমস্ত তথ্য একত্র করে বাংলা উইকিপিডিয়ার জন্য রেখেছিলাম। আপনাদের সুরক্ষা বাধা অতিক্রম করতে বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। অধমের তৈরি কাজটি মুক্ত বিহঙ্গের মতো বাংলা উইকিপিডিয়া প্রদর্শনের সুযোগ পায় আমি বাধিত হবো। ধন্যবাদান্তে- Lakshmikanta Manna (আলাপ) ১১:৫৯, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Lakshmikanta Manna করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১২:৫০, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- অশেষ ধন্যবাদ প্রশাসক মান্যবরদের। Lakshmikanta Manna (আলাপ) ১৩:০৬, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
বাধাদান করুন
- 2400:c600:3430:87e2:1:0:6ad:1c5b (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)
- কারণ: ধ্বংসপ্রবণতা।
–TANBIRUZZAMAN (💬) ১০:২৩, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- Yahya দ্বারা করা হয়েছে। –TANBIRUZZAMAN (💬) ১১:০৯, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.158.158.37
ধ্বংসপ্রবণতা। XReport --–TANBIRUZZAMAN (💬) ০৬:৫৩, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:২২, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
রাশিদ আবরার রক্তিম
Sir, I have created an article in Bangla. But when I search in google I don't find it. Then I have seen it has been uprooted. So please approve my article.
Thanks Wikipedia team. Rashid Abrar Roktim (আলাপ) ১৬:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Rashid Abrar Roktim উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। আত্মপ্রচারণার জায়গা নয়। পড়ুন: উইকিপিডিয়া:আত্মজীবনী। ― ☪ কাপুদান পাশা (✉) ২০:১২, ১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- তাহলে আমি কি নিজের সমন্ধে লিখতে পাবো না? তাহলে আমি কিভাবে নিজের আর্টিকেল তৈরি করব? ।। দয়া করে জানাবেন যে এইভাবে করলে আর্টিকেলটি এপ্রুভ হবে...।।
- ধন্যবাদ Rashid Abrar Roktim (আলাপ) ০৬:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Rashid Abrar Roktim আপনি উইকিপিডিয়া নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য কোন ব্যক্তি নন। পড়ুন, WP:উল্লেখযোগ্যতা ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৪২, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
আইপিকে বাধা দিন
103.103.89.131 আইপি থেকে বিভিন্ন ট্রেনের নিবন্ধে ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ০৬:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
প্রাচীন প্রযুক্তি
প্রাচীন প্রযুক্তি পাতায় অনেক তথ্যসূত্র মুছে দেওয়া হয়েছে। প্রশাসকরা অনুগ্রহ করে দেখুন।Nil Nandy (আলাপ) ১৪:২০, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)
- উক্ত ব্যবহারকারীকে বাধা দেওয়া হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩৬, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Suman Namkhana (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)
- কারণ: বিভিন্ন পাতায় প্রচারণা। এছাড়া বাধাপ্রাপ্ত ব্যবহারকারী Techgup new (আলাপ · অবদান) এবং এটি সম্পৃক্ত বলে মনে হচ্ছে।
–TANBIRUZZAMAN (💬) ১৬:১৮, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.242.22.255
Vandalism XReport --ইমদাদ তাফছীর (আলাপ) ১২:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
বাংলাদেশি বানান
উইকিপিডিয়া প্রচলিত বানান অনুসরণ করে।
ভাষা বিবর্তনশীল, এবং বাংলা একাডেমির নিয়মানুসারে জাতি দেশের বানান হিসেবে হ্রস্ব ই কার ব্যবহার করা হয়। যেমন: বাঙালি, বাংলাদেশি। যদিও সংবিধানে বাংলাদেশী এবং বাঙালী বলা হয়েছে। কিন্তু সেটি সংবিধান ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় না।
পুরো উইকিপিডিয়াতেই বাঙালি শব্দের বানান বাঙালি লেখা হয়; "বাঙালী" লেখা হয় না দেখলাম। কিন্তু বাংলাদেশি শব্দের বানানটি এখনো পরিবর্তন করা হয়নি। বহুল প্রচলিত সব পত্রিকাতেই "বাংলাদেশি" বানান ব্যবহার করা হয়। আমি দেশীয় এবং আন্তর্জাতিক কিছু পত্রিকার তথ্যসূত্র উল্ল্যেখ করলাম।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১]
পাতাটির শিরোনাম "বাংলাদেশি" করার অনুরোধ জানাচ্ছি।
তথ্যসূত্র
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (১৩ সেপ্টে ২০২৪)। "লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ "ক্ষমা পেয়ে আরব আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ বাংলাদেশি"। দৈনিক প্রথম আলো। ২০২৪-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪।
- ↑ Pratidin, Bangladesh (২০২৪-০৯-১৪)। "সুইজারল্যান্ডের সংসদ নির্বাচনে লড়ছেন বাংলাদেশি আনোয়ার"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪।
- ↑ ডেস্ক, ইত্তেফাক ডিজিটাল (১৩ সেপ্টে ২০২৪)। "বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৩ সেপ্টেম্বর)"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৩ সেপ্টে ২০২৪)। "দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি"। dhakapost.com। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ "ক্ষমা পেয়ে আরব আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ বাংলাদেশি"। ভিওএ। ১৩ সেপ্টে ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ "বাংলাদেশি শিক্ষার্থী হলেন চীনের প্রাদেশিক অ্যাসোসিয়েশনের 'ওভারসিজ ডিরেক্টর'"। RTV Online। ১৪ সেপ্টে ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ Desk, IE Bangla Web (১৪ সেপ্টে ২০২৪)। "গভীর সমুদ্রে দুরন্ত তৎপরতা! বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাণে বাঁচালেন ভারতীয়রা"। Indian Express - Bangla। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ প্রতিনিধি, জেলা (১৪ সেপ্টে ২০২৪)। "ওমানে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু"। dhakapost.com। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ Sen, Soumitra (১৪ সেপ্টে ২০২৪)। "South 24 Parganas: উত্তাল সমুদ্রে ডুবল ট্রলার! গভীর জল থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করল ভারত..."। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
- ↑ ইনকিলাব, দৈনিক (১৪ সেপ্টে ২০২৪)। "প্রধান উপদেষ্টার কৃতিত্বে নিরাপদে আমিরাত থেকে দেশে ফিরলেন ৪০ প্রবাসী বাংলাদেশি"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪।
ইমদাদ তাফছীর (আলাপ) ০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি বাংলাদেশের সংবিধান অনুসারে জাতিগতভাবে বাংলাদেশের নাগরিকগণ "বাংলাদেশী", সংবিধানে পরিবর্তন না হওয়ার আগ পর্যন্ত এটা পরিবর্তন করা হবে না। উপরন্তু পরিবর্তনের আলোচনা করার জায়গা প্রশাসকদের আলোচনাসভা নয়, সম্প্রদায় সিদ্ধান্ত নিলে প্রশাসকগণ উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন এবং সেই সময়ই এখানে অনুরোধ করা যাবে। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- সংবিধান অনুসারে তো আমরা "বাঙালী" তাহলে বাঙালি কেন ব্যবহার করা হচ্ছে উইকিপিডিয়ায়? ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ০৮, ২০২৪ ০১:৩০
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৯:৩০, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar: আমার মনে হয় বটের কোথাও সমস্যা হচ্ছে। উক্ত নিবন্ধে উক্ত দুই ব্যবহারকারীর সর্বশেষ সম্পাদনা ছিল গত ৯ জুলাই। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামানআচ্ছা আমি দেখছি সমস্যা কোথায়। ‐নকীব সরকার বলুন... ২২:৪১, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ভাই, সম্পাদনার ইতিহাস দেখে (যদি তারিখ বাদ দেই), মনে হচ্ছে আসলেই অনেক যুদ্ধ হয়েছে, একে অপরের সম্পাদনা বাতিল করেছেন। কিন্তু এখানে ব্যাপার হলো, বট হিসাব করে না ঠিক কত আগের সম্পাদনা নিয়ে যুদ্ধ হচ্ছে। বটের কাছে যখনই সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে অতীত ইতিহাস ঘাটা শুরু করে ‐নকীব সরকার বলুন... ২২:৫২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা, মনে হচ্ছে আমার প্রশ্নটি বুঝতে ভুল হয়েছে। আপনি বলতে চেয়েছিলেন, সোহেল রানা একটা পুনর্বহাল করতেই বট অতীত ঘাটা শুরু করলো এবং ভিন্ন দুজন ব্যবহারকারীর মধ্যে সম্পাদনা যুদ্ধ এইমাত্র খুজে বের করে আনলো কেন? (এক কথায় কেচো খুড়তে সাপ বের করলো কেন?) -- এটাই কি? ‐নকীব সরকার বলুন... ২২:৫৭, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামানআচ্ছা আমি দেখছি সমস্যা কোথায়। ‐নকীব সরকার বলুন... ২২:৪১, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ১৭, ২০২৪ ১৩:৪৬
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৭:৪৬, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :আগস্ট ১৭, ২০২৪ ১৯:২০
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৩:২০, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar: এখানে ও উপরের অনুচ্ছেদের বার্তায় সম্পাদনা যুদ্ধ কোথায় একটু বলবেন কী? —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪১, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :সেপ্টেম্বর ০২, ২০২৪ ২০:২০
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৪:২০, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @নকীব সরকার আপনার বটের মাথা গেছে 2021 সালের সম্পাদনা দেখে বলছে আফতাবুজ্জামান ভাই সম্পাদনা যুদ্ধে জড়িয়েছেন। ঘটনা সত্য কিন্তু তা ৩ বছর আগের কথা-- R1F4T (আলাপ · অবদান) ১৪:২৯, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১২:২৮
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৬:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১৪:০৩
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৮:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- বত্ব, এই সম্পাদনাটি বট পুনরায় চালু করার পর ব্যাকলগ জমা থাকায় সেখান থেকে শুরু হয়েছে, ফলে কিছুটা অতীতের বিজ্ঞপ্তি এটি। ‐নকীব সরকার বলুন... ০৮:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.137.1.84
বিজ্ঞাপন/প্রচারণা XReport --–TANBIRUZZAMAN (💬) ১০:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ২১:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 118.179.44.214
Vandalism XReport --ইমদাদ (আলাপ) ১৫:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ১৬:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
কাজল আরেফিন অমি
কাজল আরেফিন অমি নিবন্ধন ফিরত অনার জন্য অনুরোধ করছি ওনি উইকিপিডিয়া WP:ANYBIO উল্লেখযোগ্য, তিনি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ১৯,২০,২১তম সেরা পরিচালক - ধারাবাহিক নাটক জয়ী হয়েছেন তথ্য [১], [২] [৩] মো. জনি হোসেন (আলাপ) ০৬:১১, ৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোহাম্মদ জনি হোসেন খসড়া পাতায় নিবন্ধ করে প্রশাসকদের আলাপ পাতায় জমা দিন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১২:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোহাম্মদ জনি হোসেন খসড়া:কাজল আরেফিন অমি পাতায় পুনরুদ্ধার করা হয়েছে। মান উন্নয়ন করে পর্যালোচনার জন্য জমা দিবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
অমিংমাসিত পরিবর্তনসমূহ
তিন দিন ধরে তারেক রহমান পাতায় করা সম্পাদনাগুলো ঝুলে আছে এখন পর্যন্ত রিভিউ করা হয়নি।
রিভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ইমদাদ (আলাপ) ১২:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- পর্যালোচনা করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
মুহাম্মদ ইয়াছিন আরাফাত
আসসালামু আলাইকুম, আমার যোগ করা নতুন আর্টিকেলের ব্যক্তিটি আমার আপন মামা, উনার অনুমতিক্রমে আমি বিষয়গুলো উইকিপিডিয়াতে যোগ করেছি, এখানে যে তথ্যগুলো দেয়া হয়েছে, উনার ওয়েবসাইট এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটে একইভাবে দেয়া রয়েছে, এর বাহিরে ভিন্ন কোন তথ্য না থাকায় তথ্যগুলো একই রকমের দেখাচ্ছে, উইকিপিডিয়ার কপিরাইটে বিষয়গুলো আসার জন্য দুঃখিত, তবে উল্লেখিত তথ্য গুলো সব জায়গায় প্রায় একই রকম থাকায় কপিরাইটের আওতা দিন এসেছে, আপনার কাছে একান্ত অনুরোধ রইল, কপিরাইট তুলে দিয়ে আমার আর্টিকেলটি প্রকাশ করার জন্য, আমার বিষয়ে কোনো তথ্য যাচাই-বাছাইয়ের দরকার হলো সব ধরনের সহযোগিতা করবো ধন্যবাদ ভাইয়া Smabdullah0 (আলাপ) ১৫:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। প্রথমত আপনি উক্ত ব্যক্তিকে ওনার ওয়েবসাইটের লেখা উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করতে বলতে পারেন, অন্যথায় কপিরাইট জনিত সমস্যা সমাধান হবে না। দ্বিতীয়ত, আলোচিত ব্যক্তি উল্লেখযোগ্যতার নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য নন, তাই ওনাকে নিয়ে নিবন্ধ লেখা যাবে না। তৃতীয়ত, আপনি কোনোভাবেই স্বার্থর সংঘাতের জন্য আপনার পরিচিত কাওকে নিয়ে নিবন্ধ লিখতে পারবেন না, সংশ্লিষ্ট ব্যক্তির বিজ্ঞাপন প্রচারের জন্য আপনাকে সতর্ক করা হলো। ভবিষ্যতে এইরকম কাজ করা থেকে বিরত থাকবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৩:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদান করুন Barack Abraham Lincoln
- Barack Abraham Lincoln (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)
- কারণ: ধ্বংসপ্রবণতা
–TANBIRUZZAMAN (💬) ০৯:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
পাতা স্থানান্তর প্রয়োজন
"ইসলামে" শিরোনাম যুক্ত জাতীয় নিবন্ধকে আমরা বাংলা উইকিপিডিয়ায় ইসলামি নামে রেখে থাকি। যেমন "Jesus in Islam" পাতাটি বাংলা উইকিপিডিয়ায় "ঈসা" এবং Jesus বাংলা উইকিপিডিয়ায় "যিশু"। এই নিয়মটি বাংলা উইকিপিডিয়ায় প্রচলিত।
একই নিয়ম মেনে ইসলামে তাওরাত নিবন্ধকে শুধু তাওরাত এবং তাওরাত নিবন্ধকে তোরাহ নামে স্থানান্তর করা প্রয়োজন। কেননা "তাওরাত" পাতাটি শুধু ইহুদিদের ধর্মগ্রন্থ নিয়ে। অন্যদিকে ইসলামে অনেক সময় এটা বিশ্বাস করে বলা হয়ে থাকে যে আসল তাওরাত বর্তমান তাওরাত থেকে ভিন্ন ছিল। তাই বিভ্রান্তি এড়াতে এবং খ্রিস্টান ও মুসলিমদের বিষয়বস্তু আলাদা করতে দুটি পাতা এভাবে স্থানান্তর করা জরুরি। তাই ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকদের নিকট অনুরোধ জানাচ্ছি। মেহেদী আবেদীন ০৭:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন, চমৎকার প্রস্তাব দিয়েছেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৯:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন –TANBIRUZZAMAN (💬) ০৯:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন Emdad Tafsir ১০:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
Swz rokib 123 সম্পর্কে
Swz rokib 123 সিয়েনা মিলার নিবন্ধটি ধ্বংস করছে। দেখুন - সিয়েনা মিলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য 😬CsmLrner ০৮:১৭, ১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৫৬, ৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারী:আফতাবুজ্জামান-এর বিরুদ্ধে অভিযোগ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রশাসক এবং সাধারণ উইকিপিডিয়ানবৃন্দ, আপনারা জানেন, ব্যবহারকারী:আফতাবুজ্জামান বাংলা উইকিপিডিয়ার অনেক পুরনো এবং অভিজ্ঞ একজন প্রশাসক। কিন্তু উনি উনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উইকিপিডিয়ার সাধারণ ব্যবহারকারীদের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ আমি এই আলোচনাসভায় পেশ করতে চাই।
গত ২৯ জুন ২০২৪ তারিখে আমি উইকিপিডিয়ার আজকের নির্বাচিত ছবিতে আমার তোলা একটি ছবি যুক্ত করেছিলাম। নির্বাচিত ছবি যুক্ত করার টিউটোরিয়াল অনুসারে আমি আমার ছবি যুক্ত করেছিলাম। তা সত্ত্বেও ব্যবহারকারী:আফতাবুজ্জামান আমার ছবি সরিয়ে দেন শুধুমাত্র "সুন্দর নয়", "আমার মতে সুন্দর নয়" ইত্যাদি শব্দ ব্যবহার করে।[৪] উল্লেখ্য, বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায়ের আলোচনাসভার পূর্ববর্তী ঐক্যমত্য (এটি এবং এটি দেখুন) অনুযায়ী, বাংলাদেশ এবং ভারতের যেকোনো ফিচার্ড পিকচার, কোয়ালিটি ইমেজ বা ভ্যালুড ইমেজ আজকের নির্বাচিত ছবি হিসেবে দেয়া যাবে - যেখানে বাংলাদেশ এবং ভারতের ছবি প্রাধান্য পাবে, সেরকম কোনো ছবি না থাকলে কমন্সের নির্বাচিত ছবি থেকে অন্যদেশের ছবি যুক্ত করা যাবে। আমার তোলা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শেখ রাসেলের ভাস্কর্যের ছবিটি কমন্সে যাচাই বাছাই শেষে কোয়ালিটি ইমেজের তকমা পেয়েছিল, যার জন্য আমি বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করেছিলাম।
টিউটোরিয়াল অনুসারে আমার ছবি যোগে ভুল ছিল না। ব্যবহারকারী:আফতাবুজ্জামান আমার সেই ছবিটি সরিয়ে কমন্সের নির্বাচিত ছবিতে থাকা অন্য দেশের আরেকটি ছবি যুক্ত করে দেন, সেটাকে স্পষ্ট ভাষায় "স্বেচ্ছাচারিতা" বলা যায়। একইসাথে যুক্তি হিসেবে তিনি দেখান, এই ছবিটি "তাঁর মতে" প্রধান পাতায় দেবার মতো যথেষ্ট "সুন্দর নয়"। আমি উক্ত টেমপ্লেটের আলাপ পাতায় আলোচনা শুরু করে ব্যবহারকারী:আফতাবুজ্জামানকে সেখানে উল্লেখ করলেও "তাঁর ভালো লাগছে না" এই যুক্তিতে তিনি সম্পাদনা পুনর্বহাল করেন।
একইসাথে ৬-৭ বছর উনার কাজের অভিজ্ঞতা উল্লেখ করে আমাকে উনার "নিয়মিত দেখভালের কাজে ব্যাঘাত" না দেওয়ার কথা বলেন। ছবিটি উনার দৃষ্টিতে সুন্দর নয়, ইত্যাদি কথা বলে জ্যেষ্ঠতাসাপেক্ষে তাঁর অনুমোদন নিয়ে নির্বাচিত ছবি যুক্ত করার স্পষ্ট ইঙ্গিত উনার থেকে পাওয়া যাচ্ছে।
এর আগেও ব্যবহারকারী:আফতাবুজ্জামান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর নিবন্ধে ছবি যুক্ত করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। সেই নিবন্ধের আলাপে অন্য আরেকজন ব্যবহারকারীর মতকেও তিনি গুরুত্ব দেননি। এছাড়া আমার ব্যবহারকারী আলাপ পাতায় আমি কেন বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ লিখিনা, সেই জবাবদিহিতা চেয়েছিলেন - যেটি প্রশাসকের কাছ থেকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি আচরণ। একজন স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ান তার পছন্দমতো যেভাবে খুশি কাজ করতে পারেন, একজন প্রশাসকের ব্যবহারকারীদের কাছে তার জবাবদিহিতা চাইবার অধিকার আছে কি? বাংলা উইকিপিডিয়ায় কাজ করবার সময়ে আমার সাথে বাংলা উইকিপিডিয়ার শীর্ষ ব্যবহারকারী এবং প্রশাসক আফতাবুজ্জামানের আচরণে আমি বিরক্ত ও বিব্রত। এই কারণে এবং ঘটনার পৌনঃপুনিকতায় আমি প্রশাসক প্যানেল এবং অন্যান্য ব্যবহারকারীদের সম্মুক্ষে আমি ব্যবহারকারী:আফতাবুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি।
- ব্যবহারকারী:আফতাবুজ্জামান নিজের জ্যেষ্ঠতা প্রদর্শন করে আমার ছবি অপসারণ করেছেন। জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার জন্য ছবি যোগে তাঁর অনুমোদনের প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন। সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নিয়মকে নিজের জ্যেষ্ঠতার জোরে তোয়াক্কা না করে আমাকে "ব্যাঘাত না করার" হুমকি দিয়েছেন।
- আফতাবুজ্জামান টেমপ্লেটের আলাপ পাতায় পর্যালোচনার কথা উল্লেখ করেছেন। কিন্তু উনি আমার ছবি অপসারণ করা ছাড়া কোথায়, কখন, কীভাবে ছবি পর্যালোচনা করেছেন, তা আমি জানতে চাই। স্পষ্টত কোনো আলোচনা পাতায় আফতাবুজ্জামানের পক্ষে কোনো ঐকমত্য চোখে পড়ল না। তা সত্ত্বেও গায়ের জোরে আমার ছবি একাধিকবার অপসারণ করা হয়েছে।
- একজন সাধারণ ব্যবহারকারী উইকিপিডিয়ায় কী করবেন, একজন প্রশাসকের সেই জবাবদিহিতা চাওয়ার অধিকার নেই। যদি তা হয়, ব্যবহারকারী:আফতাবুজ্জামান কিসের ভিত্তিতে বিভিন্ন মাধ্যমে বারবার ব্যবহারকারীদের কাছে জবাবদিহিতা চেয়েছেন এবং চাইছেন, সেইটা স্পষ্ট করা হোক।
Tanvir Rahat (আলাপ) ০০:৪৯, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Tanvir Rahat আমি বর্তমানে আসলে অনিয়মিত। কিন্তু মেইলে প্রশাসক ও আলোচনাসভার বিজ্ঞপ্তি আসে, তাই এটা দেখতে পেলাম। তিনদিন ধরে খুলিনি, আজকে খুললাম। যাইহোক, আপনার কথা বুঝতে পারিনি অনেকক্ষেত্রে; যেমন:
- আপনি দুইটা ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন। এই দুইটা ক্ষেত্রের একটাতেও তিনি উত্তর দেননি, সেটা দেখতে পেলাম না। সেখানে আলোচনা শেষ না করার বা উত্তর না দেয়ার বিষয়টি বুঝতে পারছিনা।
- উনি প্রধান পাতা চিত্রের দেখাশোনা করেন, এটা বাস্তবতা। আমি মাঝখানে ভেবেছিলাম করব, পরে দুই-চারদিন করে হাপিয়ে গিয়েছিলাম। কেউ একজন এত বছর ধরে করছে, সেটাকে আমি অবশ্যই প্রাধান্য দিব। একটা ঘটনাকেই কেন্দ্র করে, আমি তার বিরোধিতা করতে পারছিনা।
- আরেকটা বিষয়, চিত্র যোগ বা বিয়োগ করা নিয়ে যেহেতু সমস্যা, তাই আপনাকে অনুরোধ করব; কেবলই নিজের চিত্র যোগ করবেন না। এটা উইকিপিডিয়া:স্বার্থের সংঘাতের চিত্র ও মিডিয়া সংক্রান্ত ঝামেলায় চলে যেতে পারে। আরেকটা সামান্য বিষয়, আপনি ব্যবহারকারী আফতাবুজ্জামান লিখাটা বারবার লিঙ্ক করেছেন, যেটা অপ্রয়োজনীয় ছিল। আমি কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে কিনা ভেবে, কয়েকটা ট্যাব ওপেন করেছি। এধরণের আলোচনায় কেবলই প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করার অনুরোধ থাকবে। ― ☪ কাপুদান পাশা (✉) ১৫:৫৫, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, আফতাবুজ্জামান যেখানে নিজে সক্রিয়, তিনি উত্তর না দিয়ে আপনার থেকে উত্তর পাব, আশা করিনি। কাজেই শুরুতে আপনার উপস্থিতির ব্যাখ্যা অত্যন্ত যৌক্তিক। কিন্তু আমি জানতে পারি কি, যিনি এত বছর ধরে কাজ করছেন, সম্প্রদায়ের একটি আলোচনাসভায় উনার অভিযোগের বিষয়ে তিনি স্বয়ং কেন কথা বলছেন না?
- এবার আপনার বিষয়ে আবার আসি।
- ১. আপনি যেহেতু অভিযোগ বুঝতে পারেননি, আবার বলছি। আফতাবুজ্জামান সরাসরি আমাকে নিজের জ্যেষ্ঠতার জোর দেখিয়েছেন এবং আমাকে শাসিয়েছেন, আমি যেন উনার পথের মাঝে না আসি। সম্প্রদায়ের অপর দুইজন ব্যবহারকারীর মতকেও তোয়াক্কা করেননি। নিজের পছন্দমতো কাজ করেছেন। আমার থেকে আমার কাজের অহেতুক জবাবদিহিতা চেয়ে বিরক্ত করেছেন। এইসবের ব্যাখ্যা আফতাবুজ্জামান স্বয়ং দিলেই তো সেটা ভালো হয়, কোনো তৃতীয় পক্ষ নয়।
- ২. বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত ছবিতে নিজের ছবি নিজে লাগানো এর আগে কখনো অপরাধ বলে গণ্য হয়নি, তাই দৃষ্ঠান্ত স্থাপন করে উদাহরণ দিলে ভালো হতো। কেউ অনেক বছর ধরে কাজ করছেন, নিয়মিত দেখাশোনা করার ইচ্ছা করতেন, ইত্যাদি লজিক্যালি টিউটোরিয়াল মোতাবেক লাগানো ছবি অপসারণ করে জ্যেষ্ঠতা প্রদর্শনের অথরিটি দেয় না। টেমপ্লেট কপি করে বসানো, শিরোনাম অনুবাদ করা ইত্যাদি বছর বছর করলেই কাউকে ছবি সুন্দর-অসুন্দর বলার যোগ্যতা দেয় না। আপনার মতো আমি প্রধান পাতার নির্বাচিত ছবি দেখভালের কাজ করতে আগ্রহী। আপনার/আপনাদের আপত্তি থাকবে তাতে? আফতাবুজ্জামান আমাকে এই কাজে বাধা দিয়েছেন।
- অভিযোগের বিষয়ে সম্প্রদায়ের মন্তব্যকে আমি সম্মান করি। কিন্তু আফতাবুজ্জামান সক্রিয় থাকা সত্ত্বেও তৃতীয় কেউ উনার পক্ষপাতী হয়ে ওজর দেখাবেন, এটি গ্রহণযোগ্য নয়। Tanvir Rahat (আলাপ) ১৯:২৩, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Tanvir Rahat অনুগ্রহ করে আক্রমণাত্মক ভাষা পরিহার করুন। আপনি যদি শুধু ব্যবহারকারী:আফতাবুজ্জামান -এর উত্তর আশা করতেন তাহলে তার আলাপ পাতাতেই বার্তা দিতে পারতেন। যেহেতু প্রশাসকদের আলোচনাসভায় প্রতিকার চেয়েছেন, তাই প্রশাসকরা প্রতিকার করবেন এবং সেক্ষেত্রে সম্প্রদায়ের মন্তব্য বিবেচনায় নিবেন। এই পাতার যেকোনো আলোচনায় সম্প্রদায়ের যে কাউকে যেকোনো সময় মন্তব্যের জন্য স্বাগত জানানো হয়। সম্প্রদায়ের মন্তব্য সব সময়ই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। -- Yahya (আলাপ | অবদান) ১৯:৪৭, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Yahya ধন্যবাদ, এবং দুঃখিত। জনাব আফতাবুজ্জামান সক্রিয় থাকার পরেও আলোচনাসভা এড়িয়ে যাচ্ছেন। আমার অভিযোগ দেওয়ার তিনদিনেও তিনি বা কোনো প্রশাসক মন্তব্য করেননি। আমার অভিযোগটি গুরুত্ব দেওয়া হচ্ছে না? Tanvir Rahat (আলাপ) ২০:০২, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারো লম্বা আলোচনা ও তার ব্যাকগ্রাউন্ড ঘাটার আগ্রহ নাও থাকতে পারে, কিংবা ইচ্ছাকৃতও এড়িয়ে যেতে পারেন। এতে আমাদের তো কিছু করার নেই। -- Yahya (আলাপ | অবদান) ২০:৩০, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- তানভির রাহাত, আপনার জানা উচিত যে উইকিতে সম্পূর্ণভাবে ও নির্দিষ্ট ব্যক্তির(গণের) কাছ থেকে বিজ্ঞপ্তি পাওয়া বন্ধ করে রাখা যায়। এছাড়া উইকিতে বহু পাতা আছে যা আমি নিয়মিত দেখভাল করি না, বিশেষ করে যেখানে আমি জানি যে অন্যরা ঐ পাতার দেখভাল করে থাকেন। এছাড়া আলোচনায় অংশ নেওয়ার মতো সময় পাওয়ার একটি ব্যাপার আছে। দয়া করে কারো বিরুদ্ধে অভিযোগ করলে তার আলাপ পাতায় বার্তা দিয়ে জানাতে ভুলবেন না।
- আমি আমার কাজের ফাঁকে ও অবসরে উইকিতে অবদান রাখি ও আলোচনা সংক্ষেপে লিখছি।
টেমপ্লেট কপি করে বসানো, শিরোনাম অনুবাদ করা ইত্যাদি বছর বছর করলেই কাউকে ছবি সুন্দর-অসুন্দর বলার যোগ্যতা দেয় না
, আমি জানি না এই বাক্য দ্বারা আপনি কী বুঝাতে চেয়েছেন। বাংলা উইকির প্রধান পাতায় লাগানো ছবি নিয়ে বাংলা উইকি সম্প্রদায়ের কেউ পর্যালোচনা করতে পারবে না বা করা যাবে না এমনটি আপনি কোথায় দেখেছেন বা কেন মনে করছেন আমি জানি না। প্রধান পাতা অন্য সকল পাতা নয়, এখানের প্রতিটি বিভাগে যোগ হওয়া বিষয় পর্যালোচিত হয়। ছবির ক্ষেত্রে বহু বছর ধরে আমি এটা করে আসছি (অনেক সময় উইকিতে অনুপস্থিত থাকা, কিংবা মনে না থাকা ইত্যাদির ধরুন হয়ত কিছু কিছু সময় বাদ গেছে)। - আমি আপনাকে জ্যেষ্ঠতার জোর দেখাইনি ও আপনাকে শাসাইনি। আমি হঠাৎ করে এসে যে আপনার ছবি পর্যালোচনা করিনি বরং বহু বছর ধরে করে আসছি এটা বোঝাতে "আমি ৬-৭ বছর ধরে (আরও বেশি হবে) এখন পর্যন্ত প্রধান পাতার "আজকের নির্বাচিত ছবি" নিয়ে কাজ করছি" বলেছি। আপনি আমার সম্পাদনা বারবার বাতিল করছিলেন দেখে আমি বলেছিলাম যে আমার কাজে ব্যাঘাত করবেন না।
- আপনি ব্যবহারকারী_আলাপ:Tanvir_Rahat#দয়া করে নিবন্ধে লেখা যোগ করে তা সম্প্রসারণ করুন উল্লেখ করে বলেছেন যে আমি "জবাবদিহিতা" চাচ্ছি! নিবন্ধের উন্নতি করতে বলা কীভাবে জবাবদিহিতা চাওয়া হয় আমি জানি না।
- আপনি উপরে এক উত্তরে প্রধান পাতার ছবি দেখভাল করতে চান বলেছেন। আমি দুঃখিত, আপনার প্রতি আমার আস্থা নেই। বাংলা উইকিতে অনিয়মিত থাকা, অনুরোধ জানানোর পরেও বাংলা উইকির মূল নিবন্ধ বিষয়বস্তুতে সম্পাদনার অনীহা, আমার নামে মিত্থ্যাচার, আমার বক্তব্যের ভুল অর্থ দাড় করানো, ছবি নিয়ে আপনার স্বার্থের সংঘাত, উপরে অন্যদের প্রতি আক্রমণাত্মকভাবে কথার বলা ইত্যাদি বিভিন্ন কারণে আমার আপনার প্রতি আস্থা হারিয়ে গিয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৯:০০, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Yahya ধন্যবাদ, এবং দুঃখিত। জনাব আফতাবুজ্জামান সক্রিয় থাকার পরেও আলোচনাসভা এড়িয়ে যাচ্ছেন। আমার অভিযোগ দেওয়ার তিনদিনেও তিনি বা কোনো প্রশাসক মন্তব্য করেননি। আমার অভিযোগটি গুরুত্ব দেওয়া হচ্ছে না? Tanvir Rahat (আলাপ) ২০:০২, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Tanvir Rahat অনুগ্রহ করে আক্রমণাত্মক ভাষা পরিহার করুন। আপনি যদি শুধু ব্যবহারকারী:আফতাবুজ্জামান -এর উত্তর আশা করতেন তাহলে তার আলাপ পাতাতেই বার্তা দিতে পারতেন। যেহেতু প্রশাসকদের আলোচনাসভায় প্রতিকার চেয়েছেন, তাই প্রশাসকরা প্রতিকার করবেন এবং সেক্ষেত্রে সম্প্রদায়ের মন্তব্য বিবেচনায় নিবেন। এই পাতার যেকোনো আলোচনায় সম্প্রদায়ের যে কাউকে যেকোনো সময় মন্তব্যের জন্য স্বাগত জানানো হয়। সম্প্রদায়ের মন্তব্য সব সময়ই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। -- Yahya (আলাপ | অবদান) ১৯:৪৭, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য, আচ্ছা অভিযোগের বিষয়ে পরে কথা বলি। প্রথমে বলি কেউই আলোচনাটি এড়িয়ে যাচ্ছেনা। আপনি অভিযোগ করেছেন; অনেক আগেই দেখেছি, সবাই দেখেছে। যাইহোক, এই আলোচনায় আফতাবুজ্জামান বা অন্য নিদিষ্ট কোন প্রশাসক অংশগ্রহণ করতে বাধ্য নয়। যার খুশি তিনি আলোচনায় অংশ নিবেন, যার খুশি তিনি নিবেন না। আপনি যদি আফতাবুজ্জামানের নিকট কৈফিয়ত/জানতে চাইতেন, তাহলে আলাপ পাতায় বলতে পারতেন, প্রশাসকের আলাপ পাতায় নয়। যাইহোক, আলোচনার জন্য ধৈর্য্য ধরুন। এবার অভিযোগের বিষয়ে বলি, আমি মোটামুটি ৩টা অভিযোগ পেয়েছি। সেগুলো সম্পর্কে মন্তব্য করলাম।
- অভিযোগ ১, আপনি আজকের নির্বাচিত একটি ছবি দিয়েছিলেন, সেটা আফতাবুজ্জামান এটা সুন্দর নয় বলে মুছে দিয়েছেন মুছে দিয়েছেন। আমি ছবিটা সুন্দর বা অসুন্দর এই বিতর্কে যাবোনা তবে যে প্রকল্পের যিনি দায়িত্বে থাকে তার পরামর্শ অনুযায়ী চলা উচিত হবে, তাইলে প্রকল্পটি সুন্দরভাবে চলবে। তবে আফতাবুজ্জামানের বার বার উইকিপিডিয়া:সম্পাদনা যুদ্ধে যাওয়া উচিত হয়নি, তিনি তৃতীয় পক্ষ বা আলোচনা শুরু করতে পারতেন।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যোগকৃত ছবিটা সম্পর্কে ও অন্যান্য নিবন্ধে চিত্র যোগ সম্পর্কে বলবো। শুধুমাত্র নিজের তোলা চিত্র নিয়মিত করে নিবন্ধে যোগ করা উচিত হবেনা। এটা উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত নীতিমালায় পরতে পারে।
- জবাবদিহিতার ব্যপারে বললে, হ্যা একত্রে কাজ করতে গেলে পারস্পরিক পরামর্শ দিতে হয়, জিজ্ঞাসা করতে হয়। নিজের কাজ সম্পর্কে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত থাকা উচিত।
আর আমি আপনার দেওয়া সব লিঙ্কের আলোচনা পরে, যাচাই বাছাই করে মন্তব্য করেছি। সব আলোচনা পড়ার পরে আমার এমনটাই মনে হয়েছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:২৭, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @DeloarAkram তানভির রাহাত ভাইয়ের অমন আক্রমণাত্মক উত্তরের পর আমি আসলে এখানে উত্তর দিতে আগ্রহী ছিলাম না। কিন্তু আপনার উত্তর দেখে "সম্পাদনা যুদ্ধ" দেখতে গেলাম। আমি তো মিটপাপেট্রি নিয়ে কথা বলব ভাবছি। যদি একই ব্যবহারকারী সম্পাদনা পুনর্বহাল করতেন, তাহলে আমার আপত্তি ছিল না। কিন্তু @Ifteebd10 তিনমাস পরে এসেই এই নির্দিষ্ট সম্পাদনা যুদ্ধে জড়িয়ে পড়লেন। আমি চিন্তিত হচ্ছি, কারণ- তানভির ভাই বারবার অন্য ব্যবহারকারীর মতকে উপেক্ষা করার বিষয়ে জোর দিচ্ছেন। অথচ ইফতি ভাই অবশ্যই তার পরামর্শেই এই সম্পাদনা করে থাকবেন। ― ☪ কাপুদান পাশা (✉) ১২:২৩, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান এবং অন্যান্য, আমার আগের বার্তার ভাষা আক্রমণাত্মক মনে হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। এইখানে অনেকে অনেক কথা বলেছেন, একে একে সেগুলো পরিষ্কার করছি।
- উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল অনুসারে বাংলাদেশ ও ভারতের ফিচার্ড ছবি, কোয়ালিটি ইমেজ ও ভ্যালুড ইমেজগুলো বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত ছবি হিসেবে ক্রমান্বয়ে যুক্ত করা যাবে। এখানে পর্যালোচনার কোনো নিয়ম উল্লেখ করা নেই। তবুও, সম্প্রদায়ের কেউ পর্যালোচনা করতে চাইলে আমার আপত্তি নেই। এমনকি আফতাবুজ্জামান নিজে পর্যালোচনা করলেও আমার আপত্তি নেই। কিন্তু সম্প্রদায়ের সামনে আমি জানতে চাই, কীভাবে কোথায় কখন এই ছবি পর্যালোচনা করা হয়েছে। ছবি অপসারণ করে আলোচনা পাতায় আমাকে উল্লেখ করে জানানো উচিত ছিল, অথবা আমার আলাপ পাতায় বার্তা দেওয়া উচিত ছিল। আমাকে এই পর্যালোচনার লিংক দিন, কাদের মাঝে কখন পর্যালোচনা হয়েছে, আমি জানতে চাই, এতেই আমি সন্তুষ্ঠ থাকব।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিবন্ধে যুক্ত করা ছবিটি আমার ছিল না, তাই স্বার্থের সংঘাতের প্রশ্ন আসে না। আজকের নির্বাচিত চিত্রে এটিই আমার প্রথম ছবি ছিল। ২৭ জুনের লাগানো ছবিটি দেখে আমি দুইদিন পর আমার ছবি লাগিয়েছি। এর আগে অনেকেই নিজের ছবি নিজে লাগিয়েছেন, যেমন ৬ এপ্রিল, ৫ জুন, ২৩ মে ইত্যাদি ছবি নিজেই নিজে লাগিয়েছেন। এতে বোঝা যায় স্বার্থের সংঘাত এক্ষেত্রে গুরুতর কিছু নয়। তবুও ভবিষ্যতে বিষয়টি আমার মাথায় থাকবে।
- বিগত ৬ মাসে কমন্সে ছবি নিয়ে কাজ করার পাশাপাশি আমি বাংলা উইকিপিডিয়ায় অনেকগুলো নিবন্ধ নিয়ে কাজ করেছি। এই কাজে আফতাবুজ্জামানও আমাকে অনেকবার সাহায্য করেছেন, এইজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানেও ছবি অপসারণ করেছেন। অনেকক্ষেত্রে নতুন ব্যবহারকারী হিসেবে আস্থা রাখা যেত। যেমন এখানে। এখানে যুক্ত করা ছবিগুলোও আমার তোলা ছিল না। নিবন্ধে কাজ করা সত্ত্বেও বারবার ছবি অপসারণ করে করে নিবন্ধে কাজ করতে বলা কি যুক্তিযুক্ত? নিবন্ধে কাজ করতে আগ্রহী করার আরও অনেক উপায় রয়েছে। এই কাজ বারংবার করা হয়েছে।
- সবশেষে আরেকটা কথা বলি, পূর্বে উল্লিখিত আলোচনাগুলোতে কেউ যদি কোনো মন্তব্য করে থাকেন, তাহলে নিজ দায়িত্বে করেছেন। আমি কাউকে কোনো কিছু করতে বা আমার হয়ে কথা বলতে অনুরোধ করিনি। নির্বাচিত ছবির আলোচনায় ইফতি ভাইকেও না, রূপপুর নিবন্ধে ইয়াহিয়া ভাইকেও আমি আমার পক্ষে এসে কথা বলতে বলিনি। শক্ত প্রমাণ ছাড়া অযথা অভিযোগ এনে মূল আলোচনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ। Tanvir Rahat (আলাপ) ১৯:০৪, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- বাস্তব জীবনের কাজের ফাঁকে আমি উইকির জন্য এখন যে সামান্য সময় পাই, তা আমি আপনার পিছনে ব্যয় করব না, ফলে সংক্ষেপে বলি। একটি লাইন পুনরাবৃত্তি করছি: "প্রধান পাতা অন্য সকল পাতা নয়, এখানের প্রতিটি বিভাগে যোগ হওয়া বিষয় পর্যালোচিত হয়।" এই কাজটি আমি করে এসেছি ও আসছি। আপনার সুবিধার্থে উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল পাতায় ছবি পর্যালোচনা সম্পর্কিত কথা উল্লখ করে দিচ্ছি। আর আপনি উপরে ছবি অপসারণের কয়েকটি লিঙ্ক দিয়েছেন, সম্ভবত এটা বুঝাতে চাইছেন যে আমি আপনাকে টার্গেট করে কাজগুলি করেছি। অথচ আমার উইকিযাত্রার শুরু থেকে আপনি আমার সম্পাদনাগুলি দেখলে নিবন্ধে এমন আরও শত হাজার উদাহরণ খুঁজে পাবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্য যেকোনও নিবন্ধ হোক, আপনি বা অন্য যেকারো দ্বারা ছবি যোগ হোক বা না হোক, ছবি যদি সুন্দর না হয়, অবাস্তব হয়, নিবন্ধের সাথে খাপ না খায়, অপ্রয়োজনীয় হয় তবে ইত্যাদি আরও বিভিন্ন কারণে আমি ছবি সরিয়েছি, প্রতিস্থাপন করেছি; আমি দুঃখিত আপনাকে খুশি রাখা আমার দায়িত্ব নয়, এই দুদিন আগে ছোট বেজি নিবন্ধেও করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪১, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Tanvir Rahat আপনি আমার প্রশ্ন বুঝতে পারেননি। আমি ইয়াহিয়া ভাইয়ের প্রসঙ্গে প্রশ্ন তুলিনি। কারণ, ইয়াহিয়া ভাই তো উইকিপিডিয়ায় নিয়মিত। আর তিনি আলাপ পাতায় আলোচনা টেনেছেন। কিন্তু ইফতি ভাই তিন মাস কোনো অবদান রাখেননি। তাই তিন মাস পরে এসেই এই উপপাতায় করা সম্পাদনা যুদ্ধ (মূলপাতায় হলে মেনে নিতাম, বা বিখ্যাত কোনো উপপাতা, যেটা প্রায়ই লোকে নজরে রাখে) কোনোভাবেই আপনি এই কথা বলে পার করতে পারেন না যে, তিনি তিন মাস পরে হঠাৎ চিত্রের ব্যাপারে সাম্প্রতিক নজরতালিকায় দেখেছেন আর হঠাৎ করে এসব হয়ে গিয়েছে। এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত না।
- আর প্রশাসকদের আলোচনাসভায় যেহেতু আলোচনা টেনেছেন, তাই সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হতে পারে। এই কথা বলবেন না, বা কথা ঘোরাবেন না, বা অমুক কথা বলুন তমুক বলবেন না- এসব কথা এখানে প্রয়োগ করার মত না। ― ☪ কাপুদান পাশা (✉) ০২:৫৮, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান, আমি যদি ভুল না হয়ে থাকি, সম্প্রদায়ের সদস্যরাই প্রধান পাতার বিষয়াদি পর্যালোচনা করে থাকেন। সম্প্রদায়ের ছবি পর্যালোচনায় আমার আপত্তি নেই। আমি জানতে চাইছি, ২৯ জুনের ছবি আপনি কোথায় কখন কাদের মাঝে পর্যালোচনা করেছেন। যদি পর্যালোচনা করা হয়ে থাকে, আমারও সেই আলোচনায় যোগদানের অধিকার ছিল। এই প্রশ্নের স্পষ্ট জবাব চাইছি। টিউটোরিয়াল পাতায় এই মুহূর্তে এসে পর্যালোচনার বিষয়টি উল্লেখ করতে পারেন, কিন্তু এখানে অভিযোগ প্রদানের পূর্বে এই বিষয়ে উল্লেখ ছিল না বলেই আমি ধরে নিচ্ছি। এছাড়া, আপনি শুরু থেকে আমার যোগ করা অধিকাংশ ছবি অপসারণ করেছেন। এই অধিকাংশ ছবি অসুন্দর, নিবন্ধের সঙ্গে খাপ খায় না, এমনটা ছিল না। এখানে আমার যোগ করা ছবি খারাপ ছিল না, আপনি আগের ছবিতে সমস্যা দেখেননি বলে রিভার্ট করে আমাকে নিবন্ধ সম্প্রসারণ করতে বললেন। এটা মেনে নিয়ে এরপর উলটো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিবন্ধে ভালো, সুন্দর, প্রাসঙ্গিক ছবি মুছে, নিম্নমানের ছবি যুক্ত করলেন। কাজেই "ছবি যদি সুন্দর না হয়, অবাস্তব হয়, নিবন্ধের সাথে খাপ না খায়" ইত্যাদি কথার সাথে মিল পেলাম না। দ্রষ্টব্য। বাকি ক্ষেত্রেও এরকম কিছু না কিছু ছিল। তাই শুরু থেকে আমাকে "টার্গেট" করেছেন, মনে হওয়া খুবই সহজ। উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারী হিসেবে আমার ওপর আগেও আস্থা রাখেননি, কাজেই নতুন করে অনাস্থা প্রকাশে আমি অবাক হইনি। উইকিপিডিয়ায় আপনি-আমি সবাই স্বেচ্ছাসেবী, আমাদেরও সময়ের মূল্য আছে। এই সময়ের মধ্যে আমার করা সম্পাদনাগুলোকেও সমান মূল্য দেওয়া হয়নি। যাই হোক, সম্প্রদায়ের সময় নষ্ট না করতে আমি স্পষ্টভাবে জানতে চাইছি, ২৯ জুনের নির্বাচিত ছবির পর্যালোচনা কোথায় কখন ও কীভাবে করা হয়েছিল, যে আপনি "ছবিটি সুন্দর নয়" বলে সরিয়ে দিলেন। এই প্রশ্নের উত্তর পেলেই আমি সন্তুষ্ঠ থাকব।
- @খাত্তাব হাসান ,ভাই আপনিও আমার কথা বুঝতে পারেননি। আমি কাউকে আমার হয়ে কিছু করতে বা বলতে বলিনি৷ যিনি/যারা যা করেছেন, নিজ দায়িত্বে করেছেন। ইফতি ভাইয়ের থেকে কিছু জানার ইচ্ছা থাকলে, উনার আলাপ পাতায় বার্তা দিন। প্রসঙ্গত, এখানে আফতাবুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত বিষয়ে আমি সম্প্রদায়ের সকলের মন্তব্যই গ্রহণ করছি। আমার কথা আক্রমণাত্মক মনে হওয়ায় আন্তুরিকভাবে দুঃখিত। Tanvir Rahat (আলাপ) ১৮:০১, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- প্রধান পাতার ছবি ভালো-নির্বাচিত নিবন্ধের মতো কোনও লিখিতভাবে বিশেষ পাতা বানিয়ে পর্যালোচনা করা হয় না। আমি এই বিভাগ দেখাশুনা করে এসেছি ও যখন এখানে ছবি যোগ করি তখন নিজস্ব বিচার-বিবেচনায় ছবিটি সুন্দর কিনা, প্রধান পাতায় যোগের মতো কিনা ইত্যাদি বিভিন্ন কিছু লক্ষ্য রেখে যোগ করি ও অন্যরা যোগ করলেও সেইগুলি দেখি। এইভাবেই সেই যাত্রাকাল থেকে করে এসেছি। আপনারটির ক্ষেত্রেও তাই হয়েছে। অবশ্য আপনি উপরে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে
টেমপ্লেট কপি করে বসানো, শিরোনাম অনুবাদ করা ইত্যাদি বছর বছর করলেই কাউকে ছবি সুন্দর-অসুন্দর বলার যোগ্যতা দেয় না
তথা আমার এইসব পর্যালোচনা করার অধিকার বা যোগ্যতা নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২২, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)
- প্রধান পাতার ছবি ভালো-নির্বাচিত নিবন্ধের মতো কোনও লিখিতভাবে বিশেষ পাতা বানিয়ে পর্যালোচনা করা হয় না। আমি এই বিভাগ দেখাশুনা করে এসেছি ও যখন এখানে ছবি যোগ করি তখন নিজস্ব বিচার-বিবেচনায় ছবিটি সুন্দর কিনা, প্রধান পাতায় যোগের মতো কিনা ইত্যাদি বিভিন্ন কিছু লক্ষ্য রেখে যোগ করি ও অন্যরা যোগ করলেও সেইগুলি দেখি। এইভাবেই সেই যাত্রাকাল থেকে করে এসেছি। আপনারটির ক্ষেত্রেও তাই হয়েছে। অবশ্য আপনি উপরে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে
- @আফতাবুজ্জামান এবং অন্যান্য, আমার আগের বার্তার ভাষা আক্রমণাত্মক মনে হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। এইখানে অনেকে অনেক কথা বলেছেন, একে একে সেগুলো পরিষ্কার করছি।
অনুরোধ
আভরাল সাহির নিবন্ধটি তৈরি করা থেকে অসুরক্ষিত করার জন্য প্রশাসকদের নিকট অনুরোধ করছি। নিবন্ধটি মানোন্নয়ন করতে আগ্রহ প্রকাশ করছি। বোরহান (আলাপ) ০৭:১৫, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Borhan খসড়া নামস্থানে তৈরি করুন, পরবর্তীতে পর্যালোচনা করে কোনো প্রশাসক স্থানান্তর উপযোগী হলে স্থানান্তর করে দিবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৮:১৩, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- খসড়া নামস্থানে তৈরি করা হয়েছে। কোনো একজন প্রশাসক এটি পর্যালোচনা করতে পারেন। বোরহান (আলাপ) ০৯:৪৭, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- মূল নামস্থানে স্থানান্তর করা হলো। রিয়াজ (আলাপ) ১৯:৩৩, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- খসড়া নামস্থানে তৈরি করা হয়েছে। কোনো একজন প্রশাসক এটি পর্যালোচনা করতে পারেন। বোরহান (আলাপ) ০৯:৪৭, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :সেপ্টেম্বর ০৭, ২০২৪ ২১:৪৪
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৫:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar বটটি বারবার ভুল রিপোর্ট দিচ্ছে। আপনাকে উপরেও একবার এইব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিলো যেখানে আপনি কোনো উত্তর দেননি, যদি আপনি এই পাতায় থাকা প্রশ্নগুলোর উত্তর না দেন ও বটের সমস্যার সমাধান না করেন তবে আপনার বটটিকে আর কোনো সতর্কতা প্রদান ব্যতীরেকে সম্পাদনা করা থেকে বাধা প্রধান করা হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি ইনশাআল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে জবাব দেবো। আগে আমার স্ক্রিপ্টটা ভালো করে চেক করে দেখি, কোনো বাগ ঘটেছে কি না কিংবা কোনো লজিক মিস করেছে কি না। ‐নকীব সরকার বলুন... ১৮:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- হালনাগাদঃ আমি স্ক্রিপ্টটির চালনা বন্ধ রাখছি। একটু তদন্ত করছি। ‐নকীব সরকার বলুন... ১৯:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি করায়। আসলে আমি বটের কার্যক্রম বন্ধ করে দিয়ে কোড চেক করে তদন্ত করছিলাম যে কোথায় ভুল হচ্ছে বা কী সমস্যা হচ্ছে। তো, এক্ষেত্রে যেভাবে কাজ করছিল বটটা সেটি হলো,
- যখন কোনো পুনর্বহাল হয় (১), তখন বটটি সেই পাতাটিকে গভীর পর্যবেক্ষণ এর জন্য এর ইতিহাস ঘাটতে থাকে। তো, তার অতীতের ইতিহাস ঘেঁটে যদি বট কোনো সম্পাদনা যুদ্ধ শনাক্ত করে, সেক্ষেত্রে এটি এখানে বিজ্ঞপ্তি দেয়। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বট এটা মাথায় রাখছিল না যে যারা সম্পাদনা যুদ্ধে লিপ্ত রয়েছেন, তাদের মধ্যে কেউ একজনই (১) নং পুনর্বহালটুকু করেছে কি না। ফলে, ধরুন অতীতে আমি আর আপনি যুদ্ধ করলাম। এরপর অনেকদিন পর @আফতাবুজ্জামান ভাই যদি কোনো সম্পাদনা পুনর্বহাল করে, বট ইতিহাস ঘেঁটে আমার আর আপনার সম্পাদনা যুদ্ধ খুঁজে পাবে এবং অভিযোগ জানাবে। আবার দেখা যাচ্ছে, এক ব্যক্তি কিছুক্ষণ পরপর পুনর্বহাল করলে বট একই সম্পাদনা যুদ্ধ প্রতিবার অভিযোগ করে। উপরে তা-ই ঘটেছে, এবং এক্ষেত্রে এটি ভুল। তো আমি এই কয়েকদিন বসে আপনার সঙ্গে পরামর্শ করেছিলাম (ব্যক্তিগত আলাপ বার্তায়), এরপর আমি নিম্নোক্ত পরিবর্তন এনেছি আমার কোডে :
- কোনো পুনর্বহাল হলেই সেটা সম্পাদনা যুদ্ধ হিসেবে প্রকাশ করবে না, বরং চেক করবে যিনি পুনর্বহাল করেছেন, উনি পূর্বে কারো সাথে সম্পাদনা যুদ্ধে জড়িয়েছেন কি না, না জড়ালে সেটাকে ফ্ল্যাগ করবে না।
- কোনো সম্পাদনা যুদ্ধ একবার অভিযোগ করার পর পরবর্তী Calmdown period (আপাতত ১০০০ সেকেন্ড) পর্যন্ত বট অই সম্পাদনা যুদ্ধ সম্পর্কে নতুন কোনো অভিযোগ জানাবে না।
- এবং একটি নতুন কাজ যুক্ত করেছি (আগেই অনুমতি ছিল, তবে একটু নতুন আঙ্গিকে করেছি): যেসব ব্যবহারকারী নামে আপত্তি থাকলে পারে, বট সেগুলোর একটা তালিকা তৈরি করে ব্যবহারকারী:ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট/সম্ভাব্য সমস্যাযুক্ত ব্যবহারকারীর নাম পাতায় যুক্ত করবে। এরপর কোনো প্রশাসক বা মানব ব্যবহারকারী সেখান থেকে দেখে মনে হয় আসলেই সমস্যা রয়েছে, সেক্ষেত্রে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ‐নকীব সরকার বলুন... ০৬:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
চেক করবে যিনি পুনর্বহাল করেছেন, উনি পূর্বে কারো সাথে সম্পাদনা যুদ্ধে জড়িয়েছেন কি না
কতদিনের পুরোনো সম্পাদনা পর্যন্ত পরীক্ষা করবে? খুব পুরোনো সম্পাদনা যুদ্ধের গুরুত্ব নেই, যদিও পূর্বের ব্যক্তিই আবার পুনর্বহাল করেন। আমার মতে ৫ দিন বা এরকম একটা সীমা থাকলে ভাল হয়। — AKanik 💬 ০৮:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)- @Ahmad Kanik আচ্ছা তাহলে ব্যাপারটা মাথায় রাখবো। শাকিল ভাই এবং আফতাব ভাইও বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম। দু;খিত। ‐নকীব সরকার বলুন... ০৮:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- হালনাগাদঃ আমি স্ক্রিপ্টটির চালনা বন্ধ রাখছি। একটু তদন্ত করছি। ‐নকীব সরকার বলুন... ১৯:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি ইনশাআল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে জবাব দেবো। আগে আমার স্ক্রিপ্টটা ভালো করে চেক করে দেখি, কোনো বাগ ঘটেছে কি না কিংবা কোনো লজিক মিস করেছে কি না। ‐নকীব সরকার বলুন... ১৮:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ যাচাই করার জন্য অনুরোধ
প্রশাসকদের কাছে অনুরোধ, আমার খেলাঘর পাতায় একটি নতুন নিবন্ধের খসড়া তৈরি করে রাখা হয়েছে। আপনি/আপনারা অনুগ্রহ করে সেটি যাচাই করে দিলে উপকৃত হব। নিবন্ধটি তৈরির জন্য প্রয়োজনীয় নীতিমালার আওতায় পড়ছে কিনা। না পড়লে আর কিছু করণীয় আছে কিনা, জানতে চাইছি। ধন্যবাদ তিলোত্তমা রায় (আলাপ) ১৮:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @তিলোত্তমা রায়: ব্যবহারকারী:তিলোত্তমা রায়/সুজিৎ সিং পাতার কথা বলছেন? এখানে তথ্যসূত্র প্রদানের পদ্ধতি ঠিক নেই। আপনি সবগুলি তথ্যসূত্র নিবন্ধের একদম শেষে দিয়েছেন, ফলে বোঝা যাচ্ছে না ঠিক কোন লাইনের জন্য কোন সূত্রটি দিয়েছেন। যথাযথ লাইনের পাশে যথাযথ সূত্রটি দিন (তথ্যসূত্র যোগের সাহায্য পাতা দেখুন)।
- তথ্যসূত্র ঠিক করে আমাকে জানান। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা 2401:4900:713B:73A8:0:0:1223:B339 (আলাপ) ০৩:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- তথ্যসূত্র যোগ করেছি। কিন্তু তথ্যছক, তথ্যসূত্র যোগ করার নিয়ম সহ বেশ কয়েকটি জায়গাতে সঠিক ভাবে সম্পাদনার কাজ করতে পারিনি। অনুগ্রহ করে লেখাটি যাচাই করে প্রয়োজনীয় নির্দেশ জানান। ধন্যবাদ। তিলোত্তমা রায় (আলাপ) ১৪:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- টিউটোরিয়াল পাতা দেখে বহুবার চেষ্টা করেও সম্পাদনার সমস্যাগুলি ঠিক করতে পারিনি। সাহায্য করুন। তিলোত্তমা রায় (আলাপ) ১৪:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @তিলোত্তমা রায়: টিউটোরিয়ালটি দৃশ্যমান সম্পাদনার জন্য। আপনার সম্পাদনায়
</ref>
বাদ যাচ্ছে। আমি এখানে যোগ করলাম — AKanik 💬 ২২:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)- আচ্ছা। ধন্যবাদ তিলোত্তমা রায় (আলাপ) ০৩:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- এরপর কী করণীয়? পাতাটি মূল পাতা হিসেবে প্রকাশিত হওয়ার জন্য আরও কিছু করার আছে কিনা, জানতে চাইছি। ধন্যবাদ। তিলোত্তমা রায় (আলাপ) ১০:৫২, ১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- এরপর কী করণীয় জানাবেন প্লিজ। আমি বুঝতে পারছি না পাতাটির গ্রহনযোগ্যতা তৈরি হয়ছে কিনা। ধন্যবাদ। তিলোত্তমা রায় (আলাপ) ১১:৫৯, ৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান মনে হয় আপনার কাছে জানতে চাইছেন। মেহেদী আবেদীন ১২:২০, ৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তিলোত্তমা রায়, সুজিৎ সিং নামে স্থানান্তর করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিলোত্তমা রায় (আলাপ) ০৫:২৯, ৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তিলোত্তমা রায়, সুজিৎ সিং নামে স্থানান্তর করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৪, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান মনে হয় আপনার কাছে জানতে চাইছেন। মেহেদী আবেদীন ১২:২০, ৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তিলোত্তমা রায়: টিউটোরিয়ালটি দৃশ্যমান সম্পাদনার জন্য। আপনার সম্পাদনায়
103.137.160.22 (আলাপ · অবদান) নিবন্ধটিতে বারবার তথ্য মুছে ফেলছে। অনেকবার সতর্ক করার পরেও শোনেনি। মেহেদী আবেদীন ১৪:৩০, ১৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- পাতা সুরক্ষিত করা হয়েছিলো, অতিরিক্ত পদক্ষেপের প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১৪:১৯, ১৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ নাম পরিবর্তন প্রসঙ্গে
প্রশাসকবৃন্দ, নূতন নিয়ম নিবন্ধের নাম হয় নতুন বাইবেল করেন, না হয় নিউ টেস্টামেন্ট করেন। বর্তমানে যা আছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না (কেননা, বিষয়বস্তুর সাথে নামকরণ মেলে না)। — কুউ পুলক 🗩 ১৩:৩০, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- শিরোনাম ঠিক আছে। বাইবেলের বাংলা অনুবাদগুলি এভাবে লিখিত। তবে নূতন-কে নতুন লিখা যেতে পারে। অতীতে "নূতন" লিখা হতো। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০১, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @কুউ পুলক বাঙালি খ্রিস্টানরা ও বাংলা ভাষার খ্রিস্টধর্মীয় প্রকাশনায় যে বানানে উল্লেখ করা হয়ে থাকে সেই বানানই তো আছে। বরং নাম পরিবর্তন নীতিমালা বিরুদ্ধ হবে। মেহেদী আবেদীন ২০:২১, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Mehedi Abedin ও @আফতাবুজ্জামান তাহলে ঠিক আছে। আপনাদের ধন্যবাদ। — কুউ পুলক 🗩 ১০:৩১, ৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা ও বাঁধা অপসারণ অনুরোধ পর্যালোচনা
আমার খসড়া পাতায় জমে থাকা (১৫টি) নিবন্ধ পর্যালোচনা করে মূল পাতায় স্থানান্তরের যোগ্য হলে স্থানান্তরের অনুরোধ করছি।
সেই সাথে আমার পূর্বের তৈরি করা পাতাগুলোতে কোনো সমস্যা থাকলে পাতায় ট্যাগ যুক্ত করার অনুরোধ রইলো।
আর আমার আলাপ পাতায় করা বাঁধা অপসারণ অনুরোধটির উত্তর দেওয়ার অনুরোধ রইল। এক সপ্তাহ ধরে অনুরোধটি ঝুলে আছে। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১০:৩৫, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir আসলে ১৫ টি নিবন্ধ কোন একক প্রশাসকের পক্ষে পর্যালোচনা করা প্রায় অসম্ভবই বলতে হবে। তাই আপনি সক্রিয় প্রশাসক ও নিরীক্ষকদের আলাপ পাতায় নিবন্ধগুলো পর্যালোচনা করার অনুরোধ জানাতে পারেন। [এই পরামর্শ আমি আপনাকে অনেক আগেই দিয়েছিলাম]। আসলে একক কোন নিরীক্ষককের পক্ষেও এতোগুলো নিবন্ধ পর্যালোচনা করা কঠিন বিষয়। যাইহোক নিবন্ধ সংখ্যা যখন সব পর্যালোচনা হয়ে যাবে। তখন পর্যালোচনাকারীরাই আপনার বাধা উত্তোলনের জন্য অনুরোধ করবে। আপনার সম্পাদনা ভালো হচ্ছে, আশা করি চালিয়ে যাবেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:৪৯, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- পাতাগুলো যান্ত্রিক অনুবাদের কারণে খসড়ায় নেওয়া হয়েছিল। সংশোধন করেছি ইতোমধ্যেই, নিবন্ধগুলোও খুব বড়ো নয়। তাই অনুবাদগুলো যে যান্ত্রিক না এটা চেক করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না আশা করি। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১২:০১, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Shahin journalist
বিশ্বকোষ তৈরিতে আগ্রহী নয় প্রচারণাই মূল উদ্দেশ্য XReport -- Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৫:৩৪, ১৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে এক সপ্তাহ মেয়াদে বাধাপ্রদান করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩৮, ১৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: নাস্তিক আকাশ
Vandalism XReport -- Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৪:৪৬, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে। রিপোর্ট বাংলা ভাষায় লিখবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৩, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
114.130.72.58 আইপি থেকে আসাদ নূর নিবন্ধে ক্রমাগত অগঠনমূলক সম্পাদনা করা হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১৮:০৬, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- বাধাদান প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১০:২৭, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
182.54.152.17 আইপি থেকে আতাউল্লাহ হাফেজ্জী পাতায় ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। বোরহান (আলাপ) ১৬:০৫, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। প্রয়োজন নেই —শাকিল (আলাপ · অবদান) ০৬:২৭, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ওয়েবসাইটকে কালো তালিকাভুক্তকরণের অনুরোধ
iacnews.com ওয়েবসাইটটিকে কালো তালিকাভুক্তকরণ করুন। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট চালু করে খুবই সতুরতার সঙ্গে উইকিপিডিয়ায় নিজের ওয়েবসাইটের লিংকের জায়গা করে নিতে চাচ্ছেন। উনাকে নিয়ে একটি শক-পাপেট তদন্ত পাতাও খুলবো এখন। ~ নাহিয়ান আলাপ ০৪:২৮, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে - রিয়াজ (আলাপ) ০৫:৫১, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Zusamrat
Spamming and promotion. XReport --A09 (আলাপ) ১৪:৩১, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১৪:৩৭, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.31.154.252
তথ্য অপসারণ XReport --–TANBIRUZZAMAN (💬) ০৯:০১, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৯:০৬, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
সংস্করণ অপসারণ: 7701608
- বিশেষ:পার্থক্য/7701608
- কারণ: সঅ ২
–TANBIRUZZAMAN (💬) ১০:২২, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৮:৩১, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.25.121.88
শাহেদ শরীফ খান পাতায় ধ্বংসপ্রবণতা এবং চরম অপমানজনক ও মানহানিকর তথ্য যোগ। XReport --–TANBIRUZZAMAN (💬) ১০:৩০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৮:৩১, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
মুহাম্মাদ আবদুল মালেক
মুহাম্মাদ আবদুল মালেক নিবন্ধটি কয়েকদিন ধরে সুরক্ষা অনুরোধের পাতায় পড়ে আছে। তিনি জাতীয় মসজিদের খতিব হওয়ায় ধ্বংসপ্রবণতা হচ্ছে। প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:১০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে - রিয়াজ (আলাপ) ০৮:২৮, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
103.25.121.88 আইপি থেকে শাহেদ শরীফ খান নিবন্ধে ক্রমাগত ধ্বংসপ্রবণতা চালানো হচ্ছে। আইপিকে বাধা দেওয়া প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১২:৪০, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
Azamvai
ঘটনা শুরু হয় যখন @ইউনুছ মিঞা: মগনামা ইউনিয়ন নিবন্ধে একজনের নাম অপসারণ করেন যেহেতু নীতিমালা অনুযায়ী ব্যক্তির নাম ইউনিয়নের নিবন্ধে অন্তর্ভুক্ত করতে হলে তার নিবন্ধ থাকতে হয় (১) কিন্তু পরে @Azamvai: সেই অপসারণ প্রত্যাহার করে (২) এবং ব্যাপারটা সম্পাদনা যুদ্ধে চলে যায়। পরে Azamvai ইউনূসের আলাপ পাতায় লিখেন "প্রিয় ভাই, উইকিপিডিয়া নিরেপক্ষ জায়গা এখানে কোন রাজনৈতিক দলের বিষয় নাই। আপনি বারবার মগনামা পাতায় বিএনপির লোকদের রেখে অন্য দলের নাম গুলো মুছে দিচ্ছেন কেন?" অর্থাৎ ইউনূস ভাইকে রাজনৈতিক কারণে অপসারণে অভিযুক্ত করা হয়েছে। আমি সেই আলাপ পাতায় তাদের দুজনকেই মেনশন করে সব বুঝিয়ে বলি এবং অনুরোধ করি যে ব্যক্তির নাম উল্লেখ করতে হলে তার নামে নিবন্ধ সৃষ্টি করতে পারেন (ব্যবহারকারী_আলাপ:ইউনুছ মিঞা#মগনামা নিবন্ধনে ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকা প্রসঙ্গে দেখুন)। আমি পরে সম্পাদনাটি অপসারণ করি। কিন্তু পরে তিনি আবার অনেক দিন পর এসে আবার তা প্রত্যাহার করেন (এটা দেখুন, এরপর এটা দেখুন)। হয়তো তিনি ইউনূস ভাইয়ের আলাপ পাতায় আমাকে লেখা দেখতে পাননি তা ভেবে আমি তা প্রত্যাহার করে সারাংশে লিখে দেই যে আলাপ পাতায় ব্যাখ্যা করেছি এবং তার আলাপ পাতায় লিখি (দেখুন)। কিন্তু তিনি উলটো আবার সম্পাদনা যুদ্ধে জড়ান এবং রিপ্লাইয়ে বলেন যে সম্পাদনা যুদ্ধে জড়িয়েছেন বলার মাধ্যমে আমি উনাকে ছোট করেছি। কিন্তু বাস্তবতা তা বলেনা এবং প্রকৃত অর্থেই তিনি সম্পাদনা যুদ্ধে জড়িয়েছেন এবং 3RR নিয়ম ভাঙ্গছেন। তিনি বলেন নিয়মটা কোথায় পেয়েছি তা দেখাতে অথচ নীতিমালা অনুযায়ী এসব পরিস্থিতিতে প্রয়োজনে সম্পাদনা যুদ্ধ থামিয়ে আলাপ চালিয়ে যেতে হয় যা তিনি করেননি। আমি বলেছি "এমন পরিস্থিতিতে বোঝানোর পরেও ক্রমাগত একই কাজ করা হলে ব্যবস্থা নেওয়া হয়"। অথচ ব্যাপারটা উনি পার্সোনালি নিয়ে বললেন "আপনি কি ব্যবস্তা নিবেন? আশা করি হুমকি মূলক কথা বলবেনা"। আরও বলেন যে "উকিপিয়া রাজনৈতিক জায়গা না। আমি নিজেও আওয়ামী করি না। গত ৫ বছর ধরে নাম গুলো এ পাতায় আছে"। উনি আমাকে প্রমাণ ছাড়া রাজনৈতিকভাবে অভিযুক্ত করলেন যা পরোক্ষভাবে ব্যক্তি আক্রমণ বলেই মনে হয়েছে। অথচ উনি আমার সাম্প্রতিক ও পূর্বের সৃষ্ট রাজনৈতিক নিবন্ধগুলো দেখার চেষ্টা করলেও পারতেন (শেখ মুজিবুর রহমানের নির্বাচনী ইতিহাস, যদিও এখানে এটা অপ্রয়োজনীয় তবুও দিলাম)। (দেখুন এটা, এটা ও এটা)। এখানেই ব্যাপার শেষ নয়, এরপর তিনি আবার আমার আলাপ পাতায় ব্যক্তিগতভাবে লিখলেন উইকিপিডিয়ায় রাজনীতি করতে না যা আসলেই আপত্তিকর ব্যবহার (এটা)
কোন নাম বছরখানেক ধরে পাতায় আছে তার মানে এই নয় যে সেটা নীতিমালা অনুযায়ী আছে, আবার কেউ তা সরিয়ে ফেলেছে তার মানে এই নয় যে তা রাজনৈতিক কারণে অপসারণ করেছে। উনি আমি আর ইউনূস ভাই দুজনকেই রাজনৈতিক সম্পাদনার অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেছেন যা শিষ্টাচার লঙ্ঘন এবং মেনে নেওয়া যায়না।
এই কারণে সতর্ক করার পরেও ক্রমাগত সম্পাদনা যুদ্ধ চালানোর জন্য ও প্রমাণ ব্যতীত অন্যকে রাজনৈতিকভাবে অভিযুক্ত করে আক্রমণ করার জন্য উনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিবন্ধটি থেকে উনাকে বাধাদান করার প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ০২:৫১, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- দ্রষ্টব্য: মোঃ সাকিবুল হাসান তার শেষের প্রত্যাহারটি আবার ফিরিয়ে এনেছেন (এই যে)। এভাবে চলতে থাকলে ব্যাপারটা খুবই জটিল পর্যায়ে যাবে কেননা উনার সাথে সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে ধারণা করছি যে উনি সম্পাদনা প্রত্যাখ্যান করতেই থাকবেন এবং তিনি অন্যান্য সদস্যদেরকেও সম্ভবত রাজনৈতিক কারণে করেছে বলে অভিযুক্ত করতে পারেন। তাই আমি দ্রুত মীমাংসার অনুরোধ জানাচ্ছি। মেহেদী আবেদীন ০৩:১২, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- এডভোকেট জহিরুল ইসলামের পাতা তৈরি করবো। সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন। রাজনৈতিক প্রতিহিংসা উইকিপিডিয়ায় নয়। আমি ব্যাক্তিগত ভাবে আওয়ামী লীগ করি না। বিষয়টা সিম্পল ভাবে নিলে এতো সমস্যা হতো না। প্রশাসক যদি আমার কোন দোষ খুঁজে পায় যা শাস্তি দেবে মাথা পেতে নেবো। উইকিপিডিয়া সম্পাদনার অধিকার সবার আছে। 'আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ' এ ধরণের কথা বলে হুমকি কেন দিলেন? হুমকি দেওয়া কি উইকিপিডিয়ায় বৈধ? ''মন্ত্রী '' (আলাপ) ০৫:০১, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারীর মতামত
- বাঁধাদানে সমর্থন। উনি অনেক পুরাতন অপব্যবহারকারী। আলাপ:মামুনুল হক পাতায় আক্রমণাত্মক আচরণ ও কুৎসামূলক বর্ণনা দিয়েছেন। এছাড়াও মিজানুর রহমান আজহারী পাতায় তার একাধিক ধংসাত্বক সম্পাদনা রয়েছে। তার আলাপ পাতায় বহুবার প্রশাসক ও অন্যান্য ব্যবহারকারী সতর্ক করেছেন। উনি সংশোধন হবার চেষ্টা মেবি করেনি। এছাড়া উনার সম্পাদনার ধারা নিজ এলাকা ও প্রিয় ব্যক্তিদের প্রচারণার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আলোচনায় প্রায়ই ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক সংশ্লিষ্টকরণের চেষ্টা করে থাকে। এগুলো তার আলাপ পাতা ও আলাপ:মামুনুল হক পাতায় দেখতে পাবেন। এজন্য আমি তাকে সতর্কীকরণের জন্য বাঁধা প্রদান সমর্থন করছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১২:৩২, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
১ মাস মেয়াদে বাধা প্রদান করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ২০:৪৩, ৩০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ নাম পরিবর্তন প্রসঙ্গে
প্রশাসকবৃন্দ, খ্রিষ্টান নিবন্ধের নাম পরিবর্তন করে খ্রিস্টান করা দরকার। যা খ্রিস্টধর্ম নিবন্ধে পুনর্নির্দেশনা দেয়া আছে। — কুউ পুলক 🗩 ১৩:১১, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন মেহেদী আবেদীন ২০:২২, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৪:১৭, ১৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সঠিক বানান কোনটি এ সম্পর্কে এখানে আলোচনা চলছে। আলোচনার পর সিদ্ধান্ত নিলে ভালো হবে। Ahmed Reza Khan (আলাপ) ১২:৩৩, ৩০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধে নিরপেক্ষতা
সম্মানিত প্রশাসকবৃন্দ, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধে যথাযথ নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছেনা। যা বিশ্বকোষের অগ্রযাত্রার মূল ধারাকে ব্যাহত করে। এই সংস্করণটির শুরুতেই লিখা হয় বাংলাদেশ ছাত্রলীগ হলো বাংলাদেশের একটি নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন। যা শুরুতেই লিখা অপ্রাসংঙ্গিক, কারণ যখন কোনো নিবন্ধ লিখা হয় সেই নিবন্ধের নামস্থানানুযায়ী নিবন্ধের প্রথম বর্ণনা লিখা উচিত। যেমনটি আমরা আল কায়েদা নিবন্ধে দেখতে পাই। তারপর যদি কোনো সাংঘর্ষিক বিষয়বস্তু থাকে তারপর তা উইকিপিডিয়া:YESPOV এর আলোকে লিখা উচিত। উইকিপিডিয়া:YESPOV অনুযায়ী সাংঘর্ষিক বিষয়বস্তু উইকিপিডিয়ার কণ্ঠে না লিখে বরং বাংলাদেশ ছাত্রলীগ হলো বাংলাদেশের একটি নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন এই বাক্যটিকে ২০২৪ সালের ২৩ অক্টোবরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংগঠনটিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষিত করা হয় এইভাবে লিখা উচিত। এতে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় থাকে। উপর্যুক্ত সংস্করণটির পূর্বের সংকরণটি আমি সম্পাদনা করেছিলাম। নিরীক্ষক কেন এটিকে রোলব্যাক করলেন তা আমার জানা নেই। আমি এই বিষয়ে সবার মতামত আশা করছি। ImranAvenger (আলাপ) ১৭:৪৮, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- আলাপ পাতার আলোচনায় বিষয়টি সমাধান হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪৩, ৩১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ স্থানান্তরের অনুরোধ
ইংরেজি Space Shuttle কথাটির বাংলা পরিভাষা "নভোখেয়াযান"। এই হিসাবে নিম্নলিখিত পাতা স্থানান্তরের অনুরোধ রইল:
- স্পেস শাটল → নভোখেয়াযান
- স্পেস শাটল ডিসকভারি → ডিসকভারি নভোখেয়াযান
- স্পেস শাটল এনডেভার → এনডেভার নভোখেয়াযান
ও সম্পর্কিত বিষয়শ্রেণীসমূহ। তবে বিষয়শ্রেণী:স্পেস শাটল কর্মসূচি পাতাকে বিষয়শ্রেণী:নাসা নভোখেয়াযান কর্মসূচি নামে স্থানান্তর করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৬:৩৪, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- লক্ষণীয়, উইকিপিডিয়ার বিভিন্ন সংস্করণে "Space Shuttle" (বা অনুরূপ) নামের অনুবাদ ব্যবহার করা হয়েছে। সেই হিসাবে প্রচলিত "নভোখেয়াযান" নামটি ব্যবহার করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান • অনুবাদ করা নিবন্ধ) ১৬:৩৭, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা বা অন্য কোনো স্থানে নাম পরিবর্তনের আলোচনা শুরু করুন। ঐক্যমত তৈরি হলে প্রশাসকদের আলোচনাসভায় জানাবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৫১, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধা প্রদানের অনুরোধ
ব্যবহারকারী:103.49.115.206 এই আইপি থেকে নিয়মিত অগঠনমূলক সম্পাদনা করা হচ্ছে, সতর্কবার্তাকেও আমলে নিচ্ছেনা। তাই বাধা প্রদানের অনুরোধ করা হচ্ছে। ~ নাহিয়ান আলাপ ০৮:১৩, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ব্যবহারকারী:Rakib Uddin Amin এই অ্যাকাউন্টটিও বাধা দেওয়া হোক। বিজ্ঞাপন বাদে কোনো গঠনমূলক কাজে উনি আগ্রহী নন। ~ নাহিয়ান আলাপ ০৪:৩৪, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ০৭, ২০২৪ ০৩:০৮
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
- হকি: Nahian, Tanbiruzzaman, Samiul2.0
- বিরাট কোহলি: Nahian, Samiul2.0
- জুম্ম জনগোষ্ঠী: Tanbiruzzaman, 103.135.254.8
- সিলেটি ভাষা: Abu Ayyub, Tanbiruzzaman, Borhan
- সাহায্য:সম্পাদনা: A09, Zusamrat
- মগনামা ইউনিয়ন: Mehedi Abedin, Azamvai, মোঃ সাকিবুল হাসান
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর: মোঃ মালেক ইসলাম, Mehedi Abedin
- টাইটানিক: MD. Sazid Bin Sahid, MdsShakil
- গোপাল ভাঁড় (টেলিভিশন ধারাবাহিক): 103.200.37.153, Borhan
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২১:০৮, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কিছুদিনের জন্য বট বন্ধ ছিল, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে। তো, এখন সে ব্যাকলগ পরিষ্কার করেছে, তো পূর্বের কিছু সম্পাদনা যুদ্ধও উল্লেখ করেছে। এটা বটের কোনো বাগ নয়। ‐নকীব সরকার বলুন... ২১:১৭, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সংস্করণ মুছুন বা লুকান
special:diff/1686876 মুছুন। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:০৬, ৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১২:৪৭, ৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
Announcing Wikifile-transfer v2, and second community call
Dear Wikimedia Community,
We are excited to announce the release of Wikifile-transfer v2, an enhanced tool to streamline media transfers across Wikimedia projects. Wikifile-transfer supports users in moving non-free images across wiki projects. This tool is helpful for contributors managing media across multiple language wikis.
You can learn more about it here: https://meta.wikimedia.org/wiki/Indic-TechCom/Tools/Wikifile-transfer/v2
You can try the new version here: https://wikifile-transfer.toolforge.org/#/
We invite you to join our second community call on November 10, 2024, at 18:00 IST (6:00 PM). This meeting is an opportunity to discuss the new features, share feedback, and connect with us.
Please add your name at https://meta.wikimedia.org/wiki/Indic-TechCom/Tools/Wikifile-transfer/v2#Community_call.
Since this is a major new release, some bugs may still exist. We encourage you to report any issues you encounter to help us improve the tool further. We're looking forward to your feedback as we continue refining WikiFile-Transfer to meet the needs of our community.
Regards -ParasharSarthak (আলাপ) ১০:০৫, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- Hello ParasharSarthak, This page is the administrator's noticeboard. If you want to message the community, please post it on WP:VP. —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৭, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদান প্রয়োজন
এটা দেখুন, রাষ্ট্র নিবন্ধে বারবার অগঠনমূলক সম্পাদনা করছে ব্যবহারকারী:103.231.162.34। মেহেদী আবেদীন ১৭:৫১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
ফরিদুল ইসলাম নির্জন
বারবার ফরিদুল ইসলাম নির্জন নিজের নাম সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলায় যুক্ত করছে। আইপি থেকে তৈরি নিজের নামে নিবন্ধে সম্পাদনাও করেছে। মেহেদী আবেদীন ০৪:০৯, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- তাকে তার আলাপ পাতায় বার্তা দেয়া হয়েছে। এরপর সে একই ধরণের কাজ চালিয়ে গেলে তাকে সাময়িকভাবে বাধাপ্রদান করা যেতে পারে। — ফেরদৌস • ১৮:০৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: SHEBA RAC
বাধা উপেক্ষা: Md. Jahid Hasan Personal Wikipidia XReport --–TANBIRUZZAMAN (💬) ১৫:৩৭, ১৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:৫৭, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ০৩:৩৪
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২১:৩৪, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:০৬
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:০৬, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:০৮
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:০৮, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Wikitanmks
ধ্বংসপ্রবণতা। XReport --–TANBIRUZZAMAN (💬) ১০:৩১, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বৈশ্বিকভাবে বাধাপ্রাপ্ত —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:৩২
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
- ব্যবহারকারী আলাপ:Nahian: Wikitanmks, Tanbiruzzaman
- ব্যবহারকারী আলাপ:Pmlineditor: Nahian, Wikitanmks, Tanbiruzzaman, 180.191.51.58
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:৩২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বাধাপ্রাপ্ত, অতিরিক্ত অ্যাকশন প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদান প্রয়োজন
Wikitanmks সম্পাদনা যুদ্ধে লিপ্ত হওয়ার পাশাপাশি বিদেশী ভাষায় সম্পাদকদের আলাপ পাতায় অগঠনমূলক কথা লিখছে। মেহেদী আবেদীন ১০:৩৬, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- এখন আইপি 180.191.51.58 থেকে সম্পাদনা যুদ্ধ চালাচ্ছে। মেহেদী আবেদীন ১০:৩৭, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৩, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৭:০২
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১১:০২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সংস্করণ লুকান
বিশেষ:পার্থক্য/7751437 লুকান। খুবই আপত্তিজনক শব্দ। ― ☪ কাপুদান পাশা (✉) ১৯:৪১, ২১ নভেম্বর ২০২৪ (ইউটিসি) করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০১, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারী:Bangladesh2.0/খেলাঘর
ব্যবহারকারী:Bangladesh2.0/খেলাঘর পাতাটি দেখুন। এটি একটি সকপাপেটের দ্বারা তৈরি কেননা পাতায় মনোনেশের নাম উল্লেখ করা হয়েছে। মেহেদী আবেদীন ০৭:১৬, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- পাতাটি অপসারণ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবহারকারীকে বাধা দেওয়া হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ০৭:২১, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৮, ২০২৪ ০০:১৬
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৮:১৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদান
ব্যবহারকারী:103.130.173.247 বারবার সাভার উপজেলা নিবন্ধে অগঠনমূলক সম্পাদনা করছে। এই নিয়ে ২ দিন হয়ে গেছে। মেহেদী আবেদীন ১৪:৪৯, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপাতত প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৮, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
একত্রীকরণের অনুরোধ
চুপকে চুপকে ও চুপকে চুপকে (১৯৭৫-এর চলচ্চিত্র) একই চলচ্চিত্রের নিবন্ধ। একত্রীকরণ প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ০৫:২৩, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৭, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
স্থানান্তর অনুরোধ
- রিফাত হাসান (বাংলাদেশী লেখক) ➤ রিফাত হাসান (লেখক)
- রিফাত হাসান (পাকিস্তানি ধর্মবিদ) ➤ রিফাত হাসান (ধর্মবিদ)
জাতীয়তার ভিত্তিতে এখানে যে দ্ব্যর্থতা নিরসন করা হয়েছে তা অযৌক্তিক, কেননা বাংলা উইকিপিডিয়া (এমনকি ইংরেজি উইকিপিডিয়াতেও) রিফাত হাসান নামে অন্য কোন দেশের লেখকের নিবন্ধ নেই, একই নামে ভিন্ন দেশের কোন ধর্মবিদেরও নিবন্ধ নেই। তাই উক্ত প্রস্তাব অনুযায়ী দুটি নিবন্ধের স্থানান্তর প্রয়োজন, তাতে শিরোনাম আরো ছোট করা যাবে। মেহেদী আবেদীন ১০:২২, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৩, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
SomserAlom.SA এই ব্যবহাকারী বারবার নিজের সম্বন্ধে নিবন্ধ তৈরি করছেন। Arijit Kisku (আলাপ) ১৩:১০, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে
বাধাদানের অনুরোধ: Afran Tanvir, Md Tanvirul Islam778
- Afran Tanvir (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)
- Md Tanvirul Islam778 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)
একাধিক একাউন্টের অপব্যবহার। –TANBIRUZZAMAN (💬) ২০:১২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Tanbiruzzaman করা হয়নি। অপব্যবহারের বিস্তারিত সহ সকপাপেট তদন্ত পাতা খুলুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৪৬, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.51.52.4
ধ্বংসপ্রবণতা XReport --–TANBIRUZZAMAN (💬) ১৬:০৬, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৪৪, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Akash Pradhan004 ব্যবহাকারী বারবার অসংলগ্ন নিবন্ধ তৈরি করছেন। Arijit Kisku (আলাপ) ০৫:৩১, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @RiazACU সম্ভবত উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/চিন্তা মুক্তি —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৩, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রমাণিত সক৷ বাধা দেওয়া হলো। রিয়াজ (আলাপ) ১৪:১৮, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @RiazACU ব্যবহারকারী আলাপ:Mononesh Das Bangladesh অ্যাকাউন্টটিকেও বাধা প্রদান করুন। ভেনজেন্স • আলাপ ১৪:২৫, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রমাণিত সক৷ বাধা দেওয়া হলো। রিয়াজ (আলাপ) ১৪:১৮, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধা প্রদানের অনুরোধ
ব্যবহারকারী:Karibdo অ্যাকাউন্টটি বাধা দেওয়া হোক। প্রচারণা ব্যতিরেকে গঠনমূলক কোন সম্পাদনা অ্যাকাউন্টটি থেকে করা হয়না। ভেনজেন্স • আলাপ ১৮:০৬, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ২৫, ২০২৪ ২৩:১৩
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
- রিফাত হাসান: Morshedul Alam Talukdar, MdsShakil
- ব্যবহারকারী আলাপ:MOHAMMAD ZAKIR HOSSEN: MOHAMMAD ZAKIR HOSSEN, FaysaLBinDaruL
- সিরাজগঞ্জ থানা: Nahian, MustafaKamal
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৭:১৩, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধা প্রদানের অনুরোধ
"ব্যবহারকারী:S M SHAWAN MONIR" অ্যাকাউন্টটিকে বাধা প্রদান করা হোক। ব্যবহারকারী বিশ্বকোষ তৈরিতে আগ্রহী নন, কেবল ব্যক্তিপ্রচারণার উদ্দেশ্যে উইকিপিডিয়া ব্যবহার করছেন। ভেনজেন্স • আলাপ ২৩:১৫, ২৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Carding.xyz
Illegal activity XReport --Ternera (আলাপ) ২১:২৮, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বাধাদান করা হয়েছে, যদিও ভিন্ন কারণে। তবে এটা খোলা রাখার কারণ দেখছিনা। ― ☪ কাপুদান পাশা (✉) ১৮:০৭, ২৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারীর পাতা পুনরুদ্ধার
আমার ব্যবহারকারী পাতাটি পুনরুদ্ধার করুন। মোকাররাম (আলাপ) ০৬:৪২, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি প্রচারণামূলক ব্যবহারকারী পাতা - রিয়াজ (আলাপ) ১২:৪৫, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 144.48.108.222
Vandalism XReport --Arijit Kisku (আলাপ) ১১:৩৬, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে - রিয়াজ (আলাপ) ১২:৪৫, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
ধ্বংসপ্রবণতা; 103.143.242.210 আইপিটিকে বাধা দিন। ভেনজেন্স • আলাপ ১২:৩৪, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে - রিয়াজ (আলাপ) ১২:৪৪, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
“ব্যবহারকারী:কামরুজ্জামান ছোটন” অ্যাকাউন্টটিকে বাধা দেওয়া হোক; বিশ্বকোষ গঠনে আগ্রহী নন। ভেনজেন্স • আলাপ ১৫:৩২, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। আপাতত প্রয়োজন নেই, ভবিষ্যতে পুনরায় সক্রিয় হলে দেখা যাবে —শাকিল (আলাপ · অবদান) ০৮:৩৩, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: R.k Robiul Hossain
Vandalism. সম্ভবত সকপাপেট XReport --Arijit Kisku (আলাপ) ০৮:৫৯, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- কার সক? —শাকিল (আলাপ · অবদান) ০৯:১২, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ব্যবহারকারী "যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র" নামে নিবন্ধ তৈরি করেছিলেন যা ইতিমধ্যে ৫ বার অপসারিত হয়েছে। Arijit Kisku (আলাপ) ০৯:২৬, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি পূর্ববর্তী প্রণেতাদের সাথে আলোচ্য অ্যাকাউন্টের সম্পর্কের প্রমাণ দেখছি না, পাশাপাশি তাদের কেও বাধাপ্রাপ্ত না। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৯, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- ব্যবহারকারী "যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র" নামে নিবন্ধ তৈরি করেছিলেন যা ইতিমধ্যে ৫ বার অপসারিত হয়েছে। Arijit Kisku (আলাপ) ০৯:২৬, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 118.179.156.177
নিবন্ধ ও সম্পাদনা সারাংশে অসশ্লীল ভাষার ব্যাবহার। XReport --Arijit Kisku (আলাপ) ১৬:০৩, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ১৭:২৪, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Md. Biplob khan68 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) : অগঠনমূলক সম্পাদনা। ভেনজেন্স • আলাপ ১৬:২৫, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- সঙ্গে এই আইপিটিকেও: 37.111.212.147 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) ভেনজেন্স • আলাপ ১৬:৪২, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ১৭:২১, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Parvez2526 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) অগঠনমূলক সম্পাদনা; সতর্ক করার পরেও একই ধরণের সম্পাদনা চালিয়ে যাচ্ছে। ভেনজেন্স • আলাপ ২২:৪৩, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:২৬, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :ডিসেম্বর ০২, ২০২৪ ০৪:৪৬
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২২:৪৬, ১ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:২৬, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 118.179.162.209
ধ্বংসপ্রবণতা XReport --Arijit Kisku (আলাপ) ১৫:৪০, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৭, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
103.154.236.64 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) ধ্বংসপ্রবণতা ভেনজেন্স • আলাপ ১৬:০৫, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৭, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
“ব্যবহারকারী:Offshanto” : ধ্বংসপ্রবণতা, বিশ্বকোষ গঠনে আগ্রহী নন, বিজ্ঞাপনের উদ্দেশ্যে উইকিপিডিয়া ব্যবহার করছেন (বিশেষ:পার্থক্য/7770835, বিশেষ:পার্থক্য/7770971, বিশেষ:পার্থক্য/7770989)। ভেনজেন্স • আলাপ ২৩:৫৬, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @ভেনজেন্স ভাই! রিপোর্টের সময় অনুগ্রহ করে [[]] ব্যবহার করুন। সবচেয়ে সুবিধা হয়, এই ধরণের বাধাদানের ক্ষেত্রগুলিতে: [[বিশেষ:অবদান/নাম]] ব্যবহার করা। সহজার্থে বোধহয় এক্সরিপোর্ট ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি প্রায়শই রিপোর্ট করেন। ― ☪ কাপুদান পাশা (✉) ০৮:০০, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Nahian, খাত্তাব হাসান: সবচেয়ে ভালো হলো {{Vandal}} টেমপ্লেট ব্যবহার করা। টেমপ্লেটে অনেক অপশন থাকায় অ্যাকশন নেওয়া সহজ হয়। —শাকিল (আলাপ · অবদান) ০৮:৩০, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। আপাতত প্রয়োজন নেই, ভবিষ্যতে পুনরায় সক্রিয় হলে দেখা যাবে —শাকিল (আলাপ · অবদান) ১২:৩১, ৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Mr Iqbal Hossain Mollah (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) বিশ্বকোষ গঠনে আগ্রহী নন। ভেনজেন্স • আলাপ ১১:২০, ৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। নতুন সম্পাদকের পরীক্ষামূলক সম্পাদনা মনে হচ্ছে, আস্থা রাখুন ও নতুনদের নতুন ব্যবহারকারীকে দংশাবেন না। তিনি কী ভুল করেছেন তা আলাপ পাতায় বুঝিয়ে বলুন। —শাকিল (আলাপ · অবদান) ১২:৪১, ৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Arianvai
পূর্বে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। বিজ্ঞাপন/আত্মজীবনী লেখা অব্যাহত রেখেছে। XReport --বোরহান (আলাপ) ১৯:৪২, ৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৫:২৩, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
103.35.170.138
103.35.170.138 বারবার উইকিপিডিয়া নামস্থানে নাম লিখছে। বাধা দেওয়া প্রয়োজন। মেহেদী আবেদীন ২২:২০, ৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- এখন আবার বিষয়শ্রেণী তৈরি করে নাম লিখছে। মেহেদী আবেদীন ১৫:২৬, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ১৫:৫৯, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন
ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী হিন্দু বিরোধী সহিংসতা নিবন্ধটি নিয়ে ইতিমধ্যে অপসারণ আলোচনা চলমান আছে। এরই মধ্যে নিবন্ধটি ঘিরে সদ্য বাধাপ্রাপ্ত সকপাপেটের তৎপরতা ও একাধিক ব্যবহারকারীর সম্পাদনা যুদ্ধ নিবন্ধের স্থিতিশীলতা নষ্ট করছে। যদিও এসব পরিস্থিতিতে সুরক্ষার জন্য অন্য পাতায় আবেদন করতে হয় কিন্তু অবস্থা বুঝে আমি পাতাটি প্রশাসকদের আলোচনাসভায় ২ সপ্তাহের জন্য সুরক্ষা সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য অনুরোধ করছি যাতে সকল সম্পাদকদের এতে সম্পাদনার জন্য আলাপ পাতায় অনুরোধ করতে হয়। তারপর সেটি স্থিতিশীল সংস্করণে ফিরিয়ে আনা হোক। মেহেদী আবেদীন ১৭:২৫, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- সুরক্ষিত করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ১৭:৩৯, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
স্বার্থের সংঘাত
সতর্ক করার পরেও Shanarei Devi Shanu নিজের নিবন্ধে (শানারেই দেবী শানু) সম্পাদনা করছেন এবং প্রাক্তন স্বামীর তথ্য বারবার অপসারণ করছেন। মেহেদী আবেদীন ১৮:৩৬, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Shanarei Devi Shanu আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আশা করবো সম্পাদনা করবেন। আপনার তিনটা সম্পাদনার মধ্যে প্রথমটা গঠনমূলক হলেও পরের দুইটা সম্পাদনা WP:ধ্বংসপ্রবণতামূলক হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:৫৬, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপাতত অতিরিক্ত প্রশাসনিক অ্যাকশনের প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১৯:০৭, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 116.204.151.30
ধ্বংসপ্রবণতা XReport --Arijit Kisku (আলাপ) ০৮:৩৬, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৮:৫৭, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
103.103.89.205
সতর্ক করার পরেও একাধিক নিবন্ধে নিজের নাম যুক্ত করছে। WP:NOTHERE। মেহেদী আবেদীন ১৫:০৯, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৫:৪৭, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সিলিমপুর আবাসিক এলাকা পাতাটি পুনরুদ্ধার করার অনুরোধ
একজন নতুন ব্যবহারকারী পাতাটি সূত্র ছাড়া তৈরি করেছিল। আমি এর জন্য নির্ভরযোগ্য সূত্র আছে নিশ্চিত করে সেই সূত্রগুলো নিবন্ধে যুক্ত করেছিলাম। কিন্তু সময়ের ভাবে সম্প্রসারণ করিনি। এটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কিন্তু আমার বিশ্বাস এটি ভুলবশত অপসারণ করা হয়েছে। অপসারণের সময় নি৭ বিচারধারা দেখানো হয়েছে। কিন্তু নি৭ "বাস্তব ব্যক্তি, একক প্রাণি, সংস্থা, ওয়েব বিষয়বস্তু বা ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য"। অন্যদিকে সিলিমপুর আবাসিক এলাকা এগুলোর কোনটার মাঝেই পড়েনা কেননা এটি একটি ভৌগলিক স্থান। এবং স্থান অনুযায়ী সূত্রগুলো এর উল্লেখযোগ্যতা নিশ্চিত করছে। তাই আমি সিলিমপুর আবাসিক এলাকা পাতাটি পুনরুদ্ধারের জন্য অনুরোধ করছি। মেহেদী আবেদীন ২১:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
ব্যবস্থা নেওয়া প্রয়োজন
আবু হুরাইরা (রাঃ) নামের অ্যাকাউন্টটি বারবার নাস্তিকদের তালিকা নিবন্ধে নীতিমালা বহির্ভূতভাবে যাদের নিবন্ধ নেই তাদের নাম যুক্ত করা রিভার্ট করার পর সাথে সাথে নিবন্ধটিতে আইপি থেকে এই সম্পাদনা করা হয়। WP:হাঁস অনুযায়ী এটা স্পষ্ট যে আইপির সাথে উক্ত ব্যবহারকারীর সম্পর্ক আছে। আইপির ক্ষেত্রে সকপাপেট তদন্ত সম্ভব নয় বিধায় নিবন্ধটি সুরক্ষিত করে আইপি ও অ্যাকাউন্টের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কেননা উক্ত সম্পাদনা থেকে স্পষ্ট যে এই ব্যবহারকারী WP:NOTHERE। মেহেদী আবেদীন ০৩:০১, ৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৫:১৪, ৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারী CosmLearner
@ব্যবহারকারী CosmLearner সম্পর্কে আমার কিছু সুস্পষ্ট অভিযোগ। তিনি ১৬ জুলাই ২০২৪ উইকিতে যাত্রা শুরু করেছেন। এরপরেই বেশ অভিজ্ঞ সম্পাদকের মত সম্পাদনা করছেন। তবে তার গুরুতর অনিরেপক্ষতা সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়েই কয়েকটি অভিযোগ।
- তিনি বাংলা ও ইংরেজি উইকিতে সম্পাদনা করে থাকেন। দুই উইকিতেই আগ্রহ প্রায় একই ধরণের নিবন্ধ নিয়ে। তবে তিনি নিয়মিত তথ্যসূত্র পাওয়া ছাড়াই তথ্য যোগ করেন। এই অভিযোগে তাকে মাত্র ৪০ দিনে ইংরেজি উইকিতে দুইবার বাঁধাপ্রদান করা হয়েছে। লগ দেখুন একবার তাকে চিরস্থায়ী মেয়াদের বাঁধাপ্রদান করা হয়েছিলো।
- অনিরেপক্ষতার জন্য আমি এই [[৫]] সম্পাদনাটি বাতিল করেছি। এছাড়াও এই সম্পাদনায় তিনি তথ্য বিকৃতি ঘটিয়েছেন। এই আলোচনায় একজন প্রশাসকের সাথে এই সম্পাদনা নিয়ে বিতর্কও হয়েছে।
- নিবন্ধের নাম পরিবর্তনের জন্য আলাপ পাতার পরিবর্তে আলোচনায় আমাকে হিন্দুধর্মের উপর সহিংসতার সাথে বাহ্যিক সম্পর্ক রয়েছে এমন ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। আমি এই ঘৃণ্য কাজকে নিজের জন্য চরম অপমানজনক মনে করেছি। এটার শাস্তি হওয়া দরকার।
- এই আলোচনাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে আল জাজিরা ইসলামপন্থীদের প্রতীক এমন মন্তব্য, বাংলাদেশী গণমাধ্যমকে মৌলবাদী মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত এমন বক্তব্য করেছে। গণমাধ্যমের উপর এমন আস্থাহীনতা এটা দেশ ও গণমাধ্যমের উপর মিথ্যাচার।
- একটি অভিযোগ, ২০২৪ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা (পরে নাম পরিবর্তন হয়েছে) নিবন্ধে অনিরেপক্ষতা ও নামকরণ নিয়ে কিছু ব্যবহারকারী আলোচনা শুরু করলে, তখন নতুন একাউন্ট ComsLearner নামে এইসব নিবন্ধে অপব্যবহার করতে থাকে। এটা খানিকটা মেটাপাপ্রেটির মতো ব্যপার।
- এছাড়াও অন্যান্য ব্যবহারকারীকে তার সম্পাদনা বাতিল ও উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। তার সম্পাদনাগুলোতে বায়াসনেস, কৌশলে তথ্য বিকৃতি প্রভৃতি ব্যপার রয়েছে।
তার নীতিমালা উপেক্ষা সম্পাদনা, অনিরেপক্ষ সম্পাদনা এগুলো উইকির মান বজায় রাখার অন্তরায়। তাই আমি তাকে আজীবন মেয়াদে বাধাদানের প্রস্তাব করছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:৫১, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- অতিরিক্ত নোট ৩ নং পয়েন্টের সহিংসতা অংশে আমার বক্তব্যকে এগ্রোসিভ ভাবিয়েন না। এটা আমার উপর ব্যক্তিগত আক্রমণের সমানুপাতিক প্রতিক্রিয়া জানিয়েছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:০৪, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- বাধাদানে সমর্থন এবং সক-পাপেট তদন্ত করা যেতে পারে। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ১২:০৯, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ৩ ও ৪ নং পয়েন্টের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বাধাদান এবং নিরপেক্ষতায় সম্প্রদায়ের আস্থাভাজন না হওয়া পর্যন্ত এই নিবন্ধ ও এই জাতীয় নিবন্ধে সম্পাদনা ও সৃষ্টি করা থেকে অনির্দিষ্টকালের জন্য প্রসঙ্গ নিষেধাজ্ঞায় সমর্থন। মেহেদী আবেদীন ১৫:২৭, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- তিনমাস মেয়াদে বাধা প্রদান করা হয়েছে এবং আলাপ পাতায় বিস্তারিত জানানো হয়েছে। প্রসঙ্গ নিষেধাজ্ঞার (টপিক ব্যান) ব্যাপারে আরও আলোচনা চলতে পারে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:০৩, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- সক-পাপেট্রির কারণে অনির্দিষ্টকালের জন্য বাধাপ্রাপ্ত। অতিরিক্ত কোনো অ্যাকশনের প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১৯:১৮, ১২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Rakib Uddin Amin (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) পূর্বে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী, বিশ্বকোষ গঠনে আগ্রহী নয়। ভেনজেন্স • আলাপ ১৩:৩৯, ৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Sufia Hasan
Sufia Hasan (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) নিবন্ধ বিকৃতি করে Self Promotion করছে, অবদানসমূহ বাতিলের অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:২২, ১৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
103.25.251.229
আইপিটা একটি নিবন্ধ থেকে বারবার লেখা অপসারণ করছে। বাধা দিতে হবে। মেহেদী আবেদীন ০৪:০৭, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- রেফারেন্সের জন্য: 103.25.251.229 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: 103.114.98.176
Vandalism. ফরিদগঞ্জ উপজেলা পাতায় ধ্বংসপ্রবণতা XReport -- Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৩:৫২, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৪:২৬, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বিষয়শ্রেণী:ইসলামে মহিয়সী নারী অপসারণ
বিষয়শ্রেণী:ইসলামে মহিয়সী নারী এধরণের কোনো বিষয়শ্রেণীর নাম হতে পারে কী? আমার মতে, এটি উইকিপিডিয়া নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কে মহান, কে ঘৃণিত সেটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। বিষয়শ্রেণীটি অপসারণ করা হোক।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৩:২২, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Owais Al Qarni এটা প্রশংসাজ্ঞাপক বিষয়শ্রেণী। তাই অপসারণে সমর্থন। ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:৪৫, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:৫১, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :ডিসেম্বর ১৯, ২০২৪ ১০:০৮
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ০৪:০৮, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @নকীব সরকার স্বয়ংক্রিয় টহলদারকে এই তালিকা থেকে এক্সক্লুড করুন। প্রতিদিনই বেচারাকে সম্পাদনা যুদ্ধ করতে হবে। ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- দ্বিমত করছি। স্বয়ংক্রিয় টহলদারকে কখনো যুদ্ধের জন্য বাধা দেয়া হবে না, তবে স্বয়ংক্রিয় টহলদার কার সম্পাদনা বারবার বাতিল করছে, কোন পাতায় যুদ্ধ হচ্ছে তা জানার জন্য বিজ্ঞপ্তি কাজে আসতে পারে। হয়ত পাতাটি সুরক্ষিত করার প্রয়োজন হতে পারে, অপর পক্ষকে বাধা দিতে হতে পারে। স্বয়ংক্রিয় টহলদার নিজের সম্পাদনা বাতিল হওয়াটা ফেরত নেয় না, তাই স্বয়ংক্রিয় টহলদারের পক্ষেও কেউ অংশ নিলে এমন হতে পারে। — AKanik 💬 ১২:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
42.0.7.238 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) অতিরিক্ত ধ্বংসপ্রবণতা। ভেনজেন্স • আলাপ ২১:০০, ১৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়নি। প্রয়োজন নেই —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৬, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
Fhsobuj (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) প্রচারণার উদ্দেশ্যে উইকিপিডিয়াকে ব্যবহার, বিশ্বকোষ গঠনে আগ্রহী নয়। ভেনজেন্স • আলাপ ১৮:০৮, ২০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- ইয়াহিয়া ভাই বাধা দিয়েছেন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৫, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
ফরিদগঞ্জ উপজেলা পাতায় অনবরত ধ্বংসপ্রবণতা, অসীম মেয়াদে বাধাদান করুন। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৫:১৭, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- আইপি ঠিকানায় অসীম মেয়াদে বাধা দেওয়া হয় না। দুই সপ্তাহের জন্য বাধা দেওয়া হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ
103.61.241.55 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ) : ধ্বংসপ্রবণতা। ভেনজেন্স • আলাপ ১২:৪০, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনা যুদ্ধ :ডিসেম্বর ২৫, ২০২৪ ১৮:৪২
নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:
দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।
ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১২:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- আইপি কে বাধা দেওয়া হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Adultsnetwork
ধ্বংসপ্রবণতা। XReport --–TANBIRUZZAMAN (💬) ২৩:১৬, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:২৪, ২৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)