আলাপ:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১০ মাস আগে "চিত্র" অনুচ্ছেদে

একীভূতকরণ- রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সম্পাদনা

একই বিষয়ে দুটি নিবন্ধ: রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এদের একীভূত করা আবশ্যক। Syed Nur Kamal (আলাপ) ০৬:২০, ১৯ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ একত্রীকরণে প্রথম এবং সঠিক বানানকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ

সম্পাদনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিবন্ধটি ০৪:০৩, ২৭ মে ২০১২‎ তারিখে তৈরি ছিল এবং নিবন্ধের নাম সঠিক ছিল সুতরাং "Rafaell Russell" যখন (২০১৪) ভুল করে নতুন ভাবে নিবন্ধ (ভুল বানানে) তৈরি করেছে তারটাই "Redirect" করা অনুরোধ করছি। মাহফুজ আলাপ ০৯:২৩, ৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সঠিক বনানে স্থানান্তর করা হল।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১১:১০, ৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

চিত্র

সম্পাদনা

@আফতাবুজ্জামান, Tanvir Rahat -এর চিত্রটিতে আমি তো কোনো সমস্যা দেখছি না। আর মুক্ত ছবি থাকতেও কেন অ-মুক্ত ছবি ব্যবহার করতে হবে? Yahya (আলাপ) ১৮:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Yahya, চিত্র:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র.jpg ও ওটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ওটাতে বিষয়বস্তু বোঝাও যায় না, দূর থেকে ৪টা চিমনি ছাড়া। এছাড়া ওটা অবাস্তব, রাতে আকাশে ওমন লাল টুকটুকে চাঁদ থাকে না। এটাতে মূল বিষয়বস্তু, বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের অংশ বোঝা যাচ্ছে ও বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করছে। এই ছবিটির অনুরূপ বিষয়বস্তু যুক্ত মুক্ত চিত্র উপলব্ধ নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র" পাতায় ফেরত যান।