আলাপ:মুহাম্মাদ
এই পাতাটি মুহাম্মাদ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধের তালিকায় যোগ করা হয়েছে। নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ানদের দ্বারা সম্পাদিত অন্যতম শ্রেষ্ঠ নিবন্ধ। তাই, এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের গুণাবলীর আওতায় নির্বাচন করতে নিবন্ধের মান, নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা, পরিপূর্ণতা, এবং লিখনরীতি যাচাই করা প্রয়োজন। অনুগ্রহ করে After the FAC director or one of his delegates promotes the article or archives the nomination, a bot will update the nomination page and article talk page. প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধের পর্যালোচনা সমাপ্ত হয়ে গেলে {{নিবন্ধ ইতিহাস}} টেমপ্লেট manually update করবেন না |
মুহাম্মাদ ব্যক্তি বিষয়ে একটি ৩য় স্তরের আবশ্যকীয় নিবন্ধ হিসাবে তালিকাভুক্ত হয়েছে। যদি আপনি এটিকে আরও উন্নত করতে পারেন, দয়া করে করুন। এই নিবন্ধটি ভাল-শ্রেণীর নিবন্ধ হিসাবে মূল্যায়িত হয়েছে। |
মুহাম্মাদ দর্শন এবং ধর্মবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন। | ||||
|
এই নিবন্ধটি এখনো মূল্যায়ন করা হয়নি এটি নিম্নোক্ত উইকিপ্রকল্পের অংশ: | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
এই নিবন্ধটি ২০২১ সালের রমজান এডিটাথনের অংশ হিসেবে তৈরি বা মানোন্নয়ন করা হয়েছে। |
নাম, দুরুদ
সম্পাদনাআল্লাহ্ ভূল হইলে মাফ কইরা দিও। mak 20:53, ১২ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
- ভুল বানানটা ভুল হয়েছে : ) । --Amr ১৯:৩৫, ৫ আগস্ট ২০০৬ (ইউটিসি)
- ধন্যবাদ । --mak ১৫:১৩, ২২ আগস্ট ২০০৬ (ইউটিসি)
এইটাকে কি মুহাম্মাদ এ সরানো যায়? NPOV বলে কথা... --ইমাম তাশদীদ উল আলম ০৭:৫৬, ১১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)
- বাংলা ভাষাভাষীদের অনেক বড় অংশ মুসলিম। তাঁর (হযরত মুহাম্মদ (সাঃ)) মহত্ব অন্যান্য ধর্মেও স্বীকৃত। উইকিপিডিয়া ব্যবহারকারীরা হযরত লিখেও তাঁর সম্পর্কে নিবন্ধ খুঁজতে পারে। বাংলা উইকিপিডিয়া মাত্র বিকশিত হচ্ছে, আর এর মধ্যেই স্পর্শকাতর বিষয়ে NPOV টেনেে আনা কি সমিচিন। আপনার ব্যবহারকারী নাম Uchchwhash কিন্তু সেটার label এ আপনার পুরো নাম দিয়েছেন। আপনার নামটি খুবই সুন্দর, শুনতেও ভাল লাগে, কেমন যেন একটা Rythm আছে। আপনার নিজেরও তা ভাল লাগে বোধ করি। তাই label এ সম্পূর্ণ নামটি ব্যবহার করেছেন। আর পৃথিবী শ্রেষ্ঠ একজন মহামানবের নিবন্ধকে সম্বোধন করলেন এইটাকে (third person) বলে। আপনাকে যদি এইটা বলে সম্বোধন করি, কেমন লাগবে? নিশ্চয়ই ভাল লাগবে না আপনার কাছে। আমাকে হয়তো Emotional বলবেন। হ্যাঁ ভাই, কিছু ব্যাপারে আমি তাই। আমার ব্যক্তিগত মতামত তাঁর নিবন্ধের শিরোনাম যেরকম আছে, সেরকমই থাকুক। শ্রীরাম কে রাম বললে কি কেউ চিনবে? হয়তো চিনবে, কিন্তু তাঁর মহত্ব প্রকাশ পাবেনা। সবাইকে অনুরোধ করছি, দয়া করে ইমাম সাহেবের সুপারিশ বাস্তবায়ন করবেন না। --mak ১৬:১১, ১১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)
- শিরোনাম ও দোয়া নাম হতে আলাদা করার চেষ্টা করেছি। হচ্ছে না। প্রশাসকগণ সাহায্য করুন। ব্যাপারটা আশা করি কেউ স্পর্শকাতর হিসেবে নিবেন না। --Amr ১০:০৮, ৩১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)
আরবি উইকিপিডিয়াতে শিরোনামঃ محمد_بن_عبد_الله(অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ; আবদুল্লাহ্-র পুত্র মুহাম্মদ) ফারসিতেঃ محمد پسر عبدالله (আবদুল্লাহ্-র পুত্র মুহাম্মদ) উর্দুতেঃ محمد صلی اللہ علیہ و آلہ و سلم(উর্দুভাষীরা দোয়াটা রেখেছে।) ইন্দোনেশীয় ভাষায়ঃ Muhammad (সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের লোকেরা কেবল মুহাম্মদ রেখেছে) কুর্দীতেঃ Mihemmed Pêxember (কুর্দী ভাষীরা, "পয়গম্বর মুহম্মদ" রেখেছে) তুর্কীতেঃ Muhammed_bin_Abdullah (আরবি ও ফার্সির মত)
--অর্ণব (আলাপ | অবদান) ১১:১৩, ৩১ অক্টোবর ২০০৬ (ইউটিসি)
আমরা ইচ্ছা করলে "মুহাম্মাদ"এর সাথে "সঃ" যুক্ত করতে পারি। এতে সংক্ষিপ্তভাবে দোয়া উল্লেখ করা সম্ভব হবে।আশা করি, এতে করে কারো অন্তরে এ নিয়ে কোন প্রশ্ন আসবে না। Mumin (talk) ১৬:২৯, ১০ নভেম্বর ২০০৯ (ইউটিসি)
ভালো নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাসরঞ্জামবাক্স |
---|
- এই পর্যালোচনাটি আলাপ:মুহাম্মাদ/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
পর্যালোচক: ওয়াকিম (আলাপ · অবদান) ১০:১৭, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)
- ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
- সুলিখিত।
- ক) গদ্য:
খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:- উত্তীর্ণ
- ক) গদ্য:
- তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য।
- ক) তথ্যসূত্র:
খ) নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
গ) মৌলিক গবেষণা:
ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:- উত্তীর্ণ
- ক) তথ্যসূত্র:
- নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে।
- ক) প্রধান বিষয়:
খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:- উত্তীর্ণ
- ক) প্রধান বিষয়:
- নিরপেক্ষভাবে লিখিত।
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- উত্তীর্ণ
- পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
- নিবন্ধটি স্থিতিশীল।
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- উত্তীর্ণ
- কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
- যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
- ক) (সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা):
- খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
- উত্তীর্ণ
- সিদ্ধান্ত:
- উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
প্রধান পাতার জন্য সূচনাংশ
সম্পাদনামুহাম্মাদ হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী, যার উপর ইসলামী প্রধান ধর্মগ্রন্থ আল-কুরআন অবতীর্ণ হয়েছে। অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে, মুহাম্মাদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনেও। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য; বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত মুহাম্মাদের নিকট আসা ওহীসমূহ কুরআনের আয়াত হিসেবে রয়ে যায় এবং মুসলমানরা এই আয়াতসমূহকে ‘আল্লাহর বাণী’ বলে বিবেচনা করেন। এই কুরআনের উপর ইসলাম ধর্মের মূল নিহিত। কুরআনের পাশাপাশি হাদিস ও সিরাত (জীবনী) থেকে প্রাপ্ত হযরত মুহাম্মাদের শিক্ষা ও অনুশীলন (সুন্নাহ) ইসলামী আইন (শরিয়াহ) হিসেবে ব্যবহৃত হয়। (বাকি অংশ পড়ুন...)
নাম বানান
সম্পাদনাআরবী->বাংলা বর্ণান্তরণ অনুযায়ী স্রেফ “মুহম্মদ” বানান বা “মোহম্মদ” বানান ঠিক হবে, এর দরুন আমাদের বরং এখন থেকে খালি “মুহম্মদ” বানানটাই ব্যবহার করা উচিত না(যেহেতু “মুহম্মদ” বানানটা “মোহম্মদ” বানানটার চেয়ে বেশী প্রচলিত)? এর বাদে, বাংলা একাডেমিতেও “মুহম্মদ” সঠিক বানান হিসাবে ধরা হয়েছে, তো কেউ কি এই পাতার নাম বদলে “মুহম্মদ” নামটা দিতে পারবেন? — Shohure Jagoron (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- “মোহম্মদ” (সাঃ) কীভাবে সঠিকতর হবে তা বোধগম্য নয়। একইভাবে “মুহম্মদ” (সাঃ) বানানটিও উচ্চারণ সম্মত নয়। মুহাম্মাদ (সাঃ) বানানটি সঠিক এবং উচ্চারণ সম্মত মনে হয়। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:১৪, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৭ জুন ২০২১
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বা মুহাম্মদ (সা.) লিখে সম্পাদনা করার অনুরোধ রইলো৷ Shrobel (আলাপ) ২০:১৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)
- @Shrobel: উইকিপিডিয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রচিত না হওয়ায় (সা.) দেয়া হয় নি। — AKanik 💬 ০৫:৩১, ৮ জুন ২০২১ (ইউটিসি)
- @Ahmad Kanik তিনি ধর্মীয় সম্মানিত ব্যক্তি। উনি স্বধর্মে যেভাবে সম্বোধিত হন সেভাবে সম্বোধন করা উচিৎ। Shrobel (আলাপ) ১৩:৩৭, ১৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
- সহমত পোষণ করছি। হযরত মুহাম্মদ নামের শেষে স: অথবা সম্পূর্ন দুরুদ যোগ করা উচিৎ । আক্তার মোল্লা (আলাপ) ০৮:৫১, ৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik তিনি ধর্মীয় সম্মানিত ব্যক্তি। উনি স্বধর্মে যেভাবে সম্বোধিত হন সেভাবে সম্বোধন করা উচিৎ। Shrobel (আলাপ) ১৩:৩৭, ১৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
এটা কোন ইসলাম ধর্ম প্রচারের জায়গা নয়। এখানে neutral ভাবে লেখা হয়। Subhobrata Chakravorti (আলাপ) ০৪:১০, ২৯ জুন ২০২১ (ইউটিসি)
- @Subhobrata Chakravorti জনাব, তিনি একজন সম্মানিত ব্যক্তি। উনাকে মুহাম্মদ নয় বরং মুহাম্মদ (সা.) বলা হয়। Shrobel (আলাপ) ১৩:৪০, ১৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ১১ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
আনুমানিক ৫৭০ খ্রিষ্টাব্দে (হস্তিবর্ষ) মক্কা নগরীতে জন্ম নেওয়া মুহাম্মাদ তার পিতার মৃত্যুর দুইবছর পরে জন্ম গ্রহণ করেন । শৈশবে মাতাকে হারিয়ে এতিম হন এবং প্রথমে তার পিতামহ আবদুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের নিকট লালিত-পালিত হন। হেরা পর্বতের গুহায় ৪০ বছর বয়সে তিনি নবুওয়াত লাভ করেন। জিবরাঈল ফেরেশতা এই পর্বতের গুহায় আল্লাহর তরফ থেকে তার নিকট ওহী নিয়ে আসেন।[১৬] তিন বছর পর ৬১০ খ্রিষ্টাব্দে[১৭] মুহাম্মাদ প্রকাশ্যে ওহি প্রচার করেন,[১৮] এবং ঘোষণা দেন "আল্লাহ্ এক" ও তার নিকট নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত,[১৯] এবং ইসলামের অন্যান্য নবিদের মত তিনিও আল্লাহর প্রেরিত দূত।[২০][২১] 2401:4900:3EEA:B737:0:51:3FE7:7D01 (আলাপ) ১০:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- ফাঁকা অনুরোধ —শাকিল (আলাপ · অবদান) ১০:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
দরুদ
সম্পাদনাAssalamu Alaikum ﷺ যোগ করা হচ্ছে না কেন? এটাতো তার প্রতি বেয়াদবি ! ﷺ থাকলে অনেকে তার নামের পর নিজের অজান্তেই দুরুদ পড়ত। ﷺ না থাকায় অনেকে তার নামের পর নিজের অজান্তেই দুরুদ পড়ছে না।
সুতরাং, ﷺ/(সা:) যোগ করা হোক MD.Ahp (আলাপ) ০২:১২, ১৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)
প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ
সম্পাদনা{{প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ}} রিজওয়ান আহমেদ (আলাপ) ০১:৩৫, ২ মে ২০২২ (ইউটিসি)
এই নিবন্ধটি উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধ হওয়া উচিত। Firozahmedht (আলাপ) ০১:৩৯, ২ মে ২০২২ (ইউটিসি)
- @Firozahmedht: উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ দেখুন। — আদিভাই • আলাপ • ০৬:২৯, ২ মে ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: নিবন্ধটি নির্বাচিত করতে অনেক কাজ করতে হবে। বিশেষ করে তথ্যযোগ। প্রাথমিক ধাপ হিসেবে ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করা যায়। যেমন ধরুন, ইংরেজি উইকির সূচনার থাকা Muhammad's followers were initially few in number, and experienced লাইনযুক্ত অনুচ্ছেদটি বাংলায় নেই, এটি অনুবাদ করে যোগ করতে পারেন। Pre-Islamic Arabia অনুচ্ছেদ অনুবাদ করে "প্রাক-ইসলামি আরব" বড় করতে পারেন। আপাতত এই দুটি করুন। তারপর বাকিসব আস্তে আস্তে বলব। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৮, ৫ মে ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান করেছি।একটু পর্যালোচনা করে নিন। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:১৮, ৬ মে ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: ধন্যবাদ। "প্রাক-ইসলামি আরব" অনুচ্ছেদের উপরে Quranic names and appellations অনুচ্ছেদটি অনুবাদ করে বসিয়ে দিন। এছাড়া Sources of biographical information অনুচ্ছেদ অনুবাদ করে "মুহাম্মাদের জীবনের উপর তথ্যসূত্র" অনুচ্ছেদ সম্প্রসারণ করে নিন। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৬, ৭ মে ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান করেছি।একটু পর্যালোচনা করে নিন। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:১৮, ৬ মে ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান অনুচ্ছেদ সংযোজন করে সম্প্রসারণ করেছি। একটু পর্যালোচনা করে নিন।ধন্যবাদ।❤️🇧🇩 রিজওয়ান আহমেদ (আলাপ) ১৫:২৮, ৭ মে ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: অনেক ধন্যবাদ। "শারীরিক গঠনের বিবরণ" নামে "Appearance" অনুবাদ করে নিন। "সংস্কারক হিসেবে মুহাম্মাদ" অনুচ্ছেদের নিচে এই অনুচ্ছেদ যোগ করুন। এখানে মূলত সহিহ মুসলিম, তিরমিজি ইত্যাদি গ্রন্থের বিভিন্ন উক্তি দেওয়া আছে। এইগুলির বাংলা অনুবাদ ইন্টারনেটে পাওয়ার কথা। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩০, ৭ মে ২০২২ (ইউটিসি)
একটি বিষয়
সম্পাদনানিবন্ধে একটা জিনিস লক্ষ্য করলাম। এখানে জীবনী শিরোনামে একটি অনুচ্ছেদ রয়েছে ।তারপর আবার মক্কি জীবন, মাদানী জীবন, হিজরত ইত্যাদি শিরোনাম রয়েছে। আমার মতে এগুলো জীবনী শিরোনাম এর অন্তর্ভুক্ত করা হোক। উপশিরোনাম হিসেবে।🔑মিসবাহ🕋 (talk) ১২:৩১, ৭ মে ২০২২ (ইউটিসি)
- @মিসবাহুল হক: নিবন্ধে প্রয়োজন অনুযায়ী করতে পারেন। — আদিভাই • আলাপ • ১৪:৪৩, ৭ মে ২০২২ (ইউটিসি)
- @মিসবাহুল হক: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪২, ৭ মে ২০২২ (ইউটিসি)
পরস্পরবিরোধী তথ্য
সম্পাদনাউইকিপিডিয়া নিরপেক্ষ থাকবে, ঠিক আছে। কিন্তু একই লাইনে একেবারে দুইটা বিপরীত তথ্য থাকার তো কোনও মানে হয়না। যেই ব্যক্তি ইসলামের প্রতিষ্ঠাতা, সে-ই আবার শেষ নবি হয় কী করে? মুসলিমদের দাবি অনুযায়ী শেষ নবি, কিন্তু প্রতিষ্ঠাতার দাবি কে করেছে? হয়ত কোনও ইংলিশ অভিধানে বা বিশ্বকোষে এভাবে লিখে দিয়েছে, এটা কি ভূমিকায় থাকার মত প্রমাণ? তাহলে যিশুকে খ্রিষ্ট ধর্মের প্রতিষ্ঠাতা বা মোশিকে ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা কেন লেখা হয়না? আমি এই শব্দটা পাল্টে নিরপেক্ষ শব্দ ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব শব্দ যোগ করার প্রস্তাব করছি। একান্ত যদি প্রতিষ্ঠাতা কিনা এটা নিয়ে বিতর্ক করতে মনেই চায়, তাহলে নতুন নিবন্ধ শুরু করার বিকল্প শেষ হয়ে যায়নি। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৭:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমার কাছে এটি পরস্পরবিরোধী মনে হয়নি। তবে বিকল্প হিসেবে "অক্সফোর্ড ইসলামি স্টাডিজের মতে তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা" লেখার প্রস্তাব করছি। এতে নিরপেক্ষতা আরো বৃদ্ধি পাবে। আমার মতে অক্সফোর্ড ইসলামি স্টাডিজের মতো গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের উদ্ধৃতির এই লেখাটি অপসারণ করা অনুচিত হবে। মেহেদী আবেদীন ১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin ইসলাম ধর্ম প্রতিষ্ঠা কবে হয়েছে? এই ব্যাপারে এই অক্সফোর্ড ইসলামি স্টাডিজের কী মত? ইসলামের যদি শেষ নবি মুহাম্মাদ হয়ে থাকেন, তাহলে প্রথম নবি আদম; আবার আদমের সময়ে মুহাম্মাদ ছিলেন না। তখন মুহাম্মাদ কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেন? এরকম অপূর্ণাঙ্গ আর গোজামিলের তথ্য কি এজন্যই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে, এটা ওয়েস্টার্ন স্টাডিজের একটা নামকরা গবেষণাপত্র? আবার সেখানে থাকা আরও তথ্য তো এখানে উদ্ধৃত হয়নি বা রেফারেন্সে যুক্ত হয়নি। কেন? শুধু বিতর্কিত শব্দেই গুরুত্বপূর্ণ থাকল?
- আবার অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ বর্তমানে সরিয়ে ফেলা হয়েছে। এমনকি এটার ওয়েবসাইটও সক্রিয় নেই। এই নিবন্ধের প্রণেতা আহমদ মুসাল্লি ব্যক্তিটা কে, তা জানারও কোনও উপায় নেই। এমন গবেষণাপত্র কেবল অক্সফোর্ড প্রেসে কখনো প্রকাশিত হবার কারণেই কি গুরুত্ব পাচ্ছে?
- তৃতীয় কথা, ফাউন্ডারের অনেক অর্থই বাংলায় হয়। যেমন, তৈরিকারী, আবিষ্কারক, প্রযোজক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বিতর্ক করে এই শব্দ ধরে বসে থাকার কারণ কী? ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৯:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমার কাছে এটি পরস্পরবিরোধী মনে হয়নি। তবে বিকল্প হিসেবে "অক্সফোর্ড ইসলামি স্টাডিজের মতে তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা" লেখার প্রস্তাব করছি। এতে নিরপেক্ষতা আরো বৃদ্ধি পাবে। আমার মতে অক্সফোর্ড ইসলামি স্টাডিজের মতো গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের উদ্ধৃতির এই লেখাটি অপসারণ করা অনুচিত হবে। মেহেদী আবেদীন ১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- তথ্যটি পরিবর্তন করা প্রয়োজন। মুহাম্মাদ (সা.) ইসলামের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক নন। প্রতিষ্ঠাতা লিখলে ইসলামবিরোধী কথাবার্তা হয়ে যায়। অমুসলিমরাই মূলত মুহাম্মাদকে (সা.) ইসলামের প্রতিষ্ঠাতা মনে করে থাকেন। তাই লেখাটি সংশোধন করে নিরপেক্ষভাবে লেখার প্রস্তাব করছি৷ রিয়াজ (আলাপ) ১৮:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @প্রশাসক: কেউ আলোচনাটা সিদ্ধান্ত দিয়ে বন্ধ করুন। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৭:১১, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান @Riaz @MdsShakil @Yahya ছয় মাসাধিককাল যাবত কোনো নতুন মন্তব্য আসেনি। অনুগ্রহ করে আলোচনাটি বন্ধ করবেন। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৮:৪৭, ২০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @RiazACU উইকিপিডিয়া কি কারো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লিখবে? Tanzith (আলাপ) ০৬:৩১, ২৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Tanzith ধর্ম বিশ্বাস অনুযায়ী নয়, বরং নিরপেক্ষভাবে লিখবে। নিরপেক্ষতা অর্থ কারুর নিজের সত্তা তাকে যা বলে প্রকাশ করছে, তা যদি মিথ্যা না হয়- সেটা উল্লেখ করা। মিথ্যা হলে সেটার পক্ষে তথ্যসহ উল্লেখ করা। ― ☪ কাপুদান পাশা (✉) ১৮:১৬, ২৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @প্রশাসক: কেউ আলোচনাটা সিদ্ধান্ত দিয়ে বন্ধ করুন। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৭:১১, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আমি সম্পূর্ণ নিবন্ধটা আরবি ভাষা থেকে অনুবাদ করতে অনুরোধ করবো, আরবি উইকিপিডিয়া সকল ভাষার মধ্যে অন্যতম প্রকল্প। তাই পুরো নিবন্ধটা আরবি ভাষা থেকে অনুবাদ করা উচিত। আরবি উইকিপিডিয়ার প্রথম আড়াই লাইনে ৭ নং তথ্যসূত্রের আগ পর্যন্ত লেখা আছে,
~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ২০:১৪, ২০ আগস্ট ২০২৩ (ইউটিসি)আবুল কাসিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (জন্ম সাল - মৃত্যু সাল) ছিলেন সমগ্র মানবজাতি ও জ্বিনদের নিকট ইসলামের পক্ষ থেকে কাছে আল্লাহর প্রেরিত রাসূল। তিনি সমস্ত নবী এবং রাসূলদের মতো বিশ্বকে সৃষ্টিকর্তার একেশ্বরবাদ এবং তার উপাসনাতে পুনরুদ্ধার করার জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি সকল নবীর শেষ নবী হিসাবে সমস্ত মানুষের নিকট প্রেরিত হয়েছিলেন। মুসলমানরা বিশ্বাস করে যে তিনি জীবের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং মানবজাতির নেতা। (নিবন্ধটা দেখতে পারেন ar:محمد)
- নিবন্ধটা আরবি উইকিপিডিয়ায় নির্বাচিত নিবন্ধ, এতে ভুল, অনিরেপক্ষতা, দুর্বল তথ্যসূত্র থাকার সম্ভবনা নেই বললেই চলে। আর উপরে রাসুল শব্দটার বাংলা ব্যবহার করা যেতে পারে, রাসুল শব্দের অর্থ বাংলা উইকিতেই দেওয়া আছে, বার্তাবাহক, প্রেরিত পুরুষ, সতর্ককারী প্রেরিত পুরুষ। এগুলোই রাসুল শব্দের অর্থ। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ২০:২১, ২০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ২৯ জুলাই ২০২৩
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
58.145.185.226 (আলাপ) ১৯:০২, ২৯ জুলাই ২০২৩ (ইউটিসি)
মুহাম্মদ নামে কি এইট বুঝলাম না। উনি হযরত মুহাম্মদ(সাঃ) সুন্দর করে নামটি লিখুন দয়া করে।
জন্মদিন সম্পর্কে
সম্পাদনাসূধী, মুহাম্মাদ (স.) এর জন্মদিবস নিয়ে ইসলামি পন্ডিত ও ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে মৃত্যদিবস যে ১১ হিজরি সনের ১২ই রবিউল আউয়াল বিষয়ে পন্ডিতগন অনেকে একমত। ইংরেজি উইকিপিডিয়া এবং আরবি উইকিপিডিয়ায় জন্মদিবস উল্লেখ করা হয়নি। পাশাপাশি এই সংযোগ দেখতে পারেন। আমার মতে বাংলা উইকিতেও এ বিষয়ে ঐক্যমত হোক। ধন্যবাদ সাজিদ ০৭:১৫, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- @সাজিদ শরীফ এটি অত্যন্ত জটিল বিষয়। তবে যেটি বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত, সেটি উল্লেখ করা উচিত। আর বাকি মতামতগুলো টীকা যোগ করে যুক্ত করা যেতে পারে। তানভীর (আলাপ • অবদান) ১৬:৩২, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধটি তুর্কি উইকি থেকে অনুবাদ করা হয়েছে। তুর্কি উইকিতে সবথেকে ভাল করে মহানবীর জীবনীটি তথ্যসুত্রসহ লেখা হয়েছে। সকল মতবাদ ই সংশ্লিষ্ট তথ্যসুত্রসহ উল্লেখ করা হয়েছে নিরপেক্ষভাবে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:০১, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ
সম্পাদনাএই নিবন্ধটিকে উইকিপিডিয়ার প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধের তালিকায় যোগ করা হয়েছে। নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ানদের দ্বারা সম্পাদিত অন্যতম শ্রেষ্ঠ নিবন্ধ। তাই, এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের গুণাবলীর আওতায় নির্বাচন করতে নিবন্ধের মান, নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা, পরিপূর্ণতা, এবং লিখনরীতি যাচাই করা প্রয়োজন। অনুগ্রহ করে After the FAC director or one of his delegates promotes the article or archives the nomination, a bot will update the nomination page and article talk page. প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধের পর্যালোচনা সমাপ্ত হয়ে গেলে {{নিবন্ধ ইতিহাস}} টেমপ্লেট manually update করবেন না |
বিতর্কিত বিষয়
সম্পাদনা@রিজওয়ান আহমেদ এই নিবন্ধে অনেক বিতর্কিত বিষয় রয়েছে যা কিছুটা কৌশলী হলে এড়ানো যাবে। এর মধ্যে একটি খুব চোখে পড়ছে, সেটি হলো শীর্ষ অনুচ্ছেদে, যেখানে মুহাম্মাদ (ﷺ)-কে ইসলাম ধর্মের প্রবর্তক আখ্যা দেওয়া হয়েছে। এটি অনেকের মতানুসারে ঠিক হলেও, সম্ভবত বেশিরভাগ মুসলিমই এটি সম্পর্কে ভিন্নমত পোষণ করবেন। তাই সরাসরি এভাবে "ইসলাম ধর্মের প্রবর্তক" আখ্যা দেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তানভীর (আলাপ • অবদান) ১৬:৪০, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- প্রিয় উকিপিডিয়ান,
- পর্যালোচনায় আপনার অংশগ্রহণ ও আগ্রহ দেখে ভাল লাগল। যেহেতু নিবন্ধটি এখন নির্বাচিত নিবন্ধের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সকল ধরনের আলোচনা ও পরামর্শ উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ পাতায় উল্লেখ করে আলোচনা করার অনুরোধ রইল। শুভকামনা! রিজওয়ান আহমেদ (আলাপ) ০৪:৫৫, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Tanvir 360 উইকিপিডিয়া কি কারো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লিখবে? Tanzith (আলাপ) ০৬:২৯, ২৭ আগস্ট ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা
সম্পাদনানিবন্ধটি বর্তমানে নির্বাচিত নিবন্ধের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সকল ধরনের আলোচনা ও পরামর্শ উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ পাতায় উল্লেখ করে আলোচনা করার অনুরোধ রইল। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৪:৫৬, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৪ অক্টোবর ২০২৪
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
মহানবী হযরত মুহাম্মদ স: কে নিয়ে যে পাতাটি সেখানে তার নামের শেষে দুরুদ পাঠের জন্য স: শব্দটি না লেখা দৃষ্টিকটু এবং তার প্রতি অবমাননার শামিল । তাই অনুরোধ করব মহানবী হযরত মুহাম্মদ নামের শেষে সল্লল্লাহু আলাইহি অসাল্লাম অথবা সংক্ষেপে স: যুক্ত করে পাতাটির লেখাকে আরো গ্রহনযোগ্য করে প্রকাশ করুণ। 103.77.191.214 (আলাপ) ১০:১০, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- MOS:সাঃ দেখুন। —শাকিল (আলাপ · অবদান) ১১:২৪, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ১২ নভেম্বর ২০২৪
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
রাসূল(সাঃ) এর নামের শেষে দুরুদ পাঠের গুরুত্ব অনেক অনেক। সুতরাং এখানে সংক্ষিপ্ত আকারে দুরুদ উল্লেখ করা হোক। 103.166.59.85 (আলাপ) ১৯:২০, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @103.166.59.85: উইকিপিডিয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা হয় না। সব ধর্মের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। পূর্বেও আলোচনা হয়েছে এই ব্যাপারে। ≈ MS Sakib «আলাপ» ২২:১২, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)