অম্বরীশ ভট্টাচার্য

ভারতীয় অভিনেতা

অম্বরীশ ভট্টাচার্য (জন্ম: ১৩ মার্চ ১৯৭৯) একজন ভারতীয় বাঙালি অভিনেতা ও কৌতুক অভিনেতা। তিনি বাংলা থিয়েটার এবং মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৭ সালে রাজা এবং গজা ছবিতে গজা চরিত্রে অভিনয় করে তার টেলিভিশনে আত্মপ্রকাশ করেন।

অম্বরীশ ভট্টাচার্য
জন্ম (1979-03-13) ১৩ মার্চ ১৯৭৯ (বয়স ৪৫)
নাগরিকত্ব ভারত
পেশাঅভিনেতা
পরিচিতির কারণরাজা এবং গজায় গজা চরিত্রে
উল্লেখযোগ্য কর্ম

কর্মজীবন

সম্পাদনা

অম্বরীশ তার প্রথম ফিকশন কমেডি সিরিজ রাজা ও গজা দিয়ে বাংলা টেলিভিশনে প্রবেশ করেন। তিনি ২০১১ সাল থেকে ছোট ছোট চরিত্রে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি ইতিমধ্যে কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি এবং অন্যান্যদের মতো পরিচালকদের সাথে কাজ করেছেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ওপেন টি বায়োস্কোপ, বিরসা দাশগুপ্তের বিবাহ অভিযান এবং শিবাপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের গোত্র প্রধান ভূমিকায় কিছু কাজ। এর পাশাপাশি তিনি টিভি বিজ্ঞাপনেও স্ক্রিন শেয়ারিংয়ে সক্রিয় রয়েছেন।

থিয়েটার

সম্পাদনা

অম্বরীশ ২০০০ সালের প্রথম দিকে থিয়েটার গ্রুপগুলির সাথে কাজ শুরু করেন। তিনি প্রবীণ থিস্পিয়ান এবং গায়িকা কেতকী দত্তের সাথে থিয়েটার গান পরিবেশনের সাথে জড়িত ছিলেন। কিছুদিন পর তিনি নাট্যদলেও অভিনয় শুরু করেন। তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত শীতলায় বিখ্যাত মহিলা ছদ্মবেশী চপল ভাদুড়ির সাথে যাত্রা (থিয়েটার) এও কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার কিছু কাজের মধ্যে রয়েছে ফেরারি ফৌজ (২০০৫) সংলাপ কলকাতার অধীনে, পুরাতানি নাটকের গান (গান সংকলন) (২০০৬) এবং কানু কোহে রাই (২০১০) সংস্কৃতি গোষ্ঠীর অধীনে এবং ইন্দ্ররাঙ্গা গ্রুপের অধীনে নিঃসঙ্গ সম্রাট (২০১৩)।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০২৩ মায়াকুমারী
রক্তবীজ
অর্ধাঙ্গিনী সুকান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়
ফাটাফাটি
কাবেরী অন্তর্ধান

অন্যান্য চলচ্চিত্র

সম্পাদনা

টেলিভিশন ধারাবাহিকের তালিকা

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা ভাষা চ্যানেল মন্তব্য
২০০৭-২০১০ রাজা ও গজা গজা বাংলা জি বাংলা
২০১২ - ২০১৩ সাত পাকে বাঁধা বুবাই বাংলা জি বাংলা
২০১৩ রাগে অনুরাগে প্রশান্ত ব্যানার্জি বাংলা জি বাংলা
২০১৩ - ২০১৪ বয়েই গেলো মিঃ বোটোবিয়াল বাংলা জি বাংলা
২০১৪ বিবি চৌধুরানী মনোহর চৌধুরী বাংলা জি বাংলা
২০১৫ - ২০১৬ গোয়েন্দা গিন্নি আশিস মিত্র ওরফে হাবলু বাংলা জি বাংলা
২০১৫ - ২০১৭ পুন্যি পুকুর চন্দ্রজিৎ ব্যানার্জী বাংলা স্টার জলসা
২০১৬ ভুতু স্কুল শিক্ষক বাংলা জি বাংলা
২০১৬ মহানায়ক (টিভি সিরিজ) বুরো বাংলা স্টার জলসা
২০১৮ ভজহরির ধাবা ভজহরি বাংলা ডিডি বাংলা
২০১৯-২০২১ শ্রীময়ী প্রদীপ বোস ওরফে দীপু বাংলা স্টার জলসা
২০২০ হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি সহ-অ্যাঙ্কর বাংলা স্টার জলসা
২০২০-২০২২ খড়কুটো কমলেশ্বর মুখার্জি ওরফে পটকা বাংলা স্টার জলসা
২০২১ দাদাগিরি আনলিমিটেড ৯ অংশগ্রহণকারী বাংলা জি বাংলা
২০২২-বর্তমান গুড্ডি দেবপ্রতিম সেন ওরফে দোদুল বাংলা স্টার জলসা

ওয়েব সিরিজ

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা ভাষা উৎপাদন মন্তব্য
২০১৭-২০১৮ হ্যালো (ওয়েব সিরিজ) অম্বরীশ বাংলা হইচই
২০১৮ হ জ ব র ল সহ-হোস্ট ( স্ট্যান্ড আপ কমেডি ) বাংলা

পুরস্কার

সম্পাদনা
বছর পুরস্কার বিষয়শ্রেণী নাম ফলাফল
২০২২ পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (হাস্যরসাত্মক চরিত্রে)[] খড়কুটো বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা