ওপেন টি বায়োস্কোপ
অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ২০১৫-এর চলচ্চিত্র
ওপেন টি বায়োস্কোপ হল একটি আধুনিক বাংলা চলচ্চিত্র যেটি ২০১৫ সালের ১৫ জানুয়রি তারিখ মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
ওপেন টি বায়োস্কোপ | |
---|---|
পরিচালক | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
প্রযোজক | সুজিত সরকার |
রচয়িতা | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | রজতাভ দত্ত কৌশিক সেন পরাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ্তা চক্রবর্তী অপরাজিতা আঢ্য সোহিনী সরকার বিশ্বনাথ বসু |
সুরকার | উপল সেনগুপ্ত |
মুক্তি |
|
স্থিতিকাল | ২:১৭ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- ঋদ্ধি সেন - ফোঁয়ারা;
- ঋত্বিক চক্রবর্তী - বড় ফোঁয়ারা;
- ঋতব্রত মুখার্জ্জী - কচুয়া;
- ধ্বি মজুমদার - চরনে;
- রাজর্ষী নাগ - গোপা;
- সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়- তিতি[১][২][৩]
কাহিনী
সম্পাদনাএই ছবিটির কেন্দ্রস্থল হল উত্তর কলকাতা। পুরোনো দিনের পাড়ার ফুটবলের সাথে আবেগ আর ছোটোবেলার প্রেম মিশিয়ে পরিচালক আমাদের অতীত কে মনে করিয়ে দিয়েছেন।অনায়াসে আমাদের কে টেনে নিয়ে গিয়েছেন আমাদের ছেলেবেলাতে।
সংগীত
সম্পাদনাগানগুলির সুর দিয়েছেন উপল সেনগুপ্ত. "বন্ধু চল" আর "সাইকেল থিম" গানদুটিতে সুর দিয়ছেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র।
Tracklist | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | Singer(s) | দৈর্ঘ্য |
১. | "লে লে বাবু" | উপল সেনগুপ্ত | |
২. | "তোর জন্যে" | প্রসেন, মৌ | |
৩. | "পাগলা খাবি কি" | প্রসেন | |
৪. | "হে সখা" | সুরঙ্গনা | |
৫. | "মা" | উপল সেনগুপ্ত | |
৬. | "বন্ধু চল" | অনুপম রায় | |
৭. | "সাইকেল থিম" | অনিন্দ্য চ্যাটার্জ্জী |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নস্টালজিয়ার শো-রিল"। Anandabazar Patrika (Bengali ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৫।
- ↑ "Open Tee Bioscope Movie Review"। Times of India। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "open tee bioscope cast and crew"। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫।