গোত্র (২০১৯-এর চলচ্চিত্র)
এই নিবন্ধটি ২০১৯ সালের বাংলা চলচ্চিত্র সম্পর্কে। বংশ বা গোষ্ঠী যে গোত্রকে বোঝায়, সেটির জন্য, গোত্র দেখুন।
গোত্র | |
---|---|
পরিচালক | শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় |
প্রযোজক | শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় |
রচয়িতা | শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় |
চিত্রনাট্যকার | নন্দিতা রায় |
শ্রেষ্ঠাংশে | নাইজেল আক্কারা অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায় মনালি দে আনুশুয়া মজুমদার |
সুরকার | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | সুপ্রিয় দত্ত |
সম্পাদক | মলয় লাহা |
প্রযোজনা কোম্পানি | উইন্ডোজ প্রোডাকশন |
মুক্তি | ২৩ আগস্ট ২০১৯ |
স্থিতিকাল | ১৪১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
গোত্র একটি ২০১৯ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় দ্বারা পরিচালিত ও প্রযোজিত। নাইজেল আক্কারা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, মনালি দে এবং আনুশুয়া মজুমদার অভিনীত ছবিটি মা-ছেলের সম্পর্কের সার্থকতা আবিষ্কার করে। ছবিটি ২৩ আগস্ট ২০১৯ সালে মুক্তি পায়।[১][২]
কাহিনি
সম্পাদনাএকনিষ্ঠ বৈষ্ণব মুক্তি দেবী, গোবিন্দ ধাম নামে একটি পুরোনো প্রাসাদের মধ্যে বসবাস করেন; তার পুত্র অনির্বাণ বিদেশে বসবাস করে। তারেক আলী হলেন প্রাক্তন আসামি, যিনি নিজেকে নতুন ভাবে ও জীবন পুনরায় শুরু করার চেষ্টা করছেন। তাকে প্রাসাদের তত্ত্বাবধায়ক হিসাবে মুক্তি দেবী নিয়োগ করেন। এরপরে মুক্তি দেবী ও তারেকের মধ্যে মা-ছেলের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে, যদিও তারেকের মুসলিম পরিচয় সম্পর্কে অবগত নন মুক্তি দেবী। সেই যুগের অন্তর্নিহিত সামাজিক সমস্যাগুলি চিত্রিত হয়েছে ছবিতে।
অভিনয়ে
সম্পাদনা- নাইজেল আক্কারা; তারেক আলী হিসাবে
- অম্বরীশ ভট্টাচার্য; পুরোহিত হিসাবে
- সাহেব চট্টোপাধ্যায়,; মুক্তি দেবীর পুত্র, অনির্বাণ হিসাবে
- মনালি দে; ঝুমার চরিত্রে
- আনশুয়া মজুমদার; মুক্তি দেবী হিসাবে
- বাদশা মৈত্র; পুলিশ পরিদর্শক হিসাবে
- খরাজ মুখোপাধ্যায়; একজন রিয়েল এস্টেট প্রবর্তক হিসাবে
বিপণন এবং মুক্তি
সম্পাদনা২ জুলাই ২০১৯ সালে ছবিটির আনুষ্ঠানিক টিজারটি উইন্ডোজ প্রোডাকশন দ্বারা প্রকাশ করা হয়।.[৩] ছবিটির দ্বিতীয় অফিসিয়াল টিজার ১৭ জুলাই ২০১৯ সালে উইন্ডোজ প্রোডাকশন দ্বারা প্রকাশিত হয়।[৪]
ছবিটির অফিশিয়াল ট্রেলারটি উইন্ডোজ প্রোডাকশন দ্বারা ২৬ জুলাই ২০১৯ সালে উন্মোচন করা হয়।[৫]
এটি প্রেক্ষাগৃহে ২৩ আগস্ট ২০১৯ সালে মুক্তি পায়।[৬]
সঙ্গীত
সম্পাদনাগোত্র | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১২ জুলাই ২০১৯ | |||
শব্দধারণের সময় | ২০১৯ | |||
স্টুডিও | স্টুডিও ভাইব্রেশন, কলকাতা | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
সঙ্গীত প্রকাশনী | উইন্ডোজ | |||
অনিন্দ্য চট্টোপাধ্যায় কালক্রম | ||||
|
নিজের গানের কথায় সঙ্গীতে (সাউন্ডট্র্যাক) সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। "রঙ্গবতী" গানটি ওড়িয়া গান 'রঙ্গবতী' দ্বারা অনুপ্রাণিত। ওড়িয়া গানটি মিত্রভানু গাঁটিয়া'র রচিত ও গানে সুর প্রদান করেছেন প্রভুদত্ত প্রধান।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "নীল দিগন্তে" (রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নীল দিগন্তে' থেকে অনুপ্রাণিত) | অনিন্দ্য চট্টোপাধ্যায় | শ্রেয়া ঘোষাল | ৩:৪৩ | |
২. | "রঙ্গবতী" (মূলত রচনা: প্রভুদত্ত প্রধান ওড়িয়া গীত: মিত্রভানু গাঁটিয়া) | সুরজিৎ চট্টোপাধ্যায় | সুরজিৎ চট্টোপাধ্যায় | সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী | ৪:১৯ |
৩. | "মা" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | অরিজিৎ সিং | ৪:২০ | |
৪. | "শ্রীকৃষ্ণ কির্তন" | ঐতিহ্যগত | ঐতিহ্যগত | অদিতি মুন্সী | ৫:১১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Film fraternity going gaga over 'Gotro's touching story - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।
- ↑ Sarkar, Roushni। "Gotro review: Predictable but entertaining film that promotes communal harmony"। Cinestaan। ২০১৯-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।
- ↑ "GOTRO - TEASER - NANDITA - SHIBOPROSAD - ANASHUA - NIGEL - MANALI - NEW BENGALI FILM 2019"। YouTube। Windows Production। ২ জুলাই ২০১৯।
- ↑ "GOTRO - TEASER 2 - NIGEL - NANDITA - SHIBOPROSAD - ANASHUA - MANALI - NEW BENGALI FILM"। YouTube। Windows Production। ১৭ জুলাই ২০১৯।
- ↑ "GOTRO - TRAILER - NANDITA - SHIBOPROSAD - ANASHUA - NIGEL - MANALI - NEW BENGALI FILM 2019"। YouTube। Windows Production। ২৬ জুলাই ২০১৯।
- ↑ "Gotro Movie Review"। The Times of India। ২৩ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গোত্র (ইংরেজি)