প্রজাপতি (২০২২-এর চলচ্চিত্র)

২০২২-এর অভিজিৎ সেন পরিচালিত চলচ্চিত্র

প্রজাপতি ২০২২ সালের বাংলা ভাষার ভারতীয় পারিবারিক নাট্য চলচ্চিত্র। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। মিঠুন চক্রবর্তীদেব মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল টকিজ, দেব এন্টারটেনমেন্ট ভেনচার এবং প্রণবকুমার গুহ। এটি ২০২২ সালে ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][][] দেবের সঙ্গে অভিজিৎ সেনের টনিক (২০২১) চলচ্চিত্রের পর দ্বিতীয় চলচ্চিত্র। প্রযোজক হিসেবে এটি দেবের ১০ম চলচ্চিত্র।

প্রজাপতি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅভিজিৎ সেন
প্রযোজকবেঙ্গল টকিজ
দেব এন্টারটেনমেন্ট ভেনচার
প্রণবকুমার গুহ
চিত্রনাট্যকারশুভদীপ দাস
শ্রেষ্ঠাংশে
সুরকারঅনুপম রায়
সুরজিৎ চট্টোপাধ্যায়
রথীজিৎ
চিত্রগ্রাহকগোপী ভগৎ
সম্পাদকসুজয় দত্ত রায়
পরিবেশকঅতনু রায়চৌধুরী
মুক্তি
  • ২৩ ডিসেম্বর ২০২২ (2022-12-23) (ভারত)
স্থিতিকাল১৪০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
আয় ১৩ কোটি[]

অভিনয়

সম্পাদনা

অভ্যর্থনা

সম্পাদনা

দ্য টাইমস অফ ইন্ডিয়ার একজন সমালোচক লিখেছেন যে "যতদিন ছুটির দিনে রিলিজ হয়, প্রজাপতি অনেক কিছু টেবিলে নিয়ে আসে, তা কাস্ট, গল্প বা পারিবারিক-বান্ধব দেখার অভিজ্ঞতার দিক থেকে হোক এবং দর্শকরা যদি এই নাটকে প্রবেশ করেন তবে তারা পিছপা হবে না। এর জন্য থিয়েটার, বিশেষ করে যদি তারা কখনো মিঠুনের ভক্ত হয়ে থাকে"।[] ওটিটি প্লে -এর একজন সমালোচক লিখেছেন যে " প্রজাপতি একটি সম্পূর্ণ বিনোদনকারী এবং এটি আপনাকে বিনোদনের ক্ষেত্রে হতাশ করবে না।[] এটি আপনাকে হাসায় এবং কাঁদায়"। আনন্দবাজার পত্রিকায় শতরূপা বোস পর্যালোচনা করছেন চক্রবর্তী এবং দেবের অভিনয়ের পাশাপাশি অন্যান্য কাস্ট, সঙ্গীত, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য এবং সংলাপের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে মেলোড্রামাসিনেমার শেষে টোন করা যেত।[]

বিতর্ক

সম্পাদনা

চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর, এটি পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কলকাতার নন্দন সিনেমা হলে দেখানোর অনুমতি দেওয়া হয়নি । নেটিজেনরা উত্তর দিয়েছে যে চলচ্চিত্রের প্রধান অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য হওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। শো বাতিলের সিদ্ধান্তের পরে, ছবির শীর্ষস্থানীয় অভিনেতা দেব একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।[] পোস্টে, দেব তার ছবির শো বাতিল করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মিঠুনের কারণে এই ছবিটি প্রেক্ষাগৃহে চলতে পারবে না বলে জানান। এর উত্তরে, দেব মিঠুনের সাথে আবার আরও চলচ্চিত্র করার প্রতিক্রিয়া জানান এবং কুণালকে চলচ্চিত্রে হস্তক্ষেপ না করার পরামর্শ দেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন যে নন্দনে সিনেমাটি মুক্তি পায়নি, কারণ মিঠুন বিজেপির একজন সক্রিয় সদস্য এবং সমর্থক।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ওটিটিতে উড়বে 'প্রজাপতি'! বক্স অফিসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আবার চমক"www.anandabazar.com। কলকাতা: আনন্দবাজার পত্রিকা। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩ 
  2. "বড়দিনের আগে পর্দায় বসবে 'প্রজাপতি', মুক্তি পেল দেব-মিঠুনের ছবির পোস্টার"Hindustantimes Bangla। ২০২২-১০-২৭। সংগ্রহের তারিখ ২০২২-১২-০২ 
  3. "'বিয়ে করলেই ভেন্টিলেশন',দেবের জন্য হন্যে হয়ে বউ খুঁজছেন মিঠুন,আসছে 'প্রজাপতি'"Hindustantimes Bangla। ২০২২-১২-০১। সংগ্রহের তারিখ ২০২২-১২-০২ 
  4. "বাবা-ছেলের মিষ্টি সম্পর্কের গভীর রসায়ন, ট্রেলারে নজর কাড়ল মিঠুন-দেবের 'প্রজাপতি'"www.sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ২০২২-১২-০২ 
  5. Roy, Ujjainee। "Projapoti Movie Review : A Mithun movie through-and-through"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  6. "Projapati review: Mithun Chakraborty and Dev present a heartwarming entertainer"OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  7. বসু, শতরূপা। "Projapoti Movie Review | কেমন হল দেব-মিঠুনের 'প্রজাপতি'? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  8. Bangla, TV9 (২০২২-১২-২৪)। "'বাবা'র জায়গা নেই 'নন্দন'-এ, দেবের টুইট প্রসঙ্গে মমতা শঙ্কর যা বললেন"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  9. Ananda, A. B. P. (২০২২-১২-২৭)। "'সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন,' কুণালকে পাল্টা দেব"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা