জিও পাগলা
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
জিও পাগলা শৈলেশ দে’র জনপ্রিয় নাটক 'জয় মা কালী বোর্ডিং' অবলম্বনে নির্মিত একটি কমেডি ধাঁচের ছবি। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস এবং পরিচালনা করেছেন রবি কিনাগী। জিও পাগলা ২০১৭ সালের ২০ অক্টোবর কলকাতায় মুক্তি পায়, বাংলাদেশে মুক্তি পায় ২০১৮ সালের ১৯ জানুয়ারি।[১][২][৩]
জিও পাগলা | |
---|---|
পরিচালক | রবি কিনাগী |
প্রযোজক | নিসপাল সিং |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দর ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৩.০০ কোটি (ইউএস$ ৩,৬৬,৬৯৯) |
কুশীলব
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতার 'জিও পাগলা'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২০।
- ↑ "গানে-আড্ডায় 'জিও পাগলা' - Eisamay"। Eisamay। ২০১৭-১০-০৯। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২০।
- ↑ "দেশের সিনেমা নেই, ৪৩ হলে কলকাতার জিও পাগলা"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২০।