ফিফা বর্ষসেরা খেলোয়াড়

ফিফা কর্তৃক প্রতিবছর ঘোষিত হয়
(FIFA World Player of the Year থেকে পুনর্নির্দেশিত)

ফিফা বিশ্বসেরা ফুটবলার (ইংরেজি: FIFA World Player of the Year) ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যতা প্রদর্শনের উপর ভিত্তি করে দেয়া একটি বাৎসরিক পুরস্কার। বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ এবং অধিনায়কের ভোটের ভিত্তিতে প্রতিবছর একজন পুরুষ এবং একজন মহিলা খেলোয়াড়কে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। একজন কোচের ৩টি ভোট থাকে যেগুলোর পয়েন্ট যথাক্রমে ৫, ৩ এবং ১। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত হন।

২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান রোনালদোমার্তা যথাক্রমে ৩ ও ৫বার পুরস্কার লাভ করেন।

পুরুষ বিভাগে পুরস্কারটি চালু হয় ১৯৯১ সালে। এ পর্যন্ত দেয়া ১৭টি পুরস্কারের মধ্যে ৮টি জিতে নিয়ে ব্রাজিলীয় খেলোয়াড়গণ সুস্পষ্ট আধিপত্য বজায় রেখেছেন। মহিলা বিভাগে পুরস্কার চালু হয় ২০০১ সালে।

বিজয়ী খেলোয়াড়দের তালিকা

সম্পাদনা
২০১০ সাল থেকে ফিফা বালোঁ দ’অর পুরস্কার প্রবর্তন করে
২০০৯ ১ম লিওনেল মেসি   আর্জেন্টিনা   এফসি বার্সেলোনা 'আক্রমণভাগ
২য় ক্রিস্তিয়ানো রোনালদো   পর্তুগাল   ম্যানচেস্টার ইউনাইটেড
  রিয়াল মাদ্রিদ
আক্রমণভাগ
৩য় জাভি   স্পেন   এফসি বার্সেলোনা মধ্যমাঠ
২০০৮ ১ম ক্রিস্তিয়ানো রোনালদো  পর্তুগাল   ম্যানচেস্টার ইউনাইটেড 'আক্রমণভাগ
২য় লিওনেল মেসি  আর্জেন্টিনা  এফসি বার্সেলোনা আক্রমণভাগ
৩য় ফের্নান্দো তোরেস   স্পেন   লিভারপুল আক্রমণভাগ
২০০৭ ১ম কাকা  ব্রাজিল   এসি মিলান মধ্যমাঠ
২য় লিওনেল মেসি  আর্জেন্টিনা  এফসি বার্সেলোনা আক্রমণভাগ
৩য় ক্রিস্তিয়ানো রোনালদো  পর্তুগাল   ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণভাগ
২০০৬ ১ম ফ্যাবিও ক্যানাভারো  ইতালি   রিয়াল মাদ্রিদ
  জুভেন্টাস
রক্ষণভাগ
২য় জিনেদিন জিদান  ফ্রান্স   রিয়াল মাদ্রিদ মধ্যমাঠ
৩য় রোনালদিনহো  ব্রাজিল  এফসি বার্সেলোনা মধ্যমাঠ
২০০৫ ১ম রোনালদিনহো  ব্রাজিল   এফসি বার্সেলোনা মধ্যমাঠ
২য় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড  ইংল্যান্ড   চেলসি মধ্যমাঠ
৩য় স্যামুয়েল ইতো  ক্যামেরুন   এফসি বার্সেলোনা আক্রমণভাগ
২০০৪ ১ম রোনালদিনহো  ব্রাজিল   এফসি বার্সেলোনা মধ্যমাঠ
২য় থিয়েরি অঁরি  ফ্রান্স   আর্সেনাল আক্রমণভাগ
৩য় আন্দ্রেই শেভচেঙ্কো  ইউক্রেইন   এসি মিলান আক্রমণভাগ
২০০৩ ১ম জিনেদিন জিদান  ফ্রান্স   রিয়াল মাদ্রিদ মধ্যমাঠ
২য় থিয়েরি অঁরি  ফ্রান্স   আর্সেনাল আক্রমণভাগ
৩য় রোনালদো  ব্রাজিল   রিয়াল মাদ্রিদ আক্রমণভাগ
২০০২ ১ম রোনালদো  ব্রাজিল   রিয়াল মাদ্রিদ
  ইন্টার মিলান
আক্রমণভাগ
২য় অলিভার কান  জার্মানি   বায়ার্ন মিউনিখ গোলরক্ষক
৩য় জিনেদিন জিদান  ফ্রান্স   রিয়াল মাদ্রিদ মধ্যমাঠ
২০০১ ১ম লুইস ফিগো  পর্তুগাল   রিয়াল মাদ্রিদ মধ্যমাঠ
২য় ডেভিড বেকহ্যাম  ইংল্যান্ড   ম্যানচেস্টার ইউনাইটেড মধ্যমাঠ
৩য় রাউল  স্পেন   রিয়াল মাদ্রিদ আক্রমণভাগ
২০০০ ১ম জিনেদিন জিদান  ফ্রান্স   জুভেন্টাস মধ্যমাঠ
২য় লুইস ফিগো  পর্তুগাল   রিয়াল মাদ্রিদ
  এফসি বার্সেলোনা
মধ্যমাঠ
৩য় রিভালদো  ব্রাজিল   এফসি বার্সেলোনা মধ্যমাঠ
১৯৯৯ ১ম রিভালদো  ব্রাজিল   এফসি বার্সেলোনা মধ্যমাঠ
২য় ডেভিড বেকহ্যাম  ইংল্যান্ড   ম্যানচেস্টার ইউনাইটেড মধ্যমাঠ
৩য় গ্যাব্রিয়াল বাতিস্তুতা  আর্জেন্টিনা   ফিওরেন্টিনা আক্রমণভাগ
১৯৯৮ ১ম জিনেদিন জিদান  ফ্রান্স   জুভেন্টাস মধ্যমাঠ
২য় রোনালদো  ব্রাজিল   ইন্টারন্যাজিওনালে মিলানো

আক্রমণভাগ

৩য় ড্যাভর সুকার  ক্রোয়েশিয়া   রিয়াল মাদ্রিদ আক্রমণভাগ
১৯৯৭ ১ম রোনালদো  ব্রাজিল   ইন্টার মিলান
  এফসি বার্সেলোনা
আক্রমণভাগ
২য় রোবের্তো কার্লোস  ব্রাজিল   রিয়াল মাদ্রিদ

রক্ষণভাগ

৩য়
(টাই)
ডেনিস বার্গক্যাম্প  নেদারল্যান্ড   আর্সেনাল আক্রমণভাগ
জিনেদিন জিদান  ফ্রান্স   জুভেন্টাস মধ্যমাঠ
১৯৯৬ ১ম রোনালদো  ব্রাজিল   এফসি বার্সেলোনা
  নেদারল্যান্ড
পিএসভি
আক্রমণভাগ
২য় জর্জ উইয়াহ  লাইবেরিয়া   এসি মিলান আক্রমণভাগ
৩য় অ্যালান শিয়ারার  ইংল্যান্ড   নিউক্যাসল ইউনাইটেড
  ব্ল্যাকবার্ন রোভার্স
আক্রমণভাগ
১৯৯৫ ১ম জর্জ উইয়াহ  লাইবেরিয়া   এসি মিলান
  প্যারিস সেন্ট জার্মেইন
আক্রমণভাগ
২য় পাওলো মালদিনি  ইতালি   এসি মিলান রক্ষণভাগ
৩য় ইয়ুর্গেন ক্লিন্সমান  জার্মানি   বায়ার্ন মিউনিখ
  টটেনহাম হটস্পার
আক্রমণভাগ
১৯৯৪ ১ম রোমারিও  ব্রাজিল   এফসি বার্সেলোনা আক্রমণভাগ
২য় হ্রিস্টো স্টইচকভ  বুলগেরিয়া   এফসি বার্সেলোনা আক্রমণভাগ
৩য় রবের্তো বাজ্জো  ইতালি   জুভেন্টাস আক্রমণভাগ
১৯৯৩ ১ম রবের্তো বাজ্জো  ইতালি   জুভেন্টাস আক্রমণভাগ
২য় রোমারিও  ব্রাজিল   এফসি বার্সেলোনা আক্রমণভাগ
৩য় ডেনিস বার্গক্যাম্প   নেদারল্যান্ড   ইন্টার মিলান
  আয়াক্স
আক্রমণভাগ
১৯৯২ ১ম মার্কো ফন বাস্তেন   নেদারল্যান্ড   এসি মিলান আক্রমণভাগ
২য় হ্রিস্টো স্টইচকভ  বুলগেরিয়া   এফসি বার্সেলোনা আক্রমণভাগ
৩য় থমাস হাসলার  জার্মানি   এএস রোমা মধ্যমাঠ
১৯৯১ ১ম লোথার মাথেউস  জার্মানি   ইন্টার মিলান মধ্যমাঠ
২য় জাঁ পিয়েরে পাপিন  ফ্রান্স   অলিম্পিক মার্সেই আক্রমণভাগ
৩য় গ্যারি লিনেকার  ইংল্যান্ড   টটেনহাম হটস্পার

আক্রমণভাগ

খেলোয়াড় অনুযায়ী

সম্পাদনা
খেলোয়াড় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান
  জিনেদিন জিদান
  রোনালদো
  রোনালদিনহো
  রোমারিও
  লুইস ফিগো
  জর্জ উইয়াহ
  রিভালদো
  রবের্তো বাজ্জো
  মার্কো ফন বাস্তেন
১০   লোথার মাথেউস
১১   কাকা
১২   ফ্যাবিও ক্যানাভারো
১৩   হ্রিস্টো স্টইচকভ
১৪   ডেভিড বেকহ্যাম
১৫   থিয়েরি অঁরি
১৬   জাঁ পিয়েরে পাপিন
১৭   রোবের্তো কার্লোস
১৮   পাওলো মালদিনি
১৯   অলিভার কান
২০   ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
২১   লিওনেল মেসি
২২   ডেনিস বার্গক্যাম্প
২৩   গ্যাব্রিয়াল বাতিস্তুতা
২৪   ইয়ুর্গেন ক্লিন্সমান
২৫   রাউল
২৬   আন্দ্রেই শেভচেঙ্কো
২৭   গ্যারি লিনেকার
২৮   থমাস হাসলার
২৯   অ্যালান শিয়ারার
৩০   ড্যাভর সুকার
৩১   স্যামুয়েল ইতো
৩২   ক্রিস্টিয়ানো রোনালদো

দেশ অনুযায়ী

সম্পাদনা
# দেশ ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
  ব্রাজিল ৮ (১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৯, ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৭) ৩ (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৮) ৩ (২০০০, ২০০৩, ২০০৬)
  ফ্রান্স ৩ (১৯৯৮, ২০০০, ২০০৩) ৪ (১৯৯১, ২০০৩, ২০০৪, ২০০৬) ২ (১৯৯৭*, ২০০২)
  পর্তুগাল ২ (২০০১, ২০০৮) ২ (২০০০, ২০০৯) ১ (২০০৭)
  ইতালি ২ (১৯৯৩, ২০০৬) ১ (১৯৯৫) ১ (১৯৯৪)
  আর্জেন্টিনা ১ (২০০৯) ২ (২০০৭, ২০০৮) ১ (১৯৯৯)
  জার্মানি ১ (১৯৯১) ১ (২০০২) ২ (১৯৯২, ১৯৯৫)
  লাইবেরিয়া ১ (১৯৯৫) ১ (১৯৯৬)
  নেদারল্যান্ডস ১ (১৯৯২) ২ (১৯৯৩, ১৯৯৭*)
  ইংল্যান্ড ৩ (১৯৯৯, ২০০১, ২০০৫) ২ (১৯৯১, ১৯৯৬)
১০   বুলগেরিয়া ২ (১৯৯২, ১৯৯৪)
১১   স্পেন ৩ (২০০১, ২০০৮, ২০০৯)
১২   ক্রোয়েশিয়া ১ (১৯৯৮)
১২   ইউক্রেন ১ (২০০৪)
১২   ক্যামেরুন ১ (২০০৫)

ক্লাব অনুযায়ী

সম্পাদনা
# ক্লাব ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
  বার্সেলোনা ৭ (১৯৯৪, ১৯৯৬*, ১৯৯৭**, ১৯৯৯, ২০০৪, ২০০৫, ২০০৯) ৬ (১৯৯২, ১৯৯৩*, ১৯৯৪, ২০০০**, ২০০৭, ২০০৮) ৪ (২০০০, ২০০৫, ২০০৬, ২০০৯)
  রিয়াল মাদ্রিদ ৪ (২০০১, ২০০২*, ২০০৩, ২০০৬*) ৪ (১৯৯৭, ২০০০*, ২০০৬***, ২০০৯*) ৩ (১৯৯৮, ২০০১, ২০০৩)
  জুভেন্টাস ৪ (১৯৯৩, ১৯৯৮, ২০০০, ২০০৬**) ২ (১৯৯৪, ১৯৯৭)
  মিলান ৩ (১৯৯২, ১৯৯৫*, ২০০৭) ২ (১৯৯৫, ১৯৯৬) ১ (২০০৪)
  ইন্তারনাজিওনালে ৩ (১৯৯১, ১৯৯৭*, ২০০২**) ১ (১৯৯৮) ১ (১৯৯৩*)
  ম্যানচেস্টার ইউনাইটেড ১ (২০০৮) ৩ (১৯৯৯, ২০০১, ২০০৯**) ১ (২০০৭)
  পিএসভি আইন্ডহোভেন ১ (১৯৯৬**) ১ (১৯৯৩**)
  পারি সাঁ-জের্‌মাঁ ১ (১৯৯৫**)
  আর্সেনাল ২ (২০০৩, ২০০৪) ১ (১৯৯৭)
১০   বায়ার্ন মিউনিখ ১ (২০০২) ১ (১৯৯৫*)
১১   মার্সেই ১ (১৯৯১)
১১   চেলসি ১ (২০০৫)
১৩   টটেনহ্যাম হটস্পার ২ (১৯৯১, ১৯৯৫**)
১৪   রোমা ১ (১৯৯২)
১৪   আয়াক্স ১ (১৯৯৩**)
১৪   ব্ল্যাকবার্ন রোভার্স ১ (১৯৯৬**)
১৪   নিউক্যাসেল ইউনাইটেড ১ (১৯৯৬*)
১৪   ফিওরেন্টিনা ১ (১৯৯৯)
১৪   লিভারপুল ১ (২০০৮)

বিজয়ী মহিলাদের তালিকা

সম্পাদনা
বছর ১ম ২য় ৩য়
২০০১   মিয়া হ্যাম (ওয়াশিংটন ফ্রিডম)   টিফেনি মিলব্রেট (নিউইয়র্ক পাওয়ার)   সান ওয়েন (আটলান্টা বিট)
২০০২   মিয়া হ্যাম (ওয়াশিংটন ফ্রিডম)   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   সান ওয়েন (আটলান্টা বিট)
২০০৩   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   মিয়া হ্যাম (ওয়াশিংটন ফ্রিডম)   হান্না লাঞ্জবার্গ (ইউমিয়া আইকে)
২০০৪   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   মিয়া হ্যাম (ওয়াশিংটন ফ্রিডম)   মার্তা (ইউমি আইকে)
২০০৫   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   মার্তা (ইউমি আইকে)   শ্যানন বক্স
২০০৬   মার্তা (ইউমি আইকে)   ক্রিস্টিন লিলি (কেআইএফ ওরেব্রো)   রেনেট লিঙ্গর (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)
২০০৭   মার্তা (ইউমি আইকে)   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   ক্রিস্টিয়ান (ভিএফএল ওল্ফবার্গ)
২০০৮   মার্তা (ইউমি আইকে)   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   ক্রিস্টিয়ান (লিঙ্কোপিং, করিন্থিয়ান্স)
২০০৯   মার্তা (লস অ্যাঞ্জেলেস সোল, সান্তোস)   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   কেলি স্মিথ (বোস্টন ব্রেকার্স)
২০১০   মার্তা (এফসি গোল্ড প্রাইড, সান্তোস)   ব্রিজিত প্রিঞ্জ (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট)   ফ্যাটমায়ার বাজ্রামাজ (টারবাইন পটসডাম)
২০১১   হোমারে সাওয়া (আইএনএসি কোবে লিওনেসা)   মার্তা (ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ)   অ্যাবি ওয়ামবাখ (ম্যাজিকজ্যাক)
২০১২   অ্যাবি ওয়ামবাখ   মার্তা (টায়ারসো এফএফ)   অ্যালেক্স মর্গ্যান (সিয়াটল সাউন্ডার্স উইম্যান)
২০১৩   নাদিন আঙ্গেরার (১. এফএফ ফ্রাঙ্কফুর্ট, ব্রিসবেন রোর)   অ্যাবি ওয়ামবাখ (ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ)   মার্তা (টায়ারসো এফএফ)
২০১৪   নাদিন কেবলার (ভিএফএল ওল্ফবার্গ)   মার্তা (টায়ারসো এফএফ, এফসি রোজেনগার্ড)   অ্যাবি ওয়ামবাখ (ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ)
২০১৫   কার্লি লয়েড (হাউসটন ড্যাশ)   সেলিয়া সাসিচ   আয়া মিয়ামা (অকেয়ামা উনোগো বেলে)

খেলোয়াড় অনুযায়ী

সম্পাদনা
# খেলোয়াড় ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
  মার্তা
  ব্রিজিত প্রিঞ্জ
  মিয়া হ্যাম
  অ্যাবি ওয়ামবাখ
  কার্লি লয়েড
  হোমারে সাওয়া
  ন্যাডলাইন অ্যাঙ্গেরার
  ন্যাডলাইন কেবলার
  টিফেনি মিলব্রেট
১০   ক্রিস্টিন লিলি
১১   সান-ওয়েন
১২   ক্রিস্টিয়ান
১৩   কেলি স্মিথ
১৪   শ্যানন বক্স
১৫   রেনেট লিঙ্গর
১৬   হান্না লাঞ্জবার্গ
১৭   ফ্যাটমাইর বাজরামাজ
১৮   অ্যালেক্স মর্গ্যান

দেশ অনুযায়ী

সম্পাদনা
# দেশ ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
  জার্মানি ৫ (২০০৩, ২০০৪, ২০০৫, ২০১৩, ২০১৪) ৫ (২০০২, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০) ২ (২০০৬, ২০১০)
  ব্রাজিল ৫ (২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০) ৪ (২০০৫, ২০১১, ২০১২, ২০১৪) ৪ (২০০৪, ২০০৭, ২০০৮, ২০১৩)
  মার্কিন যুক্তরাষ্ট্র ৪ (২০০১, ২০০২, ২০১২, ২০১৫) ৫ (২০০১, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১৩) ৪ (২০০৫, ২০১১, ২০১২, ২০১৪)
  জাপান ১ (২০১১)
  গণচীন ২ (২০০১, ২০০২)
  ইংল্যান্ড ১ (২০০৯)
  সুইডেন ১ (২০০৩)

ক্লাব অনুযায়ী

সম্পাদনা
# ক্লাব ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
  ১. এফএফসি ফ্রাঙ্কফুর্ট ৪ (২০০৩, ২০০৪, ২০০৫, ২০১৩) ৫ (2002, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০) ১ (২০০৬)
  ইউমিয়া আইকে ৩ (২০০৬, ২০০৭, ২০০৮) ১ (২০০৫) ২ (২০০৩, ২০০৪)
  ওয়াশিংটন ২ (২০০১, ২০০২) ২ (২০০৩, ২০০৪)
  সান্তোস ২ (২০০৯, ২০১০)
  ভিএফএল ওল্ফসবার্গ ১ (২০১৪) ১ (২০০৭)
  ইনাক কোব লিওনেসা ১ (২০১১)
  এফসি গোল্ড প্রাইড ১ (২০১০)
  লস অ্যাঞ্জেলেস সোল ১ (২০০৯)
  ব্রিসবেন রোর ১ (২০১৩)
১০   টাইরেসো এফএফ ২ (২০১২, ২০১৪) ১ (২০১৩)
  ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ ২ (২০১১, ২০১৩) ১ (২০১৪)
১২   এফসি রোজেনগার্ড ১ (২০১৪)
  কেআইএফ অরব্রো ডিএফএফ ১ (২০০৬)
  নিউইয়র্ক পাওয়ার ১ (২০০১)
১৫   আটলান্টা বিট ২ (২০০১, ২০০২)
১৬   সিয়াটল সাউন্ডার্স উইম্যান ১ (২০১২)
  ম্যাজিকজ্যাক ১ (২০১১)
  টারবাইন পটসড্যাম ১ (২০১০)
  বোস্টন ব্রেকার্স 0 ১ (২০০৯)
  লিঙ্কোপিং ১ (২০০৮)
  করিন্থিয়ান্স ১ (২০০৮)
সংযুক্তবিহীন ১ (২০১২) ১ (২০০৫)

রেকর্ড

সম্পাদনা
সর্বোচ্চ বার বিজয়ী(প্রত্যেকে তিনবার করে)
  •  রোনালদো
  •  জিনেদিন জিদান
  •  ব্রিজিত প্রিঞ্জ(মহিলা)

জিতেছেন।

পরপর দু'বার বিজয়ী
  •  রোনালদো
  •  রোনালদিনহো
  •  মার্তা (মহিলা)
  •  মিয়া হ্যাম(মহিলা)
  •  ব্রিজিত প্রিঞ্জ (মহিলা)
সবচেয়ে কম বয়সে বিজয়ী
  •  রোনালদো - ২০ বছর
  •  মার্তা (মহিলা)- ২০ বছর, তবে রোনালদোর চাইতে ৭ মাস বেশি বয়স ছিল
সবচেয়ে বেশি বয়সে বিজয়ী
  •  ফ্যাবিও ক্যানাভারো - ৩৩ বছর
  •  মিয়া হ্যাম(মহিলা)- ৩০ বছর

বহিঃসংযোগ

সম্পাদনা