রাউল গোনসালেস

স্পেনীয় ফুটবলার
(রাউল গনজালেস থেকে পুনর্নির্দেশিত)

রাউল গোনসালেস ব্লাঙ্কো (স্পেনীয়: Raúl González Blanco রাউল্‌ গোন্‌থ়ালেথ়্‌ ব্লাঙ্কো বা রাউল্‌ গোন্‌সালেস্‌ ব্লাঙ্কো, জন্ম জুন ২৭, ১৯৭৭), শুধু রাউল বলেও পরিচিত, একজন স্পানিশ ফুটবল খেলোয়াড়। তিনি রিয়াল মাদ্রিদ দলে ১৯৯৪ সাল থেকে ২০১০ পর্যন্ত খেলেছেন এবং তিনি দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তিনি বর্তমানে কাতারের আল শাদ ক্লাবে খেলেন। তিনি স্পেনের জাতীয় ফুটবল দলের হয়ে ১০০ এরও বেশি ম্যাচ এবং ৪৭টি গোল দিয়ে তিনি সর্বকালের ২য় সর্বোচ্চ গোলদাতা। তিনি ১৯৯৮ ফিফা বিশ্বকাপ, ইউরো ২০০০, ২০০২ ফিফা বিশ্বকাপ, ইউরো ২০০৪ এবং ২০০৬ ফিফা বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করেন। তিনি তার কৌশল, গোল করার অসামান্য দক্ষতা, নেতৃত্বগুণের জন্য। তিনি এখন (২০১২) পর্যন্ত কোনো লাল কার্ড দেখেননি।

রাউল
রাউল ২০১২ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রাউল গঞ্জালেস ব্লানকো
জন্ম (1977-06-27) ২৭ জুন ১৯৭৭ (বয়স ৪৭)
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান স্ট্রাইকার
যুব পর্যায়
১৯৮৭–১৯৯০ সান ক্রিস্টোবাল
১৯৯০–১৯৯২ আতলেটিকো মাদ্রিদ
১৯৯২–১৯৯৪ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৪ রিয়াল মাদ্রিদ সি (১৬)
১৯৯৪ রিয়াল মাদ্রিদ বি (০)
১৯৯৪–২০১০ রিয়াল মাদ্রিদ ৫৫০ (২২৮)
২০১০–২০১২ স্কলক ০৪ ৬৬ (২৮)
২০১২–২০১৪ আল সাদ ৩৯ (১১)
২০১৪–২০১৫ নিউইয়র্ক কসমস ২৮ (৮)
মোট ৬৯৩ (২৯১)
জাতীয় দল
১৯৯৪ স্পেন অনূর্ধ্ব-১৮ (৪)
১৯৯৫ স্পেন অনূর্ধ্ব-২০ (৩)
১৯৯৫–১৯৯৬ স্পেন অনূর্ধ্ব-২১ (৮)
১৯৯৬ স্পেন অনূর্ধ্ব-২৩ (২)
১৯৯৬–২০০৬ স্পেন ১০২ (৪৪)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বিজয়ী ১৯৯৮
বিজয়ী ২০০০
বিজয়ী ২০০২
ইন্টারকন্টিনেন্টাল কাপ
বিজয়ী ১৯৯৮
রানার-আপ ২০০০
বিজয়ী ২০০২
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
রাউল ২০১২ সালে আল সাদ এর হয়ে খেলছেন

রিয়াল মাদ্রিদ

সম্পাদনা

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে রাউল গঞ্জালেস্ আর সকলকে ছাড়িয়ে গেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সর্বোচ্চ ৭৪১ টি ম্যাচ খেলেন এবং সর্বোচ্চ ৩২৩ টি গোল করেন। তাইতো রিয়াল ভক্তরা রিয়াল মাদ্রিদকে 'রাউল মাদ্রিদ' হিসেবে ডাকতো। ২৫ জুলাই,২০১০ রিয়ালের এই মহাতারকা রিয়াল মাদ্রিদ ত্যাগ করেন। তারপর তিনি চলে যান জার্মানির ক্লাব "শালকে 04"। তিনি বর্তমানে নিউইয়র্ক কসমসের হয়ে খেলছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Raul"। FC Schalke 04। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা