ইয়ুর্গেন ক্লিন্সমান
ইয়ুর্গেন ক্লিন্সমান (Jurgen Klinsmann) (জুলাই ৩০, ১৯৬৪, গোপিংগেন,[১][২] জার্মানি) প্রখ্যাত জার্মান ফুটবলার। নব্বইয়ের দশকের সেরা স্ট্রাইকারদের অন্যতম। তিনি ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ - পর পর তিনটি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেন। বিশ্বকাপে তার সর্বমোট গোল সংখ্যা ১১টি।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ৩০ জুলাই ১৯৬৪ | ||||||||||||||||
জন্ম স্থান | গপিঙ্গেন, পশ্চিম জার্মানি | ||||||||||||||||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||||||||||||||||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | যুক্তরাষ্ট্র (প্রধান কোচ) | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৭২–১৯৭৪ | টিবি গিঙ্গেন | ||||||||||||||||
১৯৭৪–১৯৭৮ | এসসি গাইসলিং | ||||||||||||||||
১৯৭৮–১৯৮১ | স্টুটগার্টার কিকার্স | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
১৯৮১–১৯৮৪ | স্টুটগার্টার কিকার্স | ৬১ | (২২) | ||||||||||||||
১৯৮৪–১৯৮৯ | ভিএফবি স্টুটগার্ট | ১৫৫ | (৭৯) | ||||||||||||||
১৯৮৯–১৯৯২ | ইন্তারনাজিওনালে | ৯৫ | (৩৪) | ||||||||||||||
১৯৯২–১৯৯৪ | এএস মোনাকো | ৬৫ | (২৯) | ||||||||||||||
১৯৯৪–১৯৯৫ | টটেনহাম হটস্পার | ৪১ | (২০) | ||||||||||||||
১৯৯৫–১৯৯৭ | বায়ার্ন মিউনিখ | ৬৫ | (৩১) | ||||||||||||||
১৯৯৭–১৯৯৮ | সাম্পদরিয়া | ৮ | (২) | ||||||||||||||
১৯৯৭–১৯৯৮ | → টটেনহাম হটস্পার (ধার) | ১৫ | (৯) | ||||||||||||||
২০০৩ | অরেঞ্জ কাউন্টি ব্লু স্টার | ৮ | (৫) | ||||||||||||||
মোট | ৫১৪ | (২৩১) | |||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
১৯৮০–১৯৮১ | পশ্চিম জার্মানি অনূর্ধ্ব ১৬ | ৩ | (০) | ||||||||||||||
১৯৮৪–১৯৮৫ | পশ্চিম জার্মানি অনূর্ধ্ব ২১ | ৮ | (৩) | ||||||||||||||
১৯৮৭–১৯৮৮ | পশ্চিম জার্মানি অলিম্পিক | ১৪ | (৮) | ||||||||||||||
১৯৮৭–১৯৯০ | পশ্চিম জার্মানি | ২৮ | (৯) | ||||||||||||||
১৯৯০–১৯৯৮ | জার্মানি | ৮০ | (৩৮) | ||||||||||||||
পরিচালিত দল | |||||||||||||||||
২০০৪–২০০৬ | জার্মানি | ||||||||||||||||
২০০৮–২০০৯ | বায়ার্ন মিউনিখ | ||||||||||||||||
২০১১– | যুক্তরাষ্ট্র | ||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
১৯৯০-এর দশকে জার্মানির অন্যতম প্রধান স্ট্রাইকার হিসাবে বিবেচিত, তিনি ইউরো ১৯৮৮ থেকে ১৯৯৮ বিশ্বকাপ পর্যন্ত ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৫ সালে, তিনি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারে তৃতীয় স্থানে আসেন; ২০০৪ সালে তিনি "১২৫ সেরা জীবন্ত ফুটবলারদের" ফিফা ১০০ তালিকায় নাম লেখান। [৩] ৩ নভেম্বর ২০১৬-এ, তিনি জার্মানির সম্মানসূচক অধিনায়ক হিসাবে নামকরণ করা পঞ্চম খেলোয়াড় হন। [৪][৫]
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি জার্মানি দলের কোচের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ম্যানেজার হিসেবে কাজ করছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Vecsey, George (২০১৪)। "Chapter 19: "The Age of "Klinsmann""। Eight World Cups: My Journey through the Beauty and Dark Side of Soccer । New York City: Times Books। পৃষ্ঠা 241। আইএসবিএন 978-0-8050-9848-8। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
Klinsmann was born in Göppingen.
- ↑ Lawrence, Amy (১৩ নভেম্বর ২০০৫)। "Jurgen's hip hop generation"। The Guardian। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "Pele's list of the greatest"। BBC Sport। ৪ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।
- ↑ Horeni, Michael (৩ নভেম্বর ২০১৬)। "Der blitzsaubere Strahlemann"। Faz.net (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬।
- ↑ "Juergen Klinsmann gets rare German soccer honor"। USA Today। ৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |