কার্লি লয়েড

মার্কিন ফুটবল খেলোয়াড়

কার্লি অ্যানি লয়েড (ইংরেজি: Carli Lloyd; জন্ম: ১৬ জুলাই, ১৯৮২) নিউ জার্সির ডেলর‌্যান টাউনশীপ এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মার্কিন প্রমিলা ফুটবলার। ইতোমধ্যেই তিনি দুইবার অলিম্পিক স্বর্ণপদকসহ ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপ জয় করেছেন। এছাড়াও, ২০১৫ সালের ফিফা বর্ষসেরা প্রমিলা ফুটবলার মনোনীত হয়েছেন কার্লি লয়েড। বর্তমানে তিনি ন্যাশনাল ওম্যানস সকার লীগে (এনডব্লিউএসএল) হাউসটন ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা ফুটবল দলের পক্ষে খেলছেন।

কার্লি লয়েড
১০ মে, ২০১৫ তারিখে ক্যালিফোর্নিয়ার স্যান জোসে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পক্ষে খেলছেন লয়েড।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কার্লি অ্যান লয়েড
জন্ম (1982-07-16) ১৬ জুলাই ১৯৮২ (বয়স ৪২)
জন্ম স্থান ডেলর‌্যান টাউনশীপ, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
হাউসটন ড্যাশ
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০১-০৪ রাটজার্স স্কারলেট নাইটস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৯ সেন্ট্রাল জার্সি স্প্ল্যাশ (১১)
২০০০ নিউ ব্রুনসউইক পাওয়ার (১০)
২০০১ সাউথ জার্সি ব্যানশিজ (১০)
২০০৪ নিউ জার্সি ওয়াইল্ডক্যাটস (১)
২০০৯ শিকাগো রেড স্টার্স ১৬ (২)
২০১০ স্কাই ব্লু এফসি (০)
২০১১ আটলান্টা বীটস ১০ (২)
২০১৩-২০১৪ ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্লাশ ৩৬ (১৮)
২০১৫– হাউসটন ড্যাশ ১২ (৪)
জাতীয় দল
মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২১
২০০৫– মার্কিন যুক্তরাষ্ট্র ২১১ (৭৯)
অর্জন ও সম্মাননা
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ বেইজিং দলগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ লন্ডন দলগত
ফিফা মহিলা বিশ্বকাপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৭ চীন দলগত
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১১ জার্মানি দলগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ কানাডা দলগত
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৬ সেপ্টেম্বর, ২০১৫ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ ডিসেম্বর, ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

স্টিফেন ও পামেলা লয়েড দম্পতির সন্তান কার্লি নিউ জার্সির ডেলর‌্যান টাউনশীপে বড় হন।[] পাঁচ বছর বয়সে ফুটবল খেলতে শুরু করেন তিনি।[]

১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ডেলর‌্যান হাই স্কুলে অধ্যয়ন করেন। সেখানে তিনি দ্য রেড ব্যারন ক্লোবাখের অধীনে প্রশিক্ষণ নিতেন।[] উচ্চ বিদ্যালয়ের অ্যাথলেট হিসেবে তার বলে নিয়ন্ত্রণ ও মাঝমাঠে বলে দক্ষতার কারণে পরিচিতি পান।[] বড়দের দলে ২৬ গোল করেন ও আট গোলে সহায়তা করেন। দলের অধিনায়ক হিসেবে তার রেকর্ড ছিল ১৮-৩।[] ১৯৯৯ ও ২০০০ সালে ফিলাডেলফিয়া ইনকুইয়ার তাকে দুইবার বর্ষসেরা গার্লস হাইস্কুল প্লেয়ার হিসেবে মনোনীত করে।[]

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০০৮ ও ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ও ২০১৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের ফুটবল ফাইনালের শিরোপা নির্ধারণী গোল করে দলকে স্বর্ণপদক এনে দেন। তিনি তিনবার যুক্তরাষ্ট্র দলের পক্ষে ফিফা মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে, ২০০৭ সালে দলকে ব্রোঞ্জপদক, ২০১১ সালে রৌপ্যপদক ও ২০১৫ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক করে তৃতীয় শিরোপা লাভে প্রভূতঃ সহায়তা করেন।

লয়েড জাতীয় দলের পক্ষে দুই শতাধিক খেলায় অংশ নিয়ে ৭০-এর অধিক গোল করেন। পূর্বে মহিলাদের পেশাদার ফুটবলে শিকাগো রেড স্টার্স, স্কাই ব্লু এফসি ও আটলান্টা বীটের পক্ষে খেলেন। ২০১৩ সালে এনডব্লিউএসএলের উদ্বোধনী আসরে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক ফ্ল্যাশ দলের সাথে চুক্তিবদ্ধ হন ও দলকে শিরোপা জয়ে সহায়তা করেন। দুই মৌসুম খেলার পর ২০১৫ মৌসুমের পূর্বে হাউসটন ড্যাশের পক্ষে খেলেন।[]

২০১৫ সালের বিশ্বকাপের চূড়ান্ত খেলায় জাপানের বিপক্ষে ৫-২ গোলে জয় পায় মার্কিন দল। ঐ খেলায় তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে তিন গোল করেন ও স্যার জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বড়দের যে-কোন ফিফা বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেন। প্রথম ১৬ মিনিটেই তিন গোল করেন। তন্মধ্যে, প্রথম পাঁচ মিনিটে প্রথম দুই গোলের পর প্রতি তিন মিনিট অন্তর নিজের গোলগুলো করেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল্ডেন বল ট্রফি লাভ করেন। এছাড়াও, ছয় গোল করে সিলভার বুট পান।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sports Briefing"The New York Times। মার্চ ১৫, ২০০৭। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৯ 
  2. "Carli Lloyd Interview"। Women's Soccer United। অক্টোবর ২৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৩ 
  3. "Carli Lloyd"United States Soccer Federation। ৬ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৯ 
  4. Narducci, Marc (সেপ্টেম্বর ১৭, ১৯৯৯)। "Carli Lloyd: A Bear Necessity Delran's Junior Midfielder Is At The Controls."Philadelphia Daily News। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৩ 
  5. Turner, Jamie (জুলাই ৩০, ২০০৮)। "Believing in Hope, U.S. team's Lloyd helps smooth soccer path to Beijing"Sun News। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৩ 
  6. "Houston Dash acquire USWNT midfielder Carli Lloyd from Western New York Flash"। Houston Dynamo। অক্টোবর ১৬, ২০১৪। অক্টোবর ১৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১৪ 
  7. "Lloyd, Solo and Sasic lead the way"fifa.com। FIFA। জুলাই ৬, ২০১৫। আগস্ট ২৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানু ১২, ২০১৬ 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা