৬৮তম ফিল্মফেয়ার পুরস্কার
৬৮তম ফিল্মফেয়ার পুরস্কার হল টাইমস গ্রুপ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান, যা ২০২২ সালের সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে।
৬৮তম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
---|---|---|---|---|
স্থান | জিও ওয়ার্ল্ড সেন্টার, মুম্বই | |||
উপস্থাপক | সালমান খান, আয়ুষ্মান খুরানা মনীষ পল[১] | |||
সংগঠক | দ্য টাইমস গ্রুপ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি | |||
সর্বাধিক পুরস্কার | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি (১০) | |||
সর্বাধিক মনোনয়ন | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি (১৬) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | কালারস টিভি | |||
|
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এই আয়োজনে সর্বাধিক ১৬টি মনোনয়ন লাভ করে এবং সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১০টি পুরস্কার লাভ করে। বাধাই দো সেরা চলচ্চিত্র (সমালোচক)-সহ ছয়টি পুরস্কার লাভ করে, এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিব পাঁচটি পুরস্কার লাভ করে।[২]
অনুষ্ঠান
সম্পাদনাজিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত ৬৮তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহকে সম্মাননা প্রদান করে। ফিল্মফেয়ার ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাই এক সংবাদ সম্মেলনে হুন্দাইকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন। অভিনেতা সালমান খান এবং আয়ুষ্মান খুরানা এবং মনীশ পলকে সহ-উপস্থাপক হিসেবে ঘোষণা করা হয়, এবং অভিনেতা টাইগার শ্রফ, ভিকি কৌশল, কার্তিক আর্যন, জ্যাকলিন ফার্নান্দেজ, জাহ্নবী কাপুর, বরুণ ধবন এবং গোবিন্দার অনুষ্ঠান চলাকালীন অভিনয় করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি ২০২৩ সালের ২৭শে এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ২৮শে এপ্রিল কালারস টিভিতে সম্প্রচারিত হয়।[৩]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনা২০২৩ সালের ২৪শে এপ্রিল ফিল্মফেয়ার মনোনয়ন ঘোষণা করে[৪]
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনাসমালোচক পুরস্কার
সম্পাদনাসেরা চলচ্চিত্র | |
---|---|
| |
সেরা অভিনেতা | সেরা অভিনেত্রী |
|
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাফিল্মফেয়ার বিশেষ পুরস্কার | |
---|---|
ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার | |
আর. ডি. বর্মণ পুরস্কার | |
|
কারিগরী পুরস্কার
সম্পাদনা২০২৩ সালের ২৪শে এপ্রিল কারিগরী পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়।[৫]
সেরা সম্পাদনা | সেরা নির্মাণ পরিকল্পনা | সেরা নৃত্য পরিচালনা |
---|---|---|
|
|
|
সেরা চিত্রগ্রহণ | সেরা শব্দ পরিকল্পনা | সেরা আবহ সঙ্গীত |
|
|
|
সেরা পোশাক পরিকল্পনা | সেরা মারপিট | সেরা বিশেষ প্রভাব |
|
|
|
একাধিক মনোনয়ন ও জয়
সম্পাদনামনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
১৬ | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি |
১৪ | বাধাই দো |
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা | |
১২ | ভেড়িয়া |
১০ | ভুল ভুলাইয়া ২ |
৯ | লাল সিং চাড্ডা |
৮ | বিক্রম বেদ |
৭ | দ্য কাশ্মীর ফাইলস |
উঁচাই | |
অ্যান অ্যাকশন হিরো | |
৬ | ভাদ |
জুগজুগ জিয়ো | |
ডক্টর জি | |
৫ | রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট |
৪ | ঝুন্ড |
আনেক | |
৩ | দৃশ্যম ২ |
২ | জার্সি |
পুরস্কার | চলচ্চিত্র |
---|---|
১০ | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি |
৬ | বাধাই দো |
৫ | ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা |
২ | জুগজুগ জিয়ো |
বধ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "68th Filmfare Awards 2023: Salman Khan to host this year's ceremony on April 27"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০২৩-০৪-০৫। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "Winners of the 68th Hyundai Filmfare Awards 2023"। Filmfare। ২৮ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩।
- ↑ "Filmfare Awards 2023: इस दिन होगा फिल्मफेयर अवॉर्ड शो, सलमान खान करेंगे होस्ट, यहां से बुक कर सकते हैं टिकट"। জিএনটি। ২০২৩-০৪-২১। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "Nominations For The 68th Hyundai Filmfare Awards 2023 With Maharashtra Tourism"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "Filmfare Awards 2023 nominations: Alia Bhatt's Gangubai Kathiawadi to compete with Brahmastra. Details here"। মিরচি প্লাস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।