তাপসী পান্নু
তাপসী পান্নু বা তাপসী পন্নু (জন্ম: ১ আগস্ট ১৯৮৭) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউড চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তাপসী একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে কাজ করতেন, এবং অভিনেত্রী হবার পূর্বে মডেলিং কর্মজীবনে জড়িত ছিলেন। তার মডেলিং কর্মজীবনে তিনি কিছুসংখ্যক বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন, এবং ২০০৮ সালে "প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস" ও 'সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন" খেতাব লাভ করেন।
তাপসী পন্নু | |
---|---|
तापसी पन्नू | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | তাপসী |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | ইনস্টিটিউট অব টেকনোলজি |
পেশা | |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
ওয়েবসাইট | taapsee |
মডেলিংয়ে সীমিত ভূমিকা রাখার পর, রাঘবেন্দ্র রাও পরিচালিত ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটান তাপসী। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন যেমন, ২০১১ সালে আদুকালাম, ভাস্তাধু না রাজু এবং মি. পারফেক্ট। তার তামিল আদুকালাম চলচ্চিত্র ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জিতে নেয়। তিনি এছাড়াও মালয়ালম এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। আরম্ভাম (২০১৩) তামিল চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কার জেতেন। ২০১৫ সালে, তিনি সামালোচকীয় এবং বাণিজ্যিকভাবে সফল বেবি চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০১৬ সালে, তিনি পিংক চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালে, প্রধান ভূমিকায় অভিনয় করেন নাম শাবানা চলচ্চিত্রে, যেটি ২০১৫ সালের বেবি চলচ্চিত্রের প্রিকুএল। ২০১৭ সালে তিনি দা গাজি অ্যাটাক যুদ্ধ চলচ্চিত্র এবং জুড়ওয়া ২ কমেডি চলচ্চিত্রে কাজ করেন। তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্যর্জিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুড়ওয়া ২ (২০১৭) এবং মিশন মঙ্গল (২০১৯)। ২০১৯ সালে ষাণ্ড কি আঁখ জীবনীচলচ্চিত্রে সত্তরোর্ধ শার্পশুটার প্রকাশি তোমার চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছিলেন। ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ তালিকায় ২০১৮ সালে তিনি ৬৮তম স্থানে এবং ২০১৯ সালে ৬৭তম স্থানে অন্তর্ভুক্ত ছিলেন।[১]
জীবনী
প্রাথমিক জীবন ও মডেলিং
তাপসী ১৯৮৭ সালের ১ আগস্ট ভারতের নয়া দিল্লির একটি শিখ পরিবারে জন্ম নেন।[২][৩] তিনি পাঞ্জাবি বংশোদ্ভূত। তার পিতা দিলমোহন সিং পান্নু ও মাতা নির্মলজিৎ।[৪] শাগুন পান্নু নামে তার একটি বোন রয়েছে এবং তাকেও চলচ্চিত্রে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাপসীর।[৫] তিনি দিল্লির অশোক বিহারের মাতা জাই কৌর পাবলিক স্কুলে অধ্যয়ন করেন। এরপর দিল্লির গুরু টেগ বাহাদুর ইনিস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর,[৬] সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন তিনি।[৭][৮]
চ্যানেল ভি আয়োজিত গেট গরর্জিয়াস প্রতিভা অনুষ্ঠানের অডিশনে নির্বাচিত হওয়ার পর তাপসী পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন, যা পরিণামে তাকে অভিনেত্রী হবার সুযোগ করে দেয়।[৯] তিনি বিভিন্ন মুদ্রণ মাধ্যম এবং টেলিভিশন বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। তিনি ২০০৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে "প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেস ফেস" ও "সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন" সহ একাধিক খেতাব লাভ করেন।[৭][১০] একজন মডেল হিসেবে, তিনি রিলায়েন্স ট্রেন্ডস, রেড এফএম ৯৩.৫, ইউনিস্টাইল ইমেজ, কোকা-কোলা, মোটোরোলা, প্যান্টালুন্স, পিভিআর সিনেমাস, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাবর, এয়ারটেল, টাটা ডোকোমো, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, হাভেল্স এবং ভার্ডম্যান ইত্যাদি ব্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হন।[১১] তিনি এছাড়াও জাস্ট ফর উইমেন এবং মাস্টার্স সাময়িকীর প্রচ্ছদে উপস্থিত হয়েছেন।[১২][১৩] কয়েক বছর পর, পরিপূর্ণ স্বীকৃতি পাওয়ার অভাব রয়েছে ভেবে তিনি মডেলিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন।[১৪]
২০১০-২০১৫: চলচ্চিত্রে অভিষেক
তাপসী ২০১০ সালে কোবেলামুদি রাঘবেন্দ্র রাও পরিচালিত ঝুম্মন্দি নাদাম প্রণয়-সঙ্গীতধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন।[১৫] এতে তিনি একজন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ধনকুবের কন্যার চরিত্রে অভিনয় করেন, যিনি ঐতিহ্যগত তেলুগু সঙ্গীতের উপর গবেষণা করতে ভারত আসেন।[১৬] চলচ্চিত্রটি মুক্তির আগে তাপসী আরও তিনটি চলচ্চিত্রে কাজ করার আমন্ত্রণ পান।[১৬] পরবর্তীতে ধনুষের বিপরীতে আদুকালাম (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এতে তিনি একজন অ্যাংলো-ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করেন, যিনি একজন গ্রামীণ ছেলের প্রেমে পড়ে।[১৭] চলচ্চিত্রটি মাদুরাইয়ের মোরগলড়াইয়ের পটভূমিতে নির্মিত। চলচ্চিত্রটি ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১৮] তার চরিত্র সম্পর্কে সাইফাই ডটকম নামের একটি পর্যালোচনা ওয়েবসাইট ইতিবাচক মন্তব্য করে।[১৯] তিনি ২০১১ সালে বিষ্ণু মঞ্চুর বিপরীতে ভাস্তাডু না রাজুর (২০১১) মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে পুনরায় অভিনয় করেন।[২০] পরবর্তীতে মাম্মুটি ও নাদিয়া মইড়ুর বিপরীতে ডাবলস (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে মালয়ালম চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে।[২১][২২]
"প্রথমদিকে, আমি ফুলটাইম মডেল হতে চেয়েছিলাম কিন্তু কখনই ভাবিনি যে অভিনয় করতে পারি। সময়ের সাথে সাথে, মডেলিং উত্তেজনাপূর্ণ বা উপভোগ্য হয়ে উঠেনি। ক্যামেরা পোজ দেওয়া একসময় একঘেয়ে হয়ে যায়। এছাড়াও, আমি অনুভব করেছি যে আমার নাম তুলে ধরা হচ্ছে না। নাম কেবল চলচ্চিত্রেই ফুটে ওঠে। তাই অভিনয় করতে চেয়েছিলাম।"
—চলচ্চিত্রে আগমন প্রসঙ্গে তাপসি[১৪]
তাপসী তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত মি. পারফেক্ট (২০১১) চলচ্চিত্রে একটি গৌণ চরিত্রে অভিনয় করেন। প্রভাস ও কাজল আগারওয়ালের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি মাঝারি সাফল্য লাভ করে।[২৩] তিনি রবি তেজা ও কাজল আগারওয়ালের বিপরীতে বীরা (২০১১) উচ্চ-বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন, যা সমালোচকদের নিকট থেকে মাঝারি পর্যালোচনা অর্জন করে।[২৪] এরপর তিনি তার দ্বিতীয় তামিল চলচ্চিত্র ভানন্ডান ভেন্ড্রনে উপস্থিত হন যা মিশ্র সমালোচনা লাভ করে এবং বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।[২৫] তার পরবর্তী চলচ্চিত্র কৃষাণ ভামসি পরিচালিত মগুধু, যেখানে তিনি এক ঐতিহ্যগত তেলুগু মেয়ের চরিত্রে অভিনয় করেন গোপিচন্দের বিপরীতে এবং তার অভিনীত চরিত্রের জন্য সমালোচকদের নিকট থেকে সুমন্তব্য লাভ করতে সমর্থ হন। তিনি তামিল-তেলুগু দ্বিভাষী গুন্ডেলো গোদারি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার তামিল নাম মারান্থেন মান্নাথনে।[২৬] তিনি এছাড়াও সিদ্ধার্থ নারায়ণ, ঋষি কাপুর, দিবেন্দু এবং আলী জাফরের সঙ্গে চাশমি বাদুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে অভিষেক ঘটান। চলচ্চিত্রটি ১৯৮১ সালের একই নামের চলচ্চিত্রের পুননির্মাণ।[৭][২৭][২৮] তাপসী হলিউড বিজ্ঞান কল্পকাহিনি রিড্ডিকের তামিল, তেলুগু এবং হিন্দি ভাষার সংস্করণে অভিনেত্রী কেটি স্যাকহফের কণ্ঠ প্রদানের জন্য আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তার পূর্বচুক্তির জন্য তা ফিরিয়ে দেন।[২৯][৩০] পরবর্তীতে ২০১৩ সালে, তিনি আরাম্বাম নামে বড় বাজেটের চলচ্চিত্রে অজিত কুমার ও আরিয়ার বিপরীতে অভিনয় করেন।[৩১] চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কারে ভূষিত হন।[৩২]
পরবর্তী বছর তার কোন চলচ্চিত্র মুক্তি পায় নি। ২০১৫ সালে অক্ষয় কুমারের বিপরীতে নিরাজ পান্ডে পরিচালিত বেবি চলচ্চিত্রে উপস্থিত হন তিনি।[৩৩] পরবর্তীতে তার দুইটি তামিল চলচ্চিত্র মুক্তি পায়। যার একটি হল ভৌতিক কমেডি চলচ্চিত্র কাঞ্চনা ২, যেখানে তিনি রাঘব লরেন্সের বিপরীতে অভিনয় করেন। অন্যটি হল ঐশ্বর্য রজনীকান্ত ধনুষের ভাই রাজা ভাই, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়ছিলেন।[৩৪] এছাড়াও তিনি দোঙ্গাটা চলচ্চিত্রে বিশেষ চরিত্রে উপস্থিত হন।
২০১৬–বর্তমান: বলিউড কর্মজীবন
বেবি চলচ্চিত্রের পর, তাপসী অনিরুদ্ধ রায় চৌধুরীর পিংক (২০১৬) চলচ্চিত্রে অমিতাভ বচ্চন[৩৫][৩৬] ও কীর্তি কুলহারির সাথে অভিনয় করেন, যা সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে। বিশ্বব্যাপী ₹ ১০৭.৩২ কোটি (ইউএস$ ১৩.১২ মিলিয়ন) আয়ের পাশাপাশি চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল।[৩৭] এছাড়াও সমালোচকদের প্রশংসা সহ অন্যান্য সামাজিক সমস্যা বিভাগে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে; যেখানে তাপসী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কারে মনোনীত হয়েছিল।[৩৮]
২০১৭ সালে তাপসীর প্রথম মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী হাস্যরস-চলচ্চিত্র রানিং শাদি।[৩৯] এরপর সংকল্পের নৌযুদ্ধের দ্বিভাষিক চলচ্চিত্র দ্য গাজি অ্যাটাক মুক্তি পায়।[৪০] দুটি চলচ্চিত্রই বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। অক্ষয় কুমার, অনুপম খের, মধুরিমা তুলি এবং মনোজ বাজপেয়ীর সাথে তিনি বেবি চলচ্চিত্রের স্পিন-অফ হিসেবে নির্মিত নাম শাবানা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। বাণিজ্যিকভাবে চলচ্চিত্রটি সাফল্য লাভ করার পাশাপাশি সর্বমোট ₹ ৫৬.০৯ কোটি (ইউএস$ ৬.৮৬ মিলিয়ন) আয় করে।[৪১] সে বছরের তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডেভিড ধবন পরিচালিত জুড়ওয়া ২। এটি ১৯৯৭-এর আইকনিক কৌতুক জুড়ওয়া চলচ্চিত্রের সংস্করণ।[৪২][৪৩] চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ₹ ২২৭.৫৯ কোটি (ইউএস$ ২৭.৮২ মিলিয়ন) ব্যবসা করেছিল।[৪৪]
ত্যাপসীর কর্মজীবনে ২০১৮ সাল ছিল সমালোচনামূলক এবং বাণিজ্যিকভাবে সাফল্যের বছর। এ বছর তার চারটি চলচ্চিত্র, দিল জুঙ্গলি, সোরমা, মুল্ক এবং মনমর্জিয়া মুক্তি পায়। শেষের দুটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। তবে, অনুভব সিনহার মুল্ক চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে তাপসীর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার মনোনয়ন পেয়েছিলেন।[৪৫]
২০১৯ সালে তাপসী সুজয় ঘোষের রহস্য-থ্রিলার বদলা চলচ্চিত্রে একজন ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছিলেন,[৪৬] যেটি ছিল অমিতাভ বচ্চনের সাথে তার দ্বিতীয় কাজ। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ₹ ১.৩ বিলিয়ন (ইউএস$ ১৫.৮৯ মিলিয়ন) আয় করে বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। সে বছর তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত কলিউড নাট্য চলচ্চিত্র গেম ওভার বক্স অফিসে ব্যর্থ হয়।[৪৭] এরপর তিনি জগণ শক্তি পরিচালিত মিশন মঙ্গল চলচ্চিত্রে একনিষ্ঠ স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ সুযোগ পাওয়ার পরেও তার সেনা স্বামীকে একজন সেবিকা হিসেবে যত্ন নিয়েছিলেন। এটি ভারতের ২০১৩ সালের মঙ্গল অরবিটার মিশনে বিজ্ঞানীদের অবদান সম্পর্কে একটি মহাকাশ নাট্য-চলচ্চিত্র। চলচ্চিত্রটি সাধারণত ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছিল; যেখানে অনেক সমালোচক মনে করেছিলেন যে তিনি তার কর্মজীবনে "আরো চ্যালেঞ্জিং" অবদান রাখার যোগত্য রাখেন।[৪৮] ১২ অক্টোবর ২০১৯ -এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] অভ্যন্তরীণ বাজারে ₹২৩৮.৮০ কোটি রূপীর ব্যবসার ফলে মিশন মঙ্গল তাপসীর কর্মজীবনের সর্বাধিক সাফল্য এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রসমূহের মধ্যে একটি বিবেচিত হয়েছিল।[৪৯][৫০] ২০১৯ সালে তার সর্বশেষ চলচ্চিত্র ছিল তুষার হিরানন্দনির জীবনীচলচ্চিত্র ষাণ্ড কি আঁখ, যেখানে তিনি শর্টশুটার প্রকাশি তোমার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল চলচ্চিত্রটি। তবে তাপসীর অভিনয় ইতিবাচকভাবে পর্যালোচনা লাভ করার পাশাপাশি তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার[৫১] এবং ভূমি পেডনেকরের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন সমালোচক পুরস্কারের জিতেছিলেন।[৫২]
২০২০ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অনুভব সিনহার থাপ্পড়, যেখানে তিনি অমৃতা নামে এক তাকাল প্রাপ্ত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।[৫৩] পাভেল গুলাটি সহ অভিনীত চলচ্চিত্রটি ইতিবাচক সাড়া এবং মাঝারি সাফল্য পেয়েছিল। তিনি রহস্য-থ্রিলার হাসিন দিলরুবা চলচ্চিত্রে ভিক্রান্ত মাসির বিপরীতে রানী কাশ্যপ চরিত্রে উপস্থিত হবেন, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হবে।[৫৪] এছাড়াও তিনি অপারশক্তি খুরানার বিপরীতে রেশমি রকেট নাট্য চলচ্চিত্রে এবং ক্রিকেটার মিতালী রাজ চরিত্রে শাবাশ মিঠু ক্রীড়া-জীবনীচলচ্চিত্রে উপস্থিত হবেন। এছাড়াও, তাওপী তাহির রাজ ভাসিনের বিপরীতে লুপ ল্যাপেতা নাট্য চলচ্চিত্র কাজ করবেন তিনি।
ব্যক্তিগত জীবন
২০১৫ সালের জানুয়ারিতে ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাপসী বলেছিলেন: "আমি এক দক্ষিণ ভারতীর সঙ্গে ডেট করেছি। এছাড়াও আমি কখনও কোনও তারকার সঙ্গে ডেট করি নি এবং কখনও করবোও না এ ব্যাপারে আমি স্ট্যাম্প পেপারে লিখতে দিতে পারি। আমি নিশ্চিত যে কোনো সম্পর্কের মধ্যে একজন তারকা থাকতে পারে এবং সেটাই আমি। আমি ব্যক্তিগতভাবে ভাবি না যে এটি কোনও অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে কাজ করতে পারে। "[৫৫] তাপসী, "যদি আপনি পেয়ে থাকেন তবে তা জাহির করে তুলুন" দর্শনে বিশ্বাসী"।[৫৬] এছাড়াও তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সাথে ডেটিং করছেন বলে জানা গেছে।[৫৭]
পুরস্কার ও মনোনয়নের তালিকা
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
জুন, ২০১২ | বিজয় পুরস্কার | প্রিয় নায়িকা | আদুকালাম | মনোনীত | [৫৮][৫৯] |
শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী | মনোনীত | ||||
জুলাই, ২০১২ | ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী – তেলুগু | মি. পারফেক্ট | মনোনীত | |
২০১২ | সন্তোষাম চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেত্রী (জুরি) | বিজয়ী | [৬০] | |
১৭ মার্চ ২০১৩ | দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার | বছরের সেরা অভিষেক অভিনয়শিল্পী - মহিলা | চাশমি বাদুর | বিজয়ী | [৬১] |
১৮ ডিসেম্বর ২০১৩ | বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার | সর্বাধিক বিনোদনমূলক অভিনয়শিল্পী অভিষেক - মহিলা | মনোনীত | [৬২] | |
২০১৪ | এডিসন পুরস্কার | উৎসাহী মহিলা পরিবেশনকারী | আরাম্বাম | বিজয়ী | [৬৩] |
১২ জুলাই ২০১৪ | ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | মনোনীত | [৬৪] | |
সেপ্টেম্বর ২০১৪ | দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী – তামিল | মনোনীত | [৬৫] | |
২০১৫ | টিএসআর-টিভিনাইন জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেত্রী | মগুধু | বিজয়ী | [৬৬] |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "Taapsee Pannu : Celebrity 100" (ইংরেজি ভাষায়)। ফোর্বস ইন্ডিয়া। ২০১৯। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Taapsee Pannu: I have dated a South Indian but can never date a Sikh"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Happy Birthday to Taapsee" [শুভ জন্মদিন তাপসী পান্নু]। সাইফাই। ২৬ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Taapsee posts throwback pic from grihapravesh. Boyfriend Mathias Boe has a question" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। ৮ মে ২০২০। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Introducing Tapasee's sister" [তাপসীর বোনের পরিচয়]। সাইফাই। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Aadukalam heroine Taapsee chats with fans" [আদুকালাম নায়িকা তাপসীর ভক্তদের সঙে চ্যাট]। সাইফাই। ১৩ জানুয়ারি ২০১১। ১৮ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "PIX: The Hottest Southern Heroines — Part II"। রেডিফ। ৪ অক্টোবর ২০১১। ২৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Aadukalam heroine Tapasee unveiled!"। সাইফাই। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ মতিহার, ঝিলমিল; ভাসিত, শ্রুতি (২৫ জানুয়ারি ২০০৮)। "On the rampway : Simply Punjabi: News India Today"। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "SHOOT : Female"। ইন্ডিয়া টাইমস। ২৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "তাপসী পান্নু"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৩ সেপ্টেম্বর ২০১১। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Vivacious Taapsee on JFW July cover"। সাইফাই। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Taapsee About MaaStars"। MPHInfotech Pvt Ltd। ১৩ জুলাই ২০১০। ৩০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ রাজামনি, রাধিকা (২৯ জুন ২০১০)। "From software engineer to happening heroine!"। রেডিফ.কম। ১২ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ রাজামনি, রাধিকা (১২ এপ্রিল ২০১১)। "Telugu actress Taapsee goes places"। রেডিফ.কম। ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ ক খ "Jhummandi Naadam – Movie Review"। ওয়ানইন্ডিয়া এন্টারটেইনমেন্ট। Greynium Information Technologies Pvt. Ltd। ১ জুলাই ২০১০। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Dhanush gets a Punjabi kudi as heroine"। সাইফাই। ৩০ সেপ্টেম্বর ২০০৯। ২১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "58th National Film Awards for 2010 announced"। Directorate of Film Festivals। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১১।
- ↑ "Aadukalam-Review"। সাইফাই। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Vastadu Naa Raju`s interesting plot"। সাইফাই। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ জর্জ, মেঘনা (৬ এপ্রিল ২০১১)। "First Look: Mammootty's next, Doubles"। রেডিফ.কম। ৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ প্যালিচা, পরেশ সি (১৫ এপ্রিল ২০১১)। "Review: Doubles is like a tacky TV serial"। রেডিফ.কম। ১২ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ কাভিরাজ্যনি, সুরেষ (২৫ এপ্রিল ২০১১)। "মি. পারফেক্ট"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Ravi Teja's 'Veera' a let down"। সাইফাই। ২২ মে ২০১১। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Vandhan Vendraan"। সাইফাই। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ সুরেশ, সুকন্য (১ মার্চ ২০১২)। "Taapsee gets a makeover"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ মালিনি, শংকরান (১১ ডিসেম্বর ২০১১)। "When they encountered Rishi Kapoor"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ পি, সঙ্গীতা (১৩ জানুয়ারি ২০১২)। "Tapsee Pannu loves her curls"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ লক্ষী, ভি. (৮ সেপ্টেম্বর ২০১৩)। "Taapsee's dubbing dilemma"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Taapsee Pannu to dub for Riddick"। দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৯ আগস্ট ২০১৩। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "'Arrambam' Review Roundup: Stylish Entertainer; Real Treat for Ajith Fans"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ৩১ অক্টোবর ২০১৩। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Taapsee Pannu wins Enthusiastic Performer-Female award at Edison Awards 2014"। IANS। news.biharprabha.com। ৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Neeraj Pandey signs Taapsee Pannu opposite Akshay Kumar?" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৩ এপ্রিল ২০১৪। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "I'm not the villain in Vai Raja Vai: Taapsee"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৩ মে ২০১৪। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ "Taapsee Pannu joins Amitabh Bachchan in Delhi for their next film 'Pink'" [তাপসী পান্নু তাদের পরবর্তী 'পিঙ্ক' ছবির জন্য দিল্লিতে অমিতাভ বচ্চনের সঙ্গে যোগদান করেন] (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৩ মার্চ ২০১৬। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Director Shoojit Sircar opens up about Amitabh Bachchan, Taapsee Pannu's 'Pink'" (ইংরেজি ভাষায়)। Dnaindia.com। ২ এপ্রিল ২০১৬। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Box Office: Worldwide Collections and Day wise breakup of Pink" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১৭ সেপ্টেম্বর ২০১৬। ১৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "ZCA 2017" (ইংরেজি ভাষায়)। জি সিনে পুরস্কার। ২০১৭। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ ঝা, সুভাষ কে (১৩ ফেব্রুয়ারি ২০১৭)। "Runningshaadi.com changes to Runningshaadi days before release" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "SEE PICS: Here are the new stills of Taapsee Pannu from the sets of Ghazi" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Box Office: Worldwide collections and day wise break up of Naam Shabana - Bollywood Hungama"। বলিউড হাঙ্গামা। ১ এপ্রিল ২০১৭। ১৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ প্রিয়াঙ্কা, সুন্দর (২৯ জুলাই ২০১৭)। "Taapsee Pannu shows off her bikini body, Jacqueline Fernandez flaunts her appetite after wrapping up Judwaa 2. See photos"। ইন্ডিয়ান এক্সপ্রেস লিমিটেড। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "HOT: Taapsee Pannu flaunts a floral bikini look from Judwaa 2"। বলিউড হাঙ্গামা। ২৯ জুলাই ২০১৭। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Box Office: Worldwide Collections and Day wise breakup of Judwaa 2" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ৩০ সেপ্টেম্বর ২০১৭। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Nominations for the 64th Vimal Filmfare Awards 2019"। ফিল্মফেয়ার। ১২ মার্চ ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "REVEALED: Ali Fazal cast opposite Taapsee Pannu in this remake of Spanish film by Sujoy Ghosh"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৮। ২৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ গুপ্ত, শুভ্র (১৪ জুন ২০১৯)। "Game Over review: A patchy affair" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ লিডন, জো (১৫ আগস্ট ২০১৯)। "Film Review: 'Mission Mangal'" (ইংরেজি ভাষায়)। ভ্যারাইটি। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Mission Mangal Box Office"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Bollywood Top Grossers Worldwide Bollywood Hungama"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Highlights from the 65th Amazon Filmfare Awards 2020" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Star Screen Awards: Deepika Padukone, Ananya Panday add glam as Alia Bhatt, Ranveer Singh win top awards. Read complete winners list" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ৯ ডিসেম্বর ২০১৯। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Thappad" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৮ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ খান, শাকির। "Taapsee Pannu as Rani Kashyap in Haseen Dillruba" (ইংরেজি ভাষায়)। রিপাবলিক ওয়ার্ল্ড। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ গুপ্ত, প্রিয়া (২২ জানুয়ারি ২০১৫)। "Taapsee Pannu: I have dated a South Indian but can never date a Sikh" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ মিশ্রা, তিশ্যা (১৬ সেপ্টেম্বর ২০১৭)। "Taapsee Pannu To Her Bikini Critics: 'If You Have The Body, Flaunt It'" (ইংরেজি ভাষায়)। ndtv। ৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "Taapsee Pannu says she won't hide her relationship, reveals what her family thinks of her boyfriend" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ১১ মার্চ ২০২০। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০।
- ↑ "6th Annual Vijay Awards: Complete list of winners"। CNN-IBN। ১৯ জুন ২০১২। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৫।
- ↑ "6th Vijay Awards"। Vijay Awards। চেন্নাই। ৩০ জুন ২০১২। স্টার বিজয়।
- ↑ "Santosham Awards 2012"। idlebrain। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ পরান্দে, শ্বেতা (৬ সেপ্টেম্বর ২০১৩)। "SAIFTA 2013: Gangs of Wasseypur, English Vinglish, Bade Acche Lagte Hain lead nominations" (ইংরেজি ভাষায়)। bollywoodlife। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Nominations for 4th Big Star Entertainment Awards" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১২ ডিসেম্বর ২০১৩। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "Edison Awards 2014" (ইংরেজি ভাষায়)। এডিসন পুরস্কার। ২০১৪। ১৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "61st Idea Filmfare Awards (South) Nomination list" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ৮ জুলাই ২০১৪। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ সঙ্গীতা, শেশাগিরি (২০ জুলাই ২০১৪)। "SIIMA 2014 Tamil Nominations: Suriya, Dhanush, Kamal Haasan Feature in Best Actor Category [List]" (ইংরেজি ভাষায়)। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ১২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ "TSR-TV9 award winners announced" (ইংরেজি ভাষায়)। deccanchronicle। ১৭ জুলাই ২০১৫। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
- অলমুভিতে তাপসী পান্নু
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তাপসী পান্নু (ইংরেজি)
- আলোসিনেতে তাপসী পান্নু (ফরাসি)
- বলিউড হাঙ্গামায় তাপসী পান্নু
- রটেন টম্যাটোসে তাপসী পান্নু (ইংরেজি)